Breaking

Friday, June 21, 2024

General knowledge question answer part 44

 General knowledge question answer part 44
General knowledge question answer part 44

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 44 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 44 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 44

01. খনিজ শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান ? A) অক্সিজেন B) অ্যালুমিনিয়াম C) হাইড্রোজেন D) সিলিকন সঠিক উত্তর: সিলিকন 02. বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ? A) কার্বন-ডাই-অক্সাইড B) অক্সিজেন C) ওজোন D) হিলিয়াম সঠিক উত্তর: ওজোন 03. সব পতনশীল বস্তুর ত্বরণ এই সমান— এটি কে আবিস্কার করেন ? A) আর্যভট্ট B) নিউটন C) পাস্কাল D) গ্যালিলিও সঠিক উত্তর: গ্যালিলিও 04. এক অশ্বক্ষমতা = কত ওয়াট ? A) ৬২৫ ওয়াট B) ৮১৬ ওয়াট C) ৫২০ ওয়াট D) ৭৪৬ ওয়াট সঠিক উত্তর: ৭৪৬ ওয়াট 05. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ? A) নাইট্রোজেন B) সালফার C) হাইড্রোজেন D) গ্রাফাইট সঠিক উত্তর: হাইড্রোজেন 06. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ? A) প্রথম B) দ্বিতীয় C) তৃতীয় D) কোনোটিই নয় সঠিক উত্তর: দ্বিতীয় 07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ? A) তড়িৎ প্রবাহ B) পরিবাহীর আয়তন C) পরিবাহীর দৈর্ঘ্য D) বিভব সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য 08. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের— A) সুপরিবাহী B) কুপরিবাহী C) অন্তরক D) অর্ধপরিবাহী সঠিক উত্তর: কুপরিবাহী 09. মানুষবাহি বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় ? A) হিলিয়াম B) হাইড্রোজেন C) নিয়ন D) কোনোটিই নয় সঠিক উত্তর: হিলিয়াম 10. বর্ণালী সৃষ্টির কারণ আলোর— A) প্রতিফলন B) প্রতিসরণ C) বিচ্ছুরণ D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর: বিচ্ছুরণ 11. গ্রীনহাউস প্রভাব কী ? A) ওজোন স্তর বেড়ে যাওয়া B) কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়া C) ওজোন স্তর কমে যাওয়া D) পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া সঠিক উত্তর: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া 12. ভারত ছাড়া অবর তরল ধাতু হল— A) জার্মেনিয়াম B) রেডিয়াম C) প্যালাডিয়াম D) গ্যালিয়াম সঠিক উত্তর: গ্যালিয়াম 13. গ্লোবার সল্টের রাসায়নিক নাম হল— A) সোডিয়াম সালফেট B) সোডিয়াম ক্লোরাইড C) সোডিয়াম কার্বনেট D) সোডিয়াম নাইট্রেট সঠিক উত্তর: সোডিয়াম সালফেট 14. কোনটি বারুদের উপাদান নয় ? A) সিসা B) চারকোল C) সালফার D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: সিসা 15. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি ? A) সিলভার B) সোডিয়াম C) জিঙ্ক D) অ্যালুমিনিয়াম সঠিক উত্তর: সোডিয়াম 16. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না ? A) অ্যালুমিনিয়াম B) তামা C) জিংক D) সিলভার সঠিক উত্তর: তামা 17. নিজের কোনটি টাইপ মেটালের উপাদান ? A) তামা B) সিসা C) দস্তা D) লোহা সঠিক উত্তর: সিসা 18. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ? A) সোডিয়াম B) হিলিয়াম C) নিয়ন D) কোনোটিই নয় সঠিক উত্তর: সোডিয়াম 19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ? A) অ্যালুমিনিয়াম B) ক্যালসিয়াম C) ইউরেনিয়াম D) তামা সঠিক উত্তর: ইউরেনিয়াম 20. লাইম ওয়াটারে কী আছে ? A) সোডিয়াম হাইড্রক্সাইড B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড C) সোডিয়াম কার্বনেট D) ক্যালসিয়াম ক্লোরাইড সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড 20. কোশপ্রাচীর থাকে— A) প্রাণীকোশে B) সোয়ান কোশে C) উদ্ভিদ কোশে D) সব কোশে সঠিক উত্তর: উদ্ভিদ কোশে 21. আপৎকালীন হরমোন কোনটি ? A) TSH B) অ্যাড্রিনালিন C) অক্সিন D) STH সঠিক উত্তর: অ্যাড্রিনালিন 22. রিকেট রো কোন ভিটামিনের অভাবে হয় ? A) B B) A C) D D) C সঠিক উত্তর: D 23. বংশগতির একক কী ? A) নেফ্রন B) জাইগোট C) জনন কোশ D) জিন সঠিক উত্তর: জিন 24. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ? A) O B) AB C) A D) B সঠিক উত্তর: AB 25. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয় ? A) যকৃৎ B) পিওথলি C) অগ্নাশয় D) প্লিহা সঠিক উত্তর: যকৃৎ

No comments:

Post a Comment