Breaking

Thursday, June 20, 2024

General knowledge question answer part 42

General knowledge question answer part 42
General knowledge question answer part 42

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 42 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 42 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 42

01. ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি ? A) ওয়ারেন্টো B) হেবিয়াস করপাস C) সরটিওয়ারি D) ম্যান্ডামাস সঠিক উত্তর: হেবিয়াস করপাস 02. ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থা আছে ? A) 5 B) 2 C) 3 D) 4 সঠিক উত্তর: 3 03. কোন কাজের জন্য কৈলাশ সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ? A) শিশুদের অধিকার B) সাম্প্রদায়িক সম্প্রীতি C) নারী শক্তি D) ইন্দো পাক বন্ধুত্ব সঠিক উত্তর: শিশুদের অধিকার 04. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন- A) রাষ্ট্রপতি B) প্রধানমন্ত্রী C) স্পিকার D)  ডেপুটি স্পিকার সঠিক উত্তর: রাষ্ট্রপতি 05. হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন ? A) 65 বছর B) 62 বছর C) 60 বছর D) 58 বছর সঠিক উত্তর: 62 বছর 06. লোকসভায় রাজ্যগুলি থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে ? A) 530 জন B) 525 জন C) 550 জন D) 540 জন সঠিক উত্তর: 530 জন 07. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন‌ ? A) 2 জন B) 20 জন C) 50 জন D) 550 জন সঠিক উত্তর: 20 জন 08. রাষ্ট্রপতি শাসন আরোপিত হয় কত দিনের জন্য ? A) 3 মাস B) 6 মাস C) পরবর্তী নির্বাচন অবধি D) রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল সঠিক উত্তর: রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল 09. লোকসভার সাধারণ স্থায়িত্বকাল- A) 4 বছর B) 8 বছর C) 6 বছর D) 5 বছর সঠিক উত্তর: 5 বছর 10. রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল ? A) 2 বছর B) 6 বছর C) 5 বছর D) কখনোই শেষ হয় না সঠিক উত্তর: কখনোই শেষ হয় না 11. সংসদের কোন সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন ? A) রাজ্যসভার চেয়ারম্যান B) স্পিকার C) নির্বাচন কমিশনার D) রাষ্ট্রপতি সঠিক উত্তর: রাষ্ট্রপতি 12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ? A) চেন্নাই B) দিল্লি C) মুম্বাই D) পুনে সঠিক উত্তর: মুম্বাই 13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল- A) কলকাতা B) নিউ দিল্লি C) মুম্বাই D) ব্যাঙ্গালোর সঠিক উত্তর: মুম্বাই 14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ? A) কেন্দ্রীয় তালিকা B) উল্লিখিত তালিকা C) যৌথ তালিকা D) রাজ্য তালিকা সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা 15. অর্থনীতির জনক কাকে বলা হয় ? A) অধ্যাপক স্যুমপিটার B) অ্যাডাম স্মিথ C) অধ্যাপক রিকার্ডো D) নর্ম্যান বোরলাগ সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ 16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ? A) পাঞ্জাব B) নাগাল্যান্ড C) কেরালা D) জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর 17. একটি দশ টাকার নোটকে ক-টি ভাষায় 'দশ টাকা' কথাটি লেখা যায় ? A) ৯ টি B) ১৫ টি C) ১২ টি D) ১৭ টি সঠিক উত্তর: ১৭ টি 18. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি ? A) বিক্রয় কর B) সম্পদ কর C) আয়কর D) আবগারি শুল্ক সঠিক উত্তর: বিক্রয় কর 19. নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় ? A) সম্পদ কর B) আয় কর C) প্রমোদ কর D) কর্পোরেশন কর সঠিক উত্তর: প্রমোদ কর 20. স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনা কোন সালে প্রবর্তিত হয় ? A) ১৯৯১-৯২ B) ১৯৯৫-৯৬ C) ২০০০-২০০১ D) ১৯৯৭-৯৮ সঠিক উত্তর: ১৯৯৭-৯৮ 21. রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়- A) ১৯৫০ সালের আগস্ট মাসে B) ১৯৪৭ সালের আগস্ট মাসে C) ১৯৪৮ সালের মার্চ মাসে D) ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে সঠিক উত্তর: ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে 22. এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে- A) অর্থমন্ত্রক B) রাষ্ট্রপতি C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া D) যোজনা মন্ত্রক সঠিক উত্তর: অর্থমন্ত্রক 23. ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয় ? A) ১৯৪৫ B) ১৯৪৭ C) ১৯৫২ D) ১৯৪৮ সঠিক উত্তর: ১৯৪৮ 24. রাশি কয় প্রকার ? A) তিন প্রকার B) চার প্রকার C) পাঁচ প্রকার D) দুই প্রকার সঠিক উত্তর: দুই প্রকার 25. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো- A) মান B) মান ও দিক C) দিক D) কোনোটিই নয় সঠিক উত্তর: মান

No comments:

Post a Comment