Breaking

Monday, July 15, 2024

General knowledge question answer part 52

General knowledge question answer part 52
General knowledge question answer part 52

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 52 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 52 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 52

01. মানুষের রক্তে অক্সিজেনের বাহ কে ? A) লোহিতকনিকা B) হিমোগ্লোবিন C) শ্বেতকনিকা D) লসিকা সঠিক উত্তর: হিমোগ্লোবিন 02. নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না ? A) রেনিন B) পেপসিন C) ট্রিপসিন D) কাইমোট্রিপসিন সঠিক উত্তর: রেনিন 03. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল— A) লাইকেন B) মনোট্রোপা C) রাস্না D) কোনোটিই নয় সঠিক উত্তর: লাইকেন 04. বাষ্পমোচন বেশি হয় কখন ? A) শরৎকালে B) বর্ষাকালে C) গ্রীষ্মকালে D) শীতকাল সঠিক উত্তর: গ্রীষ্মকালে 05. প্রধান শ্বসনবস্তূ কী ? A) লিপিড B) সুক্রোজ C) গ্লুকোজ D) শ্বেতসার সঠিক উত্তর: গ্লুকোজ 06. একক শর্করাকে কী বলা হয় ? A) মনোস্যাকারাইড B) পলিস্যাকারাইড C) ডাইস্যাকারাইড D) কোনোটিই নয় সঠিক উত্তর: মনোস্যাকারাইড 07. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয় ? A) A B) C C) D D) B সঠিক উত্তর: C 08. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য ? A) B B) C C) E D) A সঠিক উত্তর: B 09. নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থের দ্রব্য ? A) K B) P C) C D) B সঠিক উত্তর: K 10. চিংড়ির রক্ত রঞ্জক কী ? A) হিমোগ্লোবিন B) হিমোসায়ানিন C) মায়োগ্লোবিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: হিমোসায়ানিন 11. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো— A) ডলোমাইট B) ম্যাগনেটাইট C) ক্যালামাইন D) জিপসাম সঠিক উত্তর: ডলোমাইট 12. ভারত ছাড়া অবর তরল ধাতু হল— A) জার্মেনিয়াম B) রেডিয়াম C) প্যালাডিয়াম D) গ্যালিয়াম সঠিক উত্তর: গ্যালিয়াম 13. গ্লোবার সল্টের রাসায়নিক নাম হল— A) সোডিয়াম সালফেট B) সোডিয়াম ক্লোরাইড C) সোডিয়াম কার্বনেট D) সোডিয়াম নাইট্রেট সঠিক উত্তর: সোডিয়াম সালফেট 14. কোনটি বারুদের উপাদান নয় ? A) সিসা B) চারকোল C) সালফার D) এর কোনোটিই নয় সঠিক উত্তর: সিসা 15. জল দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কি ? A) সিলভার B) সোডিয়াম C) জিঙ্ক D) অ্যালুমিনিয়াম সঠিক উত্তর: সোডিয়াম 16. কোন ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না ? A) অ্যালুমিনিয়াম B) তামা C) জিংক D) সিলভার সঠিক উত্তর: তামা 17. নিজের কোনটি টাইপ মেটালের উপাদান ? A) তামা B) সিসা C) দস্তা D) লোহা সঠিক উত্তর: সিসা 18. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ? A) সোডিয়াম B) হিলিয়াম C) নিয়ন D) কোনোটিই নয় সঠিক উত্তর: সোডিয়াম 19. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ? A) মিথেন B) অক্সিজেন C) নাইট্রোজেন D) হাইড্রোজেন সঠিক উত্তর: মিথেন 20. ক্যাথোড রশ্মিতে যে তরিদাহিত কণিকা থাকে তা কী ? A) প্রোটন B) ইলেকট্রন C) পজিট্রন D) কোনোটিই নয় সঠিক উত্তর: ইলেকট্রন 21. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ? A) পিট B) অ্যানথ্রাসাইট C) বিটুমিনাস D) লিগনাইট সঠিক উত্তর: অ্যানথ্রাসাইট 22. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি ? A) ইথিলিন B) ইথেন C) মিথেন D) প্রোপেন সঠিক উত্তর: মিথেন 23. কার্বাইড গ্যাসবাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হল— A) মিথেন B) ইথেন C) ইথিলিন D) অ্যাসিটিলিন সঠিক উত্তর: অ্যাসিটিলিন 24. ক্যালামাইন কোন মৌলের আকরিক ? A) ক্যালশিয়াম B) জিংক C) অ্যালুমিনিয়াম D) ম্যাগনেসিয়াম সঠিক উত্তর: জিংক 25. সোনার অলংকার তৈরীর সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কী মেশানো হয় ? A) তামা B) রুপা C) দস্তা D) কোনোটিই নয় সঠিক উত্তর: তামা

No comments:

Post a Comment