General knowledge question answer part 31
General knowledge question answer part 31 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 31 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 31 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 31
01. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন ?
A) 1905, 11 ডিসেম্বর
B) 1905, 16 অক্টোবর
C) 1911, 16 নভেম্বর
D) 1905, 14 অক্টোবর
সঠিক উত্তর: 1905, 16 অক্টোবর
02. বাংলার মুকুটহীন রাজা বলে অবিহিত হন কে ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B) অরবিন্দ ঘোষ
C) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
D) সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
03. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) কৃষ্ণকুমার মিত্র
B) প্রমথনাথ মিত্র
C) উপেন্দ্রনাথ দত্ত
D) এরা কেউ নন
সঠিক উত্তর: কৃষ্ণকুমার মিত্র
04. 'সন্ধ্যা' পত্রিকা কে প্রকাশ করেন ?
A) অরবিন্দ ঘোষ
B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
C) আনন্দমোহন বসু
D) পুলিন বিহারী দাস
সঠিক উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়
05. কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল ?
A) লর্ড কার্জন
B) কিংসফোর্ড
C) কার্জন ওয়াইলি
D) সিম্পসন
সঠিক উত্তর: কিংসফোর্ড
06. 'মিত্রমেলা' যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে হয় 'অভিনব ভারত' —তার প্রতিষ্ঠাতা কে ?
A) বালগঙ্গাধর তিলক
B) ভগৎ সিং
C) বিনায়ক দামোদর সাভারকার
D) বল্লভ ভাই প্যাটেল
সঠিক উত্তর: বিনায়ক দামোদর সাভারকার
07. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে ?
A) ১৯৩১, ১৮ এপ্রিল
B) ১৯৩১, ২৯ এপ্রিল
C) ১৯৩০, ১৮ এপ্রিল
D) ১৯৩০, ২৯ এপ্রিল
সঠিক উত্তর: ১৯৩০, ১৮ এপ্রিল
08. প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ?
A) ১৯৩০, ১ জানুয়ারি
B) ১৯৩০, ২৬ জানুয়ারি
C) ১৯২৯, ৩১ ডিসেম্বর
D) ১৯৩০, ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৩০, ২৬ জানুয়ারি
09. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে?
A) ১৯৩০, ১২ মার্চ
B) ১৯৩০, ২০ মার্চ
C) ১৯৩১, ১২ মার্চ
D) ১৯৩০, ১ নভেম্বর
সঠিক উত্তর: ১৯৩০, ১২ মার্চ
10. খান আব্দুল গফফার খান কোন দলের নেতা ছিলেন ?
A) গদর পার্টি
B) মুসলিম লিগ
C) কংগ্রেস
D) খোদা-ই-খিদমৎগার
সঠিক উত্তর: খোদা-ই-খিদমৎগার
11. 'লাল কুর্তা' বা 'রেড শার্ট' বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) খান আব্দুল গফফর খান
C) রঞ্জিত সিংহ
D) নেতাজি সুভাষ
সঠিক উত্তর: খান আব্দুল গফফর খান
12. সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন ?
A) মহম্মদ আলী জিন্নাহ
B) বি আর আম্বেদকর
C) র্যামসে ম্যাকডোনাল্ড
D) লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর: র্যামসে ম্যাকডোনাল্ড
13. 'ইন্ডিয়া ইনডিপেনডেনস লিগ' কে গঠন করেন ?
A) মানবেন্দ্রনাথ রায়
B) রাসবিহারী বসু
C) বিঠলভাই প্যাটেল
D) মৌলানা আবুল কালাম আজাদ
সঠিক উত্তর: রাসবিহারী বসু
14. মাউন্টব্যাটেনের পরিকল্পনা কবে ঘোষিত হয় ?
A) ১৯৪৭ খ্রি., ৩ মে
B) ১৯৪৭ খ্রি., ৩ মার্চ
C) ১৯৪৭ খ্রি., ৩ জুন
D) ১৯৪৮ খ্রি., ৩ জানুয়ারি
সঠিক উত্তর: ১৯৪৭ খ্রি., ৩ জুন
15. গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ?
A) ডিসেম্বর ১৯, ১৯৪৬ খ্রি.
B) ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.
C) ডিসেম্বর ৯, ১৯৪৭ খ্রি.
D) ডিসেম্বর ৫, ১৯৪৮ খ্রি.
সঠিক উত্তর: ডিসেম্বর ৯, ১৯৪৬ খ্রি.
16. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
A) রাজেন্দ্রপ্রসাদ
B) জওহরলাল নেহেরু
C) বি আর আম্বেদকর
D) মহাত্মা গান্ধি
সঠিক উত্তর: বি আর আম্বেদকর
17. পাকিস্তানের করাচিতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
A) মহম্মদ আলি জিন্নাহ
B) হুমায়ুন কবীর
C) মৌলানা মহম্মদ আলি
D) শাহনওয়াজ খান
সঠিক উত্তর: মহম্মদ আলি জিন্নাহ
18. কাকে ভারতের 'গ্রান্ড ওল্ড ম্যান' বলা হয় ?
A) অরবিন্দ ঘোষ
B) বিপিনচন্দ্র পাল
C) বালগঙ্গাধর তিলক
D) দাদাভাই নওরোজি
সঠিক উত্তর: দাদাভাই নওরোজি
19. 'পি এন ঠাকুর' কার ছদ্মনাম ?
A) প্রফুল্লচন্দ্র রায়
B) রাসবিহারী বসু
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: রাসবিহারী বসু
20. গান্ধীজী পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ?
A) অসহযোগ আন্দোলন
B) আইন অমান্য আন্দোলন
C) চম্পারণ সত্যাগ্রহ
D) অহিংস সত্যাগ্রহ
সঠিক উত্তর: চম্পারণ সত্যাগ্রহ
21. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
A) কমল বসু
B) চিত্তরঞ্জন দাশ
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: চিত্তরঞ্জন দাশ
22. কে 'গান্ধী বুড়ি' নামে খ্যাত ছিল ?
A) সরোজিনী নাইডু
B) প্রীতিলতা ওয়াদ্দেদার
C) ইন্দিরা গান্ধী
D) মাতঙ্গিনী হাজরা
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা
23. ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় ?
A) ইন্দিরা গান্ধী
B) মাতঙ্গিনী হাজরা
C) সরোজিনী নাইডু
D) প্রীতিলতা ওয়াদ্দেদার
সঠিক উত্তর: সরোজিনী নাইডু
24. মাস্টারদা নামে কে পরিচিত ছিল ?
A) সূর্য সেন
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) অরবিন্দ ঘোষ
D) এর কেউ নন
সঠিক উত্তর: সূর্য সেন
25. নিচের কোন ভারতীয় খেলোয়ার ২০১০ সালে ফর্মুলা ওয়ান রেসিং -এ আত্মপ্রকাশ করেছে ?
A) নারায়ণ কার্তিকেয়ন
B) করুণ চন্দোক
C) আদ্রিয়ান শুটিল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: করুণ চন্দোক
Read more:: General knowledge question answer part 30
No comments:
Post a Comment