General knowledge question answer part 61 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 61 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 61 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 61
01. আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন ?
A) পল্লব
B) রাষ্ট্রকূট
C) চালুক্য
D) চোল
সঠিক উত্তর: চালুক্য
02. রাষ্ট্রকূটের রাজধানীর নাম কী ছিল ?
A) বাতাপি
B) কালিঞ্জর
C) কাঞ্চি
D) মান্যখেটা
সঠিক উত্তর: মান্যখেটা
03. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা কোন রাজাদের ?
A) চোল
B) চালুক্য
C) চান্দেল্লা
D) রাষ্ট্রকূট
সঠিক উত্তর: চালুক্য
04. ইলোরা ও খাজুরাহোর মন্দির নির্মাণ করেন কারা ?
A) রাষ্ট্রকূট
B) চালুক্য
C) পল্লব
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চান্দেল্লা
05. কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ?
A) পল্লব
B) চোল
C) রাষ্ট্রকূট
D) চান্দেল্লা
সঠিক উত্তর: পল্লব
06. চালুক্যদের রাজধানীর নাম কী ?
A) বাদামি ও বাতাপি
B) কাঞ্চিপুরম
C) তাঞ্জোর
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বাদামি ও বাতাপি
07. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা ?
A) অনন্ত বর্মন
B) ভাষ্কর বর্মন
C) যশো বর্মন
D) অপরাজিত বর্মন
সঠিক উত্তর: অনন্ত বর্মন
08.ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ?
A) পল্লব
B) চোল
C) চালুক্য
D) চান্দেল্লা
সঠিক উত্তর: চোল
09. গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন ?
A) মহম্মদ ঘুরি
B) মামুদ
C) সবুক্তগিন
D) চেঙ্গিজ খান
সঠিক উত্তর: মামুদ
10. লক্ষণ সেন কে পরাস্ত করে বাংলা দখল করেন কে ?
A) কুতুবউদ্দিন
B) মহম্মদ ঘুরি
C) বখতিয়ার খলজি
D) গিয়াসউদ্দিন
সঠিক উত্তর: বখতিয়ার খলজি
11. ভারতের আয়কর হল—
A) অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
B) প্রত্যক্ষ এবং আনুপাতিক
C) অপ্রত্যক্ষ এবং আনুপাতিক
D) প্রত্যক্ষ এবং প্রগতিশীল
সঠিক উত্তর: প্রত্যক্ষ এবং প্রগতিশীল
12. গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ ?
A) এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
B) এশিয়ান উন্নয়ন ব্যাংক
C) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D) বিশ্ব ব্যাংক
সঠিক উত্তর: আন্তর্জাতিক মুদ্রা তহবিল
13. লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয়—
A) নিফটি
B) সেনসেক্স
C) ফুটসি (এফটিএসই)
D) ব্রেন্ট
সঠিক উত্তর: ফুটসি (এফটিএসই)
14. নিম্নলিখিত বিভাগের কোনটি ভারত তার জি.ডি.পি. -এর সর্বাধিক অংশ লাভ করে ?
A) নির্মাণক্ষেত্র
B) কৃষিক্ষেত্র
C) সেবাক্ষেত্র
D) উৎপাদনক্ষেত্র
সঠিক উত্তর: সেবাক্ষেত্র
15. নিচের কোনটি রিজার্ভ ব্যাংক (আর.বি.আই) -এর কাজ নয় ?
A) সরকারের ব্যাংকার
B) সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
C) ব্যাংক নোট ইস্যু করা
D) বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী
সঠিক উত্তর: সাধারণ মানুষের আমানত গ্রহণকারী
16. নিউটনের প্রথম গতিসূত্র টি পরিচিত হয়েছে—
A) জড়তার মূলনীতি
B) স্থির নীতি
C) আপেক্ষিকতার মূলনীতি
D) কার্যকারিতা নীতি
সঠিক উত্তর: জড়তার মূলনীতি
17. 'গোবর' গ্যাসের প্রধান উপাদান হল—
A) মিথেন
B) ইথেন
C) হাইড্রোজেন
D) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: মিথেন
18. নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় ?
A) ওহম
B) কুলম্ব
C) অ্যাংস্ট্রম
D) সিমেন
সঠিক উত্তর: অ্যাংস্ট্রম
19. কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়—
A) ফ্রান্স
B) ইতালি
C) ইংল্যান্ড
D) জার্মানি
সঠিক উত্তর: ফ্রান্স
20. 'বন্ধন এক্সপ্রেস' একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে—
A) কলকাতা থেকে রায়গঞ্জ
B) হাওড়া থেকে নিউ দিল্লী
C) কলকাতা থেকে খুলনা
D) শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি
সঠিক উত্তর: কলকাতা থেকে খুলনা
21. "The Argumentative Indian"কার লেখা?
A) চেতন ভগত
B) অরুন্ধতী রায়
C) এন.সি.চৌধুরী
D) অমরত্ব সেন
সঠিক উত্তর: অমরত্ব সেন
22. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?
A) সাঁতার
B) বক্সিং
C) ভারোওলন
D) জিমন্যাস্টিক
সঠিক উত্তর: ভারোওলন
23. কোন খেলার সাথে 'ফর্মুলা 1'যুক্ত ?
A) মোটর রেসিং
B) ক্রিকেট
C) ফুটবল
D) আইস হকি
সঠিক উত্তর: মোটর রেসিং
24. নিচের কোন দেশটি 'এর সদস্য নয়?
A) ভারত
B) ব্রাজিল
C) রাশিয়া
D) কানাডা
সঠিক উত্তর: কানাডা
25. 'জাল্লিকাট্টু' খেলাটি জনপ্রিয়?
A) তামিলনাড়ুতে
B) কেরালাতে
C) কর্নাটকে
D) অন্ধপ্রদেশে
সঠিক উত্তর: তামিলনাড়ুতে
Read more :: General knowledge question answer part 60
No comments:
Post a Comment