Breaking

Friday, May 24, 2024

General knowledge question answer part 28

General knowledge question answer part 28
General knowledge question answer part 28
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 28 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 28 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 28

01. আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ?
A) পল্লব
B) রাষ্ট্রকূট
C) চালুক্য
D) চোল
সঠিক উত্তর: চালুক্য

02. রাষ্ট্রকূটের রাজধানীর নাম কী ছিল ?
A) বাতাপি
B) কালিঞ্জর
C) কাঞ্চি 
D) মান্যখেটা
সঠিক উত্তর: মান্যখেটা

03. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা কোন রাজাদের ?
A) চোল
B) চালুক্য
C) চান্দেল্লা
D) রাষ্ট্রকূট
সঠিক উত্তর: চালুক্য

04. ইলোরা ও খাজুরাহোর মন্দির নির্মাণ করেন কারা ?
A) রাষ্ট্রকূট
B) চালুক্য
C) পল্লব
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা

05. কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ?
A) পল্লব
B) চোল
C) রাষ্ট্রকূট 
D) চান্দেল্লা
সঠিক উত্তর: পল্লব

06. চালুক্যদের রাজধানীর নাম কী ?
A) বাদামি ও বাতাপি
B) কাঞ্চিপুরম
C) তাঞ্জোর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বাদামি ও বাতাপি

07. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা ?
A) অনন্ত বর্মন 
B) ভাষ্কর বর্মন
C) যশো বর্মন
D) অপরাজিত বর্মন 
সঠিক উত্তর: অনন্ত বর্মন 

08.ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ?
A) পল্লব 
B) চোল 
C) চালুক্য 
D) চান্দেল্লা 
সঠিক উত্তর: চোল

09. গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন ?
A) মহম্মদ ঘুরি
B) মামুদ
C) সবুক্তগিন 
D) চেঙ্গিজ খান 
সঠিক উত্তর: মামুদ

10. লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেন কে ?
A) কুতুবউদ্দিন
B) মহম্মদ ঘুরি
C) বখতিয়ার খলজি
D) গিয়াসউদ্দিন
সঠিক উত্তর: বখতিয়ার খলজি

11. দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ?
A) বখতিয়ার খলজি
B) নাসিরউদ্দিন শাহ
C) কুতুবউদ্দিন আইবক
D) কেউ নন
সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবক

12. 'লাখবক্স' কাকে বলা হয় ?
A) রাজিয়া
B) কুতুবউদ্দিন
C) রুকনউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: কুতুবউদ্দিন

13. দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
A) কুতুবউদ্দিন
B) বাহাউদ্দিন
C) আলাউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: ইলতুৎমিস

14. গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ?
A) জিয়াসউদ্দিন
B) বাহাউদ্দিন
C) বাহারুদ্দিন
D) নাসিরুদ্দিন
সঠিক উত্তর: বাহাউদ্দিন

15. 'জিলুল্লাহ' উপাধি কে গ্রহণ করেন ?
A) ফিজির খা
B) বুশরা খা
C) ইলতুৎমিস
D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন বলবন

16. বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন কে ?
A) জালালউদ্দিন
B) ফিরোজ শাহ তুঘলক
C) মোহাম্মদ বিন তুঘলক
D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি

17. আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন ?
A) গিয়াসউদ্দিন বলবন
B) গিয়াসউদ্দিন তুঘলক
C) ফিরোজ শাহ তুঘলক
D) মহম্মদ-বিন-তুঘলক
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক

18. মহম্মদ-বিন-তুঘলকের প্রকৃত নাম কী ?
A) জুনা খাঁ
B) রেজা খাঁ
C) আলম খাঁ 
D) ঈশা খাঁ 
সঠিক উত্তর: জুনা খাঁ

19. মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
A) পাঞ্জাব
B) রাজগীর
C) মোরাথান
D) দেবগিরি
সঠিক উত্তর: দেবগিরি

20. দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে ?
A) জাফর খাঁ
B) খিজির খাঁ
C) ফতে খাঁ
D) নসরতৎ শাহ
সঠিক উত্তর: খিজির খাঁ

21. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ?
A) কাবুল
B) খোরাসান
C) ফরগনা
D) সমরখন্দ
সঠিক উত্তর: ফরগনা

22. শেরশাহের প্রকৃত নাম কী ?
A) শের খাঁ 
B) ফরিদ খাঁ 
C) আজম খাঁ 
D) ফরিদ শাহ
সঠিক উত্তর: ফরিদ খাঁ 

23. কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় ?
A) কালিঞ্জর
B) চিতোর
C) চান্দেরী
D) চুনার
সঠিক উত্তর: কালিঞ্জর

24. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
A) আকবর
B) বাবর
C) শেরশাহ
D) শাহজাহান 
সঠিক উত্তর: শেরশাহ

25. ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের—
A) হিন্দু সেনাপতি
B) সভাকবি
C) ভাই
D) সভাসদ 
সঠিক উত্তর: হিন্দু সেনাপতি

No comments:

Post a Comment