Breaking

Tuesday, June 11, 2024

General knowledge question answer part 39

 General knowledge question answer part 39
General knowledge question answer part 39

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 39 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 39 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 39

01. ‘গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
A) উত্তর প্রদেশ
B) রাজস্থান
C) গুজরাট
D) ছওীশগড়
সঠিক উত্তর: গুজরাট

02. রাশিয়ার মুদ্রা কী ?
A) রুবেল
B) ইউরো
C) রিয়াল
D) কিনা
সঠিক উত্তর: রুবেল

03. ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
A) পেনাল্টি কর্নার
B) সিলি পয়েন্ট
C) টি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সিলি পয়েন্ট

04. ভুটানের রাজধানী কোথায়?
A) থিম্পু
B) কাঠমান্ডু
C) চুখা
D) পুনাখা
সঠিক উত্তর: থিম্পু

05. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
A) ভগৎ সিং
B) জয়প্রকাশ নারায়ণ
C) লালা লাজপত রায়
D) রাম মনোহর লোহিয়া
সঠিক উত্তর: লালা লাজপত রায়

06. একমাত্র মহিলা সাম্রাঞ্জী যিনি দিল্লির সিংহাসনে আসীন, হয়েছিলেন তার নাম ?
A) নূর জাহান
B) জাহানারা
C) মমতাজ মহল
D) রাজিয়া সুলতানা
সঠিক উত্তর: রাজিয়া সুলতানা

07. ‘ঝুম’কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?
A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
B) উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ
C) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ
D) উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী
সঠিক উত্তর: উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ

08. সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব পূর্ণ রাজ্যটি হল ?
A) পশ্চিমবঙ্গ
B) মহারাষ্ট্র
C) উত্তর প্রদেশ
D) বিহার
সঠিক উত্তর: বিহার

09. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
A) গ্রীষ্মকালীন অধিবেশন
B) শীতকালীন অধিবেশন
C) বর্ষাকালীন অধিবেশন
D) বাজেট অধিবেশন
সঠিক উত্তর: গ্রীষ্মকালীন অধিবেশন

10. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005

11. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
A) 5
B) 2
C) 3
D) 4
সঠিক উত্তর: 3

12. "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"- স্লোগানটি কার ?
A) বালগঙ্গাধর তিলক
B) জওহরলাল নেহেরু
C) রাসবিহারী বোস
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু

13. বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন ?
A) উর্দু
B) পালি
C) তুর্কি 
 D) উত্তর: পালি

14. মধ্যযুগের ভারতবর্ষের কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) বাবর
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: বাবর

15. ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন ?
A) রামানুজ
B) নামদেব
C) নরহরি 
D) কবির 
সঠিক উত্তর: রামানুজ

16. পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
A) মহাবলীপুরম
B) বাতাসি
C) কাঞ্চিপুরাম
D) বাদামি
সঠিক উত্তর: কাঞ্চিপুরাম

17. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি ?
A) আরাবল্লী 
B) শিবালিক
C) হিমালয়
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লী

18. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
A) মিচিগান‌ হ্রদ 
B) বৈকাল হ্রদ
C) সুপিরিয়র হ্রদ
D) অন্টারিও হ্রদ 
সঠিক উত্তর: বৈকাল হ্রদ

19. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) নাগাল্যান্ড
C) ওড়িশা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর

20. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ?
A) ভারতের রাষ্ট্রপতি
B) প্রতিরক্ষা মন্ত্রী 
C) প্রধানমন্ত্রী 
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি

21. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 40 বছর
B) 30 বছর
C) 35 বছর
D) 25 বছর
সঠিক উত্তর: 35 বছর

22. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) উপরাষ্ট্রপতি
B) রাষ্ট্রপতি
C) মুখ্যমন্ত্রী
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী

23. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) লোকসভা
B) মুখ্যমন্ত্রী
C) রাজ্যসভা
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: লোকসভা

24. অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) রাজ্যপাল
B) মুখ্যমন্ত্রী
C) রাষ্ট্রপতি
D) স্পিকার
সঠিক উত্তর: স্পিকার

25. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী 
C) জওহরলাল নেহেরু 
D) রাজেন্দ্র প্রসাদ 
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু

No comments:

Post a Comment