General knowledge question answer part 30 |
01. গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) ঔরঙ্গজেব
C) বাহাদুর শাহ
D) শাহাজাহান
সঠিক উত্তর: জাহাঙ্গীর
02. কোন মগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ?
A) ঔরঙ্গজেব
B) দ্বিতীয় বাহাদুর শাহ
C) দ্বিতীয় শাহ আলম
D) মহম্মদ শাহ
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
B) গুরু গোবিন্দ
C) গুরু তেগবাহাদুর
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু গোবিন্দ
05. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
A) 1757,23 জুন
B) 1756,28 জুন
C) 1758,24 জুন
D) 1757,28 জুন
সঠিক উত্তর: 1757,23 জুন
06. ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি দান করেন ?
A) বাহাদুর শাহ
B) জাহাঙ্গীর
C) দ্বিতীয় শাহ আলম
D) ফারুকশিয়ার
সঠিক উত্তর: দ্বিতীয় শাহ আলম
07. দ্বৈত শাসনের প্রবর্তক কে ?
A) ক্লাইভ
B) ডুপ্লে
C) হেস্টিংস
D) এদের কেউ নন
সঠিক উত্তর: ক্লাইভ
08. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
A) 1776 খ্রিস্টাব্দে
B) 1775 খ্রিস্টাব্দে
C) 1770 খ্রিস্টাব্দে
D) 1876 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1770 খ্রিস্টাব্দে
09. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ক্যানিং
C) ওয়ারেন হেস্টিংস
D) এরা কেউ নয়
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস
10. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
A) 1781 খ্রিস্টাব্দে
B) 1798 খ্রিস্টাব্দে
C) 1849 খ্রিস্টাব্দে
D) 1793 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1849 খ্রিস্টাব্দে
11. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ?
A) 1815 খ্রিস্টাব্দে
B) 1817 খ্রিস্টাব্দে
C) 1813 খ্রিস্টাব্দে
D) 1814 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে
12. জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কোনটি ?
A) 1835 খ্রি.
B) 1837 খ্রি.
C) 1836 খ্রি.
D) 1838 খ্রি.
সঠিক উত্তর: 1835 খ্রি.
13. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ' প্রকাশিত হয়—
A) 1812 খ্রি.
B) 1818 খ্রি.
C) 1832 খ্রি.
D) 1813 খ্রি.
সঠিক উত্তর: 1818 খ্রি.
14. 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ?
A) লর্ড ক্যানিং
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড ক্যানিং
15. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
A) তিতুমীর
B) লক্ষ্মীবাঈ
C) মঙ্গল পান্ডে
D) তাঁতিয়া টোপি
সঠিক উত্তর: মঙ্গল পান্ডে
16. সীতার বনবাস, কথা মালা— বইগুলি কার সঙ্গে জড়িত ?
A) দেবেন্দ্রনাথ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) ডিরোজিও
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
17. আত্মারাম পান্ডুরঙ্গ কবে 'প্রার্থনা সমাজ' -এর প্রতিষ্ঠা করেন ?
A) 1866 খ্রি.
B) 1870 খ্রি.
C) 1867 খ্রি.
D) 1865 খ্রি.
সঠিক উত্তর: 1867 খ্রি.
18. স্বামী দায়নন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ?
A) প্রার্থনা সমাজ
B) ব্রাহ্ম সমাজ
C) আর্য সমাজ
D) আত্মীয় সভা
সঠিক উত্তর: আর্য সমাজ
19. সুরেন্দ্রনাথ কর্তৃক 'ভারতসভা' কবে স্থাপিত হয় ?
A) 1876 খ্রি.
B) 1875 খ্রি.
C) 1878 খ্রি.
D) 1879 খ্রি.
সঠিক উত্তর: 1876 খ্রি
20. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) অক্ষয়কুমার দত্ত
B) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C) কৃষ্ণকুমার মিত্র
D) বসন্তকুমার ঘোষ
সঠিক উত্তর: অক্ষয়কুমার দত্ত
21. 1920 সালে গঠিত ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
A) বিপিনচন্দ্র পাল
B) লালা রাজপথ রায়
C) চিত্তরঞ্জন দাস
D) ড. রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: লালা রাজপথ রায়
22.1946 খালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক গঠিত অন্তবর্তী সরকারের প্রধান কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধি
B) জওহরলাল নেহেরু
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) মহম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
23. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ?
A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C) গোপালকৃষ্ণ গোখেল
D) দাদাভাই নওরোজি
সঠিক উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) খাজনা দানের
C) বিদেশি পণ্য ব্যবহারের
D) বেগার শ্রমদানের
সঠিক উত্তর: নীল চাষের
No comments:
Post a Comment