Breaking

Saturday, May 11, 2024

General knowledge question answer part 08

General knowledge question answer part 08 
General knowledge question answer part 08
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 08

01. 'ব্ল্যাক প্যাগোড়া' কোথায় অবস্থিত ?
A) মাদুরাই
B) খাজুরোহো
C) ভূপাল
D) কোনারক
সঠিক উত্তর: কোনারক

02. ফিরোজাবাদ কীজন্য বিখ্যাত ? 
A) টেক্সটাইল
B) কাচের চুড়ি
C) সেলাই মেশিন
D) কৃত্রিম সিল্ক
সঠিক উত্তর: কাচের চুড়ি

03. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি ?
A) দুর্গাপুর
B) জামশেদপুর
C) ভিলাই
D) রাউরকেল্লা
সঠিক উত্তর: ভিলাই

04. বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা ক-টি ?
A) 34
B) 33
C) 35
D) 36
সঠিক উত্তর: 35

05. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ?
A) 1929 সালে 
B) 1935 সালে 
C) 1919 সালে 
D) 1947 সালে 
সঠিক উত্তর: 1935 সালে 

06 কত সালে সংবিধানের 42 তম সংশোধন গৃহীত হয় ?
A) 1966
B) 1976
C) 1980
D) 1978
সঠিক উত্তর: 1976

07. মূল সংবিধানের ক-টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল ?
A) 8 টি
B) 6 টি
C) 7 টি
D) 10 টি
সঠিক উত্তর: 7 টি

08. বর্তমানে সংবিধানের ক-টি মৌলিক অধিকার স্বীকৃত আছে ?
A) 8 টি
B) 6 টি
C) 7 টি
D) 5 টি
সঠিক উত্তর: 6 টি

09. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত ?
A) 18
B) 19
C) 20
D) 11
সঠিক উত্তর: 19

10. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
A) কলকাতা 
B) চেন্নাই
C) হায়দ্রাবাদ
D) পোর্ট ব্লেয়ার
সঠিক উত্তর: কলকাতা 

11. মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয় ?
A) রাশিয়া
B) ইংল্যান্ড
C) আমেরিকা
D) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: রাশিয়া

12. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ?
A) 226
B) 326
C) 324
D) 224
সঠিক উত্তর: 324

13. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
A) 368
B) 360
C) 370
D) 356
সঠিক উত্তর: 368

14. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ?
A) 358
B) 370
C) 380
D) 364
সঠিক উত্তর: 370

15. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
A) 340
B) 341
C) 342
D) 343
সঠিক উত্তর: 343

16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) মুখ্যমন্ত্রী
D) সেনা অধ্যক্ষ
সঠিক উত্তর: রাষ্ট্রপতি

17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ?
A) 1962
B) 1971
C) 1965
D) 1977
সঠিক উত্তর: 1962

18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ?
A) প্রধান বিচারপতি
B) রাজ্যসভার চেয়ারম্যান
C) স্পিকার
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার

19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ?
A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) লোকসভার অধ্যক্ষ
D) অর্থমন্ত্রী
সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ

20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন-
A) লোকসভার সদস্যদের দ্বারা
B) রাজ্যসভার সদস্যদের দ্বারা
C) বিধানসভার সদস্যদের দ্বারা
D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা

21. সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) লোকসভার স্পিকার
D) রাজ্যসভার চেয়ারম্যান
সঠিক উত্তর: লোকসভার স্পিকার

22. রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
A) 12
B) 15
C) 10
D) 5
সঠিক উত্তর: 12

23. রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
A) 5
B) 12
C) 2
D) 10
সঠিক উত্তর: 2

24.সংসদে 'জিরো আওয়ার' কখন শুরু হয়?
A) 11 টা
B) 1 টা 
C) 12 টা
D) নির্দিষ্ট নয়
সঠিক উত্তর: 12 টা

25. সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রী থাকতে পারবেন ?
A) 1 মাস
B) 6 মাস 
C) 3 মাস
D) 1 বছর 
সঠিক উত্তর: 6 মাস

No comments:

Post a Comment