General knowledge question answer part 28
General knowledge question answer part 28 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 28 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 28 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 28
01. আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ?
A) পল্লব
B) রাষ্ট্রকূট
C) চালুক্য
D) চোল
সঠিক উত্তর: চালুক্য
02. রাষ্ট্রকূটের রাজধানীর নাম কী ছিল ?
A) বাতাপি
B) কালিঞ্জর
C) কাঞ্চি
D) মান্যখেটা
সঠিক উত্তর: মান্যখেটা
03. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা কোন রাজাদের ?
A) চোল
B) চালুক্য
C) চান্দেল্লা
D) রাষ্ট্রকূট
সঠিক উত্তর: চালুক্য
04. ইলোরা ও খাজুরাহোর মন্দির নির্মাণ করেন কারা ?
A) রাষ্ট্রকূট
B) চালুক্য
C) পল্লব
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা
05. কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ?
A) পল্লব
B) চোল
C) রাষ্ট্রকূট
D) চান্দেল্লা
সঠিক উত্তর: পল্লব
06. চালুক্যদের রাজধানীর নাম কী ?
A) বাদামি ও বাতাপি
B) কাঞ্চিপুরম
C) তাঞ্জোর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বাদামি ও বাতাপি
07. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা ?
A) অনন্ত বর্মন
B) ভাষ্কর বর্মন
C) যশো বর্মন
D) অপরাজিত বর্মন
সঠিক উত্তর: অনন্ত বর্মন
08.ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ?
A) পল্লব
B) চোল
C) চালুক্য
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চোল
09. গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন ?
A) মহম্মদ ঘুরি
B) মামুদ
C) সবুক্তগিন
D) চেঙ্গিজ খান
সঠিক উত্তর: মামুদ
10. লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেন কে ?
A) কুতুবউদ্দিন
B) মহম্মদ ঘুরি
C) বখতিয়ার খলজি
D) গিয়াসউদ্দিন
সঠিক উত্তর: বখতিয়ার খলজি
11. দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ?
A) বখতিয়ার খলজি
B) নাসিরউদ্দিন শাহ
C) কুতুবউদ্দিন আইবক
D) কেউ নন
সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবক
12. 'লাখবক্স' কাকে বলা হয় ?
A) রাজিয়া
B) কুতুবউদ্দিন
C) রুকনউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: কুতুবউদ্দিন
13. দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
A) কুতুবউদ্দিন
B) বাহাউদ্দিন
C) আলাউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: ইলতুৎমিস
14. গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ?
A) জিয়াসউদ্দিন
B) বাহাউদ্দিন
C) বাহারুদ্দিন
D) নাসিরুদ্দিন
সঠিক উত্তর: বাহাউদ্দিন
15. 'জিলুল্লাহ' উপাধি কে গ্রহণ করেন ?
A) ফিজির খা
B) বুশরা খা
C) ইলতুৎমিস
D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন বলবন
16. বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন কে ?
A) জালালউদ্দিন
B) ফিরোজ শাহ তুঘলক
C) মোহাম্মদ বিন তুঘলক
D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি
17. আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন ?
A) গিয়াসউদ্দিন বলবন
B) গিয়াসউদ্দিন তুঘলক
C) ফিরোজ শাহ তুঘলক
D) মহম্মদ-বিন-তুঘলক
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক
18. মহম্মদ-বিন-তুঘলকের প্রকৃত নাম কী ?
A) জুনা খাঁ
B) রেজা খাঁ
C) আলম খাঁ
D) ঈশা খাঁ
সঠিক উত্তর: জুনা খাঁ
19. মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
A) পাঞ্জাব
B) রাজগীর
C) মোরাথান
D) দেবগিরি
সঠিক উত্তর: দেবগিরি
20. দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে ?
A) জাফর খাঁ
B) খিজির খাঁ
C) ফতে খাঁ
D) নসরতৎ শাহ
সঠিক উত্তর: খিজির খাঁ
21. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ?
A) কাবুল
B) খোরাসান
C) ফরগনা
D) সমরখন্দ
সঠিক উত্তর: ফরগনা
22. শেরশাহের প্রকৃত নাম কী ?
A) শের খাঁ
B) ফরিদ খাঁ
C) আজম খাঁ
D) ফরিদ শাহ
সঠিক উত্তর: ফরিদ খাঁ
23. কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় ?
A) কালিঞ্জর
B) চিতোর
C) চান্দেরী
D) চুনার
সঠিক উত্তর: কালিঞ্জর
24. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
A) আকবর
B) বাবর
C) শেরশাহ
D) শাহজাহান
সঠিক উত্তর: শেরশাহ
25. ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের—
A) হিন্দু সেনাপতি
B) সভাকবি
C) ভাই
D) সভাসদ
সঠিক উত্তর: হিন্দু সেনাপতি
Read more:: General knowledge question answer part 27
No comments:
Post a Comment