Breaking

Friday, May 17, 2024

General knowledge question answer part 15

General knowledge question answer part 15
General knowledge question answer part 15
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 15 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 15 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 15

01. সবচেয়ে হালকা মৌল হলো—
A) হাইড্রোজেন
B) হিলিয়াম
C) লিথিয়াম
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন

02. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
A) ব্রোমিন 
B) পারদ
C) লিথিয়াম
D) সোডিয়াম
সঠিক উত্তর: লিথিয়াম

03. মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ?
A) ভৌত
B) রাসায়নিক
C) উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: উভয়ই

04. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল—
A) নিকেল
B) রুপা
C) আইরন
D)  কোনোটিই নয়
সঠিক উত্তর: নিকেল

05. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি 
হল —
A) গ্রাফাইট
B) হীরক
C) গ্যাস-কার্বন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হীরক

06. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে ?
A) অ্যাভোগাড্রো
B) বয়েল
C) চার্লস 
D) ডালটন
সঠিক উত্তর: চার্লস 

07. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হল—
A) ইথার
B) মিথেন
C) ইউরিয়া
D) বেঞ্জিন
সঠিক উত্তর: ইউরিয়া

08. মার্স গ্যাসে নিচের কোনটি থাকে ?
A) ইথেন
B) মিথেন
C) প্রোপেন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: মিথেন

09. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড

10. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে ?
A) হলুদ
B) লাল
C) সবুজ
D) কমলা
সঠিক উত্তর: হলুদ

11. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো—
A) ডলোমাইট
B) ম্যাগনেটাইট
C)  ক্যালামাইন
D) জিপসাম
সঠিক উত্তর: ডলোমাইট

12. ভারত ছাড়া অবর তরল ধাতু হল—
A) জার্মেনিয়াম
B) রেডিয়াম
C) প্যালাডিয়াম
D) গ্যালিয়াম
সঠিক উত্তর: গ্যালিয়াম

13. গ্লোবার সল্টের রাসায়নিক নাম হল—
A) সোডিয়াম সালফেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম কার্বনেট
D) সোডিয়াম নাইট্রেট
সঠিক উত্তর: সোডিয়াম সালফেট

14. কোনটি বারুদের উপাদান নয় ?
A) সিসা
B) চারকোল
C) সালফার
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: সিসা

15. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি ?
A) সিলভার
B) সোডিয়াম
C) জিঙ্ক
D) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: সোডিয়াম

16. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না ?
A) অ্যালুমিনিয়াম
B) তামা
C) জিংক
D) সিলভার
সঠিক উত্তর: তামা

17. নিজের কোনটি টাইপ মেটালের উপাদান ?
A) তামা
B) সিসা
C) দস্তা
D) লোহা
সঠিক উত্তর: সিসা

18. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
A) সোডিয়াম
B) হিলিয়াম
C) নিয়ন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সোডিয়াম

19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম

20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড

21. সাধারণ লবণ বা টেবল সল্ট হল—
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম বাইকার্বনেট
C) ম্যাগনেসিয়াম কার্বনেট
D) ক্যালশিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড

22. ব্যাটারীতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) নাইট্রিক অ্যাসিড
C) সালফিউরিক অ্যাসিড
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড

23. ইলেকট্রিক বালবে কোন গ্যাস থাকে ?
A) নিষ্ক্রিয় গ্যাস
B) বায়ু
C) কার্বন ডাইঅক্সাইড
D) অক্সিজেন
সঠিক উত্তর: নিষ্ক্রিয় গ্যাস

24. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
A) হাইড্রোক্লোরিক অ্যাসিড 
B) অ্যাসিটিক অ্যাসিড
C) সাইট্রিক এসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাইট্রিক এসিড

25. সমুদ্রের জলে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
A) চিনি
B) বালি
C) সাধারণ লবণ
D) ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সাধারণ লবণ

No comments:

Post a Comment