General knowledge question answer part 62 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 62 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 62 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 62
01. ভারতের কোন রাজ্যকে 'চিনির বাটি' বলা হয় ?
A) উত্তরপ্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) মহারাষ্ট্র
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ
02. মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A) নর্মদা
B) মাহী
C) তাপ্তী
D) গোদাবরী
সঠিক উত্তর: নর্মদা
03. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো—
A) নিরক্ষরেখা
B) মকরক্রান্তি রেখা
C) কর্কটক্রান্তি রেখা
D) সুমেরু বৃত্ত
সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা
04. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি ?
A) বোম্বে হাইকোর্ট
B) মাদ্রাজ হাইকোর্ট
C) কলকাতা হাইকোর্ট
D) এলাহাবাদ হাইকোর্ট
সঠিক উত্তর: কলকাতা হাইকোর্ট
05. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
A) অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) পশ্চিমবঙ্গ
D) কর্ণাটক
সঠিক উত্তর: অন্ধ্রপ্রদেশ
06. নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল?
A) ৪২ তম সংশোধন
B) ৪৪ তম সংশোধন
C) ৫৬ তম সংশোধন
D) এটি কখনোই সংশোধিত হয়নি
সঠিক উত্তর: ৪২ তম সংশোধন
07. পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে কাজ চালাতে পারেন ?
A) তিন মাস
B) চার মাস
C) পাঁচ মাস
D) ছয় মাস
সঠিক উত্তর: ছয় মাস
08. ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে ?
A) কর্ণাটক
B) উত্তরপ্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) বিহার
সঠিক উত্তর: কর্ণাটক
09. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়?
A) অনুচ্ছেদ ৩৬২
B) অনুচ্ছেদ ৩৬০
C) অনুচ্ছেদ ৩৬৮
D) অনুচ্ছেদ ৩৭০
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৬৮
10. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটি জড়িত?
A) শহরের উন্নয়নে
B) রেলের উন্নয়নে
C) গ্রামের উন্নয়নে
D) শিল্পের উন্নয়নে
সঠিক উত্তর: গ্রামের উন্নয়নে
11. 'চৌথ ও সরদেশমুখী' রাজস্ব প্রথা চালু করেছিলেন কে ?
A) শাহজাহান
B) আকবর
C) শিবাজি
D) শেরশাহ
সঠিক উত্তর: শিবাজি
12. কত খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা কালিকট বন্দরে পৌঁছান ?
A) 1445 খ্রিস্টাব্দে
B) 1497 খ্রিস্টাব্দে
C) 1498 খ্রিস্টাব্দে
D) 1495 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1498 খ্রিস্টাব্দে
13. ইতালীয় পর্যটক মানুচি কোন মোগল সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন ?
A) শাহজাহান
B) আকবর
C) ঔরঙ্গজেব
D) জাহাঙ্গীর
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
14. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল ?
A) আকবর
B) শাহজাহান
C) ঔরঙ্গজেব
D) জাহাঙ্গীর
সঠিক উত্তর: আকবর
15. সর্বশেষ মুঘল সম্রাট কে ?
A) দ্বিতীয় বাহাদুর শাহ
B) প্রথম বাহাদুর শাহ
C) মহম্মদ শাহ
D) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ
16. 'কৃষ্ণের অবতার' এবং 'জগত ভূষণ' উপাধিকে ধারণ করেছিলেন ?
A) ইলিয়াস শাহ
B) হুসেন শাহ
C) নসরৎ শাহ
D) এদের কেউ নয়
সঠিক উত্তর: হুসেন শাহ
17. লাহোরের নিকট তালওয়ান্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ?
A) নামদেব
B) রামানুজ
C) গুরুনানক
D) রামানন্দ
সঠিক উত্তর: গুরুনানক
18. মোবাইল যুগের প্রধান কথ্য ভাষা কী ছিল ?
A) পারসি
B) হিন্দি
C) ফারসি বা উর্দু
D) মৈথিলী
সঠিক উত্তর: ফারসি বা উর্দু
19. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধসংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন ?
A) চরক
B) নাগার্জুন
C) শৌণক
D) সুশ্রুত
সঠিক উত্তর: সুশ্রুত
20. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) লর্ড মাউন্টব্যাটন
B) লর্ড ক্যানিং
C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D) এর কেউ নন
সঠিক উত্তর: লর্ড মাউন্টব্যাটন
21. নিম্নের কোন ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন ?
A) রাজা বীরবল
B) তানসেন
C) টোডরমল
D) রাজা মানসিংহ
সঠিক উত্তর: রাজা বীরবল
22. বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন ?
A) বিনয়ক কুমার বোস
B) প্রফুল্ল চাকী
C) রাসবিহারী বোস
D) যতি ঘোষ
সঠিক উত্তর: প্রফুল্ল চাকী
23. দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে ?
A) ছোটনাগপুর মালভূমি থেকে
B) পূর্বঘাট থেকে
C) হিমালয় থেকে
D) রাজমহল মালভূমি থেকে
সঠিক উত্তর: ছোটনাগপুর মালভূমি থেকে
24. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল—
A) মহানন্দা
B) কংসাবতী
C) নর্মদা
D) গঙ্গা
সঠিক উত্তর: নর্মদা
25. সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ?
A) বৃহস্পতি
B) ইউরেনাস
C) শুক্র
D) শনি
সঠিক উত্তর: শুক্র
Read more :: General knowledge question answer part 61
No comments:
Post a Comment