Breaking

Friday, June 7, 2024

General knowledge question answer part 33

General knowledge question answer part 33
General knowledge question answer part 33
সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 33 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 33 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 33

01. প্যালিওন্টোজলি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ?
A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
B) বায়ুমণ্ডল
C) শিলা
D) আগ্নেয়গিরি
সঠিক উত্তর: উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম

02. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ?
A) ডারউইন
B) মেন্ডেল
C) জে.বি.এস. হ্যাল্ডেন
D) ডালটন
সঠিক উত্তর: ডারউইন

03. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?
A) ইনসুলিন
B) পেনিসিলিন
C) স্টেরয়েড
D) স্ট্রেপটোমাইসিন
সঠিক উত্তর: ইনসুলিন

04. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ ?
A) ভিটামিন-বি
B) ভিটামিন-ডি
C) ভিটামিন-এ
D) ভিটামিন-সি
সঠিক উত্তর: ভিটামিন-বি

05. নিম্মোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ ?
A) ইউক্যারিয়োটিক
B) রাইজোবিয়াম
C) প্রোক্যারিয়োটিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম

06. নিম্মোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে—
A) ক্রোমোটোফোর
B) লিউকোপ্লাস্ট
C) ক্লোরোপ্লাস্ট
D) ক্রোমোটোপ্লাস্ট
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট

07. 'অ্যাথলিটস ফুট' রোগটি যার দ্বারা সৃষ্ট—
A) ছত্রাক
B) আদ্যপ্রাণী
C) নিমাটেড
D) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: ছত্রাক

08. রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে ?
A) ব্রাজিল
B) জার্মানি
C) ফ্রান্স
D) আর্জেন্টিনা
সঠিক উত্তর: ফ্রান্স

09. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন—
A) মহাত্মা গান্ধী 
B) জওহরলাল নেহেরু
C) বি.ভি. প্যাটেল
D) এস. রাধাকৃষ্ণণ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত ?
A) নিউইয়র্ক
B) প্যারিস
C) জেনেভা
D) ওয়াশিংটন ডি.সি.
সঠিক উত্তর: জেনেভা

11. কুঞ্জরানী দেবী নামটি জড়িত—
A) সাঁতার
B) ভার উত্তোলন
C) তীরন্দাজি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার উত্তোলন

12. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ করেন ?
A) হুগলি
B) নদীয়া
C) বর্ধমান
D) মুর্শিদাবাদ
সঠিক উত্তর: হুগলি

13. নিচের কোনটি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয় ?
A) মায়ানমার
B) পাকিস্তান
C) ভুটান
D) নেপাল
সঠিক উত্তর: মায়ানমার

14. 'দ্রোণাচার্য' পুরস্কার দেওয়া হয়—
A) ক্রীড়া সম্পাদকদের
B) আম্পায়ারদের
C) প্রশিক্ষকদের
D) ক্রীড়াবিদদের
সঠিক উত্তর: প্রশিক্ষকদের

15. 'লীলাবতী' লিখেছিলেন—
A) ভাস্করচার্য
B) মহাবীরচার্য
C) কল্পাচার্য
D) হেমচন্দ্র আচার্য
সঠিক উত্তর: ভাস্করচার্য

16. ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতে ছিলেন ?
A) তিনটি
B) চারটি
C) আটটি
D) দুইটি
সঠিক উত্তর: চারটি

17. কিছু পরিমাণ মূলধন সরল সুদে ৪ বছরে দ্বিগুণ হয়। কত বছরে তা সুদে-মূলে ৮ গুণ হবে ?
A) ৪ বছর
B) ১২ বছর
C) ২৮ বছর
D) ২৪ বছর
সঠিক উত্তর: ২৮ বছর

18. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন—
A) ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
B) এশিয়াটিক সোসাইটির সাথে
C) ভারতের জাতীয় কংগ্রেসের সাথে
D) থিওসোফিক্যাল সোসাইটির সাথে
সঠিক উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে

19. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
A) চরক
B) নাগার্জুন
C) শৌণক
D) সুশ্রুত
সঠিক উত্তর: সুশ্রুত

20. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) লর্ড মাউন্টব্যাটন
B) লর্ড ক্যানিং
C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D) এর কেউ নন
সঠিক উত্তর: লর্ড মাউন্টব্যাটন

21. নিম্নের কোন ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন ?
A) রাজা বীরবল
B) তানসেন
C) টোডরমল
D) রাজা মানসিংহ
সঠিক উত্তর: রাজা বীরবল

22. বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন ?
A) বিনয়ক কুমার বোস
B) প্রফুল্ল চাকী
C) রাসবিহারী বোস
D) যতি ঘোষ
সঠিক উত্তর: প্রফুল্ল চাকী

23. দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে ?
A) ছোটনাগপুর মালভূমি থেকে
B) পূর্বঘাট থেকে
C) হিমালয় থেকে
D) রাজমহল মালভূমি থেকে
সঠিক উত্তর: ছোটনাগপুর মালভূমি থেকে

24. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল—
A) মহানন্দা
B) কংসাবতী
C) নর্মদা
D) গঙ্গা
সঠিক উত্তর: নর্মদা

25. সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ?
A) বৃহস্পতি
B) ইউরেনাস
C) শুক্র
D) শনি
সঠিক উত্তর: শুক্র



No comments:

Post a Comment