Breaking

Tuesday, July 23, 2024

General knowledge question answer part 58

General knowledge question answer part 58
General knowledge question answer part 58

সুপ্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 58 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 58 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 58

01. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন ? A) 1905, 11 ডিসেম্বর B) 1905, 16 অক্টোবর C) 1911, 16 নভেম্বর D) 1905, 14 অক্টোবর সঠিক উত্তর: 1905, 16 অক্টোবর 02. বাংলার মুকুটহীন রাজা বলে অবিহিত হন কে ? A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় B) অরবিন্দ ঘোষ C) উমেশচন্দ্র বন্দোপাধ্যায় D) সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 03. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? A) কৃষ্ণকুমার মিত্র B) প্রমথনাথ মিত্র C) উপেন্দ্রনাথ দত্ত D) এরা কেউ নন সঠিক উত্তর: কৃষ্ণকুমার মিত্র 04. 'সন্ধ্যা' পত্রিকা কে প্রকাশ করেন ? A) অরবিন্দ ঘোষ B) ব্রহ্মবান্ধব উপাধ্যায় C) আনন্দমোহন বসু D) পুলিন বিহারী দাস সঠিক উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায় 05. কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল ? A) লর্ড কার্জন B) কিংসফোর্ড C) কার্জন ওয়াইলি D) সিম্পসন সঠিক উত্তর: কিংসফোর্ড 06. 'মিত্রমেলা' যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে হয় 'অভিনব ভারত' —তার প্রতিষ্ঠাতা কে ? A) বালগঙ্গাধর তিলক B) ভগৎ সিং C) বিনায়ক দামোদর সাভারকার D) বল্লভ ভাই প্যাটেল সঠিক উত্তর: বিনায়ক দামোদর সাভারকার 07. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে ? A) ১৯৩১, ১৮ এপ্রিল B) ১৯৩১, ২৯ এপ্রিল C) ১৯৩০, ১৮ এপ্রিল D) ১৯৩০, ২৯ এপ্রিল সঠিক উত্তর: ১৯৩০, ১৮ এপ্রিল 08. প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ? A) ১৯৩০, ১ জানুয়ারি B) ১৯৩০, ২৬ জানুয়ারি C) ১৯২৯, ৩১ ডিসেম্বর D) ১৯৩০, ১৫ আগস্ট সঠিক উত্তর: ১৯৩০, ২৬ জানুয়ারি 09. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে? A) ১৯৩০, ১২ মার্চ B) ১৯৩০, ২০ মার্চ C) ১৯৩১, ১২ মার্চ D) ১৯৩০, ১ নভেম্বর সঠিক উত্তর: ১৯৩০, ১২ মার্চ 10. খান আব্দুল গফফার খান কোন দলের নেতা ছিলেন ? A) গদর পার্টি B) মুসলিম লিগ C) কংগ্রেস D) খোদা-ই-খিদমৎগার সঠিক উত্তর: খোদা-ই-খিদমৎগার 11. অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন ? A) বিম্বিসার B) আজাতশত্রু C) চন্দ্রগুপ্ত মৌর্য D) বিন্দুসার সঠিক উত্তর: বিন্দুসার 12. অশোক নিচের কোন উপাধি নিয়েছিলেন ? A) অমিত্রমাত B) ধর্মাশোক C) প্রিয়দর্শী D) প্রজাহিতৈষী সঠিক উত্তর: প্রিয়দর্শী 13. 'চন্ডাশোক' কাকে বলা হয় ? A) পুষ্যমিত্র শুঙ্গ B) অশোক C) বৃহদ্রথ D) কোনোটিই নয় সঠিক উত্তর: বৃহদ্রথ 14. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ? A) 259 খ্রিস্টাব্দে B) 265 খ্রিস্টাব্দে C) 255 খ্রিস্টাব্দে D) 261 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 261 খ্রিস্টাব্দে 15. মৌর্য বংশের শেষ রাজা কে ? A) অশোক B) নাগ সেন C) বৃহদ্রথ D) কোনোটিই নয় সঠিক উত্তর: বৃহদ্রথ 16. 'সবে মুণিষে পজা মমা'-উক্তিটি কার ? A) বুদ্ধ B) বিম্বিসার C) অশোক D) মহাবীর সঠিক উত্তর: অশোক 17. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ? A) কৌটিল্য B) বসুমিত্র C) মতিল D) নাগ দত্ত সঠিক উত্তর: কৌটিল্য 18. ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ? A) চন্দ্রগুপ্ত মৌর্য B) সমুদ্র গুপ্ত C) প্রথম চন্দ্রগুপ্ত D) কেউ নন সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত 19. সুরেন্দ্রনাথ কর্তৃক 'ভারতসভা' কবে স্থাপিত হয় ? A) 1876 খ্রি. B) 1875 খ্রি. C) 1878 খ্রি. D) 1879 খ্রি. সঠিক উত্তর: 1876 খ্রি 20. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ? A) অক্ষয়কুমার দত্ত B) হরিশচন্দ্র মুখোপাধ্যায় C) কৃষ্ণকুমার মিত্র D) বসন্তকুমার ঘোষ সঠিক উত্তর: অক্ষয়কুমার দত্ত 21. 1920 সালে গঠিত ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ? A) বিপিনচন্দ্র পাল B) লালা রাজপথ রায় C) চিত্তরঞ্জন দাস D) ড. রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর: লালা রাজপথ রায় 22. 1946 খালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক গঠিত অন্তবর্তী সরকারের প্রধান কে ছিলেন ? A) মহাত্মা গান্ধি B) জওহরলাল নেহেরু C) ড. রাজেন্দ্র প্রসাদ D) মহম্মদ আলী জিন্নাহ সঠিক উত্তর: জওহরলাল নেহেরু 23. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ? A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় C) গোপালকৃষ্ণ গোখেল D) দাদাভাই নওরোজি সঠিক উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 24. নদিয়া চৌগাছার বিষ্ণুচরন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন ? A) নীল চাষের B) খাজনা দানের C) বিদেশি পণ্য ব্যবহারের D) বেগার শ্রমদানের সঠিক উত্তর: নীল চাষের 25. গণপতি উৎসব ও শিবাজী উৎসবের প্রবক্তা কে ? A) দামোদর সাভারকার B) রবীন্দ্রনাথ ঠাকুর C) বালকৃষ্ণ চাপেকর D) বালগঙ্গাধর তিলক সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment