Breaking

Wednesday, July 24, 2024

General knowledge question answer part 61

General knowledge question answer part 61
General knowledge question answer part 61

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 61 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 61 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 61

01. আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ? A) পল্লব B) রাষ্ট্রকূট C) চালুক্য D) চোল সঠিক উত্তর: চালুক্য 02. রাষ্ট্রকূটের রাজধানীর নাম কী ছিল ? A) বাতাপি B) কালিঞ্জর C) কাঞ্চি D) মান্যখেটা সঠিক উত্তর: মান্যখেটা 03. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা কোন রাজাদের ? A) চোল B) চালুক্য C) চান্দেল্লা D) রাষ্ট্রকূট সঠিক উত্তর: চালুক্য 04. ইলোরা ও খাজুরাহোর মন্দির নির্মাণ করেন কারা ? A) রাষ্ট্রকূট B) চালুক্য C) পল্লব D) চান্দেল্লা সঠিক উত্তর: চান্দেল্লা 05. কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ? A) পল্লব B) চোল C) রাষ্ট্রকূট D) চান্দেল্লা সঠিক উত্তর: পল্লব 06. চালুক্যদের রাজধানীর নাম কী ? A) বাদামি ও বাতাপি B) কাঞ্চিপুরম C) তাঞ্জোর D) কোনোটিই নয় সঠিক উত্তর: বাদামি ও বাতাপি 07. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা ? A) অনন্ত বর্মন B) ভাষ্কর বর্মন C) যশো বর্মন D) অপরাজিত বর্মন সঠিক উত্তর: অনন্ত বর্মন 08.ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ? A) পল্লব B) চোল C) চালুক্য D) চান্দেল্লা সঠিক উত্তর: চোল 09. গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন ? A) মহম্মদ ঘুরি B) মামুদ C) সবুক্তগিন D) চেঙ্গিজ খান সঠিক উত্তর: মামুদ 10. লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেন কে ? A) কুতুবউদ্দিন B) মহম্মদ ঘুরি C) বখতিয়ার খলজি D) গিয়াসউদ্দিন সঠিক উত্তর: বখতিয়ার খলজি 11. ভারতের আয়কর হল— A) অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল B) প্রত্যক্ষ এবং আনুপাতিক C) অপ্রত্যক্ষ এবং আনুপাতিক D) প্রত্যক্ষ এবং প্রগতিশীল সঠিক উত্তর: প্রত্যক্ষ এবং প্রগতিশীল 12. গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ ? A) এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক B) এশিয়ান উন্নয়ন ব্যাংক C) আন্তর্জাতিক মুদ্রা তহবিল D) বিশ্ব ব্যাংক সঠিক উত্তর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল 13. লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়— A) নিফটি B) সেনসেক্স C) ফুটসি (এফটিএসই) D) ব্রেন্ট সঠিক উত্তর: ফুটসি (এফটিএসই) 14. নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত তার জি.ডি.পি. -এর সর্বাধিক অংশ লাভ করে ? A) নির্মাণক্ষেত্র B) কৃষিক্ষেত্র C) সেবাক্ষেত্র D) উৎপাদনক্ষেত্র সঠিক উত্তর: সেবাক্ষেত্র 15. নিচের কোনটি রিজার্ভ ব্যাংক (আর.বি.আই) -এর কাজ নয় ? A) সরকারের ব্যাংকার B) সাধারণ মানুষের আমানত গ্রহণকারী C) ব্যাংক নোট ইস্যু করা D) বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী সঠিক উত্তর: সাধারণ মানুষের আমানত গ্রহণকারী 16. নিউটনের প্রথম গতিসূত্র টি পরিচিত হয়েছে— A) জড়তার মূলনীতি B) স্থির নীতি C) আপেক্ষিকতার মূলনীতি D) কার্যকারিতা নীতি সঠিক উত্তর: জড়তার মূলনীতি 17. 'গোবর' গ্যাসের প্রধান উপাদান হল— A) মিথেন B) ইথেন C) হাইড্রোজেন D) কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর: মিথেন 18. নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ? A) ওহম B) কুলম্ব C) অ্যাংস্ট্রম D) সিমেন সঠিক উত্তর: অ্যাংস্ট্রম 19. কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়— A) ফ্রান্স B) ইতালি C) ইংল্যান্ড D) জার্মানি সঠিক উত্তর: ফ্রান্স 20. 'বন্ধন এক্সপ্রেস' একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে— A) কলকাতা থেকে রায়গঞ্জ B) হাওড়া থেকে নিউ দিল্লী C) কলকাতা থেকে খুলনা D) শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি সঠিক উত্তর: কলকাতা থেকে খুলনা
21. "The Argumentative Indian"কার লেখা? A) চেতন ভগত B) অরুন্ধতী রায় C) এন.সি.চৌধুরী D) অমরত্ব সেন সঠিক উত্তর: অমরত্ব সেন 22. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ? A) সাঁতার B) বক্সিং C) ভারোওলন D) জিমন্যাস্টিক সঠিক উত্তর: ভারোওলন 23. কোন খেলার সাথে 'ফর্মুলা 1'যুক্ত ? A) মোটর রেসিং B) ক্রিকেট C) ফুটবল D) আইস হকি সঠিক উত্তর: মোটর রেসিং 24. নিচের কোন দেশটি 'এর সদস্য নয়? A) ভারত B) ব্রাজিল C) রাশিয়া D) কানাডা সঠিক উত্তর: কানাডা 25. 'জাল্লিকাট্টু' খেলাটি জনপ্রিয়? A) তামিলনাড়ুতে B) কেরালাতে C) কর্নাটকে D) অন্ধপ্রদেশে সঠিক উত্তর: তামিলনাড়ুতে

No comments:

Post a Comment