General knowledge question answer part 20
General knowledge question answer part 20 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 20 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 20 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 20
01. রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
A) ১৮৬৩
B) ১৮৫০
C) ১৮৭০
D) ১৮৬৮
সঠিক উত্তর: ১৮৬৩
02. রেড ক্রস ডে কবে পালিত হয় ?
A) ১১ জুলাই
B) ১৬ সেপ্টেম্বর
C) ৮ মে
D) ৮ জুন
সঠিক উত্তর: ৮ মে
03. সম্প্রীতি আবিষ্কৃত নতুন যন্ত্র আইপ্যাড কোন কোম্পানির ?
A) HP
B) APPLE
C) IBM
D) TCS
সঠিক উত্তর: APPLE
04. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যেটি প্রধানত ধ্বংস করে—
A) ডেটা
B) যন্ত্রাদি
C) প্রোগ্রাম
D) হার্ডওয়ার
সঠিক উত্তর: ডেটা
05. কম্পিউটারে উইন্ডোজ হল—
A) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
B) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
C) অপারেটিং সিস্টেম
D) হার্ডওয়্যার
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম
06. টেলিফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটায় নিচের কোনটি ?
A) মোডেম
B) স্ক্যানার
C) প্রিন্টার
D) রম
সঠিক উত্তর: মোডেম
07. কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
A) চার্লস ব্যাবেজ
B) লেডি অগাস্টা
C) হারম্যান হোলেরিথা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: চার্লস ব্যাবেজ
08. কোন প্রজন্মের কম্পিউটারের নলেজ ইনফর্মেশন প্রসেস সিস্টেম ব্যবহৃত ?
A) দ্বিতীয়
B) তৃতীয়
C) পঞ্চম
D) চতুর্থ
সঠিক উত্তর: পঞ্চম
09. ইন্টারনেটের ব্যবহার কোন মহাদেশের সবচেয়ে বেশি ?
A) উত্তর আমেরিকা
B) ইউরোপ
C) দক্ষিণ আমেরিকা
D) এশিয়া
সঠিক উত্তর: এশিয়া
10. নিচের গণ্ডি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় ?
A) Excel
B) Ms-word
C) Amipro
D) Word Perfect
সঠিক উত্তর:
11. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী ?
A) কোন অক্ষরের উচ্চতা
B) কোন অক্ষরের আকৃতির ধরন
C) কোন অক্ষরের স্টাইল
D) আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
সঠিক উত্তর: আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
12. প্রসেসরকে নিয়ন্ত্রণ করে ?
A) অপারেটিং সিস্টেম
B) এপ্লিকেশন সফটওয়্যার
C) হার্ড ডিক্স
D) কি-বোর্ড
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেম
13. অপারেটিং সিস্টেম হল—
A) কম্পিউটার চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার
B) অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
C) এক ধরনের অ্যাসেম্বলার
D) এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
সঠিক উত্তর: কম্পিউটার চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার
14. কমপাইলার প্রকৃতপক্ষে কী ?
A) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম
B) এক ধরনের অপারেটিং সিস্টেম
C) এক ধরনের ইন্টারপ্রেটর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম
15. কার্নেল কী ?
A) হার্ডওয়ার
B) মেমরির অংশ
C) অপারেটিং সিস্টেমের অংশ
D) ইউজার ইন্টারফেস
সঠিক উত্তর: অপারেটিং সিস্টেমের অংশ
16. কম্পিউটার কে দিয়ে কোন কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণভাবে করা হয় তাকে কি বলা হয় ?
A) কমপাইলার
B) লিংকার
C) অ্যালগরিদম
D) সবগুলি ঠিক
সঠিক উত্তর: অ্যালগরিদম
17. নিচের পণ্ডিত চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ ?
A) Basic
B) Pascal
C) SQL
D) C
সঠিক উত্তর: SQL
18. ডেটা কে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কী ?
A) ইনফরমেশন
B) মৌলিক ডেটা
C) একটি প্রসেস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইনফরমেশন
19. কম্পিউটারে সমস্ত এটাই আসলে ?
A) গ্রাফিক ডেটা
B) অক্ষর ডেটা
C) ডিজিটাল ডেটা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ডিজিটাল ডেটা
20. কোন প্যারাগ্রাফের উপর ট্রিপল ক্লিক করলে কী সিলেক্ট হয় ?
A) প্রথম লাইন
B) শেষ লাইন
C) পুরো প্যারাগ্রাফ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পুরো প্যারাগ্রাফ
21. নিচের কোনটি আউটপুট ইউনি ?
A) স্ক্যানার
B) মাউস
C) প্লটার
D) টাচ প্যাড
সঠিক উত্তর: প্লটার
22. কোন প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো ?
A) থার্মাল
B) ইনক জেট
C) লেসার
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লেসার
23. নিচের গণ্ডি লজিক গেট নয় ?
A) AND
B) OR
C) IF
D) NOT
সঠিক উত্তর: IF
24. কে সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিতের প্রথম প্রয়োগ করেন ?
A) ক্লদ শ্যানন
B) ওয়াল্টার বথ
C) রিচার্ড স্যুমান
D) জর্জ বুলিয়ান
সঠিক উত্তর: ক্লদ শ্যানন
25. কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না ?
A) TTL
B) SMPS
C) CMOS
D) MOSFET
সঠিক উত্তর: SMPS
Read more:: General knowledge question answer part 19
No comments:
Post a Comment