Breaking

Thursday, July 25, 2024

General knowledge question answer part 64

General knowledge question answer part 64
General knowledge question answer part 64

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 64 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 64 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 64

01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি

02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি

03. ‘কর্কটক্রান্তি রেখা’ ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
A) পশ্চিমবঙ্গ
B) উত্তর প্রদেশ 
C) গুজরাট
D) মিজোরাম
সঠিক উত্তর: উত্তর প্রদেশ 

04. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন ?
A) ১৯ ধারা
B) ৩২ ধারা
C) ৩৫৬ ধারা
D) ১৪ ধারা
সঠিক উত্তর: ৩২ ধারা

05. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
A) ১০৩ তম
B) ১০০ তম
C) ১০২ তম
D) ১০৫ তম
সঠিক উত্তর: ১০০ তম

06. ‘রামধনু’ কেন হয়?
A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য
C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য
D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য

07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ?
A) খুব গরম হবে
B) খুব ঠান্ডা হবে
C) খুব ঝড় হবে
D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
সঠিক উত্তর: খুব ঝড় হবে

08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক
A) শক্তি
B) বল
C) ভরবেগ
D) ক্ষমতা
সঠিক উত্তর: বল

09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
A) তেজস্ক্রিয়তা
B) বৈদ্যুতিক শক্তি
C) এরোপ্লেনের গতিবেগ
D) অতিক্রান্ত দূরত্ব
সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব

10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়?
A) সুতী কাপড়
B) অ্যাসবেসটস
C) অভ্র
D) ক্যাডমিয়াম
সঠিক উত্তর: অ্যাসবেসটস

11. আলেকজান্ডারের হাত থেকে কে ভারতকে উদ্ধার করেন ?
A) পুরু
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) চাণক্য
D) মহাপদ্মনন্দ
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

12. গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ?
A) সাতবাহন
B) কুষাণ
C) চোল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাতবাহন

13. 'শকারি' উপাধি কে নিয়েছিলেন ?
A) প্রথম চন্দ্রগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

14. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
A) কুজল কতফিসেস
B) বিম কতফিসেস
C) দ্বিতীয় কদফিসেস
D) কনিষ্ক
সঠিক উত্তর: কনিষ্ক

15. শকাব্দ প্রচলন করেন কে ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) শকারি
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: কনিষ্ক

16. কোন বছর থেকে 'শকাব্দ' প্রচলিত হয় ?
A) 78 খ্রিস্টপূর্বাব্দ
B) 72 খ্রিস্টাব্দ
C) 75 খ্রিষ্টাব্দ
D) 78 খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: 78 খ্রিষ্টাব্দ

17. কনিষ্কের রাজধানীর নাম—
A) পাটলিপুত্র
B) খোটান
C) পুরুষপূর বা পেশোয়ার
D) ইয়ারখন্দ
সঠিক উত্তর: পুরুষপূর বা পেশোয়ার

18. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ?
A) জৈন ধর্ম
B) ইসলাম ধর্ম
C) হিন্দুধর্ম
D) মহাজন বৌদ্ধধর্ম
সঠিক উত্তর: মহাজন বৌদ্ধধর্ম

19. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর

20. 'মনসবদারি প্রথা' কে প্রচলন করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) শাহজাহান
D) শের শাহ
সঠিক উত্তর: আকবর

21. "বন্দিপুর" অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) ওড়িশা
সঠিক উত্তর: কর্ণাটক

22. মহাকাশে(Space) কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে?
A) বেগুনি (violet)
B) নীল (blue)
C) কালো (black)
D) লাল (red)
সঠিক উত্তর: কালো (black)

23. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
A) সিন্ধু
B) হোয়াং হো
C) গঙ্গা
D) ইয়াংজে
সঠিক উত্তর: ইয়াংজে

24. নিচের কোনটিকে বাদামী কয়লা বলে?
A) লিগনাইট
B) বিটুমিনাস
C) কোক
D) অ্যানাথ্রাসইট
সঠিক উত্তর: লিগনাইট

25. "নীল গ্রহ" কাকে বলে ?
A) শনি
B) পৃথিবী
C) ইউরেনাস
D) প্লুটো
সঠিক উত্তর: পৃথিবী

No comments:

Post a Comment