Breaking

Saturday, May 11, 2024

General knowledge question answer part 10

General knowledge question answer part 10
General knowledge question answer part 10

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 10 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 10 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 10

01. আয়তন অনুযায়ী ভারতের সর্ববৃহৎ লোকসভা কেন্দ্র কোনটি ?
A) জয়শলমীর
B) লাদাখ
C) ভুজ
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: লাদাখ

02. মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকেন ?
A) প্রধানমন্ত্রী
C) স্পিকার
B) সংসদ
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: প্রধানমন্ত্রী

03. মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন ?
A) উপরাষ্ট্রপতি
B) সংসদ
C) প্রধান বিচারপতি
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: সংসদ

04. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) স্পিকার
D)  ডেপুটি স্পিকার
সঠিক উত্তর: রাষ্ট্রপতি

05. হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন ?
A) 65 বছর
B) 62 বছর
C) 60 বছর
D) 58 বছর
সঠিক উত্তর: 62 বছর

06. লোকসভায় রাজ্যগুলি থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে ?
A) 530 জন
B) 525 জন
C) 550 জন
D) 540 জন
সঠিক উত্তর: 530 জন

07. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন‌ ?
A) 2 জন
B) 20 জন
C) 50 জন
D) 550 জন
সঠিক উত্তর: 20 জন

08. রাষ্ট্রপতি শাসন আরোপিত হয় কত দিনের জন্য ?
A) 3 মাস
B) 6 মাস
C) পরবর্তী নির্বাচন অবধি
D) রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
সঠিক উত্তর: রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল

09. লোকসভার সাধারণ স্থায়িত্বকাল-
A) 4 বছর
B) 8 বছর
C) 6 বছর
D) 5 বছর
সঠিক উত্তর: 5 বছর

10. রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল ?
A) 2 বছর
B) 6 বছর
C) 5 বছর
D) কখনোই শেষ হয় না
সঠিক উত্তর: কখনোই শেষ হয় না

11. সংসদের কোন সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন ?
A) রাজ্যসভার চেয়ারম্যান
B) স্পিকার
C) নির্বাচন কমিশনার
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: রাষ্ট্রপতি

12. লোকসভার কোনো সদস্য তার ইস্তফা পত্র কাকে জমা দেন ?
A) দলীয় প্রধানকে
B) রাষ্ট্রপতিকে
C) প্রধানমন্ত্রীকে
D) স্পিকারকে
সঠিক উত্তর: স্পিকারকে

13. রাজ্যসভার কোনো সদস্য  তার ইস্তফা পত্র কাকে জমা দেন ?
A) রাজ্যসভার সভাপতিকে
B) দলীয় প্রধানকে
C) বিচারপতিকে
D) স্পিকারকে
সঠিক উত্তর: রাজ্যসভার সভাপতিকে

14. লোকসভার অধ্যক্ষ তার ইস্তফা পত্র কার কাছে জমা দেন ?
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) প্রধান বিচারপতি
D) উপাধ্যক্ষ
সঠিক উত্তর: উপাধ্যক্ষ

15. অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে কক্ষে সংকল্প আনতে হয় ?
A) 14 দিনের
B) 15 দিনের
C) 6 মাসের
D) 30 দিনের
সঠিক উত্তর: 14 দিনের

16. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?
A) 1951-1952
B) 1953
C) 1951
D) 1954
সঠিক উত্তর: 1951-1952

17. লোকসভা প্রথম কত সালে হয় ?
A) 1951
B) 1953
C) 1952
D) 1950
সঠিক উত্তর: 1952

18. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
A) জানুয়ারি 1953
B) এপ্রিল 1952
C) অক্টোবর 1952
D) ডিসেম্বর 1951
সঠিক উত্তর: এপ্রিল 1952

19. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত ?
A) 5 বছর
B) 4 বছর
C) 6 বছর
D) 9 বছর
সঠিক উত্তর: 5 বছর

20. কোন রাজ্যের বিধানসভার সদস্যপদ সর্বাধিক ?
A) উত্তর প্রদেশ
B) বিহার
C) মহারাষ্ট্র
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: উত্তর প্রদেশ

21. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
A)পি এম সঈদ
B) মৌলানা আবুল কালাম আজাদ
C) এম  হিদায়েতুল্লা
D) জাকির হোসেন
সঠিক উত্তর: জাকির হোসেন

22. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
A) বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল চন্দ্র সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় মুখার্জি
সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ

23. সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
A) আমেরিকা
B) আয়ারল্যান্ড
C) দক্ষিণ আফ্রিকা
D) কানাডা
সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা

24. শিক্ষা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্র তালিকা
B) যৌথ তালিকা
C) রাজ্য তালিকা
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: যৌথ তালিকা

25. রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে ?
A) সংবিধান
B) সংসদ
C) রাজ্যপাল
D) রাজ্য আইনসভা
সঠিক উত্তর: রাজ্য আইনসভা





No comments:

Post a Comment