Breaking

Friday, June 7, 2024

General knowledge question answer part 34

General knowledge question answer part 34
General knowledge question answer part 34

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 34 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 34 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 34

01. ভারতের কোন রাজ্যকে 'চিনির বাটি' বলা হয় ?
A) উত্তরপ্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ

02. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) নর্মদা
B) মাহী 
C) তাপ্তী
D) গোদাবরী 
সঠিক উত্তর: নর্মদা

03. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো—
A) নিরক্ষরেখা 
B) মকরক্রান্তি রেখা
C) কর্কটক্রান্তি রেখা
D) সুমেরু বৃত্ত
সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা

04. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) বোম্বে হাইকোর্ট
B) মাদ্রাজ হাইকোর্ট
C) কলকাতা হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট

05. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
A) অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) পশ্চিমবঙ্গ
D) কর্ণাটক
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ

06. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল?
A) ৪২ তম সংশোধন
B) ৪৪ তম সংশোধন
C) ৫৬ তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: ৪২ তম সংশোধন

07. পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) চার মাস
C) পাঁচ মাস
D) ছয় মাস
সঠিক উত্তর: ছয় মাস

08. ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে ?
A) কর্ণাটক
B) উত্তরপ্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) বিহার
সঠিক উত্তর: কর্ণাটক

09. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?
A) অনুচ্ছেদ ৩৬২
B) অনুচ্ছেদ ৩৬০
C) অনুচ্ছেদ ৩৬৮
D) অনুচ্ছেদ ৩৭০
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৬৮

10. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত?
A) শহরের উন্নয়নে
B) রেলের উন্নয়নে
C) গ্রামের উন্নয়নে
D) শিল্পের উন্নয়নে
সঠিক উত্তর: গ্রামের উন্নয়নে

11. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়?
A) ৫০০ টাকা
B) ১ টাকা
C) ২০০০ টাকা
D) ১০০ টাকা
সঠিক উত্তর: ১ টাকা

12. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
A) অতিবেগুনি রশ্মি
B) মাইক্রো তরঙ্গ
C) অবলোহিত তরঙ্গ
D) X রশ্মি
সঠিক উত্তর: মাইক্রো তরঙ্গ

13. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, তাহলে হল—
A) গোলাকার অবতল দর্পণ
B) গোলাকার উত্তল দর্পণ
C) সমতল দর্পণ
D) অধিবৃত্তাকার অবতল দর্পণ
সঠিক উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ

14. অতি নিম্নতাপমাত্রায় ঘঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হল—
A) সাইটোজেনিকস
B) ক্রায়োজেনিকস
C) রেফ্রিজেনিকস
D) ফ্রোজেনিকস
সঠিক উত্তর: ক্রায়োজেনিকস

15. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়—
A) ভেক্টর
B) কন্ডাকটর
C) ড্রোনস
D) ট্রান্সমিটার
সঠিক উত্তর: ভেক্টর

16. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন ?
A) এলি হুইটনি
B) যোনাস সল্ক
C) লুই পাস্তুর
D) কোনরাড জুস
সঠিক উত্তর: যোনাস সল্ক

17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, তা হল—
A) অস্ট্রেলিয়া
B) জার্মানি
C) ইংল্যান্ড
D) স্পেন
সঠিক উত্তর: স্পেন

18. হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কী?
A) লিটল বয়
B) ফ্যাট ম্যান
C) থিন বয়
D) বিগ বয়
সঠিক উত্তর: লিটল বয়

19. কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়—
A) ফ্রান্স
B) ইতালি
C) ইংল্যান্ড
D) জার্মানি
সঠিক উত্তর: ফ্রান্স

20. 'বন্ধন এক্সপ্রেস' একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে—
A) কলকাতা থেকে রায়গঞ্জ
B) হাওড়া থেকে নিউ দিল্লী 
C) কলকাতা থেকে খুলনা
D) শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি
সঠিক উত্তর: কলকাতা থেকে খুলনা

21. "The Argumentative Indian"কার লেখা?
A) চেতন ভগত
B) অরুন্ধতী রায়
C) এন.সি.চৌধুরী
D) অমরত্ব সেন 
সঠিক উত্তর: অমরত্ব সেন 

22. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?
A) সাঁতার
B) বক্সিং
C) ভারোওলন
D) জিমন্যাস্টিক
সঠিক উত্তর: ভারোওলন

23. কোন খেলার সাথে 'ফর্মুলা 1'যুক্ত ?
A) মোটর রেসিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) আইস হকি
সঠিক উত্তর: মোটর রেসিং

24. নিচের কোন দেশটি 'এর সদস্য নয়?
A) ভারত
B) ব্রাজিল
C) রাশিয়া
D) কানাডা
সঠিক উত্তর: কানাডা

25. 'জাল্লিকাট্টু' খেলাটি জনপ্রিয়?
A) তামিলনাড়ুতে
B) কেরালাতে
C) কর্নাটকে
D) অন্ধপ্রদেশে
সঠিক উত্তর: তামিলনাড়ুতে

No comments:

Post a Comment