General knowledge question answer part 48 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 48 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 48 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 48
01. খনিজ শিলার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন উপাদান ?
A) অক্সিজেন
B) অ্যালুমিনিয়াম
C) হাইড্রোজেন
D) সিলিকন
সঠিক উত্তর: সিলিকন
02. বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
A) কার্বন-ডাই-অক্সাইড
B) অক্সিজেন
C) ওজোন
D) হিলিয়াম
সঠিক উত্তর: ওজোন
03. সব পতনশীল বস্তুর ত্বরণ এই সমান— এটি কে আবিস্কার করেন ?
A) আর্যভট্ট
B) নিউটন
C) পাস্কাল
D) গ্যালিলিও
সঠিক উত্তর: গ্যালিলিও
04. এক অশ্বক্ষমতা = কত ওয়াট ?
A) ৬২৫ ওয়াট
B) ৮১৬ ওয়াট
C) ৫২০ ওয়াট
D) ৭৪৬ ওয়াট
সঠিক উত্তর: ৭৪৬ ওয়াট
05. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
A) নাইট্রোজেন
B) সালফার
C) হাইড্রোজেন
D) গ্রাফাইট
সঠিক উত্তর: হাইড্রোজেন
06. লেবুর রস নিংড়োনোর যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দ্বিতীয়
07. কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?
A) তড়িৎ প্রবাহ
B) পরিবাহীর আয়তন
C) পরিবাহীর দৈর্ঘ্য
D) বিভব
সঠিক উত্তর: পরিবাহীর দৈর্ঘ্য
08. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের—
A) সুপরিবাহী
B) কুপরিবাহী
C) অন্তরক
D) অর্ধপরিবাহী
সঠিক উত্তর: কুপরিবাহী
09. মানুষবাহি বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় ?
A) হিলিয়াম
B) হাইড্রোজেন
C) নিয়ন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিলিয়াম
10. বর্ণালী সৃষ্টির কারণ আলোর—
A) প্রতিফলন
B) প্রতিসরণ
C) বিচ্ছুরণ
D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
সঠিক উত্তর: বিচ্ছুরণ
11. সিনেমার পর্দা কীরূপ হওয়া উচিত ?
A) সাদা ও মসৃণ
B) রঙিন ও অমসৃণ
C) রঙিন ও মসৃণ
D) সাদা ও অমসৃণ
সঠিক উত্তর: সাদা ও অমসৃণ
12. নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয় ?
A) সবুজ
B) কালো
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
13. লাল আলোতে আলোকিত সবুজ পাতাকে কিরূপ দেখায় ?
A) কালো
B) সবুজ
C) লাল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কালো
14. সমান পরমাণু ক্রমাঙ্ক কিন্তু ভিন্ন ভর সংখ্যার পরমাণু গুলি পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোবার
C) আইসোটোপ
D) উপরের সব কটিই
সঠিক উত্তর: আইসোটোপ
15. সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলিকে বলে পরস্পরের—
A) আইসোটোন
B) আইসোটোপ
C) আইসোবার
D) আইসোমাস
সঠিক উত্তর: আইসোবার
16. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের—
A) আইসোবার
B) আইসোটোন
C) আইসোটোপ
D) আইসোমার
সঠিক উত্তর: আইসোটোন
17. দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A) সাধারণ হাইড্রোজেন
B) প্রোটিয়াম
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ডয়টেরিয়াম
18. তিন ভর সংখ্যার হাইড্রোজেনকে কী বলে ?
A) প্রোটিয়াম
B) ভারী হাইড্রোজেন
C) ডয়টেরিয়াম
D) ট্রাইটিয়াম
সঠিক উত্তর: ট্রাইটিয়াম
19. যদুগোডা কোন ধাতু প্রাপ্তির কারণে বিখ্যাত ?
A) অ্যালুমিনিয়াম
B) ক্যালসিয়াম
C) ইউরেনিয়াম
D) তামা
সঠিক উত্তর: ইউরেনিয়াম
20. লাইম ওয়াটারে কী আছে ?
A) সোডিয়াম হাইড্রক্সাইড
B) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
C) সোডিয়াম কার্বনেট
D) ক্যালসিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: ক্যালসিয়াম হাইড্রক্সাইড
21. সাধারণ লবণ বা টেবল সল্ট হল—
A) সোডিয়াম ক্লোরাইড
B) সোডিয়াম বাইকার্বনেট
C) ম্যাগনেসিয়াম কার্বনেট
D) ক্যালশিয়াম ক্লোরাইড
সঠিক উত্তর: সোডিয়াম ক্লোরাইড
22. ব্যাটারীতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) নাইট্রিক অ্যাসিড
C) সালফিউরিক অ্যাসিড
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
সঠিক উত্তর: সালফিউরিক অ্যাসিড
23. ইলেকট্রিক বালবে কোন গ্যাস থাকে ?
A) নিষ্ক্রিয় গ্যাস
B) বায়ু
C) কার্বন ডাইঅক্সাইড
D) অক্সিজেন
সঠিক উত্তর: নিষ্ক্রিয় গ্যাস
24. লেবুতে কোন অ্যাসিড থাকে ?
A) হাইড্রোক্লোরিক অ্যাসিড
B) অ্যাসিটিক অ্যাসিড
C) সাইট্রিক এসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাইট্রিক এসিড
25. সমুদ্রের জলে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায় ?
A) চিনি
B) বালি
C) সাধারণ লবণ
D) ক্যালসিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সাধারণ লবণ
Read more :: General knowledge question answer part 47
No comments:
Post a Comment