General knowledge question answer part 05
General knowledge question answer part 05 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 05 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 05
01. বিখ্যাত কৈলাস গুয়া মন্দির কোথায় অবস্থিত?
A) বাদামি
B) এলিফ্যান্টা
C) ইলোরা
D) অজন্তা
সঠিক উত্তর: ইলোরা
A) বাদামি
B) এলিফ্যান্টা
C) ইলোরা
D) অজন্তা
সঠিক উত্তর: ইলোরা
02. কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার চালু হয়?
A) মুম্বাই
B) অসম
C) গুজরাট
D) চেন্নাই
সঠিক উত্তর: অসম
03. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
A) আমেরিকা
B) জাপান
C) রাশিয়া
D) ভারত
সঠিক উত্তর: রাশিয়া
04. নিজের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস?
A) শ্রীকান্ত
B) ধাত্রী দেবতা
C) আনন্দমঠ
D) ইছামতি
সঠিক উত্তর: আনন্দমঠ
05. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প?
A) দেনা পাওনা
B) বকুল কথা
C) মহেশ
D) বিন্দুর ছেলে
সঠিক উত্তর: দেনা পাওনা
06. 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসটির লেখক কে?
A) বিমল মিত্র
B) আশাপূর্ণা দেবী
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) নজরুল ইসলাম
সঠিক উত্তর: আশাপূর্ণা দেবী
07. সর্বশ্রেষ্ঠ বুকার পুরস্কার কে পেয়েছেন?
A) আনা এনরাইট
B) সলমন রুশদি
C) ডি বি সি পিয়েরি
D) বিমল ঘোষ
সঠিক উত্তর: সলমন রুশদি
08. নাগাল্যান্ডের বিখ্যাত নৈত্যশৈলীর নাম কী?
A) জাদুর
B) পালি
C) সাইলা
D) রেংমা
সঠিক উত্তর: রেংমা
09. ভীম যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন?
A) আগ্রা
B) জয়পুর
C) কিরানা
D)মেওয়াটি
সঠিক উত্তর: কিরানা
10. জয়জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়?
A) বিকালে
B) সকালে
C) দুপুরে
D) রাতে
সঠিক উত্তর: রাতে
11. বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
A) অন্ধ্রপ্রদেশ
B) পাঞ্জাব
C) পশ্চিমবঙ্গ
D) উত্তর প্রদেশ
সঠিক উত্তর: পাঞ্জাব
12. কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেওয়া যায়?
A) ঝুমুর
B) ছৌ
C) গরবা
D) বিহু
সঠিক উত্তর: ছৌ
13. সাহিত্য একাডেমী স্থাপিত হয় কত সালে?
A)1952
B) 1954
C)1955
D) 1957
সঠিক উত্তর: 1954
14. মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর?
A) বসন্ত
B) বর্ষা
C) গ্রীষ্ম
D) হেমন্ত
সঠিক উত্তর: বর্ষা
15. বি সি রায় পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে?
A) পরিবেশ
B) সংগীত
C) চিকিৎসা
D) সাংবাদিকতা
সঠিক উত্তর: চিকিৎসা
16. কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়?
A) সুইজারল্যান্ড
B) ইংল্যান্ড
C) ফ্রান্স
D) ইটালি
সঠিক উত্তর: ফ্রান্স
17. রবীন্দ্রনাথ ক-টি গান লিখেছেন?
A) 3000
B) 1000
C) 2000
D) 2500 এর বেশি
সঠিক উত্তর: 2500 এর বেশি
18. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
A) বাঁশি
B) তবলা
C) সেতার
D) সন্তুর
সঠিক উত্তর: বাঁশি
19. বেহাগ রাগ রাতের কোন সময় গাওয়া হয়?
A) রাতের প্রথম প্রহরে
B) রাতের তৃতীয় প্রহরে
C) রাতের দ্বিতীয় প্রহরে
D) রাতের শেষ প্রহরে
সঠিক উত্তর: রাতের দ্বিতীয় প্রহরে
20. 'পদাতিক' কবি কাকে বলা হয়
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) সুভাষ মুখোপাধ্যায়
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) শিশিরকুমার ভাদুড়ী
সঠিক উত্তর: সুভাষ মুখোপাধ্যায়
21. খ্রীষ্টমাস নিয়ে প্রথম ডাকটিকিট বের করে?
A) ভারত
B) অস্ট্রেলিয়া
C) বাংলাদেশ
D) আমেরিকা
সঠিক উত্তর: অস্ট্রেলিয়া
22. বিখ্যাত 'মধুবনী' লোকচিত্র কোথাকার?
A) ওড়িশা
B) অসম
C) বিহার
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: বিহার
23. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কী?
A) হিন্দি
B) সংস্কৃত
C) উর্দু
D) বাংলা
সঠিক উত্তর: সংস্কৃত
24. সংগীতকার মোজার্ট কোথাকার লোক ছিলেন?
A) আমেরিকা
B) ভারত
C) অস্ট্রেলিয়া
D) জার্মানি
25. 'অলিম্পিক থিয়েটার' কোথায় আছে?
A) আমেরিকায়
B) লন্ডনে
C) প্যারিসে
D) ভারতে
সঠিক উত্তর: লন্ডন
Read more:: General knowledge question answer part 04
No comments:
Post a Comment