Breaking

Thursday, May 9, 2024

General knowledge question answer part 07

General knowledge question answer part 07
General knowledge question answer part 07
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 06 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 06 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 07
 
 01. সৌরজগতের গ্রহ কোনটি?
A) মঙ্গল
B) নেপচুন
C) শুক্র
D) বুধ
সঠিক উত্তর: শুক্র

02. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন?
A) সিকিম
B) মনিপুর
C) অরুণাচল প্রদেশ
D) নাগাল্যান্ড
সঠিক উত্তর: অরুণাচল প্রদেশ

03. ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি?
A) উত্তরাখণ্ড
B) ঝাড়খন্ড
C) ছওিশগড়
D) গোয়া 
সঠিক উত্তর: ঝাড়খন্ড

04. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
A) আইসল্যান্ড
B) লাক্ষাদ্বীপ
C) গ্রিনল্যান্ড
D)  ইংল্যান্ড
সঠিক উত্তর: গ্রিনল্যান্ড

05. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা কোনটি?
A)রকি
B) হিমালয়
C) আন্দিজ
D) আল্পস
সঠিক উত্তর: আন্দিজ

06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি

07. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
A) নীল
B) আমাজন
C) মিসিসিপি 
D) হোয়াংহো
সঠিক উত্তর: আমাজন

08. পৃথিবীর কফিপাত্র কাকে বলা হয়?
A) ব্রাজিল
B) আর্জেন্টিনা
C) চিলি
D) কিউবা
সঠিক উত্তর: ব্রাজিল

09. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে কোনটি?
A) সুয়েজ খাল
B) কিয়েল খার
C) পানামা খাল
D) ডোভার প্রণালী
সঠিক উত্তর: সুয়েজ খাল

10. 'বীরজো' কোথাকার উপজাতি?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) অন্ধপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ

11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা

12. ভেমবানাদ কয়াল কোথায় অবস্থিত?
A) কেরালা
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু 
সঠিক উত্তর: কেরালা

13. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) সিমলা
B) ভূপাল
C) দেরাদুন
D) গুয়াহাটি
সঠিক উত্তর: দেরাদুন

14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A) ফালুট
B) সান্দাকফু
C) কাঞ্চনজঙ্ঘা
D) সিঞ্চল
সঠিক উত্তর: সান্দাকফু

15. দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে?
A) কংসাবতী
B) রূপনারায়ন
C) ময়ূরাক্ষী
D) হলদি
সঠিক উত্তর: রূপনারায়ন

16. ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: রাজস্থান

17. ধুয়াঁধর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
A) নর্মদা
B) কাবেরী
C) গোদাবরী
D) কৃষ্ণা
সঠিক উত্তর: নর্মদা

18. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি?
A) হিমালয়
B) আরাবল্লি
C) বিন্ধ্য
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লি

19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
A) দোদাবেতা
B) আনাইমুদি
C) আন্নামালাই
D) কলসুবাই
সঠিক উত্তর: আনাইমুদি

20. সূর্যের উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) হিলিয়াম
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: হাইড্রোজেন

21. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
A) আনাইমুদি
B) দোদাবেতা
C) কলসুবাই
D) কার্ডামম
সঠিক উত্তর: দোদাবেতা

22. মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করে?
A) 21 জুলাই,1969
B) 21 জুলাই,1971
C) 21 জুলাই,1953
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: 21 জুলাই,1969

23. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
A) শিলং
B) মিকির
C) নকরেক
D) চেরা
সঠিক উত্তর: নকরেক

24. দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি?
A) মহানদী
B) কৃষ্ণা
C) কাবেরী
D) গোদাবরী 
সঠিক উত্তর: গোদাবরী 

25. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক?
A) মনিপুর
B) মধ্যপ্রদেশ
C) অরুণাচল প্রদেশ
D) অসম
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ


No comments:

Post a Comment