Breaking

Tuesday, July 2, 2024

General knowledge question answer part 49

General knowledge question answer part 49
General knowledge question answer part 49


সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 49 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 49 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 49

01. সবচেয়ে হালকা মৌল হলো— A) হাইড্রোজেন B) হিলিয়াম C) লিথিয়াম D) নাইট্রোজেন সঠিক উত্তর: হাইড্রোজেন 02. সবচেয়ে হালকা ধাতু কোনটি ? A) ব্রোমিন B) পারদ C) লিথিয়াম D) সোডিয়াম সঠিক উত্তর: লিথিয়াম 03. মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ? A) ভৌত B) রাসায়নিক C) উভয়ই D) কোনোটিই নয় সঠিক উত্তর: উভয়ই 04. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল— A) নিকেল B) রুপা C) আইরন D)  কোনোটিই নয় সঠিক উত্তর: নিকেল 05. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি হল — A) গ্রাফাইট B) হীরক C) গ্যাস-কার্বন D) কোনোটিই নয় সঠিক উত্তর: হীরক 06. স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটির প্রবক্তা কে ? A) অ্যাভোগাড্রো B) বয়েল C) চার্লস D) ডালটন সঠিক উত্তর: চার্লস 07. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম হল— A) ইথার B) মিথেন C) ইউরিয়া D) বেঞ্জিন সঠিক উত্তর: ইউরিয়া 08. মার্স গ্যাসে নিচের কোনটি থাকে ? A) ইথেন B) মিথেন C) প্রোপেন D) অ্যাসিটিলিন সঠিক উত্তর: মিথেন 09. মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ? A) নাইট্রিক অ্যাসিড B) সালফিউরিক অ্যাসিড C) হাইড্রোক্লোরিক অ্যাসিড D) কোনোটিই নয় সঠিক উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড 10. সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে ? A) হলুদ B) লাল C) সবুজ D) কমলা সঠিক উত্তর: হলুদ 11. গ্রীনহাউস প্রভাব কী ? A) ওজোন স্তর বেড়ে যাওয়া B) কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়া C) ওজোন স্তর কমে যাওয়া D) পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া সঠিক উত্তর: পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়া 12. পেট্রোলের রাসায়নিক নাম হল— A) ইথার B) ইথিলিন C) গ্যাসোলিন D) ডিজেল সঠিক উত্তর: গ্যাসোলিন 13. কাপড় কাচার সোডা হল— A) সোডিয়াম হাইড্রোক্সাইড B) সোডিয়াম কার্বনেট C) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড D) সোডিয়াম বাই-কার্বনেট সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট 14. অ্যামালগাম বা পারদ সংকরের একটি নিশ্চিত উপাদান হল— A) নিকেল B) আয়রন C) পারদ D) অ্যালুমিনিয়াম সঠিক উত্তর: পারদ 15. ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয় ? A) ইথিলিন B) মিথেন C) ইথেন D) কোনোটিই নয় সঠিক উত্তর: ইথিলিন 16. ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলে ? A) দস্তালেপন B) তড়িৎ লেপন C) গ্যালভানাইজেশন D) ভালকানাইজেশন সঠিক উত্তর: গ্যালভানাইজেশন 17. পিতলের উপাদান হলো— A) তামা ও টিন B) তামা ও রুপা C) তামা ও দস্তা D) রুপা ও দস্তা সঠিক উত্তর: তামা ও দস্তা 18. তরল অধাতু কোনটি ? A) ব্রোমিন B) বোরণ C) কার্বন D) আয়োডিন সঠিক উত্তর: ব্রোমিন 19. তড়িৎপ্রবাহের ব্যবহারিক একক হল— A) ভোল্ট B) কুলম্ব C) ওহম D) অ্যামপিয়ার সঠিক উত্তর: অ্যামপিয়ার 20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি ? A) গ্রাফাইট B) তামা C) টাংস্টেন D) প্লাটিনাম সঠিক উত্তর: টাংস্টেন 21. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল— A) খর জল B) মৃদু জল C) পাতিত জল D) বিশুদ্ধ জল সঠিক উত্তর: মৃদু জল 22. বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে—এর প্রবক্তা কে ? A) গ্যালিলিও B) নিউটন C) কেপলার D) আইনস্টাইন সঠিক উত্তর: নিউটন 23. আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের সেটি হল— A) অ্যালকোহল B) কেরোসিন C) জল D) পারদ সঠিক উত্তর: জল 24. নিচের কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় ? A) ক্রোমিয়াম B) প্যালাডিয়াম C) টাইটানিয়াম D) কোনোটিই নয় সঠিক উত্তর: টাইটানিয়াম 25. জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কী পরিবর্তন হয় ? A) বাড়তে থাকে B) কমতে থাকে C) একই থাকে D) কমবেশি হয় সঠিক উত্তর: একই থাকে

No comments:

Post a Comment