Breaking

Friday, July 19, 2024

General knowledge question answer part 57

General knowledge question answer part 57
General knowledge question answer part 57

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 57 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 57 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 57

01. হিমু ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় ? A) 1555 খ্রিস্টাব্দে B) 1526 খ্রিস্টাব্দে C) 1556 খ্রিস্টাব্দে D) 1575 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1556 খ্রিস্টাব্দে 02. হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ? A) মান সিংহ B) উদয় সিংহ C) সংগ্ৰাম সিংহ D) রানাপ্রতাপ সিংহ সঠিক উত্তর: রানাপ্রতাপ সিংহ 03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ? A) ওয়াজির B) মুনসেফ C) শিকদার-ই-শিকদারান D) দেওয়ান-ই-রামানত সঠিক উত্তর: ওয়াজির 04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ? A) ভকিল B) দেওয়ান C) মিরবক্সী D) সদর-ই-শিকদারান সঠিক উত্তর: দেওয়ান 05. আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হতো ? A) ভকিল B) ওয়াজির C) সুমালিক D) মীরবক্সী সঠিক উত্তর: ভকিল 06. মনসবদারি প্রথা কে প্রচলন করেন ? A) আকবর B) জাহাঙ্গীর C) শেরশাহ D) ঔরঙ্গজেব সঠিক উত্তর: আকবর 07. আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন ? A) প্রধানমন্ত্রী B) সুবাদার C) দেওয়ান D) মনসবদার সঠিক উত্তর: দেওয়ান 08. 'বিবি কা মকবরা' স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত ? A) নূরজাহান B) ঔরঙ্গজেবের স্ত্রী C) হুমায়ুনের বোন D) কোনোটিই নয় সঠিক উত্তর: ঔরঙ্গজেবের স্ত্রী 09. ভারতবর্ষে কোন মোগল সম্রাটের শৌধ নেই ? A) আকবর B) শাহজাহান C) জাহাঙ্গীর D) ঔরঙ্গজেব সঠিক উত্তর: জাহাঙ্গীর 10. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন ? A) শিবাজী B) আফজাল খাঁ C) শায়েস্তা খাঁ D) শম্ভুজি সঠিক উত্তর: শিবাজী 11. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ? A) 1815 খ্রিস্টাব্দে B) 1817 খ্রিস্টাব্দে C) 1813 খ্রিস্টাব্দে D) 1814 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে 12. জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কোনটি ? A) 1835 খ্রি. B) 1837 খ্রি‌‌. C) 1836 খ্রি. D) 1838 খ্রি. সঠিক উত্তর: 1835 খ্রি. 13. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ' প্রকাশিত হয়— A) 1812 খ্রি. B) 1818 খ্রি. C) 1832 খ্রি. D) 1813 খ্রি. সঠিক উত্তর: 1818 খ্রি. 14. 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ? A) লর্ড ক্যানিং B) লর্ড বেন্টিঙ্ক C) লর্ড কার্জন D) লর্ড ডালহৌসি সঠিক উত্তর: লর্ড ক্যানিং 15. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ? A) তিতুমীর B) লক্ষ্মীবাঈ C) মঙ্গল পান্ডে D) তাঁতিয়া টোপি সঠিক উত্তর: মঙ্গল পান্ডে 16. সীতার বনবাস, কথা মালা— বইগুলি কার সঙ্গে জড়িত ? A) দেবেন্দ্রনাথ B) রবীন্দ্রনাথ ঠাকুর C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর D) ডিরোজিও সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 17. আত্মারাম পান্ডুরঙ্গ কবে 'প্রার্থনা সমাজ' -এর প্রতিষ্ঠা করেন ? A) 1866 খ্রি. B) 1870 খ্রি. C) 1867 খ্রি. D) 1865 খ্রি. সঠিক উত্তর: 1867 খ্রি. 18. স্বামী দায়নন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ? A) প্রার্থনা সমাজ B) ব্রাহ্ম সমাজ C) আর্য সমাজ D) আত্মীয় সভা সঠিক উত্তর: আর্য সমাজ 19. 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটির রচয়িতা কে ? A) বল্লাল সেন B) লক্ষণ সেন C) উমাপতি D) ধোয়ী সঠিক উত্তর: বল্লাল সেন 20. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য 'পবনদূতম' কে রচনা করেন ? A) অনিরুদ্ধ ভট্ট B) উমাপতি ধর C) ধোয়ী D) হলায়ুধ সঠিক উত্তর: ধোয়ী 21. 'গীতগোবিন্দ' কে রচনা করেন ? A) উমাপতি ধর B) জয়দেব C) সর্বানন্দ D) শূলপাণি সঠিক উত্তর: জয়দেব 22. ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন ? A) গুপ্ত যুগ B) পাল যুগ C) সেন যুগ D) কুষাণ যুগ সঠিক উত্তর: পাল যুগ 23. হিন্দু আইন 'দায়ভাগ'-এর রচয়িতা কে ? A) লক্ষণ সেন B) জীমূতবাহন C) সর্বানন্দ D) হলায়ুধ সঠিক উত্তর: জীমূতবাহন 24. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ? A) ওড়িশা B) মহারাষ্ট্র C) রাজস্থানের আবু পাহাড় D) বিহার সঠিক উত্তর: রাজস্থানের আবু পাহাড় 25. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ? A) কর্ণাটক B) তাঞ্জোর C) পান্ড্য D) কোনোটিই নয় সঠিক উত্তর: তাঞ্জোর

No comments:

Post a Comment