General knowledge question answer part 29
General knowledge question answer part 29 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 29 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 29 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 29
01. হিমু ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় ?
A) 1555 খ্রিস্টাব্দে
B) 1526 খ্রিস্টাব্দে
C) 1556 খ্রিস্টাব্দে
D) 1575 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1556 খ্রিস্টাব্দে
02. হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
A) মান সিংহ
B) উদয় সিংহ
C) সংগ্ৰাম সিংহ
D) রানাপ্রতাপ সিংহ
সঠিক উত্তর: রানাপ্রতাপ সিংহ
03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?
A) ওয়াজির
B) মুনসেফ
C) শিকদার-ই-শিকদারান
D) দেওয়ান-ই-রামানত
সঠিক উত্তর: ওয়াজির
04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ?
A) ভকিল
B) দেওয়ান
C) মিরবক্সী
D) সদর-ই-শিকদারান
সঠিক উত্তর: দেওয়ান
05. আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হতো ?
A) ভকিল
B) ওয়াজির
C) সুমালিক
D) মীরবক্সী
সঠিক উত্তর: ভকিল
06. মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) শেরশাহ
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: আকবর
07. আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন ?
A) প্রধানমন্ত্রী
B) সুবাদার
C) দেওয়ান
D) মনসবদার
সঠিক উত্তর: দেওয়ান
08. 'বিবি কা মকবরা' স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত ?
A) নূরজাহান
B) ঔরঙ্গজেবের স্ত্রী
C) হুমায়ুনের বোন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ঔরঙ্গজেবের স্ত্রী
09. ভারতবর্ষে কোন মোগল সম্রাটের শৌধ নেই ?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: জাহাঙ্গীর
10. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন ?
A) শিবাজী
B) আফজাল খাঁ
C) শায়েস্তা খাঁ
D) শম্ভুজি
সঠিক উত্তর: শিবাজী
11. 'চৌথ ও সরদেশমুখী' রাজস্ব প্রথা চালু করেছিলেন কে ?
A) শাহজাহান
B) আকবর
C) শিবাজি
D) শেরশাহ
সঠিক উত্তর: শিবাজি
12. কত খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা কালিকট বন্দরে পৌঁছান ?
A) 1445 খ্রিস্টাব্দে
B) 1497 খ্রিস্টাব্দে
C) 1498 খ্রিস্টাব্দে
D) 1495 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1498 খ্রিস্টাব্দে
13. ইতালীয় পর্যটক মানুচি কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন ?
A) শাহজাহান
B) আকবর
C) ঔরঙ্গজেব
D) জাহাঙ্গীর
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
14. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল ?
A) আকবর
B) শাহজাহান
C) ঔরঙ্গজেব
D) জাহাঙ্গীর
সঠিক উত্তর: আকবর
15. সর্বশেষ মুঘল সম্রাট কে ?
A) দ্বিতীয় বাহাদুর শাহ
B) প্রথম বাহাদুর শাহ
C) মহম্মদ শাহ
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ
16. 'কৃষ্ণের অবতার' এবং 'জগত ভূষণ' উপাধিকে ধারণ করেছিলেন ?
A) ইলিয়াস শাহ
B) হুসেন শাহ
C) নসরৎ শাহ
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: হুসেন শাহ
17. লাহোরের নিকট তালওয়ান্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ?
A) নামদেব
B) রামানুজ
C) গুরুনানক
D) রামানন্দ
সঠিক উত্তর: গুরুনানক
18. মোবাইল যুগের প্রধান কথ্য ভাষা কী ছিল ?
A) পারসি
B) হিন্দি
C) ফারসি বা উর্দু
D) মৈথিলী
সঠিক উত্তর: ফারসি বা উর্দু
19. মোবাইল যুগের তাম্র মুদ্রার নাম কী ছিল ?
A) মনা
B) দাম
C) টাকা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দাম
20. তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন ?
A) ফারুক বেগ
B) ওস্তাদ ইশা
C) বেবাদল খাঁ
D) শাহজাহান
সঠিক উত্তর: ওস্তাদ ইশা
21. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন ?
A) বলদেব দাস
B) বেবাদল খাঁ
C) ফারুক বেগ
D) আবুল সাহান
সঠিক উত্তর: বেবাদল খাঁ
22. আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন ?
A) সুরদাস
B) বাজ বাহাদুর
C) তানসেন
D) বৈজুবাওড়া
সঠিক উত্তর: সুরদাস
23. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন ?
A) রামদাস
B) অমর দাস
C) অঙ্গদ
D) অর্জুন
সঠিক উত্তর: অঙ্গদ
24. অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় ?
A) গুরু অঙ্গদ
B) গুরু অর্জুন
C) গুরু রামদাস
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু রামদাস
25. 'আদি গ্রন্থ' বা 'গ্রন্থসাহিব' কে রচনা করেন ?
A) গুরু অর্জুন
B) রামদাস
C) গুরুনানক
D) তেগবাহাদুর
সঠিক উত্তর: গুরু অর্জুন
Read more:: General knowledge question answer part 28
No comments:
Post a Comment