Breaking

Tuesday, May 14, 2024

General knowledge question answer part 11

General knowledge question answer part 11
General knowledge question answer part 11
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 11 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 11 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 11

01. রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন ?
A) রাজ্যপাল
B) রাষ্ট্রপতি
C) সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
D) মুখ্যমন্ত্রী
সঠিক উত্তর: রাজ্যপাল

02. কোন বিধানসভার সর্বাধিক সদস্যসংখ্যা কত হতে পারে ?
A) ৫০০ জন
B) ৫৫০ জন
C) ২৫০ জন
D) ৬০ জন
সঠিক উত্তর: ৫০০ জন

03. রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?
A) ৩০০ জন
B) ৫০০ জন
C) ২৫০ জন
D) ৬০ জন
সঠিক উত্তর: ২৫০ জন

04. বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন কতজন সদস্য হতে পারে ?
A) ৬০ জন
B) ৫০ জন
C) ৪০ জন
D)  ৩০ জন
সঠিক উত্তর: ৬০ জন

05. বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
A) ২৫ বছর
B) ২১ বছর
C) ৩৫ বছর
D) ৩০ বছর
সঠিক উত্তর: ২৫ বছর

06. বিধান পরিষদের প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে কত বয়স হতে হবে ?
A) ২৫ বছর
B) ২১ বছর
C) ৩০ বছর
D) ৩৫ বছর
সঠিক উত্তর: ৩০ বছর

07. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত ?
A) ৩০ বছর
B) ৩৫ বছর
C) ৫০ বছর
D) ২৫ বছর
সঠিক উত্তর: ৩০ বছর

08. লোকসভার সদস্য পদের জন্য নূন্যতম বয়স কত ?
A) ২১ বছর
B) ২৫ বছর
C) ৪০ বছর
D)৩৫ বছর 
সঠিক উত্তর: ২৫ বছর

09. পঞ্চায়েত প্রার্থীর নূন্যতম বয়স কত হতে পারে ?
A) ২৫ বছর
B) ১৮ বছর
C) ২১ বছর
D) ৩০ বছর
সঠিক উত্তর: ২১ বছর

10. রিজার্ভ ব্যাংকের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন তিনি হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) অর্থমন্ত্রী
D) উপরাষ্ট্রপতি
সঠিক উত্তর: রাষ্ট্রপতি

11. ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসেবে নিযুক্ত হন ?
A)  ব্যাংকে
B) কৃষি
C) রেলওয়ে
D) পোস্ট অফিসে
সঠিক উত্তর: রেলওয়ে

12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ?
A) চেন্নাই
B) দিল্লি
C) মুম্বাই
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই

13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল-
A) কলকাতা
B) নিউ দিল্লি
C) মুম্বাই
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: মুম্বাই

14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্রীয় তালিকা
B) উল্লিখিত তালিকা
C) যৌথ তালিকা
D) রাজ্য তালিকা
সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা

15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ 
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ 

16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

17. একটি দশ টাকার নোটকে ক-টি ভাষায় 'দশ টাকা' কথাটি লেখা যায় ?
A) ৯ টি 
B) ১৫ টি
C) ১২ টি 
D) ১৭ টি
সঠিক উত্তর: ১৭ টি

18. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি ?
A) বিক্রয় কর
B) সম্পদ কর
C) আয়কর
D) আবগারি শুল্ক
সঠিক উত্তর: বিক্রয় কর

19. কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাকালে ?
A) চতুর্থ
B) পঞ্চম
C) দ্বিতীয়
D) তৃতীয়
সঠিক উত্তর: পঞ্চম

20. স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয়-
A) ডিসেম্বর ১৯৬২
B) জুলাই ১৯৬২
C) এপ্রিল ১৯৬৭
D) আগস্ট ১৯৬৫
সঠিক উত্তর: জুলাই ১৯৬২

21. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে ?
A) জুলাই ১৯৬২
B) মার্চ ১৯৬৩
C) এপ্রিল ১৯৬৭
D) মার্চ ১৯৬২
সঠিক উত্তর: মার্চ ১৯৬২

22. অন্যান্য ব্যাংকের নিকাশঘর রূপে কোন ব্যাংক কাজ করে ?
A) রিজার্ভ ব্যাংক
B) গ্রামীণ ব্যাংক
C) স্টেট ব্যাংক
D) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: রিজার্ভ ব্যাংক

23. কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল ?
A) ক্যানিং
B) এলগিন
C) রিপন
D) ডালহৌসি
সঠিক উত্তর: ক্যানিং

24. সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে-
A) গম
B) পাট
C) ধান
D) চা
সঠিক উত্তর: গম

25. বিশ্ব বাণিজ্য সংস্থা নিম্নলিখিত কোন সংস্থার নতুন নাম ?
A) ইকোনমিক সোশ্যাল কাউন্সিল
B) আই এম এফ
C) আই এফ সি
D) গ্যাট
সঠিক উত্তর: গ্যাট



No comments:

Post a Comment