সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 55 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 55 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 55
01. মানব দেহের ___ থেকে ইনসুলিন ক্ষরিত হয় ?
A) পিটুইটারি
B) ত্বক
C) মস্তিষ্ক
D) হাইপোথ্যালামাস
সঠিক উত্তর: হাইপোথ্যালামাস
02. জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
A) মেন্ডেল
B) ডারউইন
C) অ্যারিস্টটল
D) ডালটন
সঠিক উত্তর: অ্যারিস্টটল
03. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ?
A) 45
B) 55
C) 35
D) 40
সঠিক উত্তর: 45
04. ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে কী রোগ দেখা দিতে পারে ?
A) রিকেট
B) বেরিবেরি
C) স্কার্ভি
D) রাতকানা
সঠিক উত্তর: রিকেট
05. অ্যাপেন্ডিক্স মানবশরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ?
A) বৃহদন্ত্র
B) যকৃৎ
C) পীওনালী
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদন্ত্র
06. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) উভয়ই
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফ্লোয়েম
07. মানুষের কঙ্কালতন্ত্রে মোট হাড়ের সংখ্যা কত ?
A) 206
B) 260
C) 106
D) 226
সঠিক উত্তর: 206
08. মানবদেহের নিচের কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় ?
A) A
B) K
C) D
D) C
সঠিক উত্তর: D
09. একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ—
A) 5 লিটার
B) 4 লিটার
C) 10 লিটার
D) 8 লিটার
সঠিক উত্তর: 5 লিটার
10. বস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কী বলা হয় ?
A) ফনা
B) নেকটন
C) বেনথস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ফনা
11. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল—
A) অ্যামিবা
B) প্যারামিসিয়াম
C) ইউগ্লিনা
D) তারামাছ
সঠিক উত্তর: ইউগ্লিনা
12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ?
A) ভাজক কলা
B) মেসোফিল কলা
C) সংবহন কলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: মেসোফিল কলা
13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) কার্বন
সঠিক উত্তর: কার্বন
14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?
A) বৃক্ক
B) হৃদপিন্ড
C) যকৃৎ
D) মূত্রথলি
সঠিক উত্তর: যকৃৎ
15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ?
A) ক্যান্সার
B) AIDS
C) যক্ষা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: AIDS
16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ?
A) শৈবাল
B) ছত্রাক
C) ব্যাকটেরিয়া
D) মস
সঠিক উত্তর: ছত্রাক
17. বংশগতির একক কী ?
A) জনন কোশ
B) নেফ্রন
C) জাইগোট
D) জিন
সঠিক উত্তর:
18. কাকের রাসায়নিক দূত বলা হয় ?
A) উৎসেচক
B) হরমোন
C) শুক্রাণু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: হরমোন
19. 'গুপ্তাব্দ'-কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) জীবিতগুপ্ত
C) সমুদ্রগুপ্ত
D) প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত
20. হরিষেণ কার সভাকবি ছিলেন ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত
21. 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ?
A) নাগসেন
B) অশ্বঘোষ
C) সমুদ্রগুপ্ত
D) হরিষেণ
সঠিক উত্তর: হরিষেণ
22. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
A) সমুদ্রগুপ্তকে
B) কনিষ্ককে
C) হর্ষবর্ধনকে
D) স্কন্দগুপ্তকে
সঠিক উত্তর: সমুদ্রগুপ্তকে
23. বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হলো—
A) ভারতের নেপোলিয়ন
B) সাহসাঙ্ক
C) সম্রাট
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাহসাঙ্ক
24. ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ?
A) কুমারগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
25. কারা রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) কুমার গুপ্ত
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Read more :: General knowledge question answer part 54
No comments:
Post a Comment