General knowledge question answer part 10
General knowledge question answer part 10 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 10
01. আয়তন অনুযায়ী ভারতের সর্ববৃহৎ লোকসভা কেন্দ্র কোনটি ?
A) জয়শলমীর
B) লাদাখ
C) ভুজ
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: লাদাখ
A) জয়শলমীর
B) লাদাখ
C) ভুজ
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: লাদাখ
02. মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন ?
A) প্রধানমন্ত্রী
C) স্পিকার
B) সংসদ
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: প্রধানমন্ত্রী
03. মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন ?
A) উপরাষ্ট্রপতি
B) সংসদ
C) প্রধান বিচারপতি
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: সংসদ
04. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) স্পিকার
D) ডেপুটি স্পিকার
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
05. হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন ?
A) 65 বছর
B) 62 বছর
C) 60 বছর
D) 58 বছর
সঠিক উত্তর: 62 বছর
06. লোকসভায় রাজ্যগুলি থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে ?
A) 530 জন
B) 525 জন
C) 550 জন
D) 540 জন
সঠিক উত্তর: 530 জন
07. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
A) 2 জন
B) 20 জন
C) 50 জন
D) 550 জন
সঠিক উত্তর: 20 জন
08. রাষ্ট্রপতি শাসন আরোপিত হয় কত দিনের জন্য ?
A) 3 মাস
B) 6 মাস
C) পরবর্তী নির্বাচন অবধি
D) রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
সঠিক উত্তর: রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
09. লোকসভার সাধারণ স্থায়িত্বকাল-
A) 4 বছর
B) 8 বছর
C) 6 বছর
D) 5 বছর
সঠিক উত্তর: 5 বছর
10. রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল ?
A) 2 বছর
B) 6 বছর
C) 5 বছর
D) কখনোই শেষ হয় না
সঠিক উত্তর: কখনোই শেষ হয় না
11. সংসদের কোন সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন ?
A) রাজ্যসভার চেয়ারম্যান
B) স্পিকার
C) নির্বাচন কমিশনার
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
12. লোকসভার কোনো সদস্য তার ইস্তফা পত্র কাকে জমা দেন ?
A) দলীয় প্রধানকে
B) রাষ্ট্রপতিকে
C) প্রধানমন্ত্রীকে
D) স্পিকারকে
সঠিক উত্তর: স্পিকারকে
13. রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফা পত্র কাকে জমা দেন ?
A) রাজ্যসভার সভাপতিকে
B) দলীয় প্রধানকে
C) বিচারপতিকে
D) স্পিকারকে
সঠিক উত্তর: রাজ্যসভার সভাপতিকে
14. লোকসভার অধ্যক্ষ তার ইস্তফা পত্র কার কাছে জমা দেন ?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) প্রধান বিচারপতি
D) উপাধ্যক্ষ
সঠিক উত্তর: উপাধ্যক্ষ
15. অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে কক্ষে সংকল্প আনতে হয় ?
A) 14 দিনের
B) 15 দিনের
C) 6 মাসের
D) 30 দিনের
সঠিক উত্তর: 14 দিনের
16. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?
A) 1951-1952
B) 1953
C) 1951
D) 1954
সঠিক উত্তর: 1951-1952
18. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
A) জানুয়ারি 1953
B) এপ্রিল 1952
C) অক্টোবর 1952
D) ডিসেম্বর 1951
সঠিক উত্তর: এপ্রিল 1952
19. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত ?
A) 5 বছর
B) 4 বছর
C) 6 বছর
D) 9 বছর
সঠিক উত্তর: 5 বছর
20. কোন রাজ্যের বিধানসভার সদস্যপদ সর্বাধিক ?
A) উত্তর প্রদেশ
B) বিহার
C) মহারাষ্ট্র
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: উত্তর প্রদেশ
21. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
A)পি এম সঈদ
B) মৌলানা আবুল কালাম আজাদ
C) এম হিদায়েতুল্লা
D) জাকির হোসেন
সঠিক উত্তর: জাকির হোসেন
22. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
A) বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল চন্দ্র সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় মুখার্জি
সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ
23. সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
A) আমেরিকা
B) আয়ারল্যান্ড
C) দক্ষিণ আফ্রিকা
D) কানাডা
সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা
24. শিক্ষা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্র তালিকা
B) যৌথ তালিকা
C) রাজ্য তালিকা
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: যৌথ তালিকা
25. রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে ?
A) সংবিধান
B) সংসদ
C) রাজ্যপাল
D) রাজ্য আইনসভা
সঠিক উত্তর: রাজ্য আইনসভা
Read more :: General knowledge question answer part 09
No comments:
Post a Comment