Breaking

Monday, June 3, 2024

General knowledge question answer part 31

General knowledge question answer part 31
General knowledge question answer part 31
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 31 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 31 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 31

01. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন ?
A) 1905, 11 ডিসেম্বর 
B) 1905, 16 অক্টোবর 
C) 1911, 16 নভেম্বর 
D) 1905, 14 অক্টোবর 
সঠিক উত্তর: 1905, 16 অক্টোবর 

02. বাংলার মুকুটহীন রাজা বলে অবিহিত হন কে ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
B) অরবিন্দ ঘোষ 
C) উমেশচন্দ্র বন্দোপাধ্যায় 
D) সুভাষচন্দ্র বসু 
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

03. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) কৃষ্ণকুমার মিত্র
B) প্রমথনাথ মিত্র
C) উপেন্দ্রনাথ দত্ত
D) এরা কেউ নন
সঠিক উত্তর: কৃষ্ণকুমার মিত্র

04. 'সন্ধ্যা' পত্রিকা কে প্রকাশ করেন ?
A) অরবিন্দ ঘোষ
B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
C) আনন্দমোহন বসু
D) পুলিন বিহারী দাস
সঠিক উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়

05. কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল ?
A) লর্ড কার্জন
B) কিংসফোর্ড
C) কার্জন ওয়াইলি
D) সিম্পসন 
সঠিক উত্তর: কিংসফোর্ড

06. 'মিত্রমেলা' যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে হয় 'অভিনব ভারত' —তার প্রতিষ্ঠাতা কে ?
A) বালগঙ্গাধর তিলক
B) ভগৎ সিং
C) বিনায়ক দামোদর সাভারকার
D) বল্লভ ভাই প্যাটেল
সঠিক উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

07. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে ?
A) ১৯৩১, ১৮ এপ্রিল
B) ১৯৩১, ২৯ এপ্রিল
C) ১৯৩০, ১৮ এপ্রিল 
D) ১৯৩০, ২৯ এপ্রিল
সঠিক উত্তর: ১৯৩০, ১৮ এপ্রিল 

08. প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ?
A) ১৯৩০, ১ জানুয়ারি
B) ১৯৩০, ২৬ জানুয়ারি
C) ১৯২৯, ৩১ ডিসেম্বর
D) ১৯৩০, ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৩০, ২৬ জানুয়ারি

09. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে?
A) ১৯৩০, ১২ মার্চ
B) ১৯৩০, ২০ মার্চ
C) ১৯৩১, ১২ মার্চ
D) ১৯৩০, ১ নভেম্বর
সঠিক উত্তর: ১৯৩০, ১২ মার্চ

10. খান আব্দুল গফফার খান কোন দলের নেতা ছিলেন ?
A) গদর পার্টি
B) মুসলিম লিগ
C) কংগ্রেস
D) খোদা-ই-খিদমৎগার
সঠিক উত্তর: খোদা-ই-খিদমৎগার

11. 'লাল কুর্তা' বা 'রেড শার্ট' বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) খান আব্দুল গফফর খান
C) রঞ্জিত সিংহ
D) নেতাজি সুভাষ
সঠিক উত্তর: খান আব্দুল গফফর খান

12. সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) বি আর আম্বেদকর
C) র‍্যামসে ম্যাকডোনাল্ড
D) লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর: র‍্যামসে ম্যাকডোনাল্ড

13. 'ইন্ডিয়া ইনডিপেনডেনস লিগ' কে গঠন করেন ?
A) মানবেন্দ্রনাথ রায়
B) রাসবিহারী বসু
C) বিঠলভাই প্যাটেল
D) মৌলানা আবুল কালাম আজাদ
সঠিক উত্তর: রাসবিহারী বসু

14. মাউন্টব্যাটেনের পরিকল্পনা কবে ঘোষিত হয় ?
A) ১৯৪৭ খ্রি., ৩ মে
B) ১৯৪৭ খ্রি., ৩ মার্চ
C) ১৯৪৭ খ্রি., ৩ জুন
D) ১৯৪৮ খ্রি., ৩ জানুয়ারি
সঠিক উত্তর: ১৯৪৭ খ্রি., ৩ জুন

15. গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ?
A) ডিসেম্বর ১৯, ১৯৪৬ খ্রি.
B) ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.
C) ডিসেম্বর ৯, ১৯৪৭ খ্রি.
D) ডিসেম্বর ৫, ১৯৪৮ খ্রি.
সঠিক উত্তর: ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.

16. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
A) রাজেন্দ্রপ্রসাদ
B) জওহরলাল নেহেরু
C) বি আর আম্বেদকর
D) মহাত্মা গান্ধি 
সঠিক উত্তর: বি আর আম্বেদকর

17. পাকিস্তানের করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
A) মহম্মদ আলি জিন্নাহ
B) হুমায়ুন কবীর 
C) মৌলানা মহম্মদ আলি
D) শাহনওয়াজ খান
সঠিক উত্তর: মহম্মদ আলি জিন্নাহ

18. কাকে ভারতের 'গ্রান্ড ওল্ড ম্যান' বলা হয় ?
A) অরবিন্দ ঘোষ
B) বিপিনচন্দ্র পাল
C) বালগঙ্গাধর তিলক
D) দাদাভাই নওরোজি 
সঠিক উত্তর: দাদাভাই নওরোজি 

19. 'পি এন ঠাকুর' কার ছদ্মনাম ?
A) প্রফুল্লচন্দ্র রায়
B) রাসবিহারী বসু
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: রাসবিহারী বসু

20. গান্ধীজী পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ?
A) অসহযোগ আন্দোলন
B) আইন অমান্য আন্দোলন
C) চম্পারণ সত্যাগ্রহ
D) অহিংস সত্যাগ্রহ
সঠিক উত্তর: চম্পারণ সত্যাগ্রহ

21. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
A) কমল বসু
B) চিত্তরঞ্জন দাশ
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: চিত্তরঞ্জন দাশ

22. কে 'গান্ধী বুড়ি' নামে খ্যাত ছিল ?
A) সরোজিনী নাইডু
B) প্রীতিলতা ওয়াদ্দেদার
C) ইন্দিরা গান্ধী
D) মাতঙ্গিনী হাজরা
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা

23. ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় ?
A) ইন্দিরা গান্ধী
B) মাতঙ্গিনী হাজরা
C) সরোজিনী নাইডু
D) প্রীতিলতা ওয়াদ্দেদার
সঠিক উত্তর: সরোজিনী নাইডু

24. মাস্টারদা নামে কে পরিচিত ছিল ?
A) সূর্য সেন
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) অরবিন্দ ঘোষ
D) এর কেউ নন
সঠিক উত্তর: সূর্য সেন

25. নিচের কোন ভারতীয় খেলোয়ার ২০১০ সালে ফর্মুলা ওয়ান রেসিং -এ আত্মপ্রকাশ করেছে ?
A) নারায়ণ কার্তিকেয়ন
B) করুণ চন্দোক
C) আদ্রিয়ান শুটিল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: করুণ চন্দোক

No comments:

Post a Comment