General knowledge question answer part 37
General knowledge question answer part 37 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 37 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 37 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 37
01. 2020-র ‘Summer Olympic’কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A) টোকিও
B) বেজিং
C) বার্লিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বেজিং
02. কোন চলচ্চিত্র 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে?
A) রাজি
B) কেদারনাথ
C) সঞ্জু
D) বাধাই হো
সঠিক উত্তর: রাজি
03. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন?
A) পিনাকি চন্দ্র ঘোষ
B) বিরাপ্পা পাইলি
C) আন্না হাজার
D) এর কেউই নন
সঠিক উত্তর: পিনাকি চন্দ্র ঘোষ
04. ‘স্মৃতি মন্ধানা’ কোন খেলার সাথে যুক্ত?
A) হকি
B) ফুটবল
C) ক্রিকেট
D) টেবিল টেনিস
সঠিক উত্তর: ক্রিকেট
05. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন?
A) সর্দার বল্লভভাই প্যাটেল
B) মহাদেব দেশাই
C) মহাত্মা গান্ধী
D) কেউ নয়
সঠিক উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল
06. মেডিকেল কলেজ কলকাতা, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A) 1840
B) 1857
C) 1835
D) 1823
সঠিক উত্তর: 1835
07. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল ?
A) বিহার
B) দিল্লী
C) মধ্যপ্রদেশ
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: বিহার
08. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ?
A) গয়া
B) পাটলিপুত্র
C) অযোধ্যা
D) ইন্দ্রপ্রস্থ
সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ
09. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন ?
A) বারীন্দ্র কুমার ঘোষ
B) পুলিন বিহারী দাস
C) কেশবচন্দ্র সেন
D) ক্ষুদিরাম বসু
সঠিক উত্তর: পুলিন বিহারী দাস
10. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেন ?
A) রাসবিহারী বোস
B) সূর্য সেন
C) সুভাষ চন্দ্র বোস
D) চিত্তরঞ্জন দাশ
সঠিক উত্তর: সূর্য সেন
11. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হত ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) স্কান্দগুপ্ত
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত
12. দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) মাইকেল মধুসূদন দত্ত
C) উমেশচন্দ্র দত্ত
D) জন কেরি
সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
13. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীর করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করা হয়েছিল ?
A) বিহার
B) বাংলা
C) গুজরাট
D) দাক্ষিণাত্য
সঠিক উত্তর: গুজরাট
14. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ?
A) রাষ্ট্রকূট বংশ
B) মৌর্য বংশ
C) গুপ্ত বংশ
D) পাল বংশ
সঠিক উত্তর: গুপ্ত বংশ
15. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেহত্যাগ করেছিলেন ?
A) 1941
B) 1943
C) 1940
D) 1942
সঠিক উত্তর: 1941
16. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ?
A) রাজা রামমোহন রায়
B) মতিলাল নেহেরু
C) চিত্তরঞ্জন দাস
D) দ্বারকানাথ ঠাকুর
সঠিক উত্তর: রাজা রামমোহন রায়
17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
A) নেপচুন
B) বৃহস্পতি
C) প্লুটো
D) বুধ
সঠিক উত্তর: প্লুটো
18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ?
A) বাঁকুড়া
B) কলকাতা
C) হুগলি
D) বারাসাত
সঠিক উত্তর: হুগলি
19. 38 তম প্যারালাল বিভক্ত করে—
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও নেপাল
C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
D) ভিয়েতনাম ও কম্পুচিয়া
সঠিক উত্তর: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
20. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে ?
A) একদিন পিছিয়ে যায়
B) অর্ধেক দিন এগিয়ে যায়
C) অর্ধেক দিন পিছিয়ে যায়
D) একদিন এগিয়ে যায়
সঠিক উত্তর: একদিন পিছিয়ে যায়
21. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ?
A) ভারত মহাসাগর
B) আরব সাগর
C) হিমালয়
D) আন্টার্টিকা
সঠিক উত্তর: আন্টার্টিকা
22. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল—
A) বিন্ধ্য
B) আরাবল্লী
C) হিমালয়
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লী
23. নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
A) ক্যাবিনেট মিশন পরিকল্পনা
B) ওয়াভেল পরিকল্পনা
C) সাইমন কমিশন
D) ক্রিপস মিশন
সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা
24. ভারতীয় সংবিধানের 35 A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ?
A) কর্ণাটক
B) পশ্চিমবঙ্গ
C) জম্মু ও কাশ্মীর
D) আসাম
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
25. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) পিঙ্গালী ভেঙ্কাইয়া
C) অবনীন্দ্রনাথ ঠাকুর
D) পদ্মনাভান
সঠিক উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া
Read more:: General knowledge question answer part 36
No comments:
Post a Comment