Breaking

Monday, May 20, 2024

General knowledge question answer part 21

General knowledge question answer part 21
General knowledge question answer part 21
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 21 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 21 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 21

01. একটি অফিসের অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কী বলে ?
A) WAN
B) MAN
C) BAN
D) LAN
সঠিক উত্তর: LAN 

02. প্রটোকল হল—
A) একটি বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম
B) একটি বিশেষ ধরনের নেটওয়ার্ক
C) নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়ম
D) সার্ভারের ডেটার ব্যাকআপ নেওয়ার নিয়ম
সঠিক উত্তর: নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়ম

03. ভারতবর্ষের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় ?
A) নিউ দিল্লী
B) মুম্বাই
C) হায়দ্রাবাদ
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: ব্যাঙ্গালোর

04. ভারতের কোন সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় ?
A) ইন্ডিয়ান এক্সপ্রেস
B) হিন্দুস্তান টাইমস 
C) দ্য হিন্দু
D)  কোনোটিই নয়
সঠিক উত্তর: দ্য হিন্দু

05. প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ?
A) C
B) COBOL
C) FORTRAN
D) Basic
সঠিক উত্তর: FORTRAN

06. ভারতের প্রথম কম্পিউটেরাইজড গ্রাম ভেল্লানাদ কোন রাজ্যে অবস্থিত ?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) অন্ধ্রপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা

07. কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় ?
A) ২ ডিসেম্বর
B) ১২ ডিসেম্বর
C) ১২ জানুয়ারি
D) ২ জানুয়ারি
সঠিক উত্তর: ২ ডিসেম্বর

08. ভারতের প্রথম সুপারকম্পিউটার কোনটি, যেটি ন্যাশনাল অ্যারোনটিক্স ল্যাবরেটরীজ তৈরি করেছে ?
A) Siddharth
B) Pace
C) Param
D) Flosolver
সঠিক উত্তর: Flosolver

09. প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ?
A) ENIAC
B) EDSAC
C) UNIVAC
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ENIAC

10. 'কোশ' শব্দটি প্রথম ব্যবহার করেন—
A) বয়েল
B) ভিরচাউ
C) রবার্ট হুক
D) ভোল্টা
সঠিক উত্তর: রবার্ট হুক

11. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোশহল—
A) স্নায়ুকোশ
B) ভাজক কোশ
C) পেশিকোশ
D) সংযোজক কোশ
সঠিক উত্তর: স্নায়ুকোশ

12. কোশপ্রাচীর থাকে—
A) সোয়ান কোশে
B) প্রাণী কোশে
C) উদ্ভিদ কোশে
D) সব কোশে
সঠিক উত্তর: উদ্ভিদ কোশে

13. কোন দিকে কোষের শক্তিঘর বলা হয় ?
A) রাইবোজোম
B) ক্লোরোফিল
C) সাইটোপ্লাজম
D) মাইটোকনন্ড্রিয়া 
সঠিক উত্তর: মাইটোকনন্ড্রিয়া 

14. নিচের কোন দিকে 'আত্মঘাতী থলি' বলা হয় ?
A) লাইসোজোম
B) রাইবোজোম
C) গলগিবডি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লাইসোজোম

15. নিজের কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোশ বাঁচতে পারে না ?
A) নিউক্লিয়াস
B) ডেসমোজাম
C) রাইবোজোম
D) প্লাসটিড
সঠিক উত্তর: রাইবোজোম

16. কোশের সমবিভাজনকে কী বিভাজন বলা হয় ?
A) এমাইটোসিস
B) মিয়োসিস
C) ফটোলাইসিস
D) মাইটোসিস
সঠিক উত্তর: মাইটোসিস

17. জিনোমে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তা হলো—
A) হ্যাপ্লয়েড
B) ডিপ্লয়েড
C) ট্রিপ্লয়েড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হ্যাপ্লয়েড

18. কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় ?
A) জাইলেম
B) সীভনল
C) কৈশিক নল
D) ফ্লোয়েম
সঠিক উত্তর: জাইলেম

19. কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করে ?
A) ফ্লোয়েম
B) জাইলেম
C) ট্র্যাকিড
D) প্যারেনকাইমা
সঠিক উত্তর: ফ্লোয়েম

20. লোহিত কণিকার রঙ্গকপদার্থটি হল—
A) বেসোফিল
B) হিমোগ্লোবিন
C) ক্রমোফিল
D) মনোসাইট
সঠিক উত্তর: হিমোগ্লোবিন

21. বাষ্পমোচনের জন্য কোনটি প্রধানতম দায়ী—
A) গলগি বডি
B) ক্রিস্টি
C) স্টোমাটা
D) গ্ৰানা
সঠিক উত্তর: স্টোমাটা

22. সালোকসংশ্লেষের প্রধান রঙ্গক কী ?
A) ক্যারোটিন
B) ক্লোরোফিল
C) বেসোফিল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক্লোরোফিল

23. হিল বিকারক কাকে বলে ?
A) NADP
B) RUBP
C) PGA
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: NADP

24. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণক্ষমতা কত ?
A) ৩ লিটার
B) ৫ লিটার
C) ৬ লিটার
D) ৮ লিটার
সঠিক উত্তর: ৬ লিটার

25. শ্বসনকালে ক-টি ATP অণু উৎপন্ন হয় ?
A) ৩০
B) ৩৫
C) ৩৮
D) ৪০
সঠিক উত্তর: ৩৮

No comments:

Post a Comment