General knowledge question answer part 52 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 52 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 52 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 52
01. মানুষের রক্তে অক্সিজেনের বাহ কে ?
A) লোহিতকনিকা
B) হিমোগ্লোবিন
C) শ্বেতকনিকা
D) লসিকা
সঠিক উত্তর: হিমোগ্লোবিন
02. নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না ?
A) রেনিন
B) পেপসিন
C) ট্রিপসিন
D) কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: রেনিন
03. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল—
A) লাইকেন
B) মনোট্রোপা
C) রাস্না
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: লাইকেন
04. বাষ্পমোচন বেশি হয় কখন ?
A) শরৎকালে
B) বর্ষাকালে
C) গ্রীষ্মকালে
D) শীতকাল
সঠিক উত্তর: গ্রীষ্মকালে
05. প্রধান শ্বসনবস্তূ কী ?
A) লিপিড
B) সুক্রোজ
C) গ্লুকোজ
D) শ্বেতসার
সঠিক উত্তর: গ্লুকোজ
06. একক শর্করাকে কী বলা হয় ?
A) মনোস্যাকারাইড
B) পলিস্যাকারাইড
C) ডাইস্যাকারাইড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মনোস্যাকারাইড
07. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ?
A) A
B) C
C) D
D) B
সঠিক উত্তর: C
08. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ?
A) B
B) C
C) E
D) A
সঠিক উত্তর: B
09. নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য ?
A) K
B) P
C) C
D) B
সঠিক উত্তর: K
10. চিংড়ির রক্ত রঞ্জক কী ?
A) হিমোগ্লোবিন
B) হিমোসায়ানিন
C) মায়োগ্লোবিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হিমোসায়ানিন
11. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো—
A) ডলোমাইট
B) ম্যাগনেটাইট
C) ক্যালামাইন
D) জিপসাম
সঠিক উত্তর: ডলোমাইট
12. ভারত ছাড়া অবর তরল ধাতু হল—
A) জার্মেনিয়াম
B) রেডিয়াম
C) প্যালাডিয়াম
D) গ্যালিয়াম
সঠিক উত্তর: গ্যালিয়াম
13. গ্লোবার সল্টের রাসায়নিক নাম হল—
A) সোডিয়াম সালফেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম কার্বনেট
D) সোডিয়াম নাইট্রেট
সঠিক উত্তর: সোডিয়াম সালফেট
14. কোনটি বারুদের উপাদান নয় ?
A) সিসা
B) চারকোল
C) সালফার
D) এর কোনোটিই নয়
সঠিক উত্তর: সিসা
15. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি ?
A) সিলভার
B) সোডিয়াম
C) জিঙ্ক
D) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর: সোডিয়াম
16. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না ?
A) অ্যালুমিনিয়াম
B) তামা
C) জিংক
D) সিলভার
সঠিক উত্তর: তামা
17. নিজের কোনটি টাইপ মেটালের উপাদান ?
A) তামা
B) সিসা
C) দস্তা
D) লোহা
সঠিক উত্তর: সিসা
18. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
A) সোডিয়াম
B) হিলিয়াম
C) নিয়ন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সোডিয়াম
19. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
A) মিথেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হাইড্রোজেন
সঠিক উত্তর: মিথেন
20. ক্যাথোড রশ্মিতে যে তরিদাহিত কণিকা থাকে তা কী ?
A) প্রোটন
B) ইলেকট্রন
C) পজিট্রন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইলেকট্রন
21. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?
A) পিট
B) অ্যানথ্রাসাইট
C) বিটুমিনাস
D) লিগনাইট
সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট
22. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি ?
A) ইথিলিন
B) ইথেন
C) মিথেন
D) প্রোপেন
সঠিক উত্তর: মিথেন
23. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি
হল—
A) মিথেন
B) ইথেন
C) ইথিলিন
D) অ্যাসিটিলিন
সঠিক উত্তর: অ্যাসিটিলিন
24. ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
A) ক্যালশিয়াম
B) জিংক
C) অ্যালুমিনিয়াম
D) ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর: জিংক
25. সোনার অলংকার তৈরীর সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কী মেশানো হয় ?
A) তামা
B) রুপা
C) দস্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তামা
Read more :: general knowledge question answer part 51
No comments:
Post a Comment