General knowledge question answer part 43
General knowledge question answer part 43 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 43 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 43 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 43
01. ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায় ?
A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
B) বিজয়া ব্যাংক
C) এলাহাবাদ ব্যাংক
D) কানাড়া ব্যাংক
সঠিক উত্তর: কানাড়া ব্যাংক
02. ২০০৩ সালের কোন রাজ্যে প্রথম ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু করা হয় ?
A) হরিয়ানা
B) গুজরাট
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: হরিয়ানা
03. ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে ?
A) HDFC ব্যাংক
B) AXIS ব্যাংক
C) SBI
D) ICICI ব্যাংক
সঠিক উত্তর: ICICI ব্যাংক
04. সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয় ?
A) এপ্রিল ১৯৯৯
B) এপ্রিল ২০০০
C) মার্চ ২০০১
D) মার্চ ২০০২
সঠিক উত্তর: এপ্রিল ২০০০
05. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে বলবৎ হয় ?
A) ১৯৭৩ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৭ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৩ সালে
06. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
A) চেন্নাই
B) বেঙ্গালুরু
C) মুম্বাই
D) কলকাতা
সঠিক উত্তর: মুম্বাই
07. ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল কবে ?
A) ১৯৪৬ সালের ১ মার্চ
B) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
C) ১৯৪৭ সালের ১ মার্চ
D) ১৯৪৬ সালের ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৬ সালের ১ মার্চ
08.ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়-
A) ১৯৩৫ সালের ১ এপ্রিল
B) ১৯৪৩ সালের ৪ মার্চ
C) ১৯৫০ সালের ২ ডিসেম্বর
D) ১৯৪৭ সালের ২১ জুন
সঠিক উত্তর: ১৯৩৫ সালের ১ এপ্রিল
09.ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ?
A) স্বামীনাথন কমিটি
B) ভগবতী কমিটি
C) ওয়াংচু কমিটি
D) নার্সিংহোম কমিটি
সঠিক উত্তর: ওয়াংচু কমিটি
10. ভারতের প্রথম বিদেশী পুঁজি কী ?
A) ফরাসি পুঁজি
B) ব্রিটিশ পুঁজি
C) জার্মান পুঁজি
D) মার্কিন পুঁজি
সঠিক উত্তর: ব্রিটিশ পুঁজি
11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ
12. নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় ?
A) সবুজ
B) কালো
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
13. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায় ?
A) কালো
B) সবুজ
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
14. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলি পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোবার
C) আইসোটোপ
D) উপরের সব কটিই
সঠিক উত্তর: আইসোটোপ
15. সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে বলে পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোটোপ
C) আইসোবার
D) আইসোমাস
সঠিক উত্তর: আইসোবার
16. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের—
A) আইসোবার
B) আইসোটোন
C) আইসোটোপ
D) আইসোমার
সঠিক উত্তর: আইসোটোন
17. দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A) সাধারণ হাইড্রোজেন
B) প্রোটিয়াম
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ডয়টেরিয়াম
18. তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
A) প্রোটিয়াম
B) ভারী হাইড্রোজেন
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ট্রাইটিয়াম
19. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
A) মিথেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: মিথেন
20. ক্যাথোড রশ্মিতে যে তরিদাহিত কণিকা থাকে তা কী ?
A) প্রোটন
B) ইলেকট্রন
C) পজিট্রন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন
21. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট
22. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি ?
A) ইথিলিন
B) ইথেন
C) মিথেন
D) প্রোপেন
সঠিক উত্তর: মিথেন
23. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি
হল—
A) মিথেন
B) ইথেন
C) ইথিলিন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: অ্যাসিটিলিন
24. ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
A) ক্যালশিয়াম
B) জিংক
C) অ্যালুমিনিয়াম
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: জিংক
25. সোনার অলংকার তৈরীর সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কী মেশানো হয় ?
A) তামা
B) রুপা
C) দস্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তামা
Read more :: General knowledge question answer part 42
No comments:
Post a Comment