Breaking

Friday, June 14, 2024

General knowledge question answer part 41

 General knowledge question answer part 41
General knowledge question answer part 41

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 41 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 41 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 41

01. প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ? A) আমেরিকা B) জাপান C) রাশিয়া D) ভারত সঠিক উত্তর: রাশিয়া 02. রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' হল- A) একটি গল্প B) একটি কবিতা C) একটি ছোট গল্প D) একটি উপন্যাস সঠিক উত্তর: একটি উপন্যাস 03. রুপোলি পর্দার সর্বপ্রথম নায়িকা কে? A) মধুবালা B) দেবিকা রানী C) দুর্গা খোটে D) নার্গিস দত্ত সঠিক উত্তর: দেবিকা রানী 04. নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যিকের সঙ্গে যুক্ত? A) জ্ঞানপীঠ B) ভারতরত্ন C) পুলিৎজার D)  ম্যাগসাইসাই সঠিক উত্তর: জ্ঞানপীঠ 05. 'লাইফ ডিভাইন' গ্রন্থটির রচয়িতা কে? A) বিবেকানন্দ B) শ্রীরামকৃষ্ণ C) রবীন্দ্রনাথ ঠাকুর D) শ্রী অরবিন্দ সঠিক উত্তর: শ্রী অরবিন্দ 06. আটাকামা মরুভূমি কোথায়? A) চিলি B) ব্রাজিল C) কলম্বিয়া D) পেরু সঠিক উত্তর: চিলি 07. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? A) নীল B) আমাজন C) মিসিসিপি D) হোয়াংহো সঠিক উত্তর: আমাজন 08. পৃথিবীর কফিপাত্র কাকে বলা হয়? A) ব্রাজিল B) আর্জেন্টিনা C) চিলি D) কিউবা সঠিক উত্তর: ব্রাজিল 09. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে কোনটি? A) সুয়েজ খাল B) কিয়েল খার C) পানামা খাল D) ডোভার প্রণালী সঠিক উত্তর: সুয়েজ খাল 10. 'বীরজো' কোথাকার উপজাতি? A) মহারাষ্ট্র B) মধ্যপ্রদেশ C) অন্ধপ্রদেশ D) কেরালা সঠিক উত্তর: মধ্যপ্রদেশ 11.'লুসাই' কোন অঞ্চলের উপজাতি? A) মনিপুর B) ত্রিপুরা C) নাগাল্যান্ড D) মিজোরাম সঠিক উত্তর: ত্রিপুরা 12. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ? A) 226 B) 326 C) 324 D) 224 সঠিক উত্তর: 324 13. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ? A) 368 B) 360 C) 370 D) 356 সঠিক উত্তর: 368 14. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ? A) 358 B) 370 C) 380 D) 364 সঠিক উত্তর: 370 15. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ? A) 340 B) 341 C) 342 D) 343 সঠিক উত্তর: 343 16. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন- A) রাষ্ট্রপতি B) প্রধানমন্ত্রী C) মুখ্যমন্ত্রী D) সেনা অধ্যক্ষ সঠিক উত্তর: রাষ্ট্রপতি 17. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কবে হয় ? A) 1962 B) 1971 C) 1965 D) 1977 সঠিক উত্তর: 1962 18. উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগপত্র কাকে দেন ? A) প্রধান বিচারপতি B) রাজ্যসভার চেয়ারম্যান C) স্পিকার D) প্রধানমন্ত্রী সঠিক উত্তর: স্পিকার 19. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন ? A) প্রধানমন্ত্রী B) রাষ্ট্রপতি C) লোকসভার অধ্যক্ষ D) অর্থমন্ত্রী সঠিক উত্তর: লোকসভার অধ্যক্ষ 20. উপরাষ্ট্রপতি নির্বাচিত হন- A) লোকসভার সদস্যদের দ্বারা B) রাজ্যসভার সদস্যদের দ্বারা C) বিধানসভার সদস্যদের দ্বারা D) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা সঠিক উত্তর: লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা 21. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ? A)পি এম সঈদ B) মৌলানা আবুল কালাম আজাদ C) এম হিদায়েতুল্লা D) জাকির হোসেন সঠিক উত্তর: জাকির হোসেন 22. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? A) বিধান চন্দ্র রায় B) প্রফুল্ল চন্দ্র সেন C) প্রফুল্ল চন্দ্র ঘোষ D) অজয় মুখার্জি সঠিক উত্তর: প্রফুল্ল চন্দ্র ঘোষ 23. সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ? A) আমেরিকা B) আয়ারল্যান্ড C) দক্ষিণ আফ্রিকা D) কানাডা সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা 24. শিক্ষা কোন তালিকাভুক্ত ? A) কেন্দ্র তালিকা B) যৌথ তালিকা C) রাজ্য তালিকা D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: যৌথ তালিকা 25. রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে- A) সংবিধান B) সংসদ C) রাজ্যপাল D) রাজ্য আইনসভা সঠিক উত্তর: রাজ্য আইনসভা

No comments:

Post a Comment