Breaking

Friday, June 7, 2024

General knowledge question answer part 35

General knowledge question answer part 35
সুপ্রিয় বন্ধুরা, 
General knowledge question answer part 35

আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 35 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 35 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 35

01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
A) CRPF
B) SSB
C) BSF
D) ITBP
সঠিক উত্তর: ITBP

02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) ক্রোনোমিটার
B) গ্যালভানোমিটার
C) ফ্যাদোমিটার
D) ওডোমিটার
সঠিক উত্তর: ফ্যাদোমিটার

03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল—
A) প্যালিওবটানি
B) পেট্রোলজি
C) আর্কিওলজি
D) প্যালিওনটোলজি
সঠিক উত্তর: প্যালিওনটোলজি

04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ?
A) অ্যাংলোফোবিয়া
B) এগোরাফোবিয়া
C) আরগোফোবিয়া
D) অ্যাক্রোফোবিয়া
সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া

05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ?
A) ভারত ও শ্রীলংকা
B) ভারত ইসরাইল
C) ভারত ও বাংলাদেশ
D) ভারত ও ফ্রান্স
সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স

06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন?
A) দি ওয়াশিংটন পোস্ট
B) দি গার্ডিয়ান
C) দি নিউ ইয়র্ক টাইমস 
D) দি ওয়াল স্ট্রীট জার্নাল
সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস 

07. 65 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে 'সেরা অভিনেতা' কে নির্বাচিত হয়েছেন ?
A) শিবপ্রসাদ মুখার্জী
B) রিদ্ধি সেন
C) অমিতাভ বচ্চন
D) ফায়াদ ফাজিল
সঠিক উত্তর: রিদ্ধি সেন

08. কোন দিনটি 'আন্তর্জাতিক যোগ দিবস' রূপে পালিত হয় ?
A) ৩১ শে মে
B) ২১ শে জুন
C) ১ লা জুলাই
D) ১ লা ডিসেম্বর
সঠিক উত্তর: ২১ শে জুন

09. 'A Century is not enough' বইটির রচয়িতা—
A) সৌরভ গাঙ্গুলী
B) শচীনের তেন্ডুলকর
C) রাহুল দ্রাবিড়
D) ভিভিএস লক্ষণ
সঠিক উত্তর: সৌরভ গাঙ্গুলী

10. নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ?
A) অশোক লাভাসা
B) নাসিম জাইদি
C) ওমপ্রকাশ রাওয়াত
D) এ.কে. জোতি
সঠিক উত্তর: ওমপ্রকাশ রাওয়াত

11. নিচের কোন কোম্পানি ভারতে প্রথম ১০০ বিলিয়ন ডলার IT কোম্পানি হয়েছে ?
A) টিটিএস
B) উইপ্রো
C) ইনফোসিস
D) ককনিজ্যান্ট
সঠিক উত্তর: টিটিএস

12. 'ভাবা কবচ' কী ?
A) জ্যাকেটের নাম
B) মাদুলির নাম
C) বুলেটের নাম
D) অস্ত্রের নাম
সঠিক উত্তর: জ্যাকেটের নাম

13. কোন মুঘল সম্রাট 'জিন্দা পীর' নামে পরিচিত ছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
সঠিক উত্তর: ঔরঙ্গজেব

14. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন ?
A) স্বদেশী আন্দোলন
B) ভারত ছাড়ো আন্দোলন
C) বারদৌলি আন্দোলন
D) আইন অমান্য আন্দোলন
সঠিক উত্তর: বারদৌলি আন্দোলন

15. 'কাইজার-ই-হিন্দ'কাকে বলা হত?
A) মহাত্মা গান্ধী
B) দাদাভাই নৌরোজি
C) পন্ডিত জওহরলাল নেহেরু
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী

16. "সতীদাহ প্রথা" কে রদ করেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) লর্ড ক্যানিং
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

17. 'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) ঋষি অরবিন্দ ঘোষ
B) দাদাভাই নৌরোজি
C) গোপালকৃষ্ণ গোখলে
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: গোপালকৃষ্ণ গোখলে

18. 'জালিয়ানওয়ালা বাগ' এর ঘটনা কোন সালে হয়েছিল?
A) ১৯২৮
B) ১৯১৯
C) ১৯৫০
D) ১৭৮৯
সঠিক উত্তর: ১৯১৯

19. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর

20. 'মনসবদারি প্রথা' কে প্রচলন করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) শাহজাহান
D) শের শাহ
সঠিক উত্তর: আকবর

21. "বন্দিপুর" অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) ওড়িশা
সঠিক উত্তর: কর্ণাটক

22. মহাকাশে(Space) কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে?
A) বেগুনি (violet)
B) নীল (blue)
C) কালো (black)
D) লাল (red)
সঠিক উত্তর: কালো (black)

23. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
A) সিন্ধু
B) হোয়াং হো
C) গঙ্গা
D) ইয়াংজে
সঠিক উত্তর: ইয়াংজে

24. নিচের কোনটিকে বাদামী কয়লা বলে?
A) লিগনাইট
B) বিটুমিনাস
C) কোক
D) অ্যানাথ্রাসইট
সঠিক উত্তর: লিগনাইট

25. "নীল গ্রহ" কাকে বলে ?
A) শনি
B) পৃথিবী
C) ইউরেনাস
D) প্লুটো
সঠিক উত্তর: পৃথিবী



No comments:

Post a Comment