General knowledge question answer part 22
General knowledge question answer part 22 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 22 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 22 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 22
01. মানুষের রক্তে অক্সিজেনের বাহ কে ?
A) লোহিতকনিকা
B) হিমোগ্লোবিন
C) শ্বেতকনিকা
D) লসিকা
সঠিক উত্তর: হিমোগ্লোবিন
02. নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না ?
A) রেনিন
B) পেপসিন
C) ট্রিপসিন
D) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: রেনিন
03. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল—
A) লাইকেন
B) মনোট্রোপা
C) রাস্না
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লাইকেন
04. বাষ্পমোচন বেশি হয় কখন ?
A) শরৎকালে
B) বর্ষাকালে
C) গ্রীষ্মকালে
D) শীতকাল
সঠিক উত্তর: গ্রীষ্মকালে
05. প্রধান শ্বসনবস্তূ কী ?
A) লিপিড
B) সুক্রোজ
C) গ্লুকোজ
D) শ্বেতসার
সঠিক উত্তর: গ্লুকোজ
06. একক শর্করাকে কী বলা হয় ?
A) মনোস্যাকারাইড
B) পলিস্যাকারাইড
C) ডাইস্যাকারাইড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মনোস্যাকারাইড
07. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) C
C) D
D) B
সঠিক উত্তর: C
08. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ?
A) B
B) C
C) E
D) A
সঠিক উত্তর: B
09. নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য ?
A) K
B) P
C) C
D) B
সঠিক উত্তর: K
10. চিংড়ির রক্ত রঞ্জক কী ?
A) হিমোগ্লোবিন
B) হিমোসায়ানিন
C) মায়োগ্লোবিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিমোসায়ানিন
11. র্যাফাইডস নিচের কোন ধরনের যৌগ ?
A) নাইট্রোজেন যৌগ
B) ক্যালসিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম অক্সালেট কেলাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ক্যালসিয়াম অক্সালেট কেলাস
12. মটর গাছের মূলের অর্বুদে বসবাস করে নীচের কোন ব্যাকটেরিয়া ?
A) রাইজোবিয়াম
B) ক্লসট্রিডিয়াম
C) ক্লোরোবিয়াম
D) কোনটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম
13. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত ?
A) ২৮০ গ্রাম
B) ২৫০ গ্রাম
C) ৩০০ গ্রাম
D) ৩৫০ গ্রাম
সঠিক উত্তর: ৩০০ গ্রাম
14. প্যারামিসিয়াম-এর গমন অঙ্গের নাম কী ?
A) সন্ধিপদ
B) সিলিয়া
C) ক্ষণপদ
D) ফ্ল্যাজেলা
সঠিক উত্তর: সিলিয়া
15. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হলো—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) জিব্বেলিন
D) জুভেনাইল
সঠিক উত্তর: অক্সিন
16. পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোন কে কী বলা হয় ?
A) নিউরোহরমোন
B) ট্রপিকহরমোন
C) অক্সিন
D) জুভেনাইল হরমোন
সঠিক উত্তর: জুভেনাইল হরমোন
17. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হরমোন কোনটি ?
A) থাইমোসিন
B) ইনসুলিন
C) অ্যাড্রেনালিন
D) ইনসুলিন ও গ্লুকাগন
সঠিক উত্তর: ইনসুলিন ও গ্লুকাগন
18. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয় ?
A) গ্লুকাগন
B) ইনসুলিন
C) গ্যাস্ট্রিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইনসুলিন
19. বংশবিদ্যার জনক কে ?
A) মেন্ডেল
B) ল্যামার্ক
C) মেন্ডেলিভ
D) বেনেডেন
সঠিক উত্তর: মেন্ডেল
20. জীব বিদ্যার নিউটন কাকে বলে ?
A) ল্যামার্ক
B) লিনিয়াস
C) ডারউইন
D) এর কেউই নয়
সঠিক উত্তর: ডারউইন
21. কফি প্রস্তুত হয়—
A) ফুল থেকে
B) ছাল থেকে
C) বীজ থেকে
D) পাতা থেকে
সঠিক উত্তর: বীজ থেকে
22. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) ইথিলিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইথিলিন
23. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হলো—
A) প্লিহা
B) যকৃৎ
C) অগ্নাশয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কোনোটিই নয়
24. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে ?
A) শ্বসন
B) সালোকসংশ্লেষ
C) ফটোলাইসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: শ্বসন
25. ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় ?
A) যক্ষা
B) ম্যালেরিয়া
C) টাইফয়েড
D) রক্তচাপ
সঠিক উত্তর: টাইফয়েড
Read more:: General knowledge question answer part 21
No comments:
Post a Comment