General knowledge question answer part 26
General knowledge question answer part 26 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 26 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 26 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 26
01. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
A) মৌর্য
B) পুরু
C) শুঙ্গ
D) হর্সঙ্ক
সঠিক উত্তর: হর্সঙ্ক
02. বিম্বিসারের উপাধি কী ছিল ?
A) শ্রেনিক
B) পরাক্রমাঙ্ক
C) কুনিক
D) অমিত্রঘাত
সঠিক উত্তর: শ্রেনিক
03. বিম্বিসারের পুত্রের নাম ছিল—
A) অশোক
B) শিশুনাগ
C) বিন্দুসার
D) আজাতশত্রু
সঠিক উত্তর: আজাতশত্রু
04. আজাত শত্রু কোন উপাধি ধারণ করেন ?
A) পরাক্রমাঙ্ক
B) কুণিক
C) অপ্রতিরথ
D) কোনটিই নয়
সঠিক উত্তর: কুণিক
05. হর্সঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
A) কুমারিল ভট্ট
B) নাগদশক
C) আজাতশত্রু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নাগদশক
06. 'বিক্রমাঙ্কদেবচরিত' কে রচনা করেছিলেন ?
A) নাগার্জুন
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: বিলহন
07. পটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
A) নাগদশক
B) বিম্বিসার
C) উদয় বা উদয়ভদ্র
D) কাকবর্ণ
সঠিক উত্তর: উদয় বা উদয়ভদ্র
08. নন্দ বংশের শেষ রাজা কে ?
A) চাণক্য
B) ধননন্দ
C) মহাপদ্মনন্দ
D) প্রদ্যোত
সঠিক উত্তর: ধননন্দ
09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার
10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত
11. অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন ?
A) বিম্বিসার
B) আজাতশত্রু
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) বিন্দুসার
সঠিক উত্তর: বিন্দুসার
12. অশোক নিচের কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রমাত
B) ধর্মাশোক
C) প্রিয়দর্শী
D) প্রজাহিতৈষী
সঠিক উত্তর: প্রিয়দর্শী
13. 'চন্ডাশোক' কাকে বলা হয় ?
A) পুষ্যমিত্র শুঙ্গ
B) অশোক
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ
14. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ?
A) 259 খ্রিস্টাব্দে
B) 265 খ্রিস্টাব্দে
C) 255 খ্রিস্টাব্দে
D) 261 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 261 খ্রিস্টাব্দে
15. মৌর্য বংশের শেষ রাজা কে ?
A) অশোক
B) নাগ সেন
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ
16. 'সবে মুণিষে পজা মমা'-উক্তিটি কার ?
A) বুদ্ধ
B) বিম্বিসার
C) অশোক
D) মহাবীর
সঠিক উত্তর: অশোক
17. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ?
A) কৌটিল্য
B) বসুমিত্র
C) মতিল
D) নাগ দত্ত
সঠিক উত্তর: কৌটিল্য
18. ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) সমুদ্র গুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কেউ নন
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত
19. 'গুপ্তাব্দ'-কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) জীবিতগুপ্ত
C) সমুদ্রগুপ্ত
D) প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত
20. হরিষেণ কার সভাকবি ছিলেন ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত
21. 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ?
A) নাগসেন
B) অশ্বঘোষ
C) সমুদ্রগুপ্ত
D) হরিষেণ
সঠিক উত্তর: হরিষেণ
22. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
A) সমুদ্রগুপ্তকে
B) কনিষ্ককে
C) হর্ষবর্ধনকে
D) স্কন্দগুপ্তকে
সঠিক উত্তর: সমুদ্রগুপ্তকে
23. বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হলো—
A) ভারতের নেপোলিয়ন
B) সাহসাঙ্ক
C) সম্রাট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাহসাঙ্ক
24. ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
25. কারা রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) কুমার গুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Read more:: General knowledge question answer part 25
No comments:
Post a Comment