General knowledge question answer part 36
General knowledge question answer part 36 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 36 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General 2
Knowledge Question Answer Part 36 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 36
01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি
02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি
03. ‘কর্কটক্রান্তি রেখা’ ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
A) পশ্চিমবঙ্গ
B) উত্তর প্রদেশ
C) গুজরাট
D) মিজোরাম
সঠিক উত্তর: উত্তর প্রদেশ
04. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন ?
A) ১৯ ধারা
B) ৩২ ধারা
C) ৩৫৬ ধারা
D) ১৪ ধারা
সঠিক উত্তর: ৩২ ধারা
05. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
A) ১০৩ তম
B) ১০০ তম
C) ১০২ তম
D) ১০৫ তম
সঠিক উত্তর: ১০০ তম
06. ‘রামধনু’ কেন হয়?
A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য
C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য
D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ?
A) খুব গরম হবে
B) খুব ঠান্ডা হবে
C) খুব ঝড় হবে
D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
সঠিক উত্তর: খুব ঝড় হবে
08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক
A) শক্তি
B) বল
C) ভরবেগ
D) ক্ষমতা
সঠিক উত্তর: বল
09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
A) তেজস্ক্রিয়তা
B) বৈদ্যুতিক শক্তি
C) এরোপ্লেনের গতিবেগ
D) অতিক্রান্ত দূরত্ব
সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব
10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়?
A) সুতী কাপড়
B) অ্যাসবেসটস
C) অভ্র
D) ক্যাডমিয়াম
সঠিক উত্তর: অ্যাসবেসটস
11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?
A) টলুইন
B) বিউটেন
C) প্রোপেন
D) ফেনল
সঠিক উত্তর: টলুইন
12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
A) দুর্বল দাঁত
B) অ্যানিমিয়া
C) গয়টার
D) ক্ষুধামান্দ্য
সঠিক উত্তর: দুর্বল দাঁত
13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
A) বর্ষাকালে
B) গরমকালে
C) শীতকালে
D) বসন্তকালে
সঠিক উত্তর: শীতকালে
14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ?
A) পোমোলজি
B) অ্যান্থোলজি
C) পেরোলজি
D) স্পার্মোলজি
সঠিক উত্তর: পোমোলজি
15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
A) মাখন
B) মাছ
C) দুধ
D) লেটুস
সঠিক উত্তর: মাছ
16. কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?
A) ম্যাগনেসিয়াম ও ভিটামিন -ডি
B) লোহা ও ভিটামিন -এ
C) ক্যালসিয়াম ও ভিটামিন -সি
D) লোহা ও ভিটামিন -সি
সঠিক উত্তর: লোহা ও ভিটামিন -সি
17. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
A) দাদাভাই নৌরোজি
B) ভি কে আর ডি রাও
C) সরদার বল্লভভাই প্যাটেল
D) প্রশান্ত চন্দ্র মহলান বীশ
সঠিক উত্তর: দাদাভাই নৌরোজি
18. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশের সরকারীভাবে ঘোষিত হয়েছিল ?
A) পাকিস্তান
B) অস্ট্রেলিয়া
C) উগান্ডা
D) শ্রীলংকা
সঠিক উত্তর: উগান্ডা
19. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) গগনেন্দ্রনাথ ঠাকুর
C) নারায়ন দেবনাথ
D) আশাপূর্ণা দেবী
সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
20. ‘জ্যাব’কথাটি কোন খেলার সাথে যুক্ত?
A) বক্সিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) লন টেনিস
সঠিক উত্তর: বক্সিং
21. ২০১৯ এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?
A) সাউথ আফ্রিকা
B) ইজরায়েল
C) রাশিয়া
D) আমেরিকা
সঠিক উত্তর: সাউথ আফ্রিকা
22. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
A) ফুটবল
B) হকি
C) ব্যাডমিন্টন
D) ক্রিকেট
সঠিক উত্তর: ফুটবল
23. গিরীশ কানরাট কিসের সাথে যুক্ত ছিলেন?
A) বিজ্ঞান
B) নাটক
C) খেলা
D) জাদুবিদ্যা
সঠিক উত্তর: নাটক
24. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন?
A) পি টি উষা
B) ঊষা সচদেব
C) কর্ণাম মালেশ্বরী
D) এর কেউই নন
সঠিক উত্তর: কর্ণাম মালেশ্বরী
25. ‘The future of India’ কার লেখা?
A) বিমল জালান
B) অনুরাগ মাথুর
C) দীপক চোপড়া
D) অমিতাভ ঘোষ
সঠিক উত্তর: বিমল জালান
Read more:: General knowledge question answer part 35
No comments:
Post a Comment