General knowledge question answer part 57 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 57 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 57 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 57
01. হিমু ও আকবরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয় ?
A) 1555 খ্রিস্টাব্দে
B) 1526 খ্রিস্টাব্দে
C) 1556 খ্রিস্টাব্দে
D) 1575 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1556 খ্রিস্টাব্দে
02. হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
A) মান সিংহ
B) উদয় সিংহ
C) সংগ্ৰাম সিংহ
D) রানাপ্রতাপ সিংহ
সঠিক উত্তর: রানাপ্রতাপ সিংহ
03. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ?
A) ওয়াজির
B) মুনসেফ
C) শিকদার-ই-শিকদারান
D) দেওয়ান-ই-রামানত
সঠিক উত্তর: ওয়াজির
04. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত ?
A) ভকিল
B) দেওয়ান
C) মিরবক্সী
D) সদর-ই-শিকদারান
সঠিক উত্তর: দেওয়ান
05. আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হতো ?
A) ভকিল
B) ওয়াজির
C) সুমালিক
D) মীরবক্সী
সঠিক উত্তর: ভকিল
06. মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) শেরশাহ
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: আকবর
07. আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন ?
A) প্রধানমন্ত্রী
B) সুবাদার
C) দেওয়ান
D) মনসবদার
সঠিক উত্তর: দেওয়ান
08. 'বিবি কা মকবরা' স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত ?
A) নূরজাহান
B) ঔরঙ্গজেবের স্ত্রী
C) হুমায়ুনের বোন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ঔরঙ্গজেবের স্ত্রী
09. ভারতবর্ষে কোন মোগল সম্রাটের শৌধ নেই ?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: জাহাঙ্গীর
10. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন ?
A) শিবাজী
B) আফজাল খাঁ
C) শায়েস্তা খাঁ
D) শম্ভুজি
সঠিক উত্তর: শিবাজী
11. হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় ?
A) 1815 খ্রিস্টাব্দে
B) 1817 খ্রিস্টাব্দে
C) 1813 খ্রিস্টাব্দে
D) 1814 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1817 খ্রিস্টাব্দে
12. জাতীয় গ্রন্থাগারের স্থাপনকাল কোনটি ?
A) 1835 খ্রি.
B) 1837 খ্রি.
C) 1836 খ্রি.
D) 1838 খ্রি.
সঠিক উত্তর: 1835 খ্রি.
13. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ' প্রকাশিত হয়—
A) 1812 খ্রি.
B) 1818 খ্রি.
C) 1832 খ্রি.
D) 1813 খ্রি.
সঠিক উত্তর: 1818 খ্রি.
14. 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ?
A) লর্ড ক্যানিং
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড ক্যানিং
15. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
A) তিতুমীর
B) লক্ষ্মীবাঈ
C) মঙ্গল পান্ডে
D) তাঁতিয়া টোপি
সঠিক উত্তর: মঙ্গল পান্ডে
16. সীতার বনবাস, কথা মালা— বইগুলি কার সঙ্গে জড়িত ?
A) দেবেন্দ্রনাথ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) ডিরোজিও
সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
17. আত্মারাম পান্ডুরঙ্গ কবে 'প্রার্থনা সমাজ' -এর প্রতিষ্ঠা করেন ?
A) 1866 খ্রি.
B) 1870 খ্রি.
C) 1867 খ্রি.
D) 1865 খ্রি.
সঠিক উত্তর: 1867 খ্রি.
18. স্বামী দায়নন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ?
A) প্রার্থনা সমাজ
B) ব্রাহ্ম সমাজ
C) আর্য সমাজ
D) আত্মীয় সভা
সঠিক উত্তর: আর্য সমাজ
19. 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটির রচয়িতা কে ?
A) বল্লাল সেন
B) লক্ষণ সেন
C) উমাপতি
D) ধোয়ী
সঠিক উত্তর: বল্লাল সেন
20. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য 'পবনদূতম' কে রচনা করেন ?
A) অনিরুদ্ধ ভট্ট
B) উমাপতি ধর
C) ধোয়ী
D) হলায়ুধ
সঠিক উত্তর: ধোয়ী
21. 'গীতগোবিন্দ' কে রচনা করেন ?
A) উমাপতি ধর
B) জয়দেব
C) সর্বানন্দ
D) শূলপাণি
সঠিক উত্তর: জয়দেব
22. ধীমান ও বিতপাল কোন যুগের শিল্পী ছিলেন ?
A) গুপ্ত যুগ
B) পাল যুগ
C) সেন যুগ
D) কুষাণ যুগ
সঠিক উত্তর: পাল যুগ
23. হিন্দু আইন 'দায়ভাগ'-এর রচয়িতা কে ?
A) লক্ষণ সেন
B) জীমূতবাহন
C) সর্বানন্দ
D) হলায়ুধ
সঠিক উত্তর: জীমূতবাহন
24. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
A) ওড়িশা
B) মহারাষ্ট্র
C) রাজস্থানের আবু পাহাড়
D) বিহার
সঠিক উত্তর: রাজস্থানের আবু পাহাড়
25. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
A) কর্ণাটক
B) তাঞ্জোর
C) পান্ড্য
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: তাঞ্জোর
Read more :: General knowledge question answer part 56
No comments:
Post a Comment