সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 50 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 50 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 50
01. একটি অফিসের অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কী বলে ?
A) WAN
B) MAN
C) BAN
D) LAN
সঠিক উত্তর: LAN
02. প্রটোকল হল—
A) একটি বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম
B) একটি বিশেষ ধরনের নেটওয়ার্ক
C) নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়ম
D) সার্ভারের ডেটার ব্যাকআপ নেওয়ার নিয়ম
সঠিক উত্তর: নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়ম
03. ভারতবর্ষের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় ?
A) নিউ দিল্লী
B) মুম্বাই
C) হায়দ্রাবাদ
D) ব্যাঙ্গালোর
সঠিক উত্তর: ব্যাঙ্গালোর
04. ভারতের কোন সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় ?
A) ইন্ডিয়ান এক্সপ্রেস
B) হিন্দুস্তান টাইমস
C) দ্য হিন্দু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: দ্য হিন্দু
05. প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ?
A) C
B) COBOL
C) FORTRAN
D) Basic
সঠিক উত্তর: FORTRAN
06. ভারতের প্রথম কম্পিউটেরাইজড গ্রাম ভেল্লানাদ কোন রাজ্যে অবস্থিত ?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) অন্ধ্রপ্রদেশ
D) কেরালা
সঠিক উত্তর: কেরালা
07. কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয় ?
A) ২ ডিসেম্বর
B) ১২ ডিসেম্বর
C) ১২ জানুয়ারি
D) ২ জানুয়ারি
সঠিক উত্তর: ২ ডিসেম্বর
08. ভারতের প্রথম সুপারকম্পিউটার কোনটি, যেটি ন্যাশনাল অ্যারোনটিক্স ল্যাবরেটরীজ তৈরি করেছে ?
A) Siddharth
B) Pace
C) Param
D) Flosolver
সঠিক উত্তর: Flosolver
09. প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি ?
A) ENIAC
B) EDSAC
C) UNIVAC
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ENIAC
10. 'কোশ' শব্দটি প্রথম ব্যবহার করেন—
A) বয়েল
B) ভিরচাউ
C) রবার্ট হুক
D) ভোল্টা
সঠিক উত্তর: রবার্ট হুক
11. সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণীকোশহল—
A) স্নায়ুকোশ
B) ভাজক কোশ
C) পেশিকোশ
D) সংযোজক কোশ
সঠিক উত্তর: স্নায়ুকোশ
12. কোশপ্রাচীর থাকে—
A) সোয়ান কোশে
B) প্রাণী কোশে
C) উদ্ভিদ কোশে
D) সব কোশে
সঠিক উত্তর: উদ্ভিদ কোশে
13. কোন দিকে কোষের শক্তিঘর বলা হয় ?
A) রাইবোজোম
B) ক্লোরোফিল
C) সাইটোপ্লাজম
D) মাইটোকনন্ড্রিয়া
সঠিক উত্তর: মাইটোকনন্ড্রিয়া
14. নিচের কোন দিকে 'আত্মঘাতী থলি' বলা হয় ?
A) লাইসোজোম
B) রাইবোজোম
C) গলগিবডি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লাইসোজোম
15. নিজের কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোশ বাঁচতে পারে না ?
A) নিউক্লিয়াস
B) ডেসমোজাম
C) রাইবোজোম
D) প্লাসটিড
সঠিক উত্তর: রাইবোজোম
16. কম্পিউটার কে দিয়ে কোন কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণভাবে করা হয় তাকে কি বলা হয় ?
A) কমপাইলার
B) লিংকার
C) অ্যালগরিদম
D) সবগুলি ঠিক
সঠিক উত্তর: অ্যালগরিদম
17. নিচের পণ্ডিত চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ ?
A) Basic
B) Pascal
C) SQL
D) C
সঠিক উত্তর: SQL
18. ডেটা কে প্রসেস করে যা পাওয়া যায় সেটি কী ?
A) ইনফরমেশন
B) মৌলিক ডেটা
C) একটি প্রসেস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইনফরমেশন
19. কম্পিউটারে সমস্ত এটাই আসলে ?
A) গ্রাফিক ডেটা
B) অক্ষর ডেটা
C) ডিজিটাল ডেটা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ডিজিটাল ডেটা
20. কোন প্যারাগ্রাফের উপর ট্রিপল ক্লিক করলে কী সিলেক্ট হয় ?
A) প্রথম লাইন
B) শেষ লাইন
C) পুরো প্যারাগ্রাফ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: পুরো প্যারাগ্রাফ
21. নিচের কোনটি আউটপুট ইউনি ?
A) স্ক্যানার
B) মাউস
C) প্লটার
D) টাচ প্যাড
সঠিক উত্তর: প্লটার
22. কোন প্রিন্টারে ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো ?
A) থার্মাল
B) ইনক জেট
C) লেসার
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লেসার
23. নিচের গণ্ডি লজিক গেট নয় ?
A) AND
B) OR
C) IF
D) NOT
সঠিক উত্তর: IF
24. কে সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিতের প্রথম প্রয়োগ করেন ?
A) ক্লদ শ্যানন
B) ওয়াল্টার বথ
C) রিচার্ড স্যুমান
D) জর্জ বুলিয়ান
সঠিক উত্তর: ক্লদ শ্যানন
25. কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না ?
A) TTL
B) SMPS
C) CMOS
D) MOSFET
সঠিক উত্তর: SMPS
Read more :: General knowledge question answer part 49
No comments:
Post a Comment