Breaking

Thursday, June 13, 2024

General knowledge question answer part 40

 General knowledge question answer part 40
General knowledge question answer part 40

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 40 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 40 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 40

01. কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ? A) শিশুদের অধিকার B) সাম্প্রদায়িক সম্প্রীতি C) নারী শক্তি D) ইন্দো পাক বন্ধুত্ব সঠিক উত্তর: শিশুদের অধিকার 02. কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? A) লর্ড লিটন B) লর্ড কার্জন C) লর্ড ওয়েলেসলি D) লর্ড ডালহৌসি সঠিক উত্তর: লর্ড কার্জন 03. সম্প্রীতিতে 'OLA' কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে ? A) অন্ধ্রপ্রদেশ B) গুজরাট C) তামিলনাড়ু D) কর্ণাটক সঠিক উত্তর: তামিলনাড়ু 04. আর্য শব্দটির প্রকৃত অর্থ কী ? A) জাতিবিশেষ B) চাষ করা C) গোচারণ ভিত্তিক D)  কোনোটিই নয় সঠিক উত্তর: জাতিবিশেষ 05. ফা -হিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন ? A) সমুদ্রগুপ্ত B) প্রথম কুমার গুপ্ত C) স্কন্দগুপ্ত D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত 06. ভারত কোন দিনটিতে বিজয় দিবস পালন করে ? A) 10 ডিসেম্বর B) 16 ডিসেম্বর C) 14 ডিসেম্বর D) 18 ডিসেম্বর সঠিক উত্তর: 16 ডিসেম্বর 07. উদয় শংকর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়— A) চিত্রকর B) নৃত্যশিল্পী C) ভাস্কর D) নাট্যকার সঠিক উত্তর: নৃত্যশিল্পী 08. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল— A) ভারত রত্ন B) পরমবীর চক্র C) অশোক চক্র D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভারত রত্ন 09. দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন ? A) মোহাম্মদ তুঘলক B) বলবন C) আলাউদ্দিন খলজি D) ফিরোজ শাহ সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি 10. পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হল— A) গ্রাফাইট B) কোক C) লেড D) কোনোটিই নয় সঠিক উত্তর: গ্রাফাইট 11. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ? A) পাঁচ B) চার C) সাত D) নয় সঠিক উত্তর: পাঁচ 12. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ? A) অশ্বঘোষ B) আর্যভট্ট C) নাগার্জুন D) হরিসেন সঠিক উত্তর: হরিসেন 13. সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রের "ফেলুদা" চরিত্রের প্রথম অভিনয় করেছিলেন কে ? A) সৌমিত্র চট্টোপাধ্যায় B) সত্যজিৎ রায় C) সন্দীপ রায় D) উৎপল দত্ত সঠিক উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায় 14. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ? A) দীনবন্ধু মিত্র B) কেশবচন্দ্র সেন C) বিপিনচন্দ্র পাল D) ভি ডি সাভারকর সঠিক উত্তর: ভি ডি সাভারকর 15. ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় ? A) যকৃৎ B) প্লীহা C) হৃদপিণ্ড D) পাকস্থলী সঠিক উত্তর: যকৃৎ 16. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ? A) 1820 B) 1832 C) 1817 D) 1857 সঠিক উত্তর: 1817 17. নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ? A) অগ্নাশয় B) নেফ্রেডিয়া C) যকৃৎ D) নেফ্রন সঠিক উত্তর: নেফ্রন 18. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় ? A) প্রফেজ B) টেলোফেজ C) মেটাফেজ D) অ্যানাফেজ সঠিক উত্তর: অ্যানাফেজ 19. নিম্নলিখিত কোনটি আলাদা নির্ণয় করুন ? A) রায়পুর B) কলকাতা C) রাচি D) দেরাদুন সঠিক উত্তর: দেরাদুন 20. গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী ? A) কাবেরী B) কৃষ্ণা C) গোদাবরী D) মহানদী সঠিক উত্তর: গোদাবরী 21. কুড়ামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? A) তামিলনাড়ুতে B) কর্নাটকে C) পাঞ্জাবে D) অন্ধ্রপ্রদেশে সঠিক উত্তর: তামিলনাড়ুতে 22. জনপ্রিয় লোকনিত্য "ভাংড়া" উদ্ভব হয়েছিল— A) ঝাড়খন্ডে B) উত্তর প্রদেশে C) পাঞ্জাবে D) বিহারে সঠিক উত্তর: ঝাড়খন্ডে 23. যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল ? A) নাইট্রোজেন B) হাইড্রোজেন C) নিয়ন D) হিলিয়াম সঠিক উত্তর: হাইড্রোজেন 24. সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি ? A) বিটুমিনাস B) লিগনাইট C) পিট D) অ্যানথ্রাসাইট সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট 25. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হল ? A) 1935 B) 1951 C) 1930 D) 1947 সঠিক উত্তর: 1935

No comments:

Post a Comment