General knowledge question answer part 66 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 66 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 66 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 66
01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়?
A) CRPF
B) SSB
C) BSF
D) ITBP
সঠিক উত্তর: ITBP
02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A) ক্রো
B) গ্যালভানোমিটার
C) ফ্যাদোমিটার
D) ওডোমিটার
সঠিক উত্তর: ফ্যাদোমিটার
03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ?
A) প্যালিওবটানি
B) পেট্রোলজি
C) আর্কিওলজি
D) প্যালিওনটোলজি
সঠিক উত্তর: প্যালিওনটোলজি
04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ?
A) অ্যাংলোফোবিয়া
B) এগোরাফোবিয়া
C) আরগোফোবিয়া
D) অ্যাক্রোফোবিয়া
সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া
05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ?
A) ভারত ও শ্রীলংকা
B) ভারত ইসরাইল
C) ভারত ও বাংলাদেশ
D) ভারত ও ফ্রান্স
সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স
06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন?
A) দি ওয়াশিংটন পোস্ট
B) দি গার্ডিয়ান
C) দি নিউ ইয়র্ক টাইমস
D) দি ওয়াল স্ট্রীট জার্নাল
সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস
07. 65 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে 'সেরা অভিনেতা' কে নির্বাচিত হয়েছেন ?
A) শিবপ্রসাদ মুখার্জী
B) রিদ্ধি সেন
C) অমিতাভ বচ্চন
D) ফায়াদ ফাজিল
সঠিক উত্তর: রিদ্ধি সেন
08. কোন দিনটি 'আন্তর্জাতিক যোগ দিবস' রূপে পালিত হয় ?
A) ৩১ শে মে
B) ২১ শে জুন
C) ১ লা জুলাই
D) ১ লা ডিসেম্বর
সঠিক উত্তর: ২১ শে জুন
09. 'A Century is not enough' বইটির রচয়িতা—
A) সৌরভ গাঙ্গুলী
B) শচীনের তেন্ডুলকর
C) রাহুল দ্রাবিড়
D) ভিভিএস লক্ষণ
সঠিক উত্তর: সৌরভ গাঙ্গুলী
10. নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ?
A) অশোক লাভাসা
B) নাসিম জাইদি
C) ওমপ্রকাশ রাওয়াত
D) এ.কে. জোতি
সঠিক উত্তর: ওমপ্রকাশ রাওয়াত
11. কুঞ্জরানী দেবী নামটি জড়িত—
A) সাঁতার
B) ভার উত্তোলন
C) তীরন্দাজি
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: ভার উত্তোলন
12. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ করেন ?
A) হুগলি
B) নদীয়া
C) বর্ধমান
D) মুর্শিদাবাদ
সঠিক উত্তর: হুগলি
13. নিচের কোনটি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয় ?
A) মায়ানমার
B) পাকিস্তান
C) ভুটান
D) নেপাল
সঠিক উত্তর: মায়ানমার
14. 'দ্রোণাচার্য' পুরস্কার দেওয়া হয়—
A) ক্রীড়া সম্পাদকদের
B) আম্পায়ারদের
C) প্রশিক্ষকদের
D) ক্রীড়াবিদদের
সঠিক উত্তর: প্রশিক্ষকদের
15. 'লীলাবতী' লিখেছিলেন—
A) ভাস্করচার্য
B) মহাবীরচার্য
C) কল্পাচার্য
D) হেমচন্দ্র আচার্য
সঠিক উত্তর: ভাস্করচার্য
16. ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতে ছিলেন ?
A) তিনটি
B) চারটি
C) আটটি
D) দুইটি
সঠিক উত্তর: চারটি
17. কিছু পরিমাণ মূলধন সরল সুদে ৪ বছরে দ্বিগুণ হয়। কত বছরে তা সুদে-মূলে ৮ গুণ হবে ?
A) ৪ বছর
B) ১২ বছর
C) ২৮ বছর
D) ২৪ বছর
সঠিক উত্তর: ২৮ বছর
18. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন—
A) ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
B) এশিয়াটিক সোসাইটির সাথে
C) ভারতের জাতীয় কংগ্রেসের সাথে
D) থিওসোফিক্যাল সোসাইটির সাথে
সঠিক উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
19. কুকুরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ হল ?
A) লোম
B) ত্বক
C) জিভ
D) কোনদিনই নয়
সঠিক উত্তর: কোনদিনই নয়
20. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?
A) O
B) A
C) B
D) AB
সঠিক উত্তর: AB
21. সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত কে বলা হয় ?
A) O
B) B
C) AB
D) A
সঠিক উত্তর: O
22. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ?
A) অগ্নাশয়
B) প্লিহা
C) যকৃৎ
D) প্রিওথলি
সঠিক উত্তর: যকৃৎ
23. ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ঔষধটি বহুল প্রচলিত ?
A) মরফিন
B) ডাটুরিন
C) অ্যাসপিরিন
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: অ্যাসপিরিন
24. আয়োডিনের অভাবে কী রোগ হয় ?
A) রাতকানা
B) বেরিবেরি
C) গলগন্ড
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: গলগন্ড
25. নিচের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় ?
A) যকৃৎ
B) অগ্নাশয়
C) পাকস্থলী
D) বৃক্ক
সঠিক উত্তর: বৃক্ক
Read more :: General knowledge question answer part 65
No comments:
Post a Comment