Breaking

Saturday, June 8, 2024

General knowledge question answer part 37

General knowledge question answer part 37
General knowledge question answer part 37

সুপ্রিয় বন্ধুরা, 
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 37 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । 

সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 37 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 37

01. 2020-র ‘Summer Olympic’কোথায় অনুষ্ঠিত হয়েছে? A) টোকিও B) বেজিং C) বার্লিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: বেজিং 02. কোন চলচ্চিত্র 64 তম ‘ফিল্ম ফেয়ার 2019’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? A) রাজি B) কেদারনাথ C) সঞ্জু D) বাধাই হো সঠিক উত্তর: রাজি 03. ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন? A) পিনাকি চন্দ্র ঘোষ B) বিরাপ্পা পাইলি C) আন্না হাজার D) এর কেউই নন সঠিক উত্তর: পিনাকি চন্দ্র ঘোষ 04. ‘স্মৃতি মন্ধানা’ কোন খেলার সাথে যুক্ত? A) হকি B) ফুটবল C) ক্রিকেট D)  টেবিল টেনিস সঠিক উত্তর: ক্রিকেট 05. 1928 সালে ‘বরদলুই সত্যাগ্রহ’ আন্দোলনের নেতা কে ছিলেন? A) সর্দার বল্লভভাই প্যাটেল B) মহাদেব দেশাই C) মহাত্মা গান্ধী D) কেউ নয় সঠিক উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল 06. মেডিকেল কলেজ কলকাতা, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ? A) 1840 B) 1857 C) 1835 D) 1823 সঠিক উত্তর: 1835 07. ‘পাল বংশ’ কোথায় রাজত্ব করেছিল ? A) বিহার B) দিল্লী C) মধ্যপ্রদেশ D) মহারাষ্ট্র সঠিক উত্তর: বিহার 08. দিল্লীর প্রাচীন নাম কী ছিল ? A) গয়া B) পাটলিপুত্র C) অযোধ্যা D) ইন্দ্রপ্রস্থ সঠিক উত্তর: ইন্দ্রপ্রস্থ 09. কে 1905 সালে ‘ঢাকা অনুশীলন সমিতি’ স্থাপন করেছিলেন ? A) বারীন্দ্র কুমার ঘোষ B) পুলিন বিহারী দাস C) কেশবচন্দ্র সেন D) ক্ষুদিরাম বসু সঠিক উত্তর: পুলিন বিহারী দাস 10. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ কে প্রতিষ্ঠা করেন ? A) রাসবিহারী বোস B) সূর্য সেন C) সুভাষ চন্দ্র বোস D) চিত্তরঞ্জন দাশ সঠিক উত্তর: সূর্য সেন 11. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হত ? A) সমুদ্রগুপ্ত B) প্রথম চন্দ্রগুপ্ত C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত D) স্কান্দগুপ্ত সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 12. দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ? A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) মাইকেল মধুসূদন দত্ত C) উমেশচন্দ্র দত্ত D) জন কেরি সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত 13. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীর করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করা হয়েছিল ? A) বিহার B) বাংলা C) গুজরাট D) দাক্ষিণাত্য সঠিক উত্তর: গুজরাট 14. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ? A) রাষ্ট্রকূট বংশ B) মৌর্য বংশ C) গুপ্ত বংশ D) পাল বংশ সঠিক উত্তর: গুপ্ত বংশ 15. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেহত্যাগ করেছিলেন ? A) 1941 B) 1943 C) 1940 D) 1942 সঠিক উত্তর: 1941 16. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ? A) রাজা রামমোহন রায় B) মতিলাল নেহেরু C) চিত্তরঞ্জন দাস D) দ্বারকানাথ ঠাকুর সঠিক উত্তর: রাজা রামমোহন রায় 17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ? A) নেপচুন B) বৃহস্পতি C) প্লুটো D) বুধ সঠিক উত্তর: প্লুটো 18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ? A) বাঁকুড়া B) কলকাতা C) হুগলি D) বারাসাত সঠিক উত্তর: হুগলি 19. 38 তম প্যারালাল বিভক্ত করে— A) ভারত ও পাকিস্তান B) ভারত ও নেপাল C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া D) ভিয়েতনাম ও কম্পুচিয়া সঠিক উত্তর: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 20. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে ? A) একদিন পিছিয়ে যায় B) অর্ধেক দিন এগিয়ে যায় C) অর্ধেক দিন পিছিয়ে যায় D) একদিন এগিয়ে যায় সঠিক উত্তর: একদিন পিছিয়ে যায় 21. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ? A) ভারত মহাসাগর B) আরব সাগর C) হিমালয় D) আন্টার্টিকা সঠিক উত্তর: আন্টার্টিকা 22. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল— A) বিন্ধ্য B) আরাবল্লী C) হিমালয় D) নীলগিরি সঠিক উত্তর: আরাবল্লী 23. নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ? A) ক্যাবিনেট মিশন পরিকল্পনা B) ওয়াভেল পরিকল্পনা C) সাইমন কমিশন D) ক্রিপস মিশন সঠিক উত্তর: ক্যাবিনেট মিশন পরিকল্পনা 24. ভারতীয় সংবিধানের 35 A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ? A) কর্ণাটক B) পশ্চিমবঙ্গ C) জম্মু ও কাশ্মীর D) আসাম সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর 25. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ? A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) পিঙ্গালী ভেঙ্কাইয়া C) অবনীন্দ্রনাথ ঠাকুর D) পদ্মনাভান সঠিক উত্তর: পিঙ্গালী ভেঙ্কাইয়া

No comments:

Post a Comment