General knowledge question answer part 07
General knowledge question answer part 07 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 07
01. সৌরজগতের গ্রহ কোনটি?
A) মঙ্গল
A) মঙ্গল
B) নেপচুন
C) শুক্র
D) বুধ
সঠিক উত্তর: শুক্র
02. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন?
A) সিকিম
B) মনিপুর
C) অরুণাচল প্রদেশ
D) নাগাল্যান্ড
সঠিক উত্তর: অরুণাচল প্রদেশ
03. ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি?
A) উত্তরাখণ্ড
B) ঝাড়খন্ড
C) ছওিশগড়
D) গোয়া
সঠিক উত্তর: ঝাড়খন্ড
04. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
A) আইসল্যান্ড
B) লাক্ষাদ্বীপ
C) গ্রিনল্যান্ড
D) ইংল্যান্ড
সঠিক উত্তর: গ্রিনল্যান্ড
05. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা কোনটি?
A)রকি
B) হিমালয়
C) আন্দিজ
D) আল্পস
সঠিক উত্তর: আন্দিজ
06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি
07. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
A) নীল
B) আমাজন
C) মিসিসিপি
D) হোয়াংহো
সঠিক উত্তর: আমাজন
08. পৃথিবীর কফিপাত্র কাকে বলা হয়?
A) ব্রাজিল
B) আর্জেন্টিনা
C) চিলি
D) কিউবা
সঠিক উত্তর: ব্রাজিল
09. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে কোনটি?
A) সুয়েজ খাল
B) কিয়েল খার
C) পানামা খাল
D) ডোভার প্রণালী
সঠিক উত্তর: সুয়েজ খাল
10. 'বীরজো' কোথাকার উপজাতি?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) অন্ধপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা
12. ভেমবানাদ কয়াল কোথায় অবস্থিত?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু
সঠিক উত্তর: কেরালা
13. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) সিমলা
B) ভূপাল
C) দেরাদুন
D) গুয়াহাটি
সঠিক উত্তর: দেরাদুন
14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A) ফালুট
B) সান্দাকফু
C) কাঞ্চনজঙ্ঘা
D) সিঞ্চল
সঠিক উত্তর: সান্দাকফু
15. দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে?
A) কংসাবতী
B) রূপনারায়ন
C) ময়ূরাক্ষী
D) হলদি
সঠিক উত্তর: রূপনারায়ন
16. ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: রাজস্থান
17. ধুয়াঁধর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A) নর্মদা
B) কাবেরী
C) গোদাবরী
D) কৃষ্ণা
সঠিক উত্তর: নর্মদা
18. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি?
A) হিমালয়
B) আরাবল্লি
C) বিন্ধ্য
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লি
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
A) দোদাবেতা
B) আনাইমুদি
C) আন্নামালাই
D) কলসুবাই
সঠিক উত্তর: আনাইমুদি
20. সূর্যের উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) হিলিয়াম
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: হাইড্রোজেন
21. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
A) আনাইমুদি
B) দোদাবেতা
C) কলসুবাই
D) কার্ডামম
সঠিক উত্তর: দোদাবেতা
22. মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করে?
A) 21 জুলাই,1969
B) 21 জুলাই,1971
C) 21 জুলাই,1953
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: 21 জুলাই,1969
23. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
A) শিলং
B) মিকির
C) নকরেক
D) চেরা
সঠিক উত্তর: নকরেক
24. দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি?
A) মহানদী
B) কৃষ্ণা
C) কাবেরী
D) গোদাবরী
সঠিক উত্তর: গোদাবরী
25. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক?
A) মনিপুর
B) মধ্যপ্রদেশ
C) অরুণাচল প্রদেশ
D) অসম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
Read More :: General knowledge question answer part 06
No comments:
Post a Comment