Breaking

Wednesday, May 22, 2024

General knowledge question answer part 26

General knowledge question answer part 26
General knowledge question answer part 26
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 26 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 26 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 26

01. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
A) মৌর্য
B) পুরু
C) শুঙ্গ
D) হর্সঙ্ক
সঠিক উত্তর: হর্সঙ্ক

02. বিম্বিসারের উপাধি কী ছিল ?
A) শ্রেনিক
B) পরাক্রমাঙ্ক
C) কুনিক
D) অমিত্রঘাত
সঠিক উত্তর: শ্রেনিক

03. বিম্বিসারের পুত্রের নাম ছিল—
A) অশোক
B) শিশুনাগ
C) বিন্দুসার
D) আজাতশত্রু
সঠিক উত্তর: আজাতশত্রু

04. আজাত শত্রু কোন উপাধি ধারণ করেন ?
A) পরাক্রমাঙ্ক
B) কুণিক
C) অপ্রতিরথ
D)  কোনটিই নয়
সঠিক উত্তর: কুণিক

05. হর্সঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
A) কুমারিল ভট্ট
B) নাগদশক
C) আজাতশত্রু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নাগদশক

06. 'বিক্রমাঙ্কদেবচরিত' কে রচনা করেছিলেন ?
A) নাগার্জুন
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: বিলহন

07. পটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
A) নাগদশক
B) বিম্বিসার
C) উদয় বা উদয়ভদ্র
D) কাকবর্ণ
সঠিক উত্তর: উদয় বা উদয়ভদ্র

08. নন্দ বংশের শেষ রাজা কে ?
A) চাণক্য
B) ধননন্দ
C) মহাপদ্মনন্দ
D) প্রদ্যোত
সঠিক উত্তর: ধননন্দ

09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার

10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত

11. অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন ?
A) বিম্বিসার
B) আজাতশত্রু
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) বিন্দুসার
সঠিক উত্তর: বিন্দুসার

12. অশোক নিচের কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রমাত
B) ধর্মাশোক
C) প্রিয়দর্শী
D) প্রজাহিতৈষী
সঠিক উত্তর: প্রিয়দর্শী

13. 'চন্ডাশোক' কাকে বলা হয় ?
A) পুষ্যমিত্র শুঙ্গ
B) অশোক
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ

14. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ?
A) 259 খ্রিস্টাব্দে
B) 265 খ্রিস্টাব্দে
C) 255 খ্রিস্টাব্দে
D) 261 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 261 খ্রিস্টাব্দে

15. মৌর্য বংশের শেষ রাজা কে ?
A) অশোক
B) নাগ সেন
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ

16. 'সবে মুণিষে পজা মমা'-উক্তিটি কার ?
A) বুদ্ধ
B) বিম্বিসার
C) অশোক
D) মহাবীর
সঠিক উত্তর: অশোক

17. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ?
A) কৌটিল্য
B) বসুমিত্র
C) মতিল
D) নাগ দত্ত
সঠিক উত্তর: কৌটিল্য

18. ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) সমুদ্র গুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কেউ নন
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত

19. 'গুপ্তাব্দ'-কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) জীবিতগুপ্ত
C) সমুদ্রগুপ্ত
D) প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত

20. হরিষেণ কার সভাকবি ছিলেন ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত

21. 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ?
A) নাগসেন
B) অশ্বঘোষ
C) সমুদ্রগুপ্ত
D) হরিষেণ
সঠিক উত্তর: হরিষেণ

22. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
A) সমুদ্রগুপ্তকে
B) কনিষ্ককে
C) হর্ষবর্ধনকে
D) স্কন্দগুপ্তকে
সঠিক উত্তর: সমুদ্রগুপ্তকে

23. বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হলো—
A) ভারতের নেপোলিয়ন
B) সাহসাঙ্ক
C) সম্রাট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাহসাঙ্ক

24. ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

25. কারা রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) কুমার গুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

No comments:

Post a Comment