Breaking

Friday, July 19, 2024

General knowledge question answer part 56

General knowledge question answer part 56
General knowledge question answer part 56
সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 56 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 56 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 56

01. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
A) মৌর্য
B) পুরু
C) শুঙ্গ
D) হর্সঙ্ক
সঠিক উত্তর: হর্সঙ্ক

02. বিম্বিসারের উপাধি কী ছিল ?
A) শ্রেনিক
B) পরাক্রমাঙ্ক
C) কুনিক
D) অমিত্রঘাত
সঠিক উত্তর: শ্রেনিক

03. বিম্বিসারের পুত্রের নাম ছিল—
A) অশোক
B) শিশুনাগ
C) বিন্দুসার
D) আজাতশত্রু
সঠিক উত্তর: আজাতশত্রু

04. আজাত শত্রু কোন উপাধি ধারণ করেন ?
A) পরাক্রমাঙ্ক
B) কুণিক
C) অপ্রতিরথ
D)  কোনটিই নয়
সঠিক উত্তর: কুণিক

05. হর্সঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
A) কুমারিল ভট্ট
B) নাগদশক
C) আজাতশত্রু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নাগদশক

06. 'বিক্রমাঙ্কদেবচরিত' কে রচনা করেছিলেন ?
A) নাগার্জুন
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: বিলহন

07. পটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
A) নাগদশক
B) বিম্বিসার
C) উদয় বা উদয়ভদ্র
D) কাকবর্ণ
সঠিক উত্তর: উদয় বা উদয়ভদ্র

08. নন্দ বংশের শেষ রাজা কে ?
A) চাণক্য
B) ধননন্দ
C) মহাপদ্মনন্দ
D) প্রদ্যোত
সঠিক উত্তর: ধননন্দ

09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার

10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত

11. 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ' উপাধি কে গ্রহণ করেন ?
A) গোপাল
B) দেবপাল
C) রামপাল
D) ধর্মপাল
সঠিক উত্তর: ধর্মপাল

12. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?
A) তক্ষশিলা
B) নালন্দা
C) বিক্রমশীলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তক্ষশিলা

13. বাংলাদেশের কৌলিন্য প্রথার প্রবর্তক—
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) শশাঙ্ক
D) বিজয় সেন
সঠিক উত্তর: বল্লাল সেন

14. বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ?
A) হর্ষবর্ধন
B) বল্লাল সেন
C) ধর্মপাল
D) দেব পাল
সঠিক উত্তর: ধর্মপাল

15. সোমপুরি, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
A) ধর্মপাল
B) সমুদ্রগুপ্ত
C) দেবপাল
D) মহীপাল
সঠিক উত্তর: ধর্মপাল

16. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
A) তক্ষশীলা
B) নালন্দা
C) সোমপুরী
D) বিক্রমশিলা
সঠিক উত্তর: নালন্দা

17. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ?
A) বিক্রমাদিত্য
B) বিম্বিসার
C) অশোক
D) ধর্মপাল
সঠিক উত্তর: অশোক

18. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লোক ?
A) কুষান
B) গুপ্ত
C) মৌর্য
D) পুষ্যভূতি
সঠিক উত্তর: গুপ্ত

19. মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
A) পাঞ্জাব
B) রাজগীর
C) মোরাথান
D) দেবগিরি
সঠিক উত্তর: দেবগিরি

20. দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে ?
A) জাফর খাঁ
B) খিজির খাঁ
C) ফতে খাঁ
D) নসরতৎ শাহ
সঠিক উত্তর: খিজির খাঁ

21. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ?
A) কাবুল
B) খোরাসান
C) ফরগনা
D) সমরখন্দ
সঠিক উত্তর: ফরগনা

22. শেরশাহের প্রকৃত নাম কী ?
A) শের খাঁ 
B) ফরিদ খাঁ 
C) আজম খাঁ 
D) ফরিদ শাহ
সঠিক উত্তর: ফরিদ খাঁ 

23. কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় ?
A) কালিঞ্জর
B) চিতোর
C) চান্দেরী
D) চুনার
সঠিক উত্তর: কালিঞ্জর

24. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
A) আকবর
B) বাবর
C) শেরশাহ
D) শাহজাহান 
সঠিক উত্তর: শেরশাহ

25. ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের—
A) হিন্দু সেনাপতি
B) সভাকবি
C) ভাই
D) সভাসদ 
সঠিক উত্তর: হিন্দু সেনাপতি



No comments:

Post a Comment