Breaking

Thursday, May 9, 2024

General knowledge question answer part 06

General knowledge question answer part 06
General knowledge question answer part 06


সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 06 
 
01. আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কবে?
A) 1974
B) 1975
C) 1976
D) 1978
সঠিক উত্তর: 1976

02. রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' হল-
A) একটি গল্প
B) একটি কবিতা
C) একটি ছোট গল্প
D) একটি উপন্যাস
সঠিক উত্তর: একটি উপন্যাস

03. রুপোলি পর্দার সর্বপ্রথম নায়িকা কে?
A) মধুবালা
B) দেবিকা রানী
C) দুর্গা খোটে
D) নার্গিস দত্ত
সঠিক উত্তর: দেবিকা রানী

04. নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যিকের সঙ্গে যুক্ত?
A) জ্ঞানপীঠ
B) ভারতরত্ন
C) পুলিৎজার
D)  ম্যাগসাইসাই
সঠিক উত্তর: জ্ঞানপীঠ

05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ

06. অজন্তার গুহাচিত্র কী বিষয়ের উপর অঙ্কিত?
A) মহাভারত
B) রামায়ণ
C) জাতক
D) উপনিষদ
সঠিক উত্তর: জাতক

07. বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত?
A) কথাকলি
B) মনিপুরি 
C) ওডিশি
D) ঝুমুর
সঠিক উত্তর: ওডিশি

08. আকাশের শিলালিপি কোন ভাষায় লিখিত?
A) সংস্কৃত
B) পালি
C) দেবনা গারী
D) ব্রাহ্মী ও খরোষ্ঠী
সঠিক উত্তর: ব্রাহ্মী ও খরোষ্ঠী

09. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
A) ভাগবত
B) বেদ
C) পুরান
D) মহাকাব্য
সঠিক উত্তর: বেদ

10. বেদের অপর নাম কী?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D)ঋক
সঠিক উত্তর: শ্রুতি

11. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন?
A) 22 জন 
B) 23 জন
C) 20 জন
D) 26 জন
সঠিক উত্তর: 23 জন

12. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
A) বুধ
B) নেপচুন
C) শুক্র
D) মঙ্গল
সঠিক উত্তর: শুক্র

13. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
A) 2 সেকেন্ড
B) 1 সেকেন্ড
C) 1.3 সেকেন্ড
D)  2.5 সেকেন্ড
সঠিক উত্তর: 1.3 সেকেন্ড

14. পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়?
A) ভারত
B) জাপান
C) চীন
D) আমেরিকা
সঠিক উত্তর: জাপান

15. পরিক্রমনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে?
A) 3 জানুয়ারি
B) 21 সেপ্টেম্বর
C) 22 মার্চ
D) 25 ডিসেম্বর
সঠিক উত্তর: 3 জানুয়ারি

16. সূর্যগ্রহণ কখন হয়?
A) চাঁদ যখন পৃথিবীর সঙ্গে সমকোণ হয়
B) পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে
C) সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝে আসে
D) চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে এসে
সঠিক উত্তর: চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে এসে

17. চন্দ্রগ্রহণ কখন হয়?
A) পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে
B) চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝে আসে
C) সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝে আসে
D) চাঁদ ও পৃথিবীর যখন সমকোণে আসে
সঠিক উত্তর: পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে আসে

18. দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগার তৈরি হচ্ছে তার নাম কি?
A) গঙ্গোত্রী
B) মৈত্রী
C) ভারতী
D) জাহ্নবী
সঠিক উত্তর: ভারতী

19. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
A) লাদাখ
B) পামির
C) ছোটনাগপুর
D) তিব্বত
সঠিক উত্তর: পামির

20. বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ 'মাজুলী' কোন নদীর নদী-দ্বীপ?
A) গঙ্গা
B) তাপ্তি
C) ব্রহ্মপুত্র
D) নর্মদা
সঠিক উত্তর: ব্রহ্মপুত্র

21. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
A) ধ্রিয়ান
B) বার্খান
C) সিফ
D) ধান্দ
সঠিক উত্তর: ধ্রিয়ান

22. বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি?
A) বিয়ার্ডমোর
B) সিয়াচেন
C) গঙ্গোত্রী
D) জেমু
সঠিক উত্তর: বিয়ার্ডমোর

23. কয়লা, খনিজতেল কোন শিলায় পাওয়া যায়?
A) আগ্নেয় শিলায়
B) আগ্নেয় রূপান্তরিত শিলায়
C) রূপান্তরিত শিলায়
D) পাললিক শিলায়
সঠিক উত্তর: পাললিক শিলায়

24. পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি কীরকম?
A) V আকৃতির
B)  I আকৃতির 
C) U আকৃতির
D) কোনোটিই নয় কোনোটিই নয়
সঠিক উত্তর: V আকৃতির

25. ইউরোপের বৃহত্তম নদী কোনটি?
A) রাইন
B) পো
C) দানিয়ুব 
D) ভলগা
সঠিক উত্তর: ভলগা





No comments:

Post a Comment