General knowledge question answer part 65 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 65 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 65 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 65
01. প্যালিওন্টোজলি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন ?
A) উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
B) বায়ুমণ্ডল
C) শিলা
D) আগ্নেয়গিরি
সঠিক উত্তর: উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম
02. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ?
A) ডারউইন
B) মেন্ডেল
C) জে.বি.এস. হ্যাল্ডেন
D) ডালটন
সঠিক উত্তর: ডারউইন
03. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?
A) ইনসুলিন
B) পেনিসিলিন
C) স্টেরয়েড
D) স্ট্রেপটোমাইসিন
সঠিক উত্তর: ইনসুলিন
04. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ ?
A) ভিটামিন-বি
B) ভিটামিন-ডি
C) ভিটামিন-এ
D) ভিটামিন-সি
সঠিক উত্তর: ভিটামিন-বি
05. নিম্মোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ ?
A) ইউক্যারিয়োটিক
B) রাইজোবিয়াম
C) প্রোক্যারিয়োটিক
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: রাইজোবিয়াম
06. নিম্মোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে—
A) ক্রোমোটোফোর
B) লিউকোপ্লাস্ট
C) ক্লোরোপ্লাস্ট
D) ক্রোমোটোপ্লাস্ট
সঠিক উত্তর: ক্লোরোপ্লাস্ট
07. 'অ্যাথলিটস ফুট' রোগটি যার দ্বারা সৃষ্ট—
A) ছত্রাক
B) আদ্যপ্রাণী
C) নিমাটেড
D) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: ছত্রাক
08. রাশিয়াতে অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে ?
A) ব্রাজিল
B) জার্মানি
C) ফ্রান্স
D) আর্জেন্টিনা
সঠিক উত্তর: ফ্রান্স
09. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন—
A) মহাত্মা গান্ধী
B) জওহরলাল নেহেরু
C) বি.ভি. প্যাটেল
D) এস. রাধাকৃষ্ণণ
সঠিক উত্তর: জওহরলাল নেহেরু
10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত ?
A) নিউইয়র্ক
B) প্যারিস
C) জেনেভা
D) ওয়াশিংটন ডি.সি.
সঠিক উত্তর: জেনেভা
11. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?
A) টলুইন
B) বিউটেন
C) প্রোপেন
D) ফেনল
সঠিক উত্তর: টলুইন
12. খনিজ পদার্থ ‘ফ্লোরি’ এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?
A) দুর্বল দাঁত
B) অ্যানিমিয়া
C) গয়টার
D) ক্ষুধামান্দ্য
সঠিক উত্তর: দুর্বল দাঁত
13. কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
A) বর্ষাকালে
B) গরমকালে
C) শীতকালে
D) বসন্তকালে
সঠিক উত্তর: শীতকালে
14. ফল সংক্রান্ত বিদ্যা কে কী বলে ?
A) পোমোলজি
B) অ্যান্থোলজি
C) পেরোলজি
D) স্পার্মোলজি
সঠিক উত্তর: পোমোলজি
15. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?
A) মাখন
B) মাছ
C) দুধ
D) লেটুস
সঠিক উত্তর: মাছ
16. কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?
A) ম্যাগনেসিয়াম ও ভিটামিন -ডি
B) লোহা ও ভিটামিন -এ
C) ক্যালসিয়াম ও ভিটামিন -সি
D) লোহা ও ভিটামিন -সি
সঠিক উত্তর: লোহা ও ভিটামিন -সি
17. কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
A) দাদাভাই নৌরোজি
B) ভি কে আর ডি রাও
C) সরদার বল্লভভাই প্যাটেল
D) প্রশান্ত চন্দ্র মহলান বীশ
সঠিক উত্তর: দাদাভাই নৌরোজি
18. ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশের সরকারীভাবে ঘোষিত হয়েছিল ?
A) পাকিস্তান
B) অস্ট্রেলিয়া
C) উগান্ডা
D) শ্রীলংকা
সঠিক উত্তর: উগান্ডা
19. বংশবিদ্যার জনক কে ?
A) মেন্ডেল
B) ল্যামার্ক
C) মেন্ডেলিভ
D) বেনেডেন
সঠিক উত্তর: মেন্ডেল
20. জীব বিদ্যার নিউটন কাকে বলে ?
A) ল্যামার্ক
B) লিনিয়াস
C) ডারউইন
D) এর কেউই নয়
সঠিক উত্তর: ডারউইন
21. কফি প্রস্তুত হয়—
A) ফুল থেকে
B) ছাল থেকে
C) বীজ থেকে
D) পাতা থেকে
সঠিক উত্তর: বীজ থেকে
22. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম—
A) অক্সিন
B) সাইটোকাইনিন
C) ইথিলিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ইথিলিন
23. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হলো—
A) প্লিহা
B) যকৃৎ
C) অগ্নাশয়
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: কোনোটিই নয়
24. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে ?
A) শ্বসন
B) সালোকসংশ্লেষ
C) ফটোলাইসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: শ্বসন
25. ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় ?
A) যক্ষা
B) ম্যালেরিয়া
C) টাইফয়েড
D) রক্তচাপ
সঠিক উত্তর: টাইফয়েড
Read more :: General knowledge question answer part 64
No comments:
Post a Comment