General knowledge question answer part 08
General knowledge question answer part 08 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 08 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 08 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 08
01. 'ব্ল্যাক প্যাগোড়া' কোথায় অবস্থিত ?
A) মাদুরাই
B) খাজুরোহো
C) ভূপাল
D) কোনারক
সঠিক উত্তর: কোনারক
02. ফিরোজাবাদ কীজন্য বিখ্যাত ?
A) টেক্সটাইল
B) কাচের চুড়ি
C) সেলাই মেশিন
D) কৃত্রিম সিল্ক
সঠিক উত্তর: কাচের চুড়ি
03. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি ?
A) দুর্গাপুর
B) জামশেদপুর
C) ভিলাই
D) রাউরকেল্লা
সঠিক উত্তর: ভিলাই
04. বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা ক-টি ?
A) 34
B) 33
C) 35
D) 36
সঠিক উত্তর: 35
05. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ?
A) 1929 সালে
B) 1935 সালে
C) 1919 সালে
D) 1947 সালে
সঠিক উত্তর: 1935 সালে
06 কত সালে সংবিধানের 42 তম সংশোধন গৃহীত হয় ?
A) 1966
B) 1976
C) 1980
D) 1978
সঠিক উত্তর: 1976
07. মূল সংবিধানের ক-টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল ?
A) 8 টি
B) 6 টি
C) 7 টি
D) 10 টি
সঠিক উত্তর: 7 টি
08. বর্তমানে সংবিধানের ক-টি মৌলিক অধিকার স্বীকৃত আছে ?
A) 8 টি
B) 6 টি
C) 7 টি
D) 5 টি
সঠিক উত্তর: 6 টি
09. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত ?
A) 18
B) 19
C) 20
D) 11
সঠিক উত্তর: 19
10. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত ?
A) কলকাতা
B) চেন্নাই
C) হায়দ্রাবাদ
D) পোর্ট ব্লেয়ার
সঠিক উত্তর: কলকাতা
11. মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয় ?
A) রাশিয়া
B) ইংল্যান্ড
C) আমেরিকা
D) আয়ারল্যান্ড
সঠিক উত্তর: রাশিয়া
12. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ?
A) 226
B) 326
C) 324
D) 224
সঠিক উত্তর: 324
13. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
A) 368
B) 360
C) 370
D) 356
সঠিক উত্তর: 368
14. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ?
A) 358
B) 370
C) 380
D) 364
সঠিক উত্তর: 370
15. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
A) 340
B) 341
C) 342
D) 343
সঠিক উত্তর: 343
16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) মুখ্যমন্ত্রী
D) সেনা অধ্যক্ষ
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ?
A) 1962
B) 1971
C) 1965
D) 1977
সঠিক উত্তর: 1962
18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ?
A) প্রধান বিচারপতি
B) রাজ্যসভার চেয়ারম্যান
C) স্পিকার
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার
19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ?
A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) লোকসভার অধ্যক্ষ
D) অর্থমন্ত্রী
সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ
20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন-
A) লোকসভার সদস্যদের দ্বারা
B) রাজ্যসভার সদস্যদের দ্বারা
C) বিধানসভার সদস্যদের দ্বারা
D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
21. সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) লোকসভার স্পিকার
D) রাজ্যসভার চেয়ারম্যান
সঠিক উত্তর: লোকসভার স্পিকার
22. রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
A) 12
B) 15
C) 10
D) 5
সঠিক উত্তর: 12
23. রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন ?
A) 5
B) 12
C) 2
D) 10
সঠিক উত্তর: 2
24.সংসদে 'জিরো আওয়ার' কখন শুরু হয়?
A) 11 টা
B) 1 টা
C) 12 টা
D) নির্দিষ্ট নয়
সঠিক উত্তর: 12 টা
25. সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রী থাকতে পারবেন ?
A) 1 মাস
B) 6 মাস
C) 3 মাস
D) 1 বছর
সঠিক উত্তর: 6 মাস
Read more:: General knowledge question answer part 07
No comments:
Post a Comment