General knowledge question answer part 39
General knowledge question answer part 39 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 39 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 39 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 39
01. ‘গরবা’ নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
A) উত্তর প্রদেশ
B) রাজস্থান
C) গুজরাট
D) ছওীশগড়
সঠিক উত্তর: গুজরাট
02. রাশিয়ার মুদ্রা কী ?
A) রুবেল
B) ইউরো
C) রিয়াল
D) কিনা
সঠিক উত্তর: রুবেল
03. ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
A) পেনাল্টি কর্নার
B) সিলি পয়েন্ট
C) টি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সিলি পয়েন্ট
04. ভুটানের রাজধানী কোথায়?
A) থিম্পু
B) কাঠমান্ডু
C) চুখা
D) পুনাখা
সঠিক উত্তর: থিম্পু
05. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
A) ভগৎ সিং
B) জয়প্রকাশ নারায়ণ
C) লালা লাজপত রায়
D) রাম মনোহর লোহিয়া
সঠিক উত্তর: লালা লাজপত রায়
06. একমাত্র মহিলা সাম্রাঞ্জী যিনি দিল্লির সিংহাসনে আসীন, হয়েছিলেন তার নাম ?
A) নূর জাহান
B) জাহানারা
C) মমতাজ মহল
D) রাজিয়া সুলতানা
সঠিক উত্তর: রাজিয়া সুলতানা
07. ‘ঝুম’কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?
A) উত্তরপূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন
B) উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ
C) উত্তরপূর্ব ভারতের প্রচলিত নাচ
D) উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী
সঠিক উত্তর: উত্তরপূর্ব ভারতের কৃষিকাজ
08. সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্ব পূর্ণ রাজ্যটি হল ?
A) পশ্চিমবঙ্গ
B) মহারাষ্ট্র
C) উত্তর প্রদেশ
D) বিহার
সঠিক উত্তর: বিহার
09. নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়?
A) গ্রীষ্মকালীন অধিবেশন
B) শীতকালীন অধিবেশন
C) বর্ষাকালীন অধিবেশন
D) বাজেট অধিবেশন
সঠিক উত্তর: গ্রীষ্মকালীন অধিবেশন
10. তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় ?
A) 1952
B) 1977
C) 2000
D) 2005
সঠিক উত্তর: 2005
11. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে?
A) 5
B) 2
C) 3
D) 4
সঠিক উত্তর: 3
12. "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো"- স্লোগানটি কার ?
A) বালগঙ্গাধর তিলক
B) জওহরলাল নেহেরু
C) রাসবিহারী বোস
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু
13. বুদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন ?
A) উর্দু
B) পালি
C) তুর্কি
D) উত্তর: পালি
14. মধ্যযুগের ভারতবর্ষের কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) বাবর
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: বাবর
15. ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন ?
A) রামানুজ
B) নামদেব
C) নরহরি
D) কবির
সঠিক উত্তর: রামানুজ
16. পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
A) মহাবলীপুরম
B) বাতাসি
C) কাঞ্চিপুরাম
D) বাদামি
সঠিক উত্তর: কাঞ্চিপুরাম
17. ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি ?
A) আরাবল্লী
B) শিবালিক
C) হিমালয়
D) নীলগিরি
সঠিক উত্তর: আরাবল্লী
18. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
A) মিচিগান হ্রদ
B) বৈকাল হ্রদ
C) সুপিরিয়র হ্রদ
D) অন্টারিও হ্রদ
সঠিক উত্তর: বৈকাল হ্রদ
19. কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয় ?
A) ত্রিপুরা
B) নাগাল্যান্ড
C) ওড়িশা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
20. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ?
A) ভারতের রাষ্ট্রপতি
B) প্রতিরক্ষা মন্ত্রী
C) প্রধানমন্ত্রী
D) স্থলবাহিনীর প্রধান
সঠিক উত্তর: ভারতের রাষ্ট্রপতি
21. উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয় ?
A) 40 বছর
B) 30 বছর
C) 35 বছর
D) 25 বছর
সঠিক উত্তর: 35 বছর
22. রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে ?
A) উপরাষ্ট্রপতি
B) রাষ্ট্রপতি
C) মুখ্যমন্ত্রী
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: মুখ্যমন্ত্রী
23. মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন ?
A) লোকসভা
B) মুখ্যমন্ত্রী
C) রাজ্যসভা
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: লোকসভা
24. অর্থবিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন ?
A) রাজ্যপাল
B) মুখ্যমন্ত্রী
C) রাষ্ট্রপতি
D) স্পিকার
সঠিক উত্তর: স্পিকার
25. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধী
B) ইন্দিরা গান্ধী
C) জওহরলাল নেহেরু
D) রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
Read more :: General knowledge question answer part 38
No comments:
Post a Comment