General knowledge question answer part 42
General knowledge question answer part 42 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 42 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 42 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 42
01. ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি ?
A) ওয়ারেন্টো
B) হেবিয়াস করপাস
C) সরটিওয়ারি
D) ম্যান্ডামাস
সঠিক উত্তর: হেবিয়াস করপাস
02. ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থা আছে ?
A) 5
B) 2
C) 3
D) 4
সঠিক উত্তর: 3
03. কোন কাজের জন্য কৈলাশ সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন ?
A) শিশুদের অধিকার
B) সাম্প্রদায়িক সম্প্রীতি
C) নারী শক্তি
D) ইন্দো পাক বন্ধুত্ব
সঠিক উত্তর: শিশুদের অধিকার
04. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন-
A) রাষ্ট্রপতি
B) প্রধানমন্ত্রী
C) স্পিকার
D) ডেপুটি স্পিকার
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
05. হাইকোর্টে একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন ?
A) 65 বছর
B) 62 বছর
C) 60 বছর
D) 58 বছর
সঠিক উত্তর: 62 বছর
06. লোকসভায় রাজ্যগুলি থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে ?
A) 530 জন
B) 525 জন
C) 550 জন
D) 540 জন
সঠিক উত্তর: 530 জন
07. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
A) 2 জন
B) 20 জন
C) 50 জন
D) 550 জন
সঠিক উত্তর: 20 জন
08. রাষ্ট্রপতি শাসন আরোপিত হয় কত দিনের জন্য ?
A) 3 মাস
B) 6 মাস
C) পরবর্তী নির্বাচন অবধি
D) রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
সঠিক উত্তর: রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল
09. লোকসভার সাধারণ স্থায়িত্বকাল-
A) 4 বছর
B) 8 বছর
C) 6 বছর
D) 5 বছর
সঠিক উত্তর: 5 বছর
10. রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল ?
A) 2 বছর
B) 6 বছর
C) 5 বছর
D) কখনোই শেষ হয় না
সঠিক উত্তর: কখনোই শেষ হয় না
11. সংসদের কোন সদস্যের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন ?
A) রাজ্যসভার চেয়ারম্যান
B) স্পিকার
C) নির্বাচন কমিশনার
D) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: রাষ্ট্রপতি
12. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে ?
A) চেন্নাই
B) দিল্লি
C) মুম্বাই
D) পুনে
সঠিক উত্তর: মুম্বাই
13. ভারতের আর্থিক রাজধানীর নাম হল-
A) কলকাতা
B) নিউ দিল্লি
C) মুম্বাই
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: মুম্বাই
14. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
A) কেন্দ্রীয় তালিকা
B) উল্লিখিত তালিকা
C) যৌথ তালিকা
D) রাজ্য তালিকা
সঠিক উত্তর: কেন্দ্রীয় তালিকা
15. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
A) অধ্যাপক স্যুমপিটার
B) অ্যাডাম স্মিথ
C) অধ্যাপক রিকার্ডো
D) নর্ম্যান বোরলাগ
সঠিক উত্তর: অ্যাডাম স্মিথ
16. কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই ?
A) পাঞ্জাব
B) নাগাল্যান্ড
C) কেরালা
D) জম্মু ও কাশ্মীর
সঠিক উত্তর: জম্মু ও কাশ্মীর
17. একটি দশ টাকার নোটকে ক-টি ভাষায় 'দশ টাকা' কথাটি লেখা যায় ?
A) ৯ টি
B) ১৫ টি
C) ১২ টি
D) ১৭ টি
সঠিক উত্তর: ১৭ টি
18. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি ?
A) বিক্রয় কর
B) সম্পদ কর
C) আয়কর
D) আবগারি শুল্ক
সঠিক উত্তর: বিক্রয় কর
19. নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় ?
A) সম্পদ কর
B) আয় কর
C) প্রমোদ কর
D) কর্পোরেশন কর
সঠিক উত্তর: প্রমোদ কর
20. স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনা কোন সালে প্রবর্তিত হয় ?
A) ১৯৯১-৯২
B) ১৯৯৫-৯৬
C) ২০০০-২০০১
D) ১৯৯৭-৯৮
সঠিক উত্তর: ১৯৯৭-৯৮
21. রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়-
A) ১৯৫০ সালের আগস্ট মাসে
B) ১৯৪৭ সালের আগস্ট মাসে
C) ১৯৪৮ সালের মার্চ মাসে
D) ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে
সঠিক উত্তর: ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে
22. এক টাকার ওপরে কাগজের নোট ও মুদ্রা প্রকাশ করে-
A) অর্থমন্ত্রক
B) রাষ্ট্রপতি
C) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
D) যোজনা মন্ত্রক
সঠিক উত্তর: অর্থমন্ত্রক
23. ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয় ?
A) ১৯৪৫
B) ১৯৪৭
C) ১৯৫২
D) ১৯৪৮
সঠিক উত্তর: ১৯৪৮
24. রাশি কয় প্রকার ?
A) তিন প্রকার
B) চার প্রকার
C) পাঁচ প্রকার
D) দুই প্রকার
সঠিক উত্তর: দুই প্রকার
25. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হলো-
A) মান
B) মান ও দিক
C) দিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মান
Read more :: General knowledge question answer part 41
No comments:
Post a Comment