General knowledge question answer part 06 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 06
01. আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কবে?
A) 1974
B) 1975
C) 1976
D) 1978
সঠিক উত্তর: 1976
A) 1974
B) 1975
C) 1976
D) 1978
সঠিক উত্তর: 1976
02. রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' হল-
A) একটি গল্প
B) একটি কবিতা
C) একটি ছোট গল্প
D) একটি উপন্যাস
সঠিক উত্তর: একটি উপন্যাস
03. রুপোলি পর্দার সর্বপ্রথম নায়িকা কে?
A) মধুবালা
B) দেবিকা রানী
C) দুর্গা খোটে
D) নার্গিস দত্ত
সঠিক উত্তর: দেবিকা রানী
04. নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যিকের সঙ্গে যুক্ত?
A) জ্ঞানপীঠ
B) ভারতরত্ন
C) পুলিৎজার
D) ম্যাগসাইসাই
সঠিক উত্তর: জ্ঞানপীঠ
05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ
06. অজন্তার গুহাচিত্র কী বিষয়ের উপর অঙ্কিত?
A) মহাভারত
B) রামায়ণ
C) জাতক
D) উপনিষদ
সঠিক উত্তর: জাতক
07. বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত?
A) কথাকলি
B) মনিপুরি
C) ওডিশি
D) ঝুমুর
সঠিক উত্তর: ওডিশি
08. আকাশের শিলালিপি কোন ভাষায় লিখিত?
A) সংস্কৃত
B) পালি
C) দেবনা গারী
D) ব্রাহ্মী ও খরোষ্ঠী
সঠিক উত্তর: ব্রাহ্মী ও খরোষ্ঠী
09. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ
10. বেদের অপর নাম কী?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D)ঋক
সঠিক উত্তর: শ্রুতি
11. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন?
A) 22 জন
B) 23 জন
C) 20 জন
D) 26 জন
সঠিক উত্তর: 23 জন
12. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
A) বুধ
B) নেপচুন
C) শুক্র
D) মঙ্গল
সঠিক উত্তর: শুক্র
13. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
A) 2 সেকেন্ড
B) 1 সেকেন্ড
C) 1.3 সেকেন্ড
D) 2.5 সেকেন্ড
সঠিক উত্তর: 1.3 সেকেন্ড
14. পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়?
A) ভারত
B) জাপান
C) চীন
D) আমেরিকা
সঠিক উত্তর: জাপান
15. পরিক্রমনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে?
A) 3 জানুয়ারি
B) 21 সেপ্টেম্বর
C) 22 মার্চ
D) 25 ডিসেম্বর
সঠিক উত্তর: 3 জানুয়ারি
16. সূর্যগ্রহণ কখন হয়?
A) চাঁদ যখন পৃথিবীর সঙ্গে সমকোণ হয়
B) পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে
C) সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝে আসে
D) চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে এসে
সঠিক উত্তর: চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে এসে
17. চন্দ্রগ্রহণ কখন হয়?
A) পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে
B) চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে
C) সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝে আসে
D) চাঁদ ও পৃথিবীর যখন সমকোণে আসে
সঠিক উত্তর: পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে
18. দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগার তৈরি হচ্ছে তার নাম কি?
A) গঙ্গোত্রী
B) মৈত্রী
C) ভারতী
D) জাহ্নবী
সঠিক উত্তর: ভারতী
19. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
A) লাদাখ
B) পামির
C) ছোটনাগপুর
D) তিব্বত
সঠিক উত্তর: পামির
20. বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ 'মাজুলী' কোন নদীর নদী-দ্বীপ?
A) গঙ্গা
B) তাপ্তি
C) ব্রহ্মপুত্র
D) নর্মদা
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র
21. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
A) ধ্রিয়ান
B) বার্খান
C) সিফ
D) ধান্দ
সঠিক উত্তর: ধ্রিয়ান
22. বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি?
A) বিয়ার্ডমোর
B) সিয়াচেন
C) গঙ্গোত্রী
D) জেমু
সঠিক উত্তর: বিয়ার্ডমোর
23. কয়লা, খনিজতেল কোন শিলায় পাওয়া যায়?
A) আগ্নেয় শিলায়
B) আগ্নেয় রূপান্তরিত শিলায়
C) রূপান্তরিত শিলায়
D) পাললিক শিলায়
সঠিক উত্তর: পাললিক শিলায়
24. পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কীরকম?
A) V আকৃতির
B) I আকৃতির
C) U আকৃতির
D) কোনোটিই নয় কোনোটিই নয়
সঠিক উত্তর: V আকৃতির
25. ইউরোপের বৃহত্তম নদী কোনটি?
A) রাইন
B) পো
C) দানিয়ুব
D) ভলগা
সঠিক উত্তর: ভলগা
Read more:: General knowledge question answer part 05
No comments:
Post a Comment