Breaking

Tuesday, June 11, 2024

General knowledge question answer part 38

General knowledge question answer part 38
General knowledge question answer part 38

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 38 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 38 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 38

01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) নীতি আয়োগ
C) অর্থ কমিশন
D) লোকাযুক্ত
সঠিক উত্তর: নীতি আয়োগ

02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ?
A) FANUC
B) COMAU
C) MOTOMAN
D) BRABO
সঠিক উত্তর: BRABO

03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
A) জাহাজ
B) বুলেট ট্রেন
C) চিতাবাঘ
D) ম্যাগলেভ 
সঠিক উত্তর: জাহাজ

04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক—
A) ভোল্ট
B) নিউটন
C) জুল
D) ফ্লাক্স
সঠিক উত্তর: জুল

05. ‘কাপড় কাচার সোডা’ 
A) সোডিয়াম কার্বনেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) ক্যালসিয়াম কার্বনেট
D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট

06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
A) আলু
B) সূর্যমুখী
C) মটরশুঁটি
D) জোয়ার
সঠিক উত্তর: মটরশুঁটি

07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) জল
C) বংশ পরম্পরা
D) মাটি ছাড়া গাছের প্রতিপালন
সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন

08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড
C) সোডিয়াম বাই কার্বনেট
D) টারটারিক অ্যাসিড
সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড

09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ?
A) PASCAL
B) COBOL
C) FOXPRO
D) FORTRAN
সঠিক উত্তর: FORTRAN

10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ?
A) হেলসিঙ্কি
B) তিরানা
C) জাগ্ৰেব
D) লা পাজ
সঠিক উত্তর: জাগ্ৰেব

11. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
A) সোলেম
B) জে.এল.বেয়ার্ড 
C) জন নেপিয়ার
D) শকলে
সঠিক উত্তর: জে.এল.বেয়ার্ড 

12. ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কে পরিচিত ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D) কালীপ্রসন্ন সিংহ
সঠিক উত্তর: কালীপ্রসন্ন সিংহ

13. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয় ?
A) জয়পুর
B) দিল্লী
C) কলকাতা
D) হায়দ্রাবাদ
সঠিক উত্তর: কলকাতা

14. 2018 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
A) রাশিয়া
B) দক্ষিণ কোরিয়া
C) অস্ট্রেলিয়া
D) ফিনল্যান্ড
সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া

15. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
A) 1930
B) 1924
C) 1950
D) 1958
সঠিক উত্তর: 1930

16. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ?
A) আওয়ামী ন্যাশনাল পার্টি
B) পাকিস্তান পিপলস পার্টি
C) তহরিক-ই-ইনসাফ
D) জামাত-এ-ইসলামী
সঠিক উত্তর: তহরিক-ই-ইনসাফ

17. ‘পথের পাঁচালী’র রচয়িতা কে ?
A) আশাপূর্ণা দেবী
B) সত্যজিৎ রায়
C) বুদ্ধদেব গুহ
D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

18. ‘স্বচ্ছ সমীক্ষা’ অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল ?
A) কলকাতা
B) চেন্নাই
C) ইন্দোর
D) মুম্বাই
সঠিক উত্তর: ইন্দোর

19. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ?
A) কাঠবিড়ালি
B) একশৃঙ্গ গন্ডার
C) চড়ুই পাখি
D) মেছো বিড়াল
সঠিক উত্তর: মেছো বিড়াল

20. ভারতের ক্রীড়া প্রশিক্ষক (coach)-দের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
A) দ্রোণাচার্য পুরস্কার
B) অর্জুন পুরস্কার
C) কালিদাস সম্মান
D) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
সঠিক উত্তর: দ্রোণাচার্য পুরস্কার

21. ‘রোহিঙ্গারা’ কোথাকার আদিবাসী?
A) ভুটান
B) মায়ানমার
C) তিব্বত
D) নেপাল
সঠিক উত্তর: মায়ানমার

22. 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডার এর সঙ্গে সমান ?
A) 1987
B) 1988
C) 2012
D) 2004
সঠিক উত্তর: 2012

23. কোন ভারতীয় 2018 সালে ‘ম্যাগসাইসাই’ পুরস্কার লাভ করেন ?
A) যোগী আদিত্যনাথ
B) সোনাম ওয়াংচুক
C) প্রণব মুখার্জি
D) ওয়াই.সি.দেবেশ্বর
সঠিক উত্তর: সোনাম ওয়াংচুক

24. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে ?
A) আয়ারল্যান্ড
B) আমেরিকা
C) ইংল্যান্ড
D) সুইডেন
সঠিক উত্তর: সুইডেন

25. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি ?
A) 5
B) 10
C) 6
D) 4
সঠিক উত্তর: 5

No comments:

Post a Comment