General knowledge question answer part 11
General knowledge question answer part 11 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 11 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 11 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 11
01. রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন ?
A) রাজ্যপাল
B) রাষ্ট্রপতি
C) সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি
D) মুখ্যমন্ত্রী
সঠিক উত্তর: রাজ্যপাল
02. কোন বিধানসভার সর্বাধিক সদস্যসংখ্যা কত হতে পারে ?
A) ৫০০ জন
B) ৫৫০ জন
C) ২৫০ জন
D) ৬০ জন
সঠিক উত্তর: ৫০০ জন
03. রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে ?
A) ৩০০ জন
B) ৫০০ জন
C) ২৫০ জন
D) ৬০ জন
সঠিক উত্তর: ২৫০ জন
04. বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন কতজন সদস্য হতে পারে ?
A) ৬০ জন
B) ৫০ জন
C) ৪০ জন
D) ৩০ জন
সঠিক উত্তর: ৬০ জন
05. বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
A) ২৫ বছর
B) ২১ বছর
C) ৩৫ বছর
D) ৩০ বছর
সঠিক উত্তর: ২৫ বছর
06. বিধান পরিষদের প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে কত বয়স হতে হবে ?
A) ২৫ বছর
B) ২১ বছর
C) ৩০ বছর
D) ৩৫ বছর
সঠিক উত্তর: ৩০ বছর
07. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত ?
A) ৩০ বছর
B) ৩৫ বছর
C) ৫০ বছর
D) ২৫ বছর
সঠিক উত্তর: ৩০ বছর
08. লোকসভার সদস্য পদের জন্য নূন্যতম বয়স কত ?
A) ২১ বছর
B) ২৫ বছর
C) ৪০ বছর
D)৩৫ বছর
সঠিক উত্তর: ২৫ বছর
09. পঞ্চায়েত প্রার্থীর নূন্যতম বয়স কত হতে পারে ?
A) ২৫ বছর
B) ১৮ বছর
C) ২১ বছর
D) ৩০ বছর
সঠিক উত্তর: ২১ বছর
10. রিজার্ভ ব্যাংকের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন তিনি হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) অর্থমন্ত্রী
D) উপরাষ্ট্রপতি
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
11. ভারতের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসেবে নিযুক্ত হন ?
A) ব্যাংকে
B) কৃষি
C) রেলওয়ে
D) পোস্ট অফিসে
সঠিক উত্তর: রেলওয়ে
12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ?
A) চেন্নাই
B) দিল্লি
C) মুম্বাই
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই
13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল-
A) কলকাতা
B) নিউ দিল্লি
C) মুম্বাই
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: মুম্বাই
14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্রীয় তালিকা
B) উল্লিখিত তালিকা
C) যৌথ তালিকা
D) রাজ্য তালিকা
সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা
15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ
16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
17. একটি দশ টাকার নোটকে ক-টি ভাষায় 'দশ টাকা' কথাটি লেখা যায় ?
A) ৯ টি
B) ১৫ টি
C) ১২ টি
D) ১৭ টি
সঠিক উত্তর: ১৭ টি
18. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি ?
A) বিক্রয় কর
B) সম্পদ কর
C) আয়কর
D) আবগারি শুল্ক
সঠিক উত্তর: বিক্রয় কর
19. কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাকালে ?
A) চতুর্থ
B) পঞ্চম
C) দ্বিতীয়
D) তৃতীয়
সঠিক উত্তর: পঞ্চম
20. স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয়-
A) ডিসেম্বর ১৯৬২
B) জুলাই ১৯৬২
C) এপ্রিল ১৯৬৭
D) আগস্ট ১৯৬৫
সঠিক উত্তর: জুলাই ১৯৬২
21. দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে ?
A) জুলাই ১৯৬২
B) মার্চ ১৯৬৩
C) এপ্রিল ১৯৬৭
D) মার্চ ১৯৬২
সঠিক উত্তর: মার্চ ১৯৬২
22. অন্যান্য ব্যাংকের নিকাশঘর রূপে কোন ব্যাংক কাজ করে ?
A) রিজার্ভ ব্যাংক
B) গ্রামীণ ব্যাংক
C) স্টেট ব্যাংক
D) সমবায় ব্যাংক
সঠিক উত্তর: রিজার্ভ ব্যাংক
23. কোন ভাইসরয়ের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল ?
A) ক্যানিং
B) এলগিন
C) রিপন
D) ডালহৌসি
সঠিক উত্তর: ক্যানিং
24. সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে-
A) গম
B) পাট
C) ধান
D) চা
সঠিক উত্তর: গম
25. বিশ্ব বাণিজ্য সংস্থা নিম্নলিখিত কোন সংস্থার নতুন নাম ?
A) ইকোনমিক সোশ্যাল কাউন্সিল
B) আই এম এফ
C) আই এফ সি
D) গ্যাট
সঠিক উত্তর: গ্যাট
Read more:: General knowledge question answer part 10
No comments:
Post a Comment