Breaking

Saturday, May 25, 2024

General knowledge question answer part 30

General knowledge question answer part 30
General knowledge question answer part 30
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 30 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 30 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 30

01. গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) ঔরঙ্গজেব
C) বাহাদুর শাহ
D) শাহাজাহান
সঠিক উত্তর: জাহাঙ্গীর

02. কোন মগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ?
A) ঔরঙ্গজেব
B) দ্বিতীয় বাহাদুর শাহ
C) দ্বিতীয় শাহ আলম
D) মহম্মদ শাহ
সঠিক উত্তর: ঔরঙ্গজেব

03. দশম শিখ গুরুর পদ অলঙ্কৃত করেন কে ?
A) গুরু হরকিষেন
B) গুরু গোবিন্দ সিংহ
C) গুরু হরগোবিন্দ
D) গুরু হররায়
সঠিক উত্তর: গুরু গোবিন্দ সিংহ

04. শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে ?
A) গুরু অর্জুন
B) গুরু গোবিন্দ
C) গুরু তেগবাহাদুর
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু গোবিন্দ

05. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
A) 1757,23 জুন
B) 1756,28 জুন
C) 1758,24 জুন
D) 1757,28 জুন
সঠিক উত্তর: 1757,23 জুন

06. ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি দান করেন ?
A) বাহাদুর শাহ
B) জাহাঙ্গীর
C) দ্বিতীয় শাহ আলম
D) ফারুকশিয়ার
সঠিক উত্তর: দ্বিতীয় শাহ আলম

07. দ্বৈত শাসনের প্রবর্তক কে ?
A) ক্লাইভ
B) ডুপ্লে
C) হেস্টিংস
D) এদের কেউ নন
সঠিক উত্তর: ক্লাইভ

08. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
A) 1776 খ্রিস্টাব্দে
B) 1775 খ্রিস্টাব্দে
C) 1770 খ্রিস্টাব্দে
D) 1876 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1770 খ্রিস্টাব্দে

09. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ক্যানিং
C) ওয়ারেন হেস্টিংস
D) এরা কেউ নয়
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস

10. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
A) 1781 খ্রিস্টাব্দে
B) 1798 খ্রিস্টাব্দে
C) 1849 খ্রিস্টাব্দে
D) 1793 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1849 খ্রিস্টাব্দে

11. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ?
A) 1815 খ্রিস্টাব্দে
B) 1817 খ্রিস্টাব্দে
C) 1813 খ্রিস্টাব্দে
D) 1814 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে

12. জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কোনটি ?
A) 1835 খ্রি.
B) 1837 খ্রি‌‌.
C) 1836 খ্রি.
D) 1838 খ্রি.
সঠিক উত্তর: 1835 খ্রি.

13. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ' প্রকাশিত হয়—
A) 1812 খ্রি.
B) 1818 খ্রি.
C) 1832 খ্রি.
D) 1813 খ্রি.
সঠিক উত্তর: 1818 খ্রি.

14. 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ?
A) লর্ড ক্যানিং
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড ক্যানিং

15. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
A) তিতুমীর
B) লক্ষ্মীবাঈ
C) মঙ্গল পান্ডে
D) তাঁতিয়া টোপি
সঠিক উত্তর: মঙ্গল পান্ডে

16. সীতার বনবাস, কথা মালা— বইগুলি কার সঙ্গে জড়িত ?
A) দেবেন্দ্রনাথ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) ডিরোজিও
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

17. আত্মারাম পান্ডুরঙ্গ কবে 'প্রার্থনা সমাজ' -এর প্রতিষ্ঠা করেন ?
A) 1866 খ্রি.
B) 1870 খ্রি.
C) 1867 খ্রি.
D) 1865 খ্রি.
সঠিক উত্তর: 1867 খ্রি.

18. স্বামী দায়নন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ?
A) প্রার্থনা সমাজ
B) ব্রাহ্ম সমাজ
C) আর্য সমাজ
D) আত্মীয় সভা
সঠিক উত্তর: আর্য সমাজ

19. সুরেন্দ্রনাথ কর্তৃক 'ভারতসভা' কবে স্থাপিত হয় ?
A) 1876 খ্রি.
B) 1875 খ্রি.
C) 1878 খ্রি.
D) 1879 খ্রি.
সঠিক উত্তর: 1876 খ্রি

20. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) অক্ষয়কুমার দত্ত
B) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C) কৃষ্ণকুমার মিত্র
D) বসন্তকুমার ঘোষ
সঠিক উত্তর: অক্ষয়কুমার দত্ত

21. 1920 সালে গঠিত ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
A) বিপিনচন্দ্র পাল
B) লালা রাজপথ রায়
C) চিত্তরঞ্জন দাস
D) ড. রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: লালা রাজপথ রায়

22.1946 খালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক গঠিত অন্তবর্তী সরকারের প্রধান কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধি
B) জওহরলাল নেহেরু
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) মহম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

23. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ?
A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C) গোপালকৃষ্ণ গোখেল
D) দাদাভাই নওরোজি
সঠিক উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

24. নদিয়া চৌগাছার বিষ্ণুচরন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন ?
A) নীল চাষের
B) খাজনা দানের
C) বিদেশি পণ্য ব্যবহারের
D) বেগার শ্রমদানের
সঠিক উত্তর: নীল চাষের

25. গণপতি উৎসব ও শিবাজী উৎসবের প্রবক্তা কে ?
A) দামোদর সাভারকার
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বালকৃষ্ণ চাপেকর
D) বালগঙ্গাধর তিলক
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment