Breaking

Tuesday, May 21, 2024

General knowledge question answer part 23

General knowledge question answer part 23
General knowledge question answer part 23
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 23 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 23 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 23

01. ফুসফুসের আবরণ কে কী বলা হয় ?
A) প্লুরা
B) প্লাসেন্টা
C) হৃদঝিল্লি
D) সবকটিই 
সঠিক উত্তর: প্লুরা

02. হৃৎপিন্ডের আবরণ কে কী বলে ?
A) পেরিকারডিয়াম
B) রেটিকুলাম 
C) প্লাসেন্টা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পেরিকারডিয়াম

03. BMR বাড়ায় যে হরমোনটি তা হল—
A) ADH
B) থাইরক্সিন
C) অ্যাড্রিনালিন
D) ইনসুলিন
সঠিক উত্তর: থাইরক্সিন

04. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?
A) ভিটামিন A 
B) ভিটামিন B
C) ভিটামিন C 
D) ভিটামিন D 
সঠিক উত্তর: ভিটামিন D 

05. সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে ?
A) কার্বোহাইড্রেট
B) প্রোটিন
C) লবণ
D) স্নেহজাতীয়
সঠিক উত্তর: স্নেহজাতীয়

06. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় ?
A) রাতকানা
B) অস্টিওম্যালেরিয়া
C) স্কার্ভি 
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অস্টিওম্যালেরিয়া

07. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: D

08. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) B
C) C
D) D
সঠিক উত্তর: A

09. নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধিরধক ?
A) অক্সিন
B) কাইনিন 
C) অ্যাবসাইসিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাবসাইসিক অ্যাসিড

10. তাপৎকালীন হরমোন কোনটি ?
A) অ্যাড্রিনালিন
B) অক্সিন
C) TSH
D) STH
সঠিক উত্তর: অ্যাড্রিনালিন

11. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল—
A) অ্যামিবা
B) প্যারামিসিয়াম
C) ইউগ্লিনা
D) তারামাছ
সঠিক উত্তর: ইউগ্লিনা

12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ?
A) ভাজক কলা
B) মেসোফিল কলা
C) সংবহন কলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেসোফিল কলা

13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন
সঠিক উত্তর: কার্বন

14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?
A) বৃক্ক
B) হৃদপিন্ড 
C) যকৃৎ
D) মূত্রথলি
সঠিক উত্তর: যকৃৎ

15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS

16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক

17. বংশগতির একক কী ?
A) জনন কোশ
B) নেফ্রন
C) জাইগোট
D) জিন
সঠিক উত্তর: 

18. কাকের রাসায়নিক দূত বলা হয় ?
A) উৎসেচক
B) হরমোন
C) শুক্রাণু
D) কোনোটিই নয় 
সঠিক উত্তর: হরমোন

19. কুকুরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ হল ?
A) লোম
B) ত্বক
C) জিভ
D) কোনদিনই নয়
সঠিক উত্তর: কোনদিনই নয়

20. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A) O
B) A
C) B
D) AB
সঠিক উত্তর: AB 

21. সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত কে বলা হয় ?
A) O
B) B
C) AB
D) A
সঠিক উত্তর: O

22. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ?
A) অগ্নাশয়
B) প্লিহা
C) যকৃৎ
D) প্রিওথলি
সঠিক উত্তর: যকৃৎ

23. ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ঔষধটি বহুল প্রচলিত ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাসপিরিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাসপিরিন

24. আয়োডিনের অভাবে কী রোগ হয় ?
A) রাতকানা
B) বেরিবেরি
C) গলগন্ড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গলগন্ড

25. নিচের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় ?
A) যকৃৎ
B) অগ্নাশয়
C) পাকস্থলী
D) বৃক্ক
সঠিক উত্তর: বৃক্ক

No comments:

Post a Comment