General knowledge question answer part 41
General knowledge question answer part 41 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 41 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 41 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 41
01. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
A) আমেরিকা
B) জাপান
C) রাশিয়া
D) ভারত
সঠিক উত্তর: রাশিয়া
02. রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' হল-
A) একটি গল্প
B) একটি কবিতা
C) একটি ছোট গল্প
D) একটি উপন্যাস
সঠিক উত্তর: একটি উপন্যাস
03. রুপোলি পর্দার সর্বপ্রথম নায়িকা কে?
A) মধুবালা
B) দেবিকা রানী
C) দুর্গা খোটে
D) নার্গিস দত্ত
সঠিক উত্তর: দেবিকা রানী
04. নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যিকের সঙ্গে যুক্ত?
A) জ্ঞানপীঠ
B) ভারতরত্ন
C) পুলিৎজার
D) ম্যাগসাইসাই
সঠিক উত্তর: জ্ঞানপীঠ
05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে?
A) বিবেকানন্দ
B) শ্রীরামকৃষ্ণ
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) শ্রী অরবিন্দ
সঠিক উত্তর: শ্রী অরবিন্দ
06. আটাকামা মরুভূমি কোথায়?
A) চিলি
B) ব্রাজিল
C) কলম্বিয়া
D) পেরু
সঠিক উত্তর: চিলি
07. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
A) নীল
B) আমাজন
C) মিসিসিপি
D) হোয়াংহো
সঠিক উত্তর: আমাজন
08. পৃথিবীর কফিপাত্র কাকে বলা হয়?
A) ব্রাজিল
B) আর্জেন্টিনা
C) চিলি
D) কিউবা
সঠিক উত্তর: ব্রাজিল
09. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে কোনটি?
A) সুয়েজ খাল
B) কিয়েল খার
C) পানামা খাল
D) ডোভার প্রণালী
সঠিক উত্তর: সুয়েজ খাল
10. 'বীরজো' কোথাকার উপজাতি?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) অন্ধপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি?
A) মনিপুর
B) ত্রিপুরা
C) নাগাল্যান্ড
D) মিজোরাম
সঠিক উত্তর: ত্রিপুরা
12. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ?
A) 226
B) 326
C) 324
D) 224
সঠিক উত্তর: 324
13. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
A) 368
B) 360
C) 370
D) 356
সঠিক উত্তর: 368
14. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ?
A) 358
B) 370
C) 380
D) 364
সঠিক উত্তর: 370
15. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
A) 340
B) 341
C) 342
D) 343
সঠিক উত্তর: 343
16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) মুখ্যমন্ত্রী
D) সেনা অধ্যক্ষ
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ?
A) 1962
B) 1971
C) 1965
D) 1977
সঠিক উত্তর: 1962
18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ?
A) প্রধান বিচারপতি
B) রাজ্যসভার চেয়ারম্যান
C) স্পিকার
D) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: স্পিকার
19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ?
A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) লোকসভার অধ্যক্ষ
D) অর্থমন্ত্রী
সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ
20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন-
A) লোকসভার সদস্যদের দ্বারা
B) রাজ্যসভার সদস্যদের দ্বারা
C) বিধানসভার সদস্যদের দ্বারা
D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
21. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
A)পি এম সঈদ
B) মৌলানা আবুল কালাম আজাদ
C) এম হিদায়েতুল্লা
D) জাকির হোসেন
সঠিক উত্তর: জাকির হোসেন
22. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
A) বিধান চন্দ্র রায়
B) প্রফুল্ল চন্দ্র সেন
C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
D) অজয় মুখার্জি
সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ
23. সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
A) আমেরিকা
B) আয়ারল্যান্ড
C) দক্ষিণ আফ্রিকা
D) কানাডা
সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা
24. শিক্ষা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্র তালিকা
B) যৌথ তালিকা
C) রাজ্য তালিকা
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: যৌথ তালিকা
25. রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে-
A) সংবিধান
B) সংসদ
C) রাজ্যপাল
D) রাজ্য আইনসভা
সঠিক উত্তর: রাজ্য আইনসভা
Read more :: General knowledge question answer part 40
No comments:
Post a Comment