General knowledge question answer part 56 |
General knowledge question answer part 56
01. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
A) মৌর্য
B) পুরু
C) শুঙ্গ
D) হর্সঙ্ক
সঠিক উত্তর: হর্সঙ্ক
02. বিম্বিসারের উপাধি কী ছিল ?
A) শ্রেনিক
B) পরাক্রমাঙ্ক
C) কুনিক
D) অমিত্রঘাত
সঠিক উত্তর: শ্রেনিক
03. বিম্বিসারের পুত্রের নাম ছিল—
A) অশোক
B) শিশুনাগ
C) বিন্দুসার
D) আজাতশত্রু
সঠিক উত্তর: আজাতশত্রু
04. আজাত শত্রু কোন উপাধি ধারণ করেন ?
A) পরাক্রমাঙ্ক
B) কুণিক
C) অপ্রতিরথ
D) কোনটিই নয়
সঠিক উত্তর: কুণিক
05. হর্সঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ?
A) কুমারিল ভট্ট
B) নাগদশক
C) আজাতশত্রু
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: নাগদশক
06. 'বিক্রমাঙ্কদেবচরিত' কে রচনা করেছিলেন ?
A) নাগার্জুন
B) বিলহন
C) কলহন
D) ধোয়ী
সঠিক উত্তর: বিলহন
07. পটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
A) নাগদশক
B) বিম্বিসার
C) উদয় বা উদয়ভদ্র
D) কাকবর্ণ
সঠিক উত্তর: উদয় বা উদয়ভদ্র
08. নন্দ বংশের শেষ রাজা কে ?
A) চাণক্য
B) ধননন্দ
C) মহাপদ্মনন্দ
D) প্রদ্যোত
সঠিক উত্তর: ধননন্দ
09. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন ?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B) বিম্বিসার
C) বিন্দুসার
D) স্কন্দগুপ্ত
সঠিক উত্তর: বিন্দুসার
10. বিন্দুসার কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রঘাত
B) একরাট
C) ভারতের রক্ষাকর্তা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অমিত্রঘাত
11. 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ' উপাধি কে গ্রহণ করেন ?
A) গোপাল
B) দেবপাল
C) রামপাল
D) ধর্মপাল
সঠিক উত্তর: ধর্মপাল
12. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?
A) তক্ষশিলা
B) নালন্দা
C) বিক্রমশীলা
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তক্ষশিলা
13. বাংলাদেশের কৌলিন্য প্রথার প্রবর্তক—
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) শশাঙ্ক
D) বিজয় সেন
সঠিক উত্তর: বল্লাল সেন
14. বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ?
A) হর্ষবর্ধন
B) বল্লাল সেন
C) ধর্মপাল
D) দেব পাল
সঠিক উত্তর: ধর্মপাল
15. সোমপুরি, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ?
A) ধর্মপাল
B) সমুদ্রগুপ্ত
C) দেবপাল
D) মহীপাল
সঠিক উত্তর: ধর্মপাল
16. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
A) তক্ষশীলা
B) নালন্দা
C) সোমপুরী
D) বিক্রমশিলা
সঠিক উত্তর: নালন্দা
17. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ?
A) বিক্রমাদিত্য
B) বিম্বিসার
C) অশোক
D) ধর্মপাল
সঠিক উত্তর: অশোক
18. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লোক ?
A) কুষান
B) গুপ্ত
C) মৌর্য
D) পুষ্যভূতি
সঠিক উত্তর: গুপ্ত
19. মহম্মদ-বিন-তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
A) পাঞ্জাব
B) রাজগীর
C) মোরাথান
D) দেবগিরি
সঠিক উত্তর: দেবগিরি
20. দিল্লিতে সৈয়দ বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে ?
A) জাফর খাঁ
B) খিজির খাঁ
C) ফতে খাঁ
D) নসরতৎ শাহ
সঠিক উত্তর: খিজির খাঁ
21. বাবর তার পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ?
A) কাবুল
B) খোরাসান
C) ফরগনা
D) সমরখন্দ
সঠিক উত্তর: ফরগনা
22. শেরশাহের প্রকৃত নাম কী ?
A) শের খাঁ
B) ফরিদ খাঁ
C) আজম খাঁ
D) ফরিদ শাহ
সঠিক উত্তর: ফরিদ খাঁ
23. কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয় ?
A) কালিঞ্জর
B) চিতোর
C) চান্দেরী
D) চুনার
সঠিক উত্তর: কালিঞ্জর
24. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
A) আকবর
B) বাবর
C) শেরশাহ
D) শাহজাহান
সঠিক উত্তর: শেরশাহ
25. ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের—
A) হিন্দু সেনাপতি
B) সভাকবি
C) ভাই
D) সভাসদ
সঠিক উত্তর: হিন্দু সেনাপতি
Read more :: General knowledge question answer part 55
No comments:
Post a Comment