Breaking

Monday, June 3, 2024

General knowledge question answer part 32

General knowledge question answer part 32
General knowledge question answer part 32
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 32 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 32 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 32

01. বীরবলের আসল নাম কী ছিল ?
A) মহেশ দাস
B) শ্যাম দাস
C) রাম দাস
D) ভগবান দাস
সঠিক উত্তর: মহেশ দাস

02. ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন ?
A) প্রথম বাজিরাও
B) দ্বিতীয় বাজিরাও
C) বালাজি বাজিরাও
D) মাধবরাও
সঠিক উত্তর: বালাজি বাজিরাও

03. কোন শিলা লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি 'দেবনামপিয়া' দিয়ে নয় ?
A) বাহাঁপুর
B) মহাস্থান
C) তক্ষশীলা
D) মাস্কি
সঠিক উত্তর: মাস্কি

04. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে—
A) ভূমধ্যসাগর
B) লোহিত সাগর
C) আটলান্টিক মহাসাগর
D)  পারস্য উপসাগর
সঠিক উত্তর: ভূমধ্যসাগর

05. ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A) ভোপাল
B) সিমলা 
C) লখনৌ
D) দেরাদুন
সঠিক উত্তর: দেরাদুন

06. পৃথিবীর শুষ্ক তম মরুভূমি হল ?
A) সাহারা
B) গোবি
C) আটাকামা
D) থর
সঠিক উত্তর: আটাকামা

07. জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত—
A) মধ্যপ্রদেশ
B) আসাম
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ

08. মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত ?
A) মহারাষ্ট্রের কয়না নদী
B) উত্তরপ্রদেশের বেতোয়া নদী
C) গুজরাটের তাপ্তি নদী
D) ওড়িশার মহানদী
সঠিক উত্তর: উত্তরপ্রদেশের বেতোয়া নদী

09. "কালো" মাটির অন্য প্রচলিত নাম কী ?
A) রেগুর
B) ভাবর
C) ভাঙড়
D) থাদার
সঠিক উত্তর: রেগুর

10. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
A) রাজ্যসভা দ্বারা
B) লোকসভা দ্বারা
C) সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা
D) সংসদের সদস্য দ্বারা
সঠিক উত্তর: সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা

11. ভারতের আয়কর হল—
A) অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
B) প্রত্যক্ষ এবং আনুপাতিক
C) অপ্রত্যক্ষ এবং আনুপাতিক
D) প্রত্যক্ষ এবং প্রগতিশীল
সঠিক উত্তর: প্রত্যক্ষ এবং প্রগতিশীল

12. গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ ?
A) এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
B) এশিয়ান উন্নয়ন ব্যাংক
C) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D) বিশ্ব ব্যাংক
সঠিক উত্তর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল

13. লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়—
A) নিফটি
B) সেনসেক্স
C) ফুটসি (এফটিএসই)
D) ব্রেন্ট
সঠিক উত্তর: ফুটসি (এফটিএসই)

14. নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত তার জি.ডি.পি. -এর সর্বাধিক অংশ লাভ করে ?
A) নির্মাণক্ষেত্র
B) কৃষিক্ষেত্র
C) সেবাক্ষেত্র
D) উৎপাদনক্ষেত্র
সঠিক উত্তর: সেবাক্ষেত্র

15. নিচের কোনটি রিজার্ভ ব্যাংক (আর.বি.আই) -এর কাজ নয় ?
A) সরকারের ব্যাংকার
B) সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
C) ব্যাংক নোট ইস্যু করা
D) বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী
সঠিক উত্তর: সাধারণ মানুষের আমানত গ্রহণকারী

16. নিউটনের প্রথম গতিসূত্র টি পরিচিত হয়েছে—
A) জড়তার মূলনীতি
B) স্থির নীতি
C) আপেক্ষিকতার মূলনীতি
D) কার্যকারিতা নীতি
সঠিক উত্তর: জড়তার মূলনীতি

17. 'গোবর' গ্যাসের প্রধান উপাদান হল—
A) মিথেন
B) ইথেন
C) হাইড্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: মিথেন

18. নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?
A) ওহম
B) কুলম্ব
C) অ্যাংস্ট্রম
D) সিমেন
সঠিক উত্তর: অ্যাংস্ট্রম

19. নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি—
A) বল
B) ভর
C) জড়তা
D) ঘনত্ব
সঠিক উত্তর: বল

20. সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে ?
A) নিউক্লিয়ার ফিউশন
B) রাসায়নিক বিক্রিয়া
C) নিউক্লিয়ার ফিশন
D) ফোটোইলেক্ট্রিক প্রভাব
সঠিক উত্তর: নিউক্লিয়ার ফিউশন

21. রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়—
A) বয়েলের সূত্র
B) নিউটনের সূত্র
C) পাস্কালের সূত্র
D) কেপলারের সূত্র
সঠিক উত্তর: নিউটনের সূত্র

22. বাণিজ্যিক সার ষগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকা সম্ভাবনা সবচেয়ে কম ?
A) ফসফরাস
B) সিলিকন
C) নাইট্রোজেন
D) পটাশিয়াম
সঠিক উত্তর: সিলিকন

23. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
A) হীরক
B) গ্রাফাইট
C) কাঠকয়লা
D) কোক
সঠিক উত্তর: হীরক

24. নিম্নলিখিত নোবেল গ্যাসের মধ্যে যেটি বায়ুমন্ডলে অনুপস্থিত সেটি হল—
A) হিলিয়াম
B) রেডন
C) জেনন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রেডন

25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় ?
A) আলফা
B) বিটা
C) গামা
D) ডেল্টা
সঠিক উত্তর: গামা

No comments:

Post a Comment