Breaking

Saturday, June 8, 2024

General knowledge question answer part 36

General knowledge question answer part 36
General knowledge question answer part 36

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 36 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General 2
Knowledge Question Answer Part 36 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 36

01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি

02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি

03. ‘কর্কটক্রান্তি রেখা’ ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
A) পশ্চিমবঙ্গ
B) উত্তর প্রদেশ 
C) গুজরাট
D) মিজোরাম
সঠিক উত্তর: উত্তর প্রদেশ 

04. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন ?
A) ১৯ ধারা
B) ৩২ ধারা
C) ৩৫৬ ধারা
D) ১৪ ধারা
সঠিক উত্তর: ৩২ ধারা

05. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
A) ১০৩ তম
B) ১০০ তম
C) ১০২ তম
D) ১০৫ তম
সঠিক উত্তর: ১০০ তম

06. ‘রামধনু’ কেন হয়?
A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য
C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য
D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য

07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ?
A) খুব গরম হবে
B) খুব ঠান্ডা হবে
C) খুব ঝড় হবে
D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
সঠিক উত্তর: খুব ঝড় হবে

08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক
A) শক্তি
B) বল
C) ভরবেগ
D) ক্ষমতা
সঠিক উত্তর: বল

09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
A) তেজস্ক্রিয়তা
B) বৈদ্যুতিক শক্তি
C) এরোপ্লেনের গতিবেগ
D) অতিক্রান্ত দূরত্ব
সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব

10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়?
A) সুতী কাপড়
B) অ্যাসবেসটস
C) অভ্র
D) ক্যাডমিয়াম
সঠিক উত্তর: অ্যাসবেসটস

11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?
A) টলুইন
B) বিউটেন
C) প্রোপেন
D) ফেনল
সঠিক উত্তর: টলুইন

12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
A) দুর্বল দাঁত
B) অ্যানিমিয়া
C) গয়টার
D) ক্ষুধামান্দ্য
সঠিক উত্তর: দুর্বল দাঁত

13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
A) বর্ষাকালে
B) গরমকালে
C) শীতকালে
D) বসন্তকালে 
সঠিক উত্তর: শীতকালে

14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ?
A) পোমোলজি
B) অ্যান্থোলজি
C) পেরোলজি
D) স্পার্মোলজি
সঠিক উত্তর: পোমোলজি

15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
A) মাখন
B) মাছ
C) দুধ
D) লেটুস
সঠিক উত্তর: মাছ

16. কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?
A) ম্যাগনেসিয়াম ও ভিটামিন -ডি
B) লোহা ও ভিটামিন -এ
C) ক্যালসিয়াম ও ভিটামিন -সি
D) লোহা ও ভিটামিন -সি
সঠিক উত্তর: লোহা ও ভিটামিন -সি

17. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
A) দাদাভাই নৌরোজি
B) ভি কে আর ডি রাও
C) সরদার বল্লভভাই প্যাটেল
D) প্রশান্ত চন্দ্র মহলান বীশ
সঠিক উত্তর: দাদাভাই নৌরোজি

18. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশের সরকারীভাবে ঘোষিত হয়েছিল ?
A) পাকিস্তান
B) অস্ট্রেলিয়া
C) উগান্ডা
D) শ্রীলংকা
সঠিক উত্তর: উগান্ডা

19. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) গগনেন্দ্রনাথ ঠাকুর
C) নারায়ন দেবনাথ
D) আশাপূর্ণা দেবী
সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

20. ‘জ্যাব’কথাটি কোন খেলার সাথে যুক্ত?
A) বক্সিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) লন টেনিস
সঠিক উত্তর: বক্সিং

21. ২০১৯ এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
A) সাউথ আফ্রিকা
B) ইজরায়েল
C) রাশিয়া
D) আমেরিকা
সঠিক উত্তর: সাউথ আফ্রিকা

22. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) ব্যাডমিন্টন
D) ক্রিকেট
সঠিক উত্তর: ফুটবল

23. গিরীশ কানরাট কিসের সাথে যুক্ত ছিলেন? 
A) বিজ্ঞান
B) নাটক
C) খেলা
D) জাদুবিদ্যা
সঠিক উত্তর: নাটক

24. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন?
A) পি টি উষা
B) ঊষা সচদেব
C) কর্ণাম মালেশ্বরী
D) এর কেউই নন
সঠিক উত্তর: কর্ণাম মালেশ্বরী

25. ‘The future of India’ কার লেখা?
A) বিমল জালান
B) অনুরাগ মাথুর
C) দীপক চোপড়া
D) অমিতাভ ঘোষ
সঠিক উত্তর: বিমল জালান



No comments:

Post a Comment