Breaking

Thursday, May 9, 2024

General knowledge question answer part 05

General knowledge question answer part 05
General knowledge question answer part 05


সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 05  ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 05 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
 
 General knowledge question answer part 05
 
01. বিখ্যাত কৈলাস গুয়া মন্দির কোথায় অবস্থিত?
A) বাদামি 
B) এলিফ্যান্টা
C) ইলোরা
D) অজন্তা
সঠিক উত্তর: ইলোরা

02. কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার চালু হয়?
A) মুম্বাই
B) অসম
C) গুজরাট
D) চেন্নাই
সঠিক উত্তর: অসম

03. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
A) আমেরিকা
B) জাপান
C) রাশিয়া
D) ভারত
সঠিক উত্তর: রাশিয়া

04. নিজের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস?
A) শ্রীকান্ত
B) ধাত্রী দেবতা
C) আনন্দমঠ
D) ইছামতি
সঠিক উত্তর: আনন্দমঠ

05. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প?
A) দেনা পাওনা
B) বকুল কথা
C) মহেশ
D) বিন্দুর ছেলে 
সঠিক উত্তর: দেনা পাওনা

06. 'প্রথম প্রতিশ্রুতি' উপন্যাসটির লেখক কে?
A) বিমল মিত্র
B) আশাপূর্ণা দেবী
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) নজরুল ইসলাম
সঠিক উত্তর: আশাপূর্ণা দেবী
07. সর্বশ্রেষ্ঠ বুকার পুরস্কার কে পেয়েছেন?
A) আনা এনরাইট
B) সলমন রুশদি
C) ডি বি সি পিয়েরি
D) বিমল ঘোষ
সঠিক উত্তর:  সলমন রুশদি

08. নাগাল্যান্ডের বিখ্যাত  নৈত্যশৈলীর নাম কী?
A) জাদুর
B) পালি
C) সাইলা
D) রেংমা
সঠিক উত্তর: রেংমা

09. ভীম যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন?
A) আগ্রা
B) জয়পুর
C) কিরানা
D)মেওয়াটি
সঠিক উত্তর: কিরানা

10. জয়জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়?
A) বিকালে
B) সকালে
C) দুপুরে
D) রাতে
সঠিক উত্তর: রাতে

11. বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
A) অন্ধ্রপ্রদেশ
B) পাঞ্জাব
C) পশ্চিমবঙ্গ
D) উত্তর প্রদেশ
সঠিক উত্তর: পাঞ্জাব

12. কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেওয়া যায়?
A) ঝুমুর
B) ছৌ
C) গরবা
D) বিহু
সঠিক উত্তর: ছৌ

13. সাহিত্য একাডেমী স্থাপিত হয় কত সালে?
A)1952
B) 1954
C)1955
D) 1957
সঠিক উত্তর: 1954

14. মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর?
A) বসন্ত
B) বর্ষা
C) গ্রীষ্ম
D) হেমন্ত
সঠিক উত্তর: বর্ষা

15. বি সি রায় পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে?
A) পরিবেশ
B) সংগীত
C) চিকিৎসা
D) সাংবাদিকতা
সঠিক উত্তর: চিকিৎসা

16. কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়?
A) সুইজারল্যান্ড
B) ইংল্যান্ড
C) ফ্রান্স
D) ইটালি
সঠিক উত্তর: ফ্রান্স

17. রবীন্দ্রনাথ ক-টি গান লিখেছেন?
A) 3000
B) 1000
C) 2000
D) 2500 এর বেশি 
সঠিক উত্তর: 2500 এর বেশি 

18. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
A) বাঁশি
B) তবলা
C) সেতার
D) সন্তুর
সঠিক উত্তর: বাঁশি

19. বেহাগ রাগ রাতের কোন সময় গাওয়া হয়?
A) রাতের প্রথম প্রহরে
B) রাতের তৃতীয় প্রহরে
C) রাতের দ্বিতীয় প্রহরে
D) রাতের শেষ প্রহরে
সঠিক উত্তর: রাতের দ্বিতীয় প্রহরে

20. 'পদাতিক' কবি কাকে বলা হয়
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) সুভাষ মুখোপাধ্যায়
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) শিশিরকুমার ভাদুড়ী
সঠিক উত্তর: সুভাষ মুখোপাধ্যায়

21. খ্রীষ্টমাস নিয়ে প্রথম ডাকটিকিট বের করে?
A) ভারত
B) অস্ট্রেলিয়া
C) বাংলাদেশ
D) আমেরিকা
সঠিক উত্তর: অস্ট্রেলিয়া

22. বিখ্যাত 'মধুবনী' লোকচিত্র কোথাকার?
A) ওড়িশা
B) অসম
C) বিহার
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: বিহার

23. পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কী?
A) হিন্দি
B) সংস্কৃত
C) উর্দু
D) বাংলা
সঠিক উত্তর: সংস্কৃত

24. সংগীতকার মোজার্ট কোথাকার লোক ছিলেন?
A) আমেরিকা
B) ভারত
C) অস্ট্রেলিয়া
D) জার্মানি

25. 'অলিম্পিক থিয়েটার' কোথায় আছে?
A) আমেরিকায়
B) লন্ডনে
C) প্যারিসে
D) ভারতে
সঠিক উত্তর: লন্ডন


No comments:

Post a Comment