General knowledge question answer part 59 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 59 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 59 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 59
01. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ?
A) প্রথম কুমারগুপ্ত
B) বিষ্ণুগুপ্ত
C) স্কন্দগুপ্ত
D) বৃহদ্রোথ
সঠিক উত্তর: বিষ্ণুগুপ্ত
02. কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ?
A) 600 খ্রিস্টাব্দে
B) 610 খ্রিস্টাব্দে
C) 602 খ্রিস্টাব্দে
D) 606 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 606 খ্রিস্টাব্দে
03. 'হর্ষচরিত'-এর রচয়িতা কে ?
A) হর্ষবর্ধন
B) অশ্বঘোষ
C) বানভট্ট
D) এরা কেউ নন
সঠিক উত্তর: বানভট্ট
04. কাদম্বরী কার রচনা ?
A) কুমারিল ভট্ট
B) বানভট্ট
C) পতঞ্জলি
D) পাণিনি
সঠিক উত্তর: বানভট্ট
05. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ?
A) হিউয়েন সাঙ
B) ফা-হিয়েন
C) সি-ইউ-কি
D) এরা কেউ নন
সঠিক উত্তর: হিউয়েন সাঙ
06. হিউয়েন সাঙ রচিত গ্রন্থটির নাম কী ?
A) ইন্ডিকা
B) ইউ চি
C) সি-ইউ-কি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সি-ইউ-কি
07. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ?
A) দেব পাল
B) লক্ষণ সেন
C) বল্লাল সেন
D) শশাঙ্ক
সঠিক উত্তর: শশাঙ্ক
08. শশাঙ্কের রাজধানীর নাম ছিল—
A) ঢাকা
B) গৌড়
C) কর্ণসুবর্ণ
D) দাভক
সঠিক উত্তর: কর্ণসুবর্ণ
09. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ?
A) মহিপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) গোপাল
সঠিক উত্তর: গোপাল
10. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
A) রামপাল
B) দেবপাল
C) ধর্মপাল
D) প্রথম মহীপাল
সঠিক উত্তর: দেবপাল
11. দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ?
A) বখতিয়ার খলজি
B) নাসিরউদ্দিন শাহ
C) কুতুবউদ্দিন আইবক
D) কেউ নন
সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবক
12. 'লাখবক্স' কাকে বলা হয় ?
A) রাজিয়া
B) কুতুবউদ্দিন
C) রুকনউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: কুতুবউদ্দিন
13. দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
A) কুতুবউদ্দিন
B) বাহাউদ্দিন
C) আলাউদ্দিন
D) ইলতুৎমিস
সঠিক উত্তর: ইলতুৎমিস
14. গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ?
A) জিয়াসউদ্দিন
B) বাহাউদ্দিন
C) বাহারুদ্দিন
D) নাসিরুদ্দিন
সঠিক উত্তর: বাহাউদ্দিন
15. 'জিলুল্লাহ' উপাধি কে গ্রহণ করেন ?
A) ফিজির খা
B) বুশরা খা
C) ইলতুৎমিস
D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন বলবন
16. বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন কে ?
A) জালালউদ্দিন
B) ফিরোজ শাহ তুঘলক
C) মোহাম্মদ বিন তুঘলক
D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি
17. আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন ?
A) গিয়াসউদ্দিন বলবন
B) গিয়াসউদ্দিন তুঘলক
C) ফিরোজ শাহ তুঘলক
D) মহম্মদ-বিন-তুঘলক
সঠিক উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক
18. মহম্মদ-বিন-তুঘলকের প্রকৃত নাম কী ?
A) জুনা খাঁ
B) রেজা খাঁ
C) আলম খাঁ
D) ঈশা খাঁ
সঠিক উত্তর: জুনা খাঁ
19. 'পি এন ঠাকুর' কার ছদ্মনাম ?
A) প্রফুল্লচন্দ্র রায়
B) রাসবিহারী বসু
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: রাসবিহারী বসু
20. গান্ধীজী পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ?
A) অসহযোগ আন্দোলন
B) আইন অমান্য আন্দোলন
C) চম্পারণ সত্যাগ্রহ
D) অহিংস সত্যাগ্রহ
সঠিক উত্তর: চম্পারণ সত্যাগ্রহ
21. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
A) কমল বসু
B) চিত্তরঞ্জন দাশ
C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) প্রথমনাথ মিত্র
সঠিক উত্তর: চিত্তরঞ্জন দাশ
22. কে 'গান্ধী বুড়ি' নামে খ্যাত ছিল ?
A) সরোজিনী নাইডু
B) প্রীতিলতা ওয়াদ্দেদার
C) ইন্দিরা গান্ধী
D) মাতঙ্গিনী হাজরা
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা
23. ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় ?
A) ইন্দিরা গান্ধী
B) মাতঙ্গিনী হাজরা
C) সরোজিনী নাইডু
D) প্রীতিলতা ওয়াদ্দেদার
সঠিক উত্তর: সরোজিনী নাইডু
24. মাস্টারদা নামে কে পরিচিত ছিল ?
A) সূর্য সেন
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) অরবিন্দ ঘোষ
D) এর কেউ নন
সঠিক উত্তর: সূর্য সেন
25. নিচের কোন ভারতীয় খেলোয়ার ২০১০ সালে ফর্মুলা ওয়ান রেসিং -এ আত্মপ্রকাশ করেছে ?
A) নারায়ণ কার্তিকেয়ন
B) করুণ চন্দোক
C) আদ্রিয়ান শুটিল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: করুণ চন্দোক
Read more :: General knowledge question answer part 58
No comments:
Post a Comment