Breaking

Tuesday, May 21, 2024

General knowledge question answer part 24

General knowledge question answer part 24
General knowledge question answer part 24
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 24 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 24 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 24

01. মানব দেহের গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় ?
A) পিটুইটারি
B) ত্বক
C) মস্তিষ্ক
D) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: হাইপোথ্যালামাস

02. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
A) মেন্ডেল
B) ডারউইন
C) অ্যারিস্টটল
D) ডালটন
সঠিক উত্তর: অ্যারিস্টটল

03. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ?
A) 45
B) 55
C) 35
D) 40
সঠিক উত্তর: 45

04. ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে কী রোগ দেখা দিতে পারে ?
A) রিকেট
B) বেরিবেরি
C) স্কার্ভি 
D) রাতকানা
সঠিক উত্তর: রিকেট

05. অ্যাপেন্ডিক্স মানবশরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
A) বৃহদন্ত্র
B) যকৃৎ
C) পীওনালী
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদন্ত্র

06. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) উভয়ই 
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফ্লোয়েম

07. মানুষের কঙ্কালতন্ত্রে মোট হাড়ের সংখ্যা কত ?
A) 206
B) 260
C) 106
D) 226
সঠিক উত্তর: 206

08. মানবদেহের নিচের কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় ?
A) A
B) K
C) D
D) C
সঠিক উত্তর: D

09. একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ—
A) 5 লিটার
B) 4 লিটার
C) 10 লিটার
D) 8 লিটার
সঠিক উত্তর: 5 লিটার

10. বস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কী বলা হয় ?
A) ফনা
B) নেকটন
C) বেনথস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফনা

11. ফাইটোপ্লাঙ্কটন উপাদানটি হলো জলজ বস্তুতন্ত্রের—
A) বিয়োজক
B) উৎপাদক
C) খাদক
D) পরিবর্তক
সঠিক উত্তর: উৎপাদক

12. নিচের কোনটি পরোক্ষ কর নয় ?
A) প্রমোদ কর
B) বিক্রয় কর
C) সম্পদ কর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সম্পদ কর

13. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) হর্ষবর্ধন
B) শশাঙ্ক
C) লক্ষণ সেন
D) দেব পাল
সঠিক উত্তর: শশাঙ্ক

14. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) কনিষ্ক
B) বল্লাল সেন
C) হর্ষবর্ধন
D) কেউই নয়
সঠিক উত্তর: হর্ষবর্ধন

15. হর্ষ চরিত্র কার রচনা ?
A) হর্ষবর্ধন
B) বানভট্ট
C) হরিসেন
D) কেউই নয়
সঠিক উত্তর: বানভট্ট

16. রামচরিত -এর রচয়িতা কে ?
A) সন্ধ্যাকর নন্দী
B) জয়দেব
C) অনিরুদ্ধ
D) শুভাকর গুপ্ত
সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী

17. রাজতরঙ্গিনী-এর রচয়িতা কে ?
A) উমাপতি ধর
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: কলহন

18. 'আইন-ই-আকবরী' কার রচনা ?
A) বাদাউনি
B) আবুল ফজল
C) ফিরিসতা
D) কেউই নন
সঠিক উত্তর: আবুল ফজল

19. সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি ?
A) পোড়া মাটির ইট
B) মাটি
C) পাথর
D) কাঠ
সঠিক উত্তর: পোড়া মাটির ইট

20. হিন্দু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
A) ঘোড়া
B) কুকুর
C) গরু
D) মোষ
সঠিক উত্তর: ঘোড়া

21. সিন্ধু সভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
A) সোনা
B) লোহা
C) তামা
D) রুপো
সঠিক উত্তর: তামা

22. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
A) ভাগবত 
B) মহাকাব্য
C) বেদ
D) পুরান
সঠিক উত্তর: বেদ

23. বেদের অপর নাম কী ?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D) ঋক
সঠিক উত্তর: শ্রুতি

24. মহাভারতের রচয়িতা কে ?
A) বাল্মিকী
B) বেদব্যাস
C) তুলসিদাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বেদব্যাস

25. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ?
A) ইন্দ্র
B) বরুণ
C) মরুৎ
D) দৌঃ
সঠিক উত্তর: ইন্দ্র

No comments:

Post a Comment