Breaking

Wednesday, July 24, 2024

General knowledge question answer part 62

General knowledge question answer part 62
General knowledge question answer part 62

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 62 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 62 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 62

01. ভারতের কোন রাজ্যকে 'চিনির বাটি' বলা হয় ? A) উত্তরপ্রদেশ B) মধ্যপ্রদেশ C) তামিলনাড়ু D) মহারাষ্ট্র সঠিক উত্তর: উত্তরপ্রদেশ 02. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? A) নর্মদা B) মাহী C) তাপ্তী D) গোদাবরী সঠিক উত্তর: নর্মদা 03. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো— A) নিরক্ষরেখা B) মকরক্রান্তি রেখা C) কর্কটক্রান্তি রেখা D) সুমেরু বৃত্ত সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা 04. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ? A) বোম্বে হাইকোর্ট B) মাদ্রাজ হাইকোর্ট C) কলকাতা হাইকোর্ট D) এলাহাবাদ হাইকোর্ট সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট 05. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ? A) অন্ধ্রপ্রদেশ B) তামিলনাড়ু C) পশ্চিমবঙ্গ D) কর্ণাটক সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ 06. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? A) ৪২ তম সংশোধন B) ৪৪ তম সংশোধন C) ৫৬ তম সংশোধন D) এটি কখনোই সংশোধিত হয়নি সঠিক উত্তর: ৪২ তম সংশোধন 07. পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন ? A) তিন মাস B) চার মাস C) পাঁচ মাস D) ছয় মাস সঠিক উত্তর: ছয় মাস 08. ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে ? A) কর্ণাটক B) উত্তরপ্রদেশ C) পশ্চিমবঙ্গ D) বিহার সঠিক উত্তর: কর্ণাটক 09. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? A) অনুচ্ছেদ ৩৬২ B) অনুচ্ছেদ ৩৬০ C) অনুচ্ছেদ ৩৬৮ D) অনুচ্ছেদ ৩৭০ সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৬৮ 10. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত? A) শহরের উন্নয়নে B) রেলের উন্নয়নে C) গ্রামের উন্নয়নে D) শিল্পের উন্নয়নে সঠিক উত্তর: গ্রামের উন্নয়নে 11. 'চৌথ ও সরদেশমুখী' রাজস্ব প্রথা চালু করেছিলেন কে ? A) শাহজাহান B) আকবর C) শিবাজি D) শেরশাহ সঠিক উত্তর: শিবাজি 12. কত খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা কালিকট বন্দরে পৌঁছান ? A) 1445 খ্রিস্টাব্দে B) 1497 খ্রিস্টাব্দে C) 1498 খ্রিস্টাব্দে D) 1495 খ্রিস্টাব্দে সঠিক উত্তর: 1498 খ্রিস্টাব্দে 13. ইতালীয় পর্যটক মানুচি কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন ? A) শাহজাহান B) আকবর C) ঔরঙ্গজেব D) জাহাঙ্গীর সঠিক উত্তর: ঔরঙ্গজেব 14. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল ? A) আকবর B) শাহজাহান C) ঔরঙ্গজেব D) জাহাঙ্গীর সঠিক উত্তর: আকবর 15. সর্বশেষ মুঘল সম্রাট কে ? A) দ্বিতীয় বাহাদুর শাহ B) প্রথম বাহাদুর শাহ C) মহম্মদ শাহ D) ঔরঙ্গজেব সঠিক উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ 16. 'কৃষ্ণের অবতার' এবং 'জগত ভূষণ' উপাধিকে ধারণ করেছিলেন ? A) ইলিয়াস শাহ B) হুসেন শাহ C) নসরৎ শাহ D) এদের কেউ নয় সঠিক উত্তর: হুসেন শাহ 17. লাহোরের নিকট তালওয়ান্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ? A) নামদেব B) রামানুজ C) গুরুনানক D) রামানন্দ সঠিক উত্তর: গুরুনানক 18. মোবাইল যুগের প্রধান কথ্য ভাষা কী ছিল ? A) পারসি B) হিন্দি C) ফারসি বা উর্দু D) মৈথিলী সঠিক উত্তর: ফারসি বা উর্দু 19. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ? A) চরক B) নাগার্জুন C) শৌণক D) সুশ্রুত সঠিক উত্তর: সুশ্রুত 20. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? A) লর্ড মাউন্টব্যাটন B) লর্ড ক্যানিং C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক D) এর কেউ নন সঠিক উত্তর: লর্ড মাউন্টব্যাটন 21. নিম্নের কোন ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন ? A) রাজা বীরবল B) তানসেন C) টোডরমল D) রাজা মানসিংহ সঠিক উত্তর: রাজা বীরবল 22. বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন ? A) বিনয়ক কুমার বোস B) প্রফুল্ল চাকী C) রাসবিহারী বোস D) যতি ঘোষ সঠিক উত্তর: প্রফুল্ল চাকী 23. দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে ? A) ছোটনাগপুর মালভূমি থেকে B) পূর্বঘাট থেকে C) হিমালয় থেকে D) রাজমহল মালভূমি থেকে সঠিক উত্তর: ছোটনাগপুর মালভূমি থেকে 24. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল— A) মহানন্দা B) কংসাবতী C) নর্মদা D) গঙ্গা সঠিক উত্তর: নর্মদা 25. সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ? A) বৃহস্পতি B) ইউরেনাস C) শুক্র D) শনি সঠিক উত্তর: শুক্র

No comments:

Post a Comment