General knowledge question answer part 40
General knowledge question answer part 40 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 40 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 40 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 40
01. কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ?
A) শিশুদের অধিকার
B) সাম্প্রদায়িক সম্প্রীতি
C) নারী শক্তি
D) ইন্দো পাক বন্ধুত্ব
সঠিক উত্তর: শিশুদের অধিকার
02. কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন?
A) লর্ড লিটন
B) লর্ড কার্জন
C) লর্ড ওয়েলেসলি
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড কার্জন
03. সম্প্রীতিতে 'OLA' কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে ?
A) অন্ধ্রপ্রদেশ
B) গুজরাট
C) তামিলনাড়ু
D) কর্ণাটক
সঠিক উত্তর: তামিলনাড়ু
04. আর্য শব্দটির প্রকৃত অর্থ কী ?
A) জাতিবিশেষ
B) চাষ করা
C) গোচারণ ভিত্তিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: জাতিবিশেষ
05. ফা -হিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম কুমার গুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
06. ভারত কোন দিনটিতে বিজয় দিবস পালন করে ?
A) 10 ডিসেম্বর
B) 16 ডিসেম্বর
C) 14 ডিসেম্বর
D) 18 ডিসেম্বর
সঠিক উত্তর: 16 ডিসেম্বর
07. উদয় শংকর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়—
A) চিত্রকর
B) নৃত্যশিল্পী
C) ভাস্কর
D) নাট্যকার
সঠিক উত্তর: নৃত্যশিল্পী
08. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল—
A) ভারত রত্ন
B) পরমবীর চক্র
C) অশোক চক্র
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভারত রত্ন
09. দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন ?
A) মোহাম্মদ তুঘলক
B) বলবন
C) আলাউদ্দিন খলজি
D) ফিরোজ শাহ
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি
10. পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হল—
A) গ্রাফাইট
B) কোক
C) লেড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গ্রাফাইট
11. সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
A) পাঁচ
B) চার
C) সাত
D) নয়
সঠিক উত্তর: পাঁচ
12. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
A) অশ্বঘোষ
B) আর্যভট্ট
C) নাগার্জুন
D) হরিসেন
সঠিক উত্তর: হরিসেন
13. সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রের "ফেলুদা" চরিত্রের প্রথম অভিনয় করেছিলেন কে ?
A) সৌমিত্র চট্টোপাধ্যায়
B) সত্যজিৎ রায়
C) সন্দীপ রায়
D) উৎপল দত্ত
সঠিক উত্তর: সৌমিত্র চট্টোপাধ্যায়
14. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?
A) দীনবন্ধু মিত্র
B) কেশবচন্দ্র সেন
C) বিপিনচন্দ্র পাল
D) ভি ডি সাভারকর
সঠিক উত্তর: ভি ডি সাভারকর
15. ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় ?
A) যকৃৎ
B) প্লীহা
C) হৃদপিণ্ড
D) পাকস্থলী
সঠিক উত্তর: যকৃৎ
16. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
A) 1820
B) 1832
C) 1817
D) 1857
সঠিক উত্তর: 1817
17. নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?
A) অগ্নাশয়
B) নেফ্রেডিয়া
C) যকৃৎ
D) নেফ্রন
সঠিক উত্তর: নেফ্রন
18. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় ?
A) প্রফেজ
B) টেলোফেজ
C) মেটাফেজ
D) অ্যানাফেজ
সঠিক উত্তর: অ্যানাফেজ
19. নিম্নলিখিত কোনটি আলাদা নির্ণয় করুন ?
A) রায়পুর
B) কলকাতা
C) রাচি
D) দেরাদুন
সঠিক উত্তর: দেরাদুন
20. গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী ?
A) কাবেরী
B) কৃষ্ণা
C) গোদাবরী
D) মহানদী
সঠিক উত্তর: গোদাবরী
21. কুড়ামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
A) তামিলনাড়ুতে
B) কর্নাটকে
C) পাঞ্জাবে
D) অন্ধ্রপ্রদেশে
সঠিক উত্তর: তামিলনাড়ুতে
22. জনপ্রিয় লোকনিত্য "ভাংড়া" উদ্ভব হয়েছিল—
A) ঝাড়খন্ডে
B) উত্তর প্রদেশে
C) পাঞ্জাবে
D) বিহারে
সঠিক উত্তর: ঝাড়খন্ডে
23. যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল ?
A) নাইট্রোজেন
B) হাইড্রোজেন
C) নিয়ন
D) হিলিয়াম
সঠিক উত্তর: হাইড্রোজেন
24. সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি ?
A) বিটুমিনাস
B) লিগনাইট
C) পিট
D) অ্যানথ্রাসাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট
25. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সালটি হল ?
A) 1935
B) 1951
C) 1930
D) 1947
সঠিক উত্তর: 1935
Read more :: General knowledge question answer part 39
No comments:
Post a Comment