General knowledge question answer part 49 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 49 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 49 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 49
01. সবচেয়ে হালকা মৌল হলো—
A) হাইড্রোজেন
B) হিলিয়াম
C) লিথিয়াম
D) নাইট্রোজেন
সঠিক উত্তর: হাইড্রোজেন
02. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) পারদ
C) লিথিয়াম
D) সোডিয়াম
সঠিক উত্তর: লিথিয়াম
03. মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ?
A) ভৌত
B) রাসায়নিক
C) উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: উভয়ই
04. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল—
A) নিকেল
B) রুপা
C) আইরন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নিকেল
05. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি
হল —
A) গ্রাফাইট
B) হীরক
C) গ্যাস-কার্বন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হীরক
06. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে ?
A) অ্যাভোগাড্রো
B) বয়েল
C) চার্লস
D) ডালটন
সঠিক উত্তর: চার্লস
07. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হল—
A) ইথার
B) মিথেন
C) ইউরিয়া
D) বেঞ্জিন
সঠিক উত্তর: ইউরিয়া
08. মার্স গ্যাসে নিচের কোনটি থাকে ?
A) ইথেন
B) মিথেন
C) প্রোপেন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: মিথেন
09. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?
A) নাইট্রিক অ্যাসিড
B) সালফিউরিক অ্যাসিড
C) হাইড্রোক্লোরিক অ্যাসিড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড
10. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে ?
A) হলুদ
B) লাল
C) সবুজ
D) কমলা
সঠিক উত্তর: হলুদ
11. গ্রীনহাউস প্রভাব কী ?
A) ওজোন স্তর বেড়ে যাওয়া
B) কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়া
C) ওজোন স্তর কমে যাওয়া
D) পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া
সঠিক উত্তর: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া
12. পেট্রোলের রাসায়নিক নাম হল—
A) ইথার
B) ইথিলিন
C) গ্যাসোলিন
D) ডিজেল
সঠিক উত্তর: গ্যাসোলিন
13. কাপড় কাচার সোডা হল—
A) সোডিয়াম হাইড্রোক্সাইড
B) সোডিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
D) সোডিয়াম বাই-কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
14. অ্যামালগাম বা পারদ সংকরের একটি নিশ্চিত উপাদান হল—
A) নিকেল
B) আয়রন
C) পারদ
D) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: পারদ
15. ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয় ?
A) ইথিলিন
B) মিথেন
C) ইথেন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইথিলিন
16. ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলে ?
A) দস্তালেপন
B) তড়িৎ লেপন
C) গ্যালভানাইজেশন
D) ভালকানাইজেশন
সঠিক উত্তর: গ্যালভানাইজেশন
17. পিতলের উপাদান হলো—
A) তামা ও টিন
B) তামা ও রুপা
C) তামা ও দস্তা
D) রুপা ও দস্তা
সঠিক উত্তর: তামা ও দস্তা
18. তরল অধাতু কোনটি ?
A) ব্রোমিন
B) বোরণ
C) কার্বন
D) আয়োডিন
সঠিক উত্তর: ব্রোমিন
19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল—
A) ভোল্ট
B) কুলম্ব
C) ওহম
D) অ্যামপিয়ার
সঠিক উত্তর: অ্যামপিয়ার
20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ?
A) গ্রাফাইট
B) তামা
C) টাংস্টেন
D) প্লাটিনাম
সঠিক উত্তর: টাংস্টেন
21. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল—
A) খর জল
B) মৃদু জল
C) পাতিত জল
D) বিশুদ্ধ জল
সঠিক উত্তর: মৃদু জল
22. বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে—এর প্রবক্তা কে ?
A) গ্যালিলিও
B) নিউটন
C) কেপলার
D) আইনস্টাইন
সঠিক উত্তর: নিউটন
23. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের সেটি হল—
A) অ্যালকোহল
B) কেরোসিন
C) জল
D) পারদ
সঠিক উত্তর: জল
24. নিচের কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় ?
A) ক্রোমিয়াম
B) প্যালাডিয়াম
C) টাইটানিয়াম
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: টাইটানিয়াম
25. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন হয় ?
A) বাড়তে থাকে
B) কমতে থাকে
C) একই থাকে
D) কমবেশি হয়
সঠিক উত্তর: একই থাকে
Read more :: General knowledge question answer part 48
No comments:
Post a Comment