Breaking

Tuesday, July 16, 2024

General knowledge question answer part 55

General knowledge question answer part 55
 
General knowledge question answer part 55

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 55 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 55 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 55

01. মানব দেহের ___ থেকে ইনসুলিন ক্ষরিত হয় ? A) পিটুইটারি B) ত্বক C) মস্তিষ্ক D) হাইপোথ্যালামাস সঠিক উত্তর: হাইপোথ্যালামাস 02. জীববিদ্যার জনক কাকে বলা হয় ? A) মেন্ডেল B) ডারউইন C) অ্যারিস্টটল D) ডালটন সঠিক উত্তর: অ্যারিস্টটল 03. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ? A) 45 B) 55 C) 35 D) 40 সঠিক উত্তর: 45 04. ক্যালসিয়ামের অভাবে প্রাণীদেহে কী রোগ দেখা দিতে পারে ? A) রিকেট B) বেরিবেরি C) স্কার্ভি D) রাতকানা সঠিক উত্তর: রিকেট 05. অ্যাপেন্ডিক্স মানবশরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে ? A) বৃহদন্ত্র B) যকৃৎ C) পীওনালী D) কোনোটিই নয় সঠিক উত্তর: বৃহদন্ত্র 06. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ? A) জাইলেম B) ফ্লোয়েম C) উভয়ই D) কোনোটিই নয় সঠিক উত্তর: ফ্লোয়েম 07. মানুষের কঙ্কালতন্ত্রে মোট হাড়ের সংখ্যা কত ? A) 206 B) 260 C) 106 D) 226 সঠিক উত্তর: 206 08. মানবদেহের নিচের কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় ? A) A B) K C) D D) C সঠিক উত্তর: D 09. একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের পরিমাণ— A) 5 লিটার B) 4 লিটার C) 10 লিটার D) 8 লিটার সঠিক উত্তর: 5 লিটার 10. বস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কী বলা হয় ? A) ফনা B) নেকটন C) বেনথস D) কোনোটিই নয় সঠিক উত্তর: ফনা 11. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল— A) অ্যামিবা B) প্যারামিসিয়াম C) ইউগ্লিনা D) তারামাছ সঠিক উত্তর: ইউগ্লিনা 12. সালোকসংশ্লেষ পাতার যে কলায় সংঘটিত হয় তার নাম কী ? A) ভাজক কলা B) মেসোফিল কলা C) সংবহন কলা D) কোনোটিই নয় সঠিক উত্তর: মেসোফিল কলা 13. মানব দেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে আছে ? A) হাইড্রোজেন B) অক্সিজেন C) নাইট্রোজেন D) কার্বন সঠিক উত্তর: কার্বন 14. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ? A) বৃক্ক B) হৃদপিন্ড C) যকৃৎ D) মূত্রথলি সঠিক উত্তর: যকৃৎ 15. ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি ? A) ক্যান্সার B) AIDS C) যক্ষা D) কোনোটিই নয় সঠিক উত্তর: AIDS 16. পেনিসিলিয়াম কোন শ্রেণিভুক্ত ? A) শৈবাল B) ছত্রাক C) ব্যাকটেরিয়া D) মস সঠিক উত্তর: ছত্রাক 17. বংশগতির একক কী ? A) জনন কোশ B) নেফ্রন C) জাইগোট D) জিন সঠিক উত্তর:  18. কাকের রাসায়নিক দূত বলা হয় ? A) উৎসেচক B) হরমোন C) শুক্রাণু D) কোনোটিই নয় সঠিক উত্তর: হরমোন 19. 'গুপ্তাব্দ'-কে প্রচলন করেন ? A) কুমারগুপ্ত B) জীবিতগুপ্ত C) সমুদ্রগুপ্ত D) প্রথম চন্দ্রগুপ্ত সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত 20. হরিষেণ কার সভাকবি ছিলেন ? A) কনিষ্ক B) সমুদ্রগুপ্ত C) প্রথম চন্দ্রগুপ্ত D) কোনোটিই নয় সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 21. 'এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ? A) নাগসেন B) অশ্বঘোষ C) সমুদ্রগুপ্ত D) হরিষেণ সঠিক উত্তর: হরিষেণ 22. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ? A) সমুদ্রগুপ্তকে B) কনিষ্ককে C) হর্ষবর্ধনকে D) স্কন্দগুপ্তকে সঠিক উত্তর: সমুদ্রগুপ্তকে 23. বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হলো— A) ভারতের নেপোলিয়ন B) সাহসাঙ্ক C) সম্রাট D) কোনোটিই নয় সঠিক উত্তর: সাহসাঙ্ক 24. ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ? A) কুমারগুপ্ত B) সমুদ্রগুপ্ত C) প্রথম চন্দ্রগুপ্ত D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত 25. কারা রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন ? A) সমুদ্রগুপ্ত B) প্রথম চন্দ্রগুপ্ত C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত D) কুমার গুপ্ত সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

No comments:

Post a Comment