Breaking

Friday, July 26, 2024

General knowledge question answer part 65

General knowledge question answer part 65 
General knowledge question answer part 65 

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 65 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 65 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 65

01. প্যালিওন্টোজলি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ? A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম B) বায়ুমণ্ডল C) শিলা D) আগ্নেয়গিরি সঠিক উত্তর: উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম 02. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ? A) ডারউইন B) মেন্ডেল C) জে.বি.এস. হ্যাল্ডেন D) ডালটন সঠিক উত্তর: ডারউইন 03. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ? A) ইনসুলিন B) পেনিসিলিন C) স্টেরয়েড D) স্ট্রেপটোমাইসিন সঠিক উত্তর: ইনসুলিন 04. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ ? A) ভিটামিন-বি B) ভিটামিন-ডি C) ভিটামিন-এ D) ভিটামিন-সি সঠিক উত্তর: ভিটামিন-বি 05. নিম্মোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ ? A) ইউক্যারিয়োটিক B) রাইজোবিয়াম C) প্রোক্যারিয়োটিক D) কোনোটিই নয় সঠিক উত্তর: রাইজোবিয়াম 06. নিম্মোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে— A) ক্রোমোটোফোর B) লিউকোপ্লাস্ট C) ক্লোরোপ্লাস্ট D) ক্রোমোটোপ্লাস্ট সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট 07. 'অ্যাথলিটস ফুট' রোগটি যার দ্বারা সৃষ্ট— A) ছত্রাক B) আদ্যপ্রাণী C) নিমাটেড D) ব্যাকটেরিয়া সঠিক উত্তর: ছত্রাক 08. রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে ? A) ব্রাজিল B) জার্মানি C) ফ্রান্স D) আর্জেন্টিনা সঠিক উত্তর: ফ্রান্স 09. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন— A) মহাত্মা গান্ধী B) জওহরলাল নেহেরু C) বি.ভি. প্যাটেল D) এস. রাধাকৃষ্ণণ সঠিক উত্তর: জওহরলাল নেহেরু 10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত ? A) নিউইয়র্ক B) প্যারিস C) জেনেভা D) ওয়াশিংটন ডি.সি. সঠিক উত্তর: জেনেভা 11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? A) টলুইন B) বিউটেন C) প্রোপেন D) ফেনল সঠিক উত্তর: টলুইন 12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? A) দুর্বল দাঁত B) অ্যানিমিয়া C) গয়টার D) ক্ষুধামান্দ্য সঠিক উত্তর: দুর্বল দাঁত 13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? A) বর্ষাকালে B) গরমকালে C) শীতকালে D) বসন্তকালে সঠিক উত্তর: শীতকালে 14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ? A) পোমোলজি B) অ্যান্থোলজি C) পেরোলজি D) স্পার্মোলজি সঠিক উত্তর: পোমোলজি 15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ? A) মাখন B) মাছ C) দুধ D) লেটুস সঠিক উত্তর: মাছ 16. কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? A) ম্যাগনেসিয়াম ও ভিটামিন -ডি B) লোহা ও ভিটামিন -এ C) ক্যালসিয়াম ও ভিটামিন -সি D) লোহা ও ভিটামিন -সি সঠিক উত্তর: লোহা ও ভিটামিন -সি 17. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? A) দাদাভাই নৌরোজি B) ভি কে আর ডি রাও C) সরদার বল্লভভাই প্যাটেল D) প্রশান্ত চন্দ্র মহলান বীশ সঠিক উত্তর: দাদাভাই নৌরোজি 18. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশের সরকারীভাবে ঘোষিত হয়েছিল ? A) পাকিস্তান B) অস্ট্রেলিয়া C) উগান্ডা D) শ্রীলংকা সঠিক উত্তর: উগান্ডা 19. বংশবিদ্যার জনক কে ? A) মেন্ডেল B) ল্যামার্ক C) মেন্ডেলিভ D) বেনেডেন সঠিক উত্তর: মেন্ডেল 20. জীব বিদ্যার নিউটন কাকে বলে ? A) ল্যামার্ক B) লিনিয়াস C) ডারউইন D) এর কেউই নয় সঠিক উত্তর: ডারউইন 21. কফি প্রস্তুত হয়— A) ফুল থেকে B) ছাল থেকে C) বীজ থেকে D) পাতা থেকে সঠিক উত্তর: বীজ থেকে 22. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম— A) অক্সিন B) সাইটোকাইনিন C) ইথিলিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: ইথিলিন 23. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হলো— A) প্লিহা B) যকৃৎ C) অগ্নাশয় D) কোনোটিই নয় সঠিক উত্তর: কোনোটিই নয় 24. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে ? A) শ্বসন B) সালোকসংশ্লেষ C) ফটোলাইসিস D) কোনোটিই নয় সঠিক উত্তর: শ্বসন 25. ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় ? A) যক্ষা B) ম্যালেরিয়া C) টাইফয়েড D) রক্তচাপ সঠিক উত্তর: টাইফয়েড

No comments:

Post a Comment