General knowledge question answer part 58 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 58 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 58 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 58
01. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকারী করেন ?
A) 1905, 11 ডিসেম্বর
B) 1905, 16 অক্টোবর
C) 1911, 16 নভেম্বর
D) 1905, 14 অক্টোবর
সঠিক উত্তর: 1905, 16 অক্টোবর
02. বাংলার মুকুটহীন রাজা বলে অবিহিত হন কে ?
A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B) অরবিন্দ ঘোষ
C) উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
D) সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
03. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) কৃষ্ণকুমার মিত্র
B) প্রমথনাথ মিত্র
C) উপেন্দ্রনাথ দত্ত
D) এরা কেউ নন
সঠিক উত্তর: কৃষ্ণকুমার মিত্র
04. 'সন্ধ্যা' পত্রিকা কে প্রকাশ করেন ?
A) অরবিন্দ ঘোষ
B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
C) আনন্দমোহন বসু
D) পুলিন বিহারী দাস
সঠিক উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়
05. কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল ?
A) লর্ড কার্জন
B) কিংসফোর্ড
C) কার্জন ওয়াইলি
D) সিম্পসন
সঠিক উত্তর: কিংসফোর্ড
06. 'মিত্রমেলা' যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে হয় 'অভিনব ভারত' —তার প্রতিষ্ঠাতা কে ?
A) বালগঙ্গাধর তিলক
B) ভগৎ সিং
C) বিনায়ক দামোদর সাভারকার
D) বল্লভ ভাই প্যাটেল
সঠিক উত্তর: বিনায়ক দামোদর সাভারকার
07. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে ?
A) ১৯৩১, ১৮ এপ্রিল
B) ১৯৩১, ২৯ এপ্রিল
C) ১৯৩০, ১৮ এপ্রিল
D) ১৯৩০, ২৯ এপ্রিল
সঠিক উত্তর: ১৯৩০, ১৮ এপ্রিল
08. প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ?
A) ১৯৩০, ১ জানুয়ারি
B) ১৯৩০, ২৬ জানুয়ারি
C) ১৯২৯, ৩১ ডিসেম্বর
D) ১৯৩০, ১৫ আগস্ট
সঠিক উত্তর: ১৯৩০, ২৬ জানুয়ারি
09. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে?
A) ১৯৩০, ১২ মার্চ
B) ১৯৩০, ২০ মার্চ
C) ১৯৩১, ১২ মার্চ
D) ১৯৩০, ১ নভেম্বর
সঠিক উত্তর: ১৯৩০, ১২ মার্চ
10. খান আব্দুল গফফার খান কোন দলের নেতা ছিলেন ?
A) গদর পার্টি
B) মুসলিম লিগ
C) কংগ্রেস
D) খোদা-ই-খিদমৎগার
সঠিক উত্তর: খোদা-ই-খিদমৎগার
11. অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন ?
A) বিম্বিসার
B) আজাতশত্রু
C) চন্দ্রগুপ্ত মৌর্য
D) বিন্দুসার
সঠিক উত্তর: বিন্দুসার
12. অশোক নিচের কোন উপাধি নিয়েছিলেন ?
A) অমিত্রমাত
B) ধর্মাশোক
C) প্রিয়দর্শী
D) প্রজাহিতৈষী
সঠিক উত্তর: প্রিয়দর্শী
13. 'চন্ডাশোক' কাকে বলা হয় ?
A) পুষ্যমিত্র শুঙ্গ
B) অশোক
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ
14. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন ?
A) 259 খ্রিস্টাব্দে
B) 265 খ্রিস্টাব্দে
C) 255 খ্রিস্টাব্দে
D) 261 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 261 খ্রিস্টাব্দে
15. মৌর্য বংশের শেষ রাজা কে ?
A) অশোক
B) নাগ সেন
C) বৃহদ্রথ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বৃহদ্রথ
16. 'সবে মুণিষে পজা মমা'-উক্তিটি কার ?
A) বুদ্ধ
B) বিম্বিসার
C) অশোক
D) মহাবীর
সঠিক উত্তর: অশোক
17. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে ?
A) কৌটিল্য
B) বসুমিত্র
C) মতিল
D) নাগ দত্ত
সঠিক উত্তর: কৌটিল্য
18. ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন ?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) সমুদ্র গুপ্ত
C) প্রথম চন্দ্রগুপ্ত
D) কেউ নন
সঠিক উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত
19. সুরেন্দ্রনাথ কর্তৃক 'ভারতসভা' কবে স্থাপিত হয় ?
A) 1876 খ্রি.
B) 1875 খ্রি.
C) 1878 খ্রি.
D) 1879 খ্রি.
সঠিক উত্তর: 1876 খ্রি
20. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) অক্ষয়কুমার দত্ত
B) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C) কৃষ্ণকুমার মিত্র
D) বসন্তকুমার ঘোষ
সঠিক উত্তর: অক্ষয়কুমার দত্ত
21. 1920 সালে গঠিত ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
A) বিপিনচন্দ্র পাল
B) লালা রাজপথ রায়
C) চিত্তরঞ্জন দাস
D) ড. রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর: লালা রাজপথ রায়
22. 1946 খালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক গঠিত অন্তবর্তী সরকারের প্রধান কে ছিলেন ?
A) মহাত্মা গান্ধি
B) জওহরলাল নেহেরু
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) মহম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
23. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ?
A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C) গোপালকৃষ্ণ গোখেল
D) দাদাভাই নওরোজি
সঠিক উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
24. নদিয়া চৌগাছার বিষ্ণুচরন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস কিসের প্রথম বিরোধিতা করেন ?
A) নীল চাষের
B) খাজনা দানের
C) বিদেশি পণ্য ব্যবহারের
D) বেগার শ্রমদানের
সঠিক উত্তর: নীল চাষের
25. গণপতি উৎসব ও শিবাজী উৎসবের প্রবক্তা কে ?
A) দামোদর সাভারকার
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) বালকৃষ্ণ চাপেকর
D) বালগঙ্গাধর তিলক
সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
Read more :: General knowledge question answer part 57
No comments:
Post a Comment