General knowledge question answer part 63 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 63 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 63 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 63
01. গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) ঔরঙ্গজেব
C) বাহাদুর শাহ
D) শাহাজাহান
সঠিক উত্তর: জাহাঙ্গীর
02. কোন মগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ,?
A) ঔরঙ্গজেব
B) দ্বিতীয় বাহাদুর শাহ
C) দ্বিতীয় শাহ আলম
D) মহম্মদ শাহ
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
03. দশম শিখ গুরুর পদ অলঙ্কৃত করেন কে ?
A) গুরু হরকিষেন
B) গুরু গোবিন্দ সিংহ
C) গুরু হরগোবিন্দ
D) গুরু হররায়
সঠিক উত্তর: গুরু গোবিন্দ সিংহ
04. শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে ?
A) গুরু অর্জুন
B) গুরু গোবিন্দ
C) গুরু তেগবাহাদুর
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু গোবিন্দ
05. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
A) 1757,23 জুন
B) 1756,28 জুন
C) 1758,24 জুন
D) 1757,28 জুন
সঠিক উত্তর: 1757,23 জুন
06. ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি দান করেন ?
A) বাহাদুর শাহ
B) জাহাঙ্গীর
C) দ্বিতীয় শাহ আলম
D) ফারুকশিয়ার
সঠিক উত্তর: দ্বিতীয় শাহ আলম
07. দ্বৈত শাসনের প্রবর্তক কে ?
A) ক্লাইভ
B) ডুপ্লে
C) হেস্টিংস
D) এদের কেউ নন
সঠিক উত্তর: ক্লাইভ
08. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
A) 1776 খ্রিস্টাব্দে
B) 1775 খ্রিস্টাব্দে
C) 1770 খ্রিস্টাব্দে
D) 1876 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1770 খ্রিস্টাব্দে
09. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ক্যানিং
C) ওয়ারেন হেস্টিংস
D) এরা কেউ নয়
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস
10. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
A) 1781 খ্রিস্টাব্দে
B) 1798 খ্রিস্টাব্দে
C) 1849 খ্রিস্টাব্দে
D) 1793 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1849 খ্রিস্টাব্দে
11. নিচের কোন কোম্পানি ভারতে প্রথম ১০০ বিলিয়ন ডলার IT কোম্পানি হয়েছে ?
A) টিটিএস
B) উইপ্রো
C) ইনফোসিস
D) ককনিজ্যান্ট
সঠিক উত্তর: টিটিএস
12. 'ভাবা কবচ' কী ?
A) জ্যাকেটের নাম
B) মাদুলির নাম
C) বুলেটের নাম
D) অস্ত্রের নাম
সঠিক উত্তর: জ্যাকেটের নাম
13. কোন মুঘল সম্রাট 'জিন্দা পীর' নামে পরিচিত ছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
সঠিক উত্তর: ঔরঙ্গজেব
14. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন ?
A) স্বদেশী আন্দোলন
B) ভারত ছাড়ো আন্দোলন
C) বারদৌলি আন্দোলন
D) আইন অমান্য আন্দোলন
সঠিক উত্তর: বারদৌলি আন্দোলন
15. 'কাইজার-ই-হিন্দ'কাকে বলা হত?
A) মহাত্মা গান্ধী
B) দাদাভাই নৌরোজি
C) পন্ডিত জওহরলাল নেহেরু
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী
16. "সতীদাহ প্রথা" কে রদ করেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) লর্ড ক্যানিং
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
17. 'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) ঋষি অরবিন্দ ঘোষ
B) দাদাভাই নৌরোজি
C) গোপালকৃষ্ণ গোখলে
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: গোপালকৃষ্ণ গোখলে
18. 'জালিয়ানওয়ালা বাগ' এর ঘটনা কোন সালে হয়েছিল?
A) ১৯২৮
B) ১৯১৯
C) ১৯৫০
D) ১৭৮৯
সঠিক উত্তর: ১৯১৯
19. নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি—
A) বল
B) ভর
C) জড়তা
D) ঘনত্ব
সঠিক উত্তর: বল
20. সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে ?
A) নিউক্লিয়ার ফিউশন
B) রাসায়নিক বিক্রিয়া
C) নিউক্লিয়ার ফিশন
D) ফোটোইলেক্ট্রিক প্রভাব
সঠিক উত্তর: নিউক্লিয়ার ফিউশন
21. রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়—
A) বয়েলের সূত্র
B) নিউটনের সূত্র
C) পাস্কালের সূত্র
D) কেপলারের সূত্র
সঠিক উত্তর: নিউটনের সূত্র
22. বাণিজ্যিক সার ষগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকা সম্ভাবনা সবচেয়ে কম ?
A) ফসফরাস
B) সিলিকন
C) নাইট্রোজেন
D) পটাশিয়াম
সঠিক উত্তর: সিলিকন
23. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
A) হীরক
B) গ্রাফাইট
C) কাঠকয়লা
D) কোক
সঠিক উত্তর: হীরক
24. নিম্নলিখিত নোবেল গ্যাসের মধ্যে যেটি বায়ুমন্ডলে অনুপস্থিত সেটি হল—
A) হিলিয়াম
B) রেডন
C) জেনন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রেডন
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় ?
A) আলফা
B) বিটা
C) গামা
D) ডেল্টা
সঠিক উত্তর: গামা
Read more :: General knowledge question answer part 62
No comments:
Post a Comment