General knowledge question answer part 15
General knowledge question answer part 15 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 15 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 15 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 15
01. সবচেয়ে হালকা মৌল হলো—
A) হাইড্রোজেন
B) হিলিয়াম
C) লিথিয়াম
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন
02. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) পারদ
C) লিথিয়াম
D) সোডিয়াম
সঠিক উত্তর: লিথিয়াম
03. মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ?
A) ভৌত
B) রাসায়নিক
C) উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: উভয়ই
04. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল—
A) নিকেল
B) রুপা
C) আইরন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নিকেল
05. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি
হল —
A) গ্রাফাইট
B) হীরক
C) গ্যাস-কার্বন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হীরক
06. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে ?
A) অ্যাভোগাড্রো
B) বয়েল
C) চার্লস
D) ডালটন
সঠিক উত্তর: চার্লস
07. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হল—
A) ইথার
B) মিথেন
C) ইউরিয়া
D) বেঞ্জিন
সঠিক উত্তর: ইউরিয়া
08. মার্স গ্যাসে নিচের কোনটি থাকে ?
A) ইথেন
B) মিথেন
C) প্রোপেন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: মিথেন
09. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড
10. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে ?
A) হলুদ
B) লাল
C) সবুজ
D) কমলা
সঠিক উত্তর: হলুদ
11. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো—
A) ডলোমাইট
B) ম্যাগনেটাইট
C) ক্যালামাইন
D) জিপসাম
সঠিক উত্তর: ডলোমাইট
12. ভারত ছাড়া অবর তরল ধাতু হল—
A) জার্মেনিয়াম
B) রেডিয়াম
C) প্যালাডিয়াম
D) গ্যালিয়াম
সঠিক উত্তর: গ্যালিয়াম
13. গ্লোবার সল্টের রাসায়নিক নাম হল—
A) সোডিয়াম সালফেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম কার্বনেট
D) সোডিয়াম নাইট্রেট
সঠিক উত্তর: সোডিয়াম সালফেট
14. কোনটি বারুদের উপাদান নয় ?
A) সিসা
B) চারকোল
C) সালফার
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: সিসা
15. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি ?
A) সিলভার
B) সোডিয়াম
C) জিঙ্ক
D) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: সোডিয়াম
16. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না ?
A) অ্যালুমিনিয়াম
B) তামা
C) জিংক
D) সিলভার
সঠিক উত্তর: তামা
17. নিজের কোনটি টাইপ মেটালের উপাদান ?
A) তামা
B) সিসা
C) দস্তা
D) লোহা
সঠিক উত্তর: সিসা
18. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
A) সোডিয়াম
B) হিলিয়াম
C) নিয়ন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সোডিয়াম
19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম
20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড
21. সাধারণ লবণ বা টেবল সল্ট হল—
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম বাইকার্বনেট
C) ম্যাগনেসিয়াম কার্বনেট
D) ক্যালশিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড
22. ব্যাটারীতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) নাইট্রিক অ্যাসিড
C) সালফিউরিক অ্যাসিড
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড
23. ইলেকট্রিক বালবে কোন গ্যাস থাকে ?
A) নিষ্ক্রিয় গ্যাস
B) বায়ু
C) কার্বন ডাইঅক্সাইড
D) অক্সিজেন
সঠিক উত্তর: নিষ্ক্রিয় গ্যাস
24. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
A) হাইড্রোক্লোরিক অ্যাসিড
B) অ্যাসিটিক অ্যাসিড
C) সাইট্রিক এসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাইট্রিক এসিড
25. সমুদ্রের জলে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
A) চিনি
B) বালি
C) সাধারণ লবণ
D) ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সাধারণ লবণ
Read more:: General knowledge question answer part 14
No comments:
Post a Comment