General knowledge question answer part 33
General knowledge question answer part 33 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 33 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 33 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 33
01. প্যালিওন্টোজলি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ?
A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
B) বায়ুমণ্ডল
C) শিলা
D) আগ্নেয়গিরি
সঠিক উত্তর: উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
02. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ?
A) ডারউইন
B) মেন্ডেল
C) জে.বি.এস. হ্যাল্ডেন
D) ডালটন
সঠিক উত্তর: ডারউইন
03. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?
A) ইনসুলিন
B) পেনিসিলিন
C) স্টেরয়েড
D) স্ট্রেপটোমাইসিন
সঠিক উত্তর: ইনসুলিন
04. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ ?
A) ভিটামিন-বি
B) ভিটামিন-ডি
C) ভিটামিন-এ
D) ভিটামিন-সি
সঠিক উত্তর: ভিটামিন-বি
05. নিম্মোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ ?
A) ইউক্যারিয়োটিক
B) রাইজোবিয়াম
C) প্রোক্যারিয়োটিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম
06. নিম্মোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে—
A) ক্রোমোটোফোর
B) লিউকোপ্লাস্ট
C) ক্লোরোপ্লাস্ট
D) ক্রোমোটোপ্লাস্ট
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট
07. 'অ্যাথলিটস ফুট' রোগটি যার দ্বারা সৃষ্ট—
A) ছত্রাক
B) আদ্যপ্রাণী
C) নিমাটেড
D) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: ছত্রাক
08. রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে ?
A) ব্রাজিল
B) জার্মানি
C) ফ্রান্স
D) আর্জেন্টিনা
সঠিক উত্তর: ফ্রান্স
09. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন—
A) মহাত্মা গান্ধী
B) জওহরলাল নেহেরু
C) বি.ভি. প্যাটেল
D) এস. রাধাকৃষ্ণণ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত ?
A) নিউইয়র্ক
B) প্যারিস
C) জেনেভা
D) ওয়াশিংটন ডি.সি.
সঠিক উত্তর: জেনেভা
11. কুঞ্জরানী দেবী নামটি জড়িত—
A) সাঁতার
B) ভার উত্তোলন
C) তীরন্দাজি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার উত্তোলন
12. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ করেন ?
A) হুগলি
B) নদীয়া
C) বর্ধমান
D) মুর্শিদাবাদ
সঠিক উত্তর: হুগলি
13. নিচের কোনটি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয় ?
A) মায়ানমার
B) পাকিস্তান
C) ভুটান
D) নেপাল
সঠিক উত্তর: মায়ানমার
14. 'দ্রোণাচার্য' পুরস্কার দেওয়া হয়—
A) ক্রীড়া সম্পাদকদের
B) আম্পায়ারদের
C) প্রশিক্ষকদের
D) ক্রীড়াবিদদের
সঠিক উত্তর: প্রশিক্ষকদের
15. 'লীলাবতী' লিখেছিলেন—
A) ভাস্করচার্য
B) মহাবীরচার্য
C) কল্পাচার্য
D) হেমচন্দ্র আচার্য
সঠিক উত্তর: ভাস্করচার্য
16. ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতে ছিলেন ?
A) তিনটি
B) চারটি
C) আটটি
D) দুইটি
সঠিক উত্তর: চারটি
17. কিছু পরিমাণ মূলধন সরল সুদে ৪ বছরে দ্বিগুণ হয়। কত বছরে তা সুদে-মূলে ৮ গুণ হবে ?
A) ৪ বছর
B) ১২ বছর
C) ২৮ বছর
D) ২৪ বছর
সঠিক উত্তর: ২৮ বছর
18. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন—
A) ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
B) এশিয়াটিক সোসাইটির সাথে
C) ভারতের জাতীয় কংগ্রেসের সাথে
D) থিওসোফিক্যাল সোসাইটির সাথে
সঠিক উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
19. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
A) চরক
B) নাগার্জুন
C) শৌণক
D) সুশ্রুত
সঠিক উত্তর: সুশ্রুত
20. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) লর্ড মাউন্টব্যাটন
B) লর্ড ক্যানিং
C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D) এর কেউ নন
সঠিক উত্তর: লর্ড মাউন্টব্যাটন
21. নিম্নের কোন ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন ?
A) রাজা বীরবল
B) তানসেন
C) টোডরমল
D) রাজা মানসিংহ
সঠিক উত্তর: রাজা বীরবল
22. বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন ?
A) বিনয়ক কুমার বোস
B) প্রফুল্ল চাকী
C) রাসবিহারী বোস
D) যতি ঘোষ
সঠিক উত্তর: প্রফুল্ল চাকী
23. দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে ?
A) ছোটনাগপুর মালভূমি থেকে
B) পূর্বঘাট থেকে
C) হিমালয় থেকে
D) রাজমহল মালভূমি থেকে
সঠিক উত্তর: ছোটনাগপুর মালভূমি থেকে
24. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল—
A) মহানন্দা
B) কংসাবতী
C) নর্মদা
D) গঙ্গা
সঠিক উত্তর: নর্মদা
25. সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ?
A) বৃহস্পতি
B) ইউরেনাস
C) শুক্র
D) শনি
সঠিক উত্তর: শুক্র
Read more:: General knowledge question answer part 32
No comments:
Post a Comment