Breaking

Saturday, May 18, 2024

General knowledge question answer part 18

General knowledge question answer part 18
General knowledge question answer part 18
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 18 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 18 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 18

01. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত ?
A) ১২ গজ
B) ১৮ গজ
C) ২২ গজ
সঠিক উত্তর: ২২ গজ

02. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত ?
B) ৫ ফুট
C) ৮ ফুট
D) ৬ ফুট
সঠিক উত্তর: ৮ ফুট

03. ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন ?
A) প্রদীপ ব্যানার্জি
C) চুনী গোস্বামী
D) এদের কেউ নন
সঠিক উত্তর: প্রদীপ ব্যানার্জি

04. ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কী ?
A) ইস্টবেঙ্গল ক্লাব
B) মহামেডান ক্লাব
C) মোহনবাগান ক্লাব
D)  কোনোটিই নয়
সঠিক উত্তর: মোহনবাগান ক্লাব

05. নিম্নলিখিত কোন ব্যক্তিকে আমরা ভারতীয় ফুটবলের জনক হিসেবে চিহ্নিত করেছি ?
A) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
B) চুনী গোস্বামী
C) পি কে ব্যানার্জি
D) অরুণ ঘোষ
সঠিক উত্তর: নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী

06. ডুরান্ড কাপের খেলা কোন শহরে শুরু হয়েছিল ?
A) কানপুর
B) দেরাদুন
C) সিমলা
D) বারাণসী
সঠিক উত্তর: সিমলা

07. 2010 কমনওয়েলথ গেমসের ম্যাসকট কী ?
A) কিট
B) শেরা
C) ম্যাক
D) কারক
সঠিক উত্তর: শেরা

08. কলকাতা লিগের খেলা কোন সাল থেকে শুরু হয় ?
A) ১৮৯৬
B) ১৮৯৫
C) ১৮৯৮
D) ১৮৯৭
সঠিক উত্তর: ১৮৯৮

09. বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় ?
A) জার্মানিতে
B) ফ্রান্সে
C) ইংল্যান্ডে
D) বেলজিয়ামে
সঠিক উত্তর: ইংল্যান্ডে

10. মহিলা ফুটবলে কোন খেলোয়াড় প্রথম অর্জুন পুরস্কার পান ?
A) শান্তি মল্লিক
B) কুন্তলা চৌধুরী
C) রেবা ঘোষ দস্তিদার
D) এদের কেউ নন
সঠিক উত্তর: শান্তি মল্লিক

11. ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত ?
A) ২৪ ফুট
B) ২২ ফুট
C) ২৬ ফুট
D) ২৮ ফুট
সঠিক উত্তর: ২৪ ফুট

12. কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চীনের প্রাচীর নামে অভিহিত করা হত ?
A) অরুণ ঘোষ
B) বদ্রু ব্যানার্জি
C) গোষ্ঠ পাল
D) শৈলেন মান্না
সঠিক উত্তর: গোষ্ঠ পাল

13. ভারতে ক্রিকেটের আসর প্রথম কত সালে বসেছিল ?
A) ১৮১০
B) ১৭৪৫
C) ১৭৯২
D) ১৯০০
সঠিক উত্তর: ১৭৯২

14. অলিম্পিকের আসরে প্রথম হকি খেলা কোন সালে হয়েছিল ?
A) ১৯০৪
B) ১৯০০
C) ১৯০৮
D) ১৯১২
সঠিক উত্তর: ১৯০৮

15. 2010 সালের IPL ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ?
A) মুম্বাই ইন্ডিয়ান্স
B) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
C) চেন্নাই সুপার কিংস
D) রাজস্থান রয়েল
সঠিক উত্তর: চেন্নাই সুপার কিংস

16. কবে সরকারিভাবে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল ?
A) ২৬ জুন ১৯৪৫
B) ২৫ এপ্রিল ১৯৪৫
C) ২৪ অক্টোবর ১৯৪৫
D) ২৮ সেপ্টেম্বর ১৯৪৫
সঠিক উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫

17. রাষ্ট্রসঙ্ঘের মুখ্যালয়টি কোথায় ?
A) জেনেভা
B) প্যারিস
C) নিউইয়র্ক
D) ওয়াশিংটন
সঠিক উত্তর: নিউইয়র্ক

18. বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা কত ?
A) ১৯২
B) ১৯০
C) ১৯৪
D) ২০০
সঠিক উত্তর: ১৯২

19. রাষ্ট্রসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয় ?
A) ২৫ এপ্রিল ১৯৪৫
B) ২৪ অক্টোবর ১৯৪৫
C) ২৬ জুন ১৯৪৫
D) ২৮ সেপ্টেম্বর ১৯৪৫
সঠিক উত্তর: ২৬ জুন ১৯৪৫

20. রাষ্ট্রসঙ্ঘের প্রথম আনুষ্ঠানিক অধিবেশন কবে বসে ?
A) এপ্রিল ১৯৪৫
B) সেপ্টেম্বর ১৯৪৫
C) অক্টোবর ১৯৪৫
D) জানুয়ারি ১৯৪৬
সঠিক উত্তর: জানুয়ারি ১৯৪৬

21. রাষ্ট্রসঙ্ঘের কোন ধারার মধ্যে কার্যাবলী বর্ণিত আছে ?
A) ১০-১৫
B) ১০-১৭
C) ১৫-২১
D) ২০-২৫
সঠিক উত্তর: ১০-১৭

22. রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি ব্যবস্থার সংবিধান কোন সালে গৃহীত হয় ?
A) ১৬ সেপ্টেম্বর ১৪৫
B) ১৬ জুন ১৯৪৫
C) ১৬ অক্টোবর ১৯৪৫
D) ১৬ জুলাই ১৯৪৫
সঠিক উত্তর: ১৬ অক্টোবর ১৯৪৫

23. রাষ্ট্রসঙ্ঘের পতাকা কবে স্বীকৃতি পায় ?
A) ২০ সেপ্টেম্বর ১৯৪৭
B) ১৬ জুন ১৯৪৭
C) ২০ অক্টোবর ১৯৪৭
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ২০ অক্টোবর ১৯৪৭

24. নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?
A) স্থায়ী ১০, অস্থায়ী ৫
B) স্থায়ী ৫, অস্থায়ী ১০
C) অস্থায়ী ১০
D) স্থায়ী পাস
সঠিক উত্তর: স্থায়ী ১০, অস্থায়ী ৫

25. রাষ্ট্রসংঘের সংবিধানে প্রথম হস্তাক্ষর করে কতগুলি দেশ ?
A) ৪৫ টি
B) ৫০ টি
C) ১০১ টি
D) ৮৫১ টি
সঠিক উত্তর: ৫০ টি

No comments:

Post a Comment