General knowledge question answer part 35
সুপ্রিয় বন্ধুরা,
General knowledge question answer part 35 |
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 35 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 35 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 35
01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
A) CRPF
B) SSB
C) BSF
D) ITBP
সঠিক উত্তর: ITBP
02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) ক্রোনোমিটার
B) গ্যালভানোমিটার
C) ফ্যাদোমিটার
D) ওডোমিটার
সঠিক উত্তর: ফ্যাদোমিটার
03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল—
A) প্যালিওবটানি
B) পেট্রোলজি
C) আর্কিওলজি
D) প্যালিওনটোলজি
সঠিক উত্তর: প্যালিওনটোলজি
04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ?
A) অ্যাংলোফোবিয়া
B) এগোরাফোবিয়া
C) আরগোফোবিয়া
D) অ্যাক্রোফোবিয়া
সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া
05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ?
A) ভারত ও শ্রীলংকা
B) ভারত ইসরাইল
C) ভারত ও বাংলাদেশ
D) ভারত ও ফ্রান্স
সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স
06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন?
A) দি ওয়াশিংটন পোস্ট
B) দি গার্ডিয়ান
C) দি নিউ ইয়র্ক টাইমস
D) দি ওয়াল স্ট্রীট জার্নাল
সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস
07. 65 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে 'সেরা অভিনেতা' কে নির্বাচিত হয়েছেন ?
A) শিবপ্রসাদ মুখার্জী
B) রিদ্ধি সেন
C) অমিতাভ বচ্চন
D) ফায়াদ ফাজিল
সঠিক উত্তর: রিদ্ধি সেন
08. কোন দিনটি 'আন্তর্জাতিক যোগ দিবস' রূপে পালিত হয় ?
A) ৩১ শে মে
B) ২১ শে জুন
C) ১ লা জুলাই
D) ১ লা ডিসেম্বর
সঠিক উত্তর: ২১ শে জুন
09. 'A Century is not enough' বইটির রচয়িতা—
A) সৌরভ গাঙ্গুলী
B) শচীনের তেন্ডুলকর
C) রাহুল দ্রাবিড়
D) ভিভিএস লক্ষণ
সঠিক উত্তর: সৌরভ গাঙ্গুলী
10. নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ?
A) অশোক লাভাসা
B) নাসিম জাইদি
C) ওমপ্রকাশ রাওয়াত
D) এ.কে. জোতি
সঠিক উত্তর: ওমপ্রকাশ রাওয়াত
11. নিচের কোন কোম্পানি ভারতে প্রথম ১০০ বিলিয়ন ডলার IT কোম্পানি হয়েছে ?
A) টিটিএস
B) উইপ্রো
C) ইনফোসিস
D) ককনিজ্যান্ট
সঠিক উত্তর: টিটিএস
12. 'ভাবা কবচ' কী ?
A) জ্যাকেটের নাম
B) মাদুলির নাম
C) বুলেটের নাম
D) অস্ত্রের নাম
সঠিক উত্তর: জ্যাকেটের নাম
13. কোন মুঘল সম্রাট 'জিন্দা পীর' নামে পরিচিত ছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
14. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন ?
A) স্বদেশী আন্দোলন
B) ভারত ছাড়ো আন্দোলন
C) বারদৌলি আন্দোলন
D) আইন অমান্য আন্দোলন
সঠিক উত্তর: বারদৌলি আন্দোলন
15. 'কাইজার-ই-হিন্দ'কাকে বলা হত?
A) মহাত্মা গান্ধী
B) দাদাভাই নৌরোজি
C) পন্ডিত জওহরলাল নেহেরু
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী
16. "সতীদাহ প্রথা" কে রদ করেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) লর্ড ক্যানিং
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
17. 'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) ঋষি অরবিন্দ ঘোষ
B) দাদাভাই নৌরোজি
C) গোপালকৃষ্ণ গোখলে
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: গোপালকৃষ্ণ গোখলে
18. 'জালিয়ানওয়ালা বাগ' এর ঘটনা কোন সালে হয়েছিল?
A) ১৯২৮
B) ১৯১৯
C) ১৯৫০
D) ১৭৮৯
সঠিক উত্তর: ১৯১৯
19. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর
20. 'মনসবদারি প্রথা' কে প্রচলন করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) শাহজাহান
D) শের শাহ
সঠিক উত্তর: আকবর
21. "বন্দিপুর" অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) ওড়িশা
সঠিক উত্তর: কর্ণাটক
22. মহাকাশে(Space) কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে?
A) বেগুনি (violet)
B) নীল (blue)
C) কালো (black)
D) লাল (red)
সঠিক উত্তর: কালো (black)
23. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
A) সিন্ধু
B) হোয়াং হো
C) গঙ্গা
D) ইয়াংজে
সঠিক উত্তর: ইয়াংজে
24. নিচের কোনটিকে বাদামী কয়লা বলে?
A) লিগনাইট
B) বিটুমিনাস
C) কোক
D) অ্যানাথ্রাসইট
সঠিক উত্তর: লিগনাইট
25. "নীল গ্রহ" কাকে বলে ?
A) শনি
B) পৃথিবী
C) ইউরেনাস
D) প্লুটো
সঠিক উত্তর: পৃথিবী
Read more:: General knowledge question answer part 34
No comments:
Post a Comment