General knowledge question answer part 38 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 38 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 38 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 38
01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) নীতি আয়োগ
C) অর্থ কমিশন
D) লোকাযুক্ত
সঠিক উত্তর: নীতি আয়োগ
02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ?
A) FANUC
B) COMAU
C) MOTOMAN
D) BRABO
সঠিক উত্তর: BRABO
03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
A) জাহাজ
B) বুলেট ট্রেন
C) চিতাবাঘ
D) ম্যাগলেভ
সঠিক উত্তর: জাহাজ
04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক—
A) ভোল্ট
B) নিউটন
C) জুল
D) ফ্লাক্স
সঠিক উত্তর: জুল
05. ‘কাপড় কাচার সোডা’
A) সোডিয়াম কার্বনেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) ক্যালসিয়াম কার্বনেট
D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
A) আলু
B) সূর্যমুখী
C) মটরশুঁটি
D) জোয়ার
সঠিক উত্তর: মটরশুঁটি
07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) জল
C) বংশ পরম্পরা
D) মাটি ছাড়া গাছের প্রতিপালন
সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন
08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড
C) সোডিয়াম বাই কার্বনেট
D) টারটারিক অ্যাসিড
সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড
09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ?
A) PASCAL
B) COBOL
C) FOXPRO
D) FORTRAN
সঠিক উত্তর: FORTRAN
10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ?
A) হেলসিঙ্কি
B) তিরানা
C) জাগ্ৰেব
D) লা পাজ
সঠিক উত্তর: জাগ্ৰেব
11. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
A) সোলেম
B) জে.এল.বেয়ার্ড
C) জন নেপিয়ার
D) শকলে
সঠিক উত্তর: জে.এল.বেয়ার্ড
12. ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কে পরিচিত ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর: কালীপ্রসন্ন সিংহ
13. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয় ?
A) জয়পুর
B) দিল্লী
C) কলকাতা
D) হায়দ্রাবাদ
সঠিক উত্তর: কলকাতা
14. 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
A) রাশিয়া
B) দক্ষিণ কোরিয়া
C) অস্ট্রেলিয়া
D) ফিনল্যান্ড
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া
15. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A) 1930
B) 1924
C) 1950
D) 1958
সঠিক উত্তর: 1930
16. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?
A) আওয়ামী ন্যাশনাল পার্টি
B) পাকিস্তান পিপলস পার্টি
C) তহরিক-ই-ইনসাফ
D) জামাত-এ-ইসলামী
সঠিক উত্তর: তহরিক-ই-ইনসাফ
17. ‘পথের পাঁচালী’র রচয়িতা কে ?
A) আশাপূর্ণা দেবী
B) সত্যজিৎ রায়
C) বুদ্ধদেব গুহ
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
18. ‘স্বচ্ছ সমীক্ষা’ অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল ?
A) কলকাতা
B) চেন্নাই
C) ইন্দোর
D) মুম্বাই
সঠিক উত্তর: ইন্দোর
19. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ?
A) কাঠবিড়ালি
B) একশৃঙ্গ গন্ডার
C) চড়ুই পাখি
D) মেছো বিড়াল
সঠিক উত্তর: মেছো বিড়াল
20. ভারতের ক্রীড়া প্রশিক্ষক (coach)-দের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
A) দ্রোণাচার্য পুরস্কার
B) অর্জুন পুরস্কার
C) কালিদাস সম্মান
D) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
সঠিক উত্তর: দ্রোণাচার্য পুরস্কার
21. ‘রোহিঙ্গারা’ কোথাকার আদিবাসী?
A) ভুটান
B) মায়ানমার
C) তিব্বত
D) নেপাল
সঠিক উত্তর: মায়ানমার
22. 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডার এর সঙ্গে সমান ?
A) 1987
B) 1988
C) 2012
D) 2004
সঠিক উত্তর: 2012
23. কোন ভারতীয় 2018 সালে ‘ম্যাগসাইসাই’ পুরস্কার লাভ করেন ?
A) যোগী আদিত্যনাথ
B) সোনাম ওয়াংচুক
C) প্রণব মুখার্জি
D) ওয়াই.সি.দেবেশ্বর
সঠিক উত্তর: সোনাম ওয়াংচুক
24. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে ?
A) আয়ারল্যান্ড
B) আমেরিকা
C) ইংল্যান্ড
D) সুইডেন
সঠিক উত্তর: সুইডেন
25. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি ?
A) 5
B) 10
C) 6
D) 4
সঠিক উত্তর: 5
Read more :: General knowledge question answer part 37
No comments:
Post a Comment