Breaking

Tuesday, July 23, 2024

General knowledge question answer part 59

General knowledge question answer part 59
General knowledge question answer part 59

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 59 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 59 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 59

01. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ? A) প্রথম কুমারগুপ্ত B) বিষ্ণুগুপ্ত C) স্কন্দগুপ্ত D) বৃহদ্রোথ সঠিক উত্তর: বিষ্ণুগুপ্ত 02. কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ? A) 600 খ্রিস্টাব্দে B) 610 খ্রিস্টাব্দে C) 602 খ্রিস্টাব্দে D) 606 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 606 খ্রিস্টাব্দে 03. 'হর্ষচরিত'-এর রচয়িতা কে ? A) হর্ষবর্ধন B) অশ্বঘোষ C) বানভট্ট D) এরা কেউ নন সঠিক উত্তর: বানভট্ট 04. কাদম্বরী কার রচনা ? A) কুমারিল ভট্ট B) বানভট্ট C) পতঞ্জলি D)  পাণিনি সঠিক উত্তর: বানভট্ট 05. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ? A) হিউয়েন সাঙ B) ফা-হিয়েন C) সি-ইউ-কি D) এরা কেউ নন সঠিক উত্তর: হিউয়েন সাঙ 06. হিউয়েন সাঙ রচিত গ্রন্থটির নাম কী ? A) ইন্ডিকা B) ইউ চি C) সি-ইউ-কি D) কোনোটিই নয় সঠিক উত্তর: সি-ইউ-কি 07. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ? A) দেব পাল B) লক্ষণ সেন C) বল্লাল সেন D) শশাঙ্ক সঠিক উত্তর: শশাঙ্ক 08. শশাঙ্কের রাজধানীর নাম ছিল— A) ঢাকা B) গৌড় C) কর্ণসুবর্ণ D) দাভক সঠিক উত্তর: কর্ণসুবর্ণ 09. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ? A) মহিপাল B) দেবপাল C) ধর্মপাল D) গোপাল সঠিক উত্তর: গোপাল 10. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? A) রামপাল B) দেবপাল C) ধর্মপাল D) প্রথম মহীপাল সঠিক উত্তর: দেবপাল 11. দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ? A) বখতিয়ার খলজি B) নাসিরউদ্দিন শাহ C) কুতুবউদ্দিন আইবক D) কেউ নন সঠিক উত্তর: কুতুবউদ্দিন আইবক 12. 'লাখবক্স' কাকে বলা হয় ? A) রাজিয়া B) কুতুবউদ্দিন C) রুকনউদ্দিন D) ইলতুৎমিস সঠিক উত্তর: কুতুবউদ্দিন 13. দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ? A) কুতুবউদ্দিন B) বাহাউদ্দিন C) আলাউদ্দিন D) ইলতুৎমিস সঠিক উত্তর: ইলতুৎমিস 14. গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ? A) জিয়াসউদ্দিন B) বাহাউদ্দিন C) বাহারুদ্দিন D) নাসিরুদ্দিন সঠিক উত্তর: বাহাউদ্দিন 15. 'জিলুল্লাহ' উপাধি কে গ্রহণ করেন ? A) ফিজির খা B) বুশরা খা C) ইলতুৎমিস D) গিয়াসউদ্দিন বলবন সঠিক উত্তর: গিয়াসউদ্দিন বলবন 16. বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন কে ? A) জালালউদ্দিন B) ফিরোজ শাহ তুঘলক C) মোহাম্মদ বিন তুঘলক D) আলাউদ্দিন খলজি সঠিক উত্তর: আলাউদ্দিন খলজি 17. আলাউদ্দিন খলজির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন ? A) গিয়াসউদ্দিন বলবন B) গিয়াসউদ্দিন তুঘলক C) ফিরোজ শাহ তুঘলক D) মহম্মদ-বিন-তুঘলক সঠিক উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক 18. মহম্মদ-বিন-তুঘলকের প্রকৃত নাম কী ? A) জুনা খাঁ B) রেজা খাঁ C) আলম খাঁ D) ঈশা খাঁ সঠিক উত্তর: জুনা খাঁ 19. 'পি এন ঠাকুর' কার ছদ্মনাম ? A) প্রফুল্লচন্দ্র রায় B) রাসবিহারী বসু C) রবীন্দ্রনাথ ঠাকুর D) প্রথমনাথ মিত্র সঠিক উত্তর: রাসবিহারী বসু 20. গান্ধীজী পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ? A) অসহযোগ আন্দোলন B) আইন অমান্য আন্দোলন C) চম্পারণ সত্যাগ্রহ D) অহিংস সত্যাগ্রহ সঠিক উত্তর: চম্পারণ সত্যাগ্রহ 21. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ? A) কমল বসু B) চিত্তরঞ্জন দাশ C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় D) প্রথমনাথ মিত্র সঠিক উত্তর: চিত্তরঞ্জন দাশ 22. কে 'গান্ধী বুড়ি' নামে খ্যাত ছিল ? A) সরোজিনী নাইডু B) প্রীতিলতা ওয়াদ্দেদার C) ইন্দিরা গান্ধী D) মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা 23. ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয় ? A) ইন্দিরা গান্ধী B) মাতঙ্গিনী হাজরা C) সরোজিনী নাইডু D) প্রীতিলতা ওয়াদ্দেদার সঠিক উত্তর: সরোজিনী নাইডু 24. মাস্টারদা নামে কে পরিচিত ছিল ? A) সূর্য সেন B) রবীন্দ্রনাথ ঠাকুর C) অরবিন্দ ঘোষ D) এর কেউ নন সঠিক উত্তর: সূর্য সেন 25. নিচের কোন ভারতীয় খেলোয়ার ২০১০ সালে ফর্মুলা ওয়ান রেসিং -এ আত্মপ্রকাশ করেছে ? A) নারায়ণ কার্তিকেয়ন B) করুণ চন্দোক C) আদ্রিয়ান শুটিল D) কোনোটিই নয় সঠিক উত্তর: করুণ চন্দোক

No comments:

Post a Comment