General knowledge question answer part 25
General knowledge question answer part 25 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 25 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 25 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 25
01. মহাবীর এর আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?
A) 22 জন
B) 26 জন
C) 20 জন
D) 23 জন
সঠিক উত্তর: 23 জন
02. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ?
A) পার্শ্বনাথ
B) বর্ধমান
C) গোসান
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পার্শ্বনাথ
03. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?
A) গৌতম
B) গোসান
C) পার্শ্বনাথ
D) ঋষভ
সঠিক উত্তর: গোসান
04. কোথায় মহাবীর দেহ ত্যাগ করেন ?
A) পাটনা
B) বৈশালী
C) পাটলিপুত্র
D) পাবা
সঠিক উত্তর: পাবা
05. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
A) তরাই অঞ্চলে
B) পাটনা
C) নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নেপালের তরাই অঞ্চলের লুম্বিনিতে
06. বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায় ?
A) পাটলিপুত্র
B) কাশী
C) সারনাথ
D) অবন্তী
সঠিক উত্তর: সারনাথ
07. গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন ?
A) কুশিনগরে
B) কুন্দপুরে
C) সারনাথে
D) কপিলাবস্তুতে
সঠিক উত্তর: কুশিনগরে
08. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষার লেখা ?
A) সংস্কৃত
B) খরোষ্ঠী
C) পালি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পালি
09. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন—
A) ফিলিপ
B) প্লেটো
C) অ্যারিস্টটল
D) সেলুকাস
সঠিক উত্তর: অ্যারিস্টটল
10. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ?
A) 323 খ্রিস্টাব্দে পূ.
B) 328 খ্রিস্টাব্দে পূ.
C) 325 খ্রিস্টাব্দে পূ.
D) 300 খ্রিস্টাব্দে পূ.
সঠিক উত্তর: 323 খ্রিস্টাব্দে পূ.
11. আলেকজান্ডারের হাত থেকে কে ভারতকে উদ্ধার করেন ?
A) পুরু
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) চাণক্য
D) মহাপদ্মনন্দ
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
12. গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ?
A) সাতবাহন
B) কুষাণ
C) চোল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাতবাহন
13. 'শকারি' উপাধি কে নিয়েছিলেন ?
A) প্রথম চন্দ্রগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
14. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
A) কুজল কতফিসেস
B) বিম কতফিসেস
C) দ্বিতীয় কদফিসেস
D) কনিষ্ক
সঠিক উত্তর: কনিষ্ক
15. শকাব্দ প্রচলন করেন কে ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) শকারি
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: কনিষ্ক
16. কোন বছর থেকে 'শকাব্দ' প্রচলিত হয় ?
A) 78 খ্রিস্টপূর্বাব্দ
B) 72 খ্রিস্টাব্দ
C) 75 খ্রিষ্টাব্দ
D) 78 খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: 78 খ্রিষ্টাব্দ
17. কনিষ্কের রাজধানীর নাম—
A) পাটলিপুত্র
B) খোটান
C) পুরুষপূর বা পেশোয়ার
D) ইয়ারখন্দ
সঠিক উত্তর: পুরুষপূর বা পেশোয়ার
18. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ?
A) জৈন ধর্ম
B) ইসলাম ধর্ম
C) হিন্দুধর্ম
D) মহাজন বৌদ্ধধর্ম
সঠিক উত্তর: মহাজন বৌদ্ধধর্ম
19. দ্বিতীয় 'অশোক' কাকে বলা হয় ?
A) কনিষ্ককে
B) মিনান্দারকে
C) গন্ডফাফার্নিসকে
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: কনিষ্ককে
20. 'বুদ্ধচরিত' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) অশোক
C) উপগুপ্ত
D) নাগার্জুন
সঠিক উত্তর: অশ্বঘোষ
21. 'বজ্রসূচি' কার রচনা ?
A) অশ্বঘোষ
B) বসুবন্ধু
C) নাগার্জুন
D) চরক
সঠিক উত্তর: অশ্বঘোষ
22. প্রজ্ঞাপারমিতা সূত্র-এর রচয়িতা কে ?
A) বসুবন্ধু
B) অশ্বঘোষ
C) নাগার্জুন
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: নাগার্জুন
23. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে ?
A) মৌর্য যুগে
B) কুষাণ যুগে
C) পল্লব যুগে
D) গুপ্ত যুগে
সঠিক উত্তর: কুষাণ যুগে
24. প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) হরিচন্দ্র
B) মিহির ভোজ
C) নাগভট্ট
D) বৎসরাজ
সঠিক উত্তর: মিহির ভোজ
25. খাজুরাহের মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি ?
A) চালুক্য
B) চের
C) চোল
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা
Read more:: General knowledge question answer part 24
No comments:
Post a Comment