General knowledge question answer part 64 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 64 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 64 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 64
01. নিচের পন্ডিত যমজ শহর নয় ?
A) হায়দ্রাবাদ—সেকেন্দ্রাবাদ
B) দুর্গাপুর—আসানসোল
C) দিল্লি—নিউদিল্লি
D) কলকাতা—হাওড়া
সঠিক উত্তর: দিল্লি—নিউদিল্লি
02. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হবে ?
A) ২২ শে ডিসেম্বর
B) ২২ শে সেপ্টেম্বর
C) ৪ ঠা জানুয়ারি
D) ২১ শে জুন
সঠিক উত্তর: ৪ ঠা জানুয়ারি
03. ‘কর্কটক্রান্তি রেখা’ ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?
A) পশ্চিমবঙ্গ
B) উত্তর প্রদেশ
C) গুজরাট
D) মিজোরাম
সঠিক উত্তর: উত্তর প্রদেশ
04. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন ?
A) ১৯ ধারা
B) ৩২ ধারা
C) ৩৫৬ ধারা
D) ১৪ ধারা
সঠিক উত্তর: ৩২ ধারা
05. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে?
A) ১০৩ তম
B) ১০০ তম
C) ১০২ তম
D) ১০৫ তম
সঠিক উত্তর: ১০০ তম
06. ‘রামধনু’ কেন হয়?
A) আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
B) আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য
C) আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য
D) আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য
সঠিক উত্তর: আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য
07. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে, আবহাওয়ার কী পরিবর্তন হবে ?
A) খুব গরম হবে
B) খুব ঠান্ডা হবে
C) খুব ঝড় হবে
D) অন্তত ৪৮ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে
সঠিক উত্তর: খুব ঝড় হবে
08. কিলোওয়াট -ঘন্টা কিসের একক
A) শক্তি
B) বল
C) ভরবেগ
D) ক্ষমতা
সঠিক উত্তর: বল
09. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়
A) তেজস্ক্রিয়তা
B) বৈদ্যুতিক শক্তি
C) এরোপ্লেনের গতিবেগ
D) অতিক্রান্ত দূরত্ব
সঠিক উত্তর: অতিক্রান্ত দূরত্ব
10. অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়?
A) সুতী কাপড়
B) অ্যাসবেসটস
C) অভ্র
D) ক্যাডমিয়াম
সঠিক উত্তর: অ্যাসবেসটস
11. আলেকজান্ডারের হাত থেকে কে ভারতকে উদ্ধার করেন ?
A) পুরু
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) চাণক্য
D) মহাপদ্মনন্দ
সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
12. গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ?
A) সাতবাহন
B) কুষাণ
C) চোল
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: সাতবাহন
13. 'শকারি' উপাধি কে নিয়েছিলেন ?
A) প্রথম চন্দ্রগুপ্ত
B) সমুদ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
14. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
A) কুজল কতফিসেস
B) বিম কতফিসেস
C) দ্বিতীয় কদফিসেস
D) কনিষ্ক
সঠিক উত্তর: কনিষ্ক
15. শকাব্দ প্রচলন করেন কে ?
A) কনিষ্ক
B) সমুদ্রগুপ্ত
C) শকারি
D) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তর: কনিষ্ক
16. কোন বছর থেকে 'শকাব্দ' প্রচলিত হয় ?
A) 78 খ্রিস্টপূর্বাব্দ
B) 72 খ্রিস্টাব্দ
C) 75 খ্রিষ্টাব্দ
D) 78 খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: 78 খ্রিষ্টাব্দ
17. কনিষ্কের রাজধানীর নাম—
A) পাটলিপুত্র
B) খোটান
C) পুরুষপূর বা পেশোয়ার
D) ইয়ারখন্দ
সঠিক উত্তর: পুরুষপূর বা পেশোয়ার
18. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ?
A) জৈন ধর্ম
B) ইসলাম ধর্ম
C) হিন্দুধর্ম
D) মহাজন বৌদ্ধধর্ম
সঠিক উত্তর: মহাজন বৌদ্ধধর্ম
19. 'ফতেপুর সিক্রি' কে প্রতিষ্ঠা করেছিলেন ?
A) আকবর
B) ঔরঙ্গজেব
C) জাহাঙ্গীর
D) হুমায়ুন
সঠিক উত্তর: আকবর
20. 'মনসবদারি প্রথা' কে প্রচলন করেছিলেন ?
A) জাহাঙ্গীর
B) আকবর
C) শাহজাহান
D) শের শাহ
সঠিক উত্তর: আকবর
21. "বন্দিপুর" অভয়ারণ্য কোথায় অবস্থিত?
A) গুজরাট
B) রাজস্থান
C) কর্ণাটক
D) ওড়িশা
সঠিক উত্তর: কর্ণাটক
22. মহাকাশে(Space) কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে?
A) বেগুনি (violet)
B) নীল (blue)
C) কালো (black)
D) লাল (red)
সঠিক উত্তর: কালো (black)
23. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
A) সিন্ধু
B) হোয়াং হো
C) গঙ্গা
D) ইয়াংজে
সঠিক উত্তর: ইয়াংজে
24. নিচের কোনটিকে বাদামী কয়লা বলে?
A) লিগনাইট
B) বিটুমিনাস
C) কোক
D) অ্যানাথ্রাসইট
সঠিক উত্তর: লিগনাইট
25. "নীল গ্রহ" কাকে বলে ?
A) শনি
B) পৃথিবী
C) ইউরেনাস
D) প্লুটো
সঠিক উত্তর: পৃথিবী
Read more :: General knowledge question answer part 63
No comments:
Post a Comment