General knowledge question answer part 24
General knowledge question answer part 24 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 24 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 24 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 24
01. মানব দেহের গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় ?
A) পিটুইটারি
B) ত্বক
C) মস্তিষ্ক
D) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: হাইপোথ্যালামাস
02. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
A) মেন্ডেল
B) ডারউইন
C) অ্যারিস্টটল
D) ডালটন
সঠিক উত্তর: অ্যারিস্টটল
03. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ?
A) 45
B) 55
C) 35
D) 40
সঠিক উত্তর: 45
04. ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে কী রোগ দেখা দিতে পারে ?
A) রিকেট
B) বেরিবেরি
C) স্কার্ভি
D) রাতকানা
সঠিক উত্তর: রিকেট
05. অ্যাপেন্ডিক্স মানবশরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
A) বৃহদন্ত্র
B) যকৃৎ
C) পীওনালী
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদন্ত্র
06. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফ্লোয়েম
07. মানুষের কঙ্কালতন্ত্রে মোট হাড়ের সংখ্যা কত ?
A) 206
B) 260
C) 106
D) 226
সঠিক উত্তর: 206
08. মানবদেহের নিচের কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় ?
A) A
B) K
C) D
D) C
সঠিক উত্তর: D
09. একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ—
A) 5 লিটার
B) 4 লিটার
C) 10 লিটার
D) 8 লিটার
সঠিক উত্তর: 5 লিটার
10. বস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কী বলা হয় ?
A) ফনা
B) নেকটন
C) বেনথস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফনা
11. ফাইটোপ্লাঙ্কটন উপাদানটি হলো জলজ বস্তুতন্ত্রের—
A) বিয়োজক
B) উৎপাদক
C) খাদক
D) পরিবর্তক
সঠিক উত্তর: উৎপাদক
12. নিচের কোনটি পরোক্ষ কর নয় ?
A) প্রমোদ কর
B) বিক্রয় কর
C) সম্পদ কর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সম্পদ কর
13. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) হর্ষবর্ধন
B) শশাঙ্ক
C) লক্ষণ সেন
D) দেব পাল
সঠিক উত্তর: শশাঙ্ক
14. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ?
A) কনিষ্ক
B) বল্লাল সেন
C) হর্ষবর্ধন
D) কেউই নয়
সঠিক উত্তর: হর্ষবর্ধন
15. হর্ষ চরিত্র কার রচনা ?
A) হর্ষবর্ধন
B) বানভট্ট
C) হরিসেন
D) কেউই নয়
সঠিক উত্তর: বানভট্ট
16. রামচরিত -এর রচয়িতা কে ?
A) সন্ধ্যাকর নন্দী
B) জয়দেব
C) অনিরুদ্ধ
D) শুভাকর গুপ্ত
সঠিক উত্তর: সন্ধ্যাকর নন্দী
17. রাজতরঙ্গিনী-এর রচয়িতা কে ?
A) উমাপতি ধর
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: কলহন
18. 'আইন-ই-আকবরী' কার রচনা ?
A) বাদাউনি
B) আবুল ফজল
C) ফিরিসতা
D) কেউই নন
সঠিক উত্তর: আবুল ফজল
19. সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি ?
A) পোড়া মাটির ইট
B) মাটি
C) পাথর
D) কাঠ
সঠিক উত্তর: পোড়া মাটির ইট
20. হিন্দু সভ্যতা বাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?
A) ঘোড়া
B) কুকুর
C) গরু
D) মোষ
সঠিক উত্তর: ঘোড়া
21. সিন্ধু সভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ?
A) সোনা
B) লোহা
C) তামা
D) রুপো
সঠিক উত্তর: তামা
22. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
A) ভাগবত
B) মহাকাব্য
C) বেদ
D) পুরান
সঠিক উত্তর: বেদ
23. বেদের অপর নাম কী ?
A) শ্রুতি
B) স্মৃতি
C) সাম
D) ঋক
সঠিক উত্তর: শ্রুতি
24. মহাভারতের রচয়িতা কে ?
A) বাল্মিকী
B) বেদব্যাস
C) তুলসিদাস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বেদব্যাস
25. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ?
A) ইন্দ্র
B) বরুণ
C) মরুৎ
D) দৌঃ
সঠিক উত্তর: ইন্দ্র
Read more:: General knowledge question answer part 23
No comments:
Post a Comment