General knowledge question answer part 18
General knowledge question answer part 18 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 18 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 18 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 18
01. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত ?
A) ১২ গজ
B) ১৮ গজ
C) ২২ গজ
সঠিক উত্তর: ২২ গজ
B) ১৮ গজ
C) ২২ গজ
সঠিক উত্তর: ২২ গজ
02. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত ?
B) ৫ ফুট
C) ৮ ফুট
D) ৬ ফুট
সঠিক উত্তর: ৮ ফুট
03. ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন ?
A) প্রদীপ ব্যানার্জি
C) চুনী গোস্বামী
D) এদের কেউ নন
সঠিক উত্তর: প্রদীপ ব্যানার্জি
04. ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কী ?
A) ইস্টবেঙ্গল ক্লাব
B) মহামেডান ক্লাব
C) মোহনবাগান ক্লাব
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মোহনবাগান ক্লাব
05. নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমরা ভারতীয় ফুটবলের জনক হিসেবে চিহ্নিত করেছি ?
A) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
B) চুনী গোস্বামী
C) পি কে ব্যানার্জি
D) অরুণ ঘোষ
সঠিক উত্তর: নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
06. ডুরান্ড কাপের খেলা কোন শহরে শুরু হয়েছিল ?
A) কানপুর
B) দেরাদুন
C) সিমলা
D) বারাণসী
সঠিক উত্তর: সিমলা
07. 2010 কমনওয়েলথ গেমসের ম্যাসকট কী ?
A) কিট
B) শেরা
C) ম্যাক
D) কারক
সঠিক উত্তর: শেরা
08. কলকাতা লিগের খেলা কোন সাল থেকে শুরু হয় ?
A) ১৮৯৬
B) ১৮৯৫
C) ১৮৯৮
D) ১৮৯৭
সঠিক উত্তর: ১৮৯৮
09. বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় ?
A) জার্মানিতে
B) ফ্রান্সে
C) ইংল্যান্ডে
D) বেলজিয়ামে
সঠিক উত্তর: ইংল্যান্ডে
10. মহিলা ফুটবলে কোন খেলোয়াড় প্রথম অর্জুন পুরস্কার পান ?
A) শান্তি মল্লিক
B) কুন্তলা চৌধুরী
C) রেবা ঘোষ দস্তিদার
D) এদের কেউ নন
সঠিক উত্তর: শান্তি মল্লিক
11. ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত ?
A) ২৪ ফুট
B) ২২ ফুট
C) ২৬ ফুট
D) ২৮ ফুট
সঠিক উত্তর: ২৪ ফুট
12. কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চীনের প্রাচীর নামে অভিহিত করা হত ?
A) অরুণ ঘোষ
B) বদ্রু ব্যানার্জি
C) গোষ্ঠ পাল
D) শৈলেন মান্না
সঠিক উত্তর: গোষ্ঠ পাল
13. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল ?
A) ১৮১০
B) ১৭৪৫
C) ১৭৯২
D) ১৯০০
সঠিক উত্তর: ১৭৯২
14. অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কোন সালে হয়েছিল ?
A) ১৯০৪
B) ১৯০০
C) ১৯০৮
D) ১৯১২
সঠিক উত্তর: ১৯০৮
15. 2010 সালের IPL ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ?
A) মুম্বাই ইন্ডিয়ান্স
B) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
C) চেন্নাই সুপার কিংস
D) রাজস্থান রয়েল
সঠিক উত্তর: চেন্নাই সুপার কিংস
16. কবে সরকারিভাবে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল ?
A) ২৬ জুন ১৯৪৫
B) ২৫ এপ্রিল ১৯৪৫
C) ২৪ অক্টোবর ১৯৪৫
D) ২৮ সেপ্টেম্বর ১৯৪৫
সঠিক উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫
17. রাষ্ট্রসঙ্ঘের মুখ্যালয়টি কোথায় ?
A) জেনেভা
B) প্যারিস
C) নিউইয়র্ক
D) ওয়াশিংটন
সঠিক উত্তর: নিউইয়র্ক
18. বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত ?
A) ১৯২
B) ১৯০
C) ১৯৪
D) ২০০
সঠিক উত্তর: ১৯২
19. রাষ্ট্রসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয় ?
A) ২৫ এপ্রিল ১৯৪৫
B) ২৪ অক্টোবর ১৯৪৫
C) ২৬ জুন ১৯৪৫
D) ২৮ সেপ্টেম্বর ১৯৪৫
সঠিক উত্তর: ২৬ জুন ১৯৪৫
20. রাষ্ট্রসঙ্ঘের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন কবে বসে ?
A) এপ্রিল ১৯৪৫
B) সেপ্টেম্বর ১৯৪৫
C) অক্টোবর ১৯৪৫
D) জানুয়ারি ১৯৪৬
সঠিক উত্তর: জানুয়ারি ১৯৪৬
21. রাষ্ট্রসঙ্ঘের কোন ধারার মধ্যে কার্যাবলী বর্ণিত আছে ?
A) ১০-১৫
B) ১০-১৭
C) ১৫-২১
D) ২০-২৫
সঠিক উত্তর: ১০-১৭
22. রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি ব্যবস্থার সংবিধান কোন সালে গৃহীত হয় ?
A) ১৬ সেপ্টেম্বর ১৪৫
B) ১৬ জুন ১৯৪৫
C) ১৬ অক্টোবর ১৯৪৫
D) ১৬ জুলাই ১৯৪৫
সঠিক উত্তর: ১৬ অক্টোবর ১৯৪৫
23. রাষ্ট্রসঙ্ঘের পতাকা কবে স্বীকৃতি পায় ?
A) ২০ সেপ্টেম্বর ১৯৪৭
B) ১৬ জুন ১৯৪৭
C) ২০ অক্টোবর ১৯৪৭
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ২০ অক্টোবর ১৯৪৭
24. নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?
A) স্থায়ী ১০, অস্থায়ী ৫
B) স্থায়ী ৫, অস্থায়ী ১০
C) অস্থায়ী ১০
D) স্থায়ী পাস
সঠিক উত্তর: স্থায়ী ১০, অস্থায়ী ৫
25. রাষ্ট্রসংঘের সংবিধানে প্রথম হস্তাক্ষর করে কতগুলি দেশ ?
A) ৪৫ টি
B) ৫০ টি
C) ১০১ টি
D) ৮৫১ টি
সঠিক উত্তর: ৫০ টি
Read more:: General knowledge question answer part 17
No comments:
Post a Comment