Breaking

Thursday, June 20, 2024

General knowledge question answer part 43

 General knowledge question answer part 43
General knowledge question answer part 43

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 43 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 43 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 43

01. ভারতের কোন ব্যাংক প্রথম ISO শংসাপত্র পায় ?
A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
B) বিজয়া ব্যাংক
C) এলাহাবাদ ব্যাংক
D) কানাড়া ব্যাংক
সঠিক উত্তর: কানাড়া ব্যাংক

02.  ২০০৩ সালের কোন রাজ্যে প্রথম ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু করা হয় ?
A) হরিয়ানা
B) গুজরাট
C) তামিলনাড়ু
D) পশ্চিমবঙ্গ 
সঠিক উত্তর: হরিয়ানা

03. ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম ATM পরিষেবা চালু করে ?
A) HDFC ব্যাংক
B) AXIS ব্যাংক
C) SBI
D) ICICI ব্যাংক
সঠিক উত্তর: ICICI ব্যাংক

04. সরকারের SEZ নীতি কবে ঘোষিত হয় ?
A) এপ্রিল ১৯৯৯
B) এপ্রিল ২০০০
C) মার্চ ২০০১
D)  মার্চ ২০০২
সঠিক উত্তর: এপ্রিল ২০০০

05. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে বলবৎ হয় ?
A) ১৯৭৩ সালে
B) ১৯৭২ সালে
C) ১৯৭৭ সালে
D) ১৯৭৪ সালে
সঠিক উত্তর: ১৯৭৩ সালে

06. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
A) চেন্নাই
B) বেঙ্গালুরু
C) মুম্বাই
D) কলকাতা
সঠিক উত্তর: মুম্বাই

07. ভারত আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সদস্য হয়েছিল কবে ?
A) ১৯৪৬ সালের ১ মার্চ
B) ১৯৪৭ সালের ১৫ আগস্ট 
C) ১৯৪৭ সালের ১ মার্চ
D) ১৯৪৬ সালের ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৪৬ সালের ১ মার্চ

08.ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়-
A) ১৯৩৫ সালের ১ এপ্রিল 
B) ১৯৪৩ সালের ৪ মার্চ 
C) ১৯৫০ সালের ২ ডিসেম্বর 
D) ১৯৪৭ সালের ২১ জুন 
সঠিক উত্তর: ১৯৩৫ সালের ১ এপ্রিল 

09.ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করেছিল ?
A) স্বামীনাথন কমিটি 
B) ভগবতী কমিটি 
C) ওয়াংচু কমিটি 
D) নার্সিংহোম কমিটি 
সঠিক উত্তর: ওয়াংচু কমিটি 

10. ভারতের প্রথম বিদেশী পুঁজি কী ?
A) ফরাসি পুঁজি
B) ব্রিটিশ পুঁজি
C) জার্মান পুঁজি 
D) মার্কিন পুঁজি
সঠিক উত্তর: ব্রিটিশ পুঁজি

11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ 
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ

12. নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় ?
A) সবুজ
B) কালো
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো

13. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায় ?
A) কালো
B) সবুজ
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো

14. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলি পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোবার
C) আইসোটোপ
D) উপরের সব কটিই
সঠিক উত্তর: আইসোটোপ

15. সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে বলে পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোটোপ
C) আইসোবার
D) আইসোমাস
সঠিক উত্তর: আইসোবার

16. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের—
A) আইসোবার
B) আইসোটোন
C) আইসোটোপ
D) আইসোমার
সঠিক উত্তর: আইসোটোন

17. দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A) সাধারণ হাইড্রোজেন
B) প্রোটিয়াম
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ডয়টেরিয়াম

18. তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
A) প্রোটিয়াম
B) ভারী হাইড্রোজেন
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ট্রাইটিয়াম

19. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
A) মিথেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: মিথেন

20. ক্যাথোড রশ্মিতে যে তরিদাহিত কণিকা থাকে তা কী ?
A) প্রোটন
B) ইলেকট্রন
C) পজিট্রন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন

21. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট

22. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি ?
A) ইথিলিন
B) ইথেন
C) মিথেন
D) প্রোপেন
সঠিক উত্তর: মিথেন

23. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি
হল—
A) মিথেন
B) ইথেন
C) ইথিলিন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: অ্যাসিটিলিন

24. ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
A) ক্যালশিয়াম
B) জিংক
C) অ্যালুমিনিয়াম
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: জিংক

25. সোনার অলংকার তৈরীর সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কী মেশানো হয় ?
A) তামা
B) রুপা
C) দস্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তামা

No comments:

Post a Comment