Breaking

Thursday, July 25, 2024

General knowledge question answer part 63

General knowledge question answer part 63 
General knowledge question answer part 63 

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 63 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 63 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 63 

01. গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) ঔরঙ্গজেব
C) বাহাদুর শাহ
D) শাহাজাহান 
সঠিক উত্তর: জাহাঙ্গীর

02. কোন মগল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ,?
A) ঔরঙ্গজেব
B) দ্বিতীয় বাহাদুর শাহ
C) দ্বিতীয় শাহ আলম
D) মহম্মদ শাহ
সঠিক উত্তর: ঔরঙ্গজেব

03. দশম শিখ গুরুর পদ অলঙ্কৃত করেন কে ?
A) গুরু হরকিষেন
B) গুরু গোবিন্দ সিংহ
C) গুরু হরগোবিন্দ
D) গুরু হররায়
সঠিক উত্তর: গুরু গোবিন্দ সিংহ

04. শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে ?
A) গুরু অর্জুন
B) গুরু গোবিন্দ
C) গুরু তেগবাহাদুর
D) গুরুনানক
সঠিক উত্তর: গুরু গোবিন্দ

05. কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
A) 1757,23 জুন
B) 1756,28 জুন
C) 1758,24 জুন
D) 1757,28 জুন
সঠিক উত্তর: 1757,23 জুন

06. ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি দান করেন ?
A) বাহাদুর শাহ
B) জাহাঙ্গীর
C) দ্বিতীয় শাহ আলম
D) ফারুকশিয়ার
সঠিক উত্তর: দ্বিতীয় শাহ আলম

07. দ্বৈত শাসনের প্রবর্তক কে ?
A) ক্লাইভ
B) ডুপ্লে
C) হেস্টিংস 
D) এদের কেউ নন
সঠিক উত্তর: ক্লাইভ

08. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ?
A) 1776 খ্রিস্টাব্দে
B) 1775 খ্রিস্টাব্দে
C) 1770 খ্রিস্টাব্দে
D) 1876 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1770 খ্রিস্টাব্দে

09. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?
A) রবার্ট ক্লাইভ
B) লর্ড ক্যানিং
C) ওয়ারেন হেস্টিংস
D) এরা কেউ নয়
সঠিক উত্তর: ওয়ারেন হেস্টিংস

10. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
A) 1781 খ্রিস্টাব্দে
B) 1798 খ্রিস্টাব্দে
C) 1849 খ্রিস্টাব্দে
D) 1793 খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: 1849 খ্রিস্টাব্দে

11. নিচের কোন কোম্পানি ভারতে প্রথম ১০০ বিলিয়ন ডলার IT কোম্পানি হয়েছে ?
A) টিটিএস
B) উইপ্রো
C) ইনফোসিস
D) ককনিজ্যান্ট
সঠিক উত্তর: টিটিএস

12. 'ভাবা কবচ' কী ?
A) জ্যাকেটের নাম
B) মাদুলির নাম
C) বুলেটের নাম
D) অস্ত্রের নাম
সঠিক উত্তর: জ্যাকেটের নাম

13. কোন মুঘল সম্রাট 'জিন্দা পীর' নামে পরিচিত ছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) শাহজাহান
সঠিক উত্তর: ঔরঙ্গজেব

14. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল 'সর্দার' নামে ভূষিত হন ?
A) স্বদেশী আন্দোলন
B) ভারত ছাড়ো আন্দোলন
C) বারদৌলি আন্দোলন
D) আইন অমান্য আন্দোলন
সঠিক উত্তর: বারদৌলি আন্দোলন

15. 'কাইজার-ই-হিন্দ'কাকে বলা হত?
A) মহাত্মা গান্ধী
B) দাদাভাই নৌরোজি
C) পন্ডিত জওহরলাল নেহেরু
D) নেতাজি সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর: মহাত্মা গান্ধী

16. "সতীদাহ প্রথা" কে রদ করেন?
A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B) লর্ড ক্যানিং
C) লর্ড কার্জন
D) লর্ড ডালহৌসি
সঠিক উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

17. 'Servants of India Society' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) ঋষি অরবিন্দ ঘোষ
B) দাদাভাই নৌরোজি
C) গোপালকৃষ্ণ গোখলে
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তর: গোপালকৃষ্ণ গোখলে

18. 'জালিয়ানওয়ালা বাগ' এর ঘটনা কোন সালে হয়েছিল?
A) ১৯২৮
B) ১৯১৯
C) ১৯৫০
D) ১৭৮৯
সঠিক উত্তর: ১৯১৯

19. নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি—
A) বল
B) ভর
C) জড়তা
D) ঘনত্ব
সঠিক উত্তর: বল

20. সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে ?
A) নিউক্লিয়ার ফিউশন
B) রাসায়নিক বিক্রিয়া
C) নিউক্লিয়ার ফিশন
D) ফোটোইলেক্ট্রিক প্রভাব
সঠিক উত্তর: নিউক্লিয়ার ফিউশন

21. রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে হয়—
A) বয়েলের সূত্র
B) নিউটনের সূত্র
C) পাস্কালের সূত্র
D) কেপলারের সূত্র
সঠিক উত্তর: নিউটনের সূত্র

22. বাণিজ্যিক সার ষগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকা সম্ভাবনা সবচেয়ে কম ?
A) ফসফরাস
B) সিলিকন
C) নাইট্রোজেন
D) পটাশিয়াম
সঠিক উত্তর: সিলিকন

23. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি ?
A) হীরক
B) গ্রাফাইট
C) কাঠকয়লা
D) কোক
সঠিক উত্তর: হীরক

24. নিম্নলিখিত নোবেল গ্যাসের মধ্যে যেটি বায়ুমন্ডলে অনুপস্থিত সেটি হল—
A) হিলিয়াম
B) রেডন
C) জেনন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রেডন

25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় ?
A) আলফা
B) বিটা
C) গামা
D) ডেল্টা
সঠিক উত্তর: গামা

No comments:

Post a Comment