General knowledge question answer part 34
General knowledge question answer part 34 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 34 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 34 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 34
01. ভারতের কোন রাজ্যকে 'চিনির বাটি' বলা হয় ?
A) উত্তরপ্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ
02. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) নর্মদা
B) মাহী
C) তাপ্তী
D) গোদাবরী
সঠিক উত্তর: নর্মদা
03. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো—
A) নিরক্ষরেখা
B) মকরক্রান্তি রেখা
C) কর্কটক্রান্তি রেখা
D) সুমেরু বৃত্ত
সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা
04. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) বোম্বে হাইকোর্ট
B) মাদ্রাজ হাইকোর্ট
C) কলকাতা হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট
05. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
A) অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) পশ্চিমবঙ্গ
D) কর্ণাটক
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
06. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল?
A) ৪২ তম সংশোধন
B) ৪৪ তম সংশোধন
C) ৫৬ তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: ৪২ তম সংশোধন
07. পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) চার মাস
C) পাঁচ মাস
D) ছয় মাস
সঠিক উত্তর: ছয় মাস
08. ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে ?
A) কর্ণাটক
B) উত্তরপ্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) বিহার
সঠিক উত্তর: কর্ণাটক
09. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?
A) অনুচ্ছেদ ৩৬২
B) অনুচ্ছেদ ৩৬০
C) অনুচ্ছেদ ৩৬৮
D) অনুচ্ছেদ ৩৭০
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৬৮
10. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত?
A) শহরের উন্নয়নে
B) রেলের উন্নয়নে
C) গ্রামের উন্নয়নে
D) শিল্পের উন্নয়নে
সঠিক উত্তর: গ্রামের উন্নয়নে
11. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?
A) ৫০০ টাকা
B) ১ টাকা
C) ২০০০ টাকা
D) ১০০ টাকা
সঠিক উত্তর: ১ টাকা
12. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
A) অতিবেগুনি রশ্মি
B) মাইক্রো তরঙ্গ
C) অবলোহিত তরঙ্গ
D) X রশ্মি
সঠিক উত্তর: মাইক্রো তরঙ্গ
13. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, তাহলে হল—
A) গোলাকার অবতল দর্পণ
B) গোলাকার উত্তল দর্পণ
C) সমতল দর্পণ
D) অধিবৃত্তাকার অবতল দর্পণ
সঠিক উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ
14. অতি নিম্নতাপমাত্রায় ঘঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল—
A) সাইটোজেনিকস
B) ক্রায়োজেনিকস
C) রেফ্রিজেনিকস
D) ফ্রোজেনিকস
সঠিক উত্তর: ক্রায়োজেনিকস
15. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়—
A) ভেক্টর
B) কন্ডাকটর
C) ড্রোনস
D) ট্রান্সমিটার
সঠিক উত্তর: ভেক্টর
16. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন ?
A) এলি হুইটনি
B) যোনাস সল্ক
C) লুই পাস্তুর
D) কোনরাড জুস
সঠিক উত্তর: যোনাস সল্ক
17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, তা হল—
A) অস্ট্রেলিয়া
B) জার্মানি
C) ইংল্যান্ড
D) স্পেন
সঠিক উত্তর: স্পেন
18. হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কী?
A) লিটল বয়
B) ফ্যাট ম্যান
C) থিন বয়
D) বিগ বয়
সঠিক উত্তর: লিটল বয়
19. কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়—
A) ফ্রান্স
B) ইতালি
C) ইংল্যান্ড
D) জার্মানি
সঠিক উত্তর: ফ্রান্স
20. 'বন্ধন এক্সপ্রেস' একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে—
A) কলকাতা থেকে রায়গঞ্জ
B) হাওড়া থেকে নিউ দিল্লী
C) কলকাতা থেকে খুলনা
D) শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি
সঠিক উত্তর: কলকাতা থেকে খুলনা
21. "The Argumentative Indian"কার লেখা?
A) চেতন ভগত
B) অরুন্ধতী রায়
C) এন.সি.চৌধুরী
D) অমরত্ব সেন
সঠিক উত্তর: অমরত্ব সেন
22. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?
A) সাঁতার
B) বক্সিং
C) ভারোওলন
D) জিমন্যাস্টিক
সঠিক উত্তর: ভারোওলন
23. কোন খেলার সাথে 'ফর্মুলা 1'যুক্ত ?
A) মোটর রেসিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) আইস হকি
সঠিক উত্তর: মোটর রেসিং
24. নিচের কোন দেশটি 'এর সদস্য নয়?
A) ভারত
B) ব্রাজিল
C) রাশিয়া
D) কানাডা
সঠিক উত্তর: কানাডা
25. 'জাল্লিকাট্টু' খেলাটি জনপ্রিয়?
A) তামিলনাড়ুতে
B) কেরালাতে
C) কর্নাটকে
D) অন্ধপ্রদেশে
সঠিক উত্তর: তামিলনাড়ুতে
Read more:: General knowledge question answer part 33
No comments:
Post a Comment