Breaking

Saturday, July 27, 2024

General knowledge question answer part 66

General knowledge question answer part 66
General knowledge question answer part 66

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 66 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 66 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 66

01. কোন CPMP/CAPF ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? A) CRPF B) SSB C) BSF D) ITBP সঠিক উত্তর: ITBP 02. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ? A) ক্রো B) গ্যালভানোমিটার C) ফ্যাদোমিটার D) ওডোমিটার সঠিক উত্তর: ফ্যাদোমিটার 03. জীবাষ্ম বিদ্যার সংক্রান্ত বিষয় হল ? A) প্যালিওবটানি B) পেট্রোলজি C) আর্কিওলজি D) প্যালিওনটোলজি সঠিক উত্তর: প্যালিওনটোলজি 04. 'উচ্চতাজনিত ভয়' -কে বলা হয় ? A) অ্যাংলোফোবিয়া B) এগোরাফোবিয়া C) আরগোফোবিয়া D) অ্যাক্রোফোবিয়া সঠিক উত্তর: অ্যাক্রোফোবিয়া 05. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna,2018' তে অংশগ্রহণ করেছিল ? A) ভারত ও শ্রীলংকা B) ভারত ইসরাইল C) ভারত ও বাংলাদেশ D) ভারত ও ফ্রান্স সঠিক উত্তর: ভারত ও ফ্রান্স 06. পুলিৎজার পুরস্কার ২০১৮ পেয়েছিলেন? A) দি ওয়াশিংটন পোস্ট B) দি গার্ডিয়ান C) দি নিউ ইয়র্ক টাইমস D) দি ওয়াল স্ট্রীট জার্নাল সঠিক উত্তর: দি নিউ ইয়র্ক টাইমস 07. 65 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে 'সেরা অভিনেতা' কে নির্বাচিত হয়েছেন ? A) শিবপ্রসাদ মুখার্জী B) রিদ্ধি সেন C) অমিতাভ বচ্চন D) ফায়াদ ফাজিল সঠিক উত্তর: রিদ্ধি সেন 08. কোন দিনটি 'আন্তর্জাতিক যোগ দিবস' রূপে পালিত হয় ? A) ৩১ শে মে B) ২১ শে জুন C) ১ লা জুলাই D) ১ লা ডিসেম্বর সঠিক উত্তর: ২১ শে জুন 09. 'A Century is not enough' বইটির রচয়িতা— A) সৌরভ গাঙ্গুলী B) শচীনের তেন্ডুলকর C) রাহুল দ্রাবিড় D) ভিভিএস লক্ষণ সঠিক উত্তর: সৌরভ গাঙ্গুলী 10. নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ? A) অশোক লাভাসা B) নাসিম জাইদি C) ওমপ্রকাশ রাওয়াত D) এ.কে. জোতি সঠিক উত্তর: ওমপ্রকাশ রাওয়াত 11. কুঞ্জরানী দেবী নামটি জড়িত— A) সাঁতার B) ভার উত্তোলন C) তীরন্দাজি D) কোনোটিই নয় সঠিক উত্তর: ভার উত্তোলন 12. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণ করেন ? A) হুগলি B) নদীয়া C) বর্ধমান D) মুর্শিদাবাদ সঠিক উত্তর: হুগলি 13. নিচের কোনটি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয় ? A) মায়ানমার B) পাকিস্তান C) ভুটান D) নেপাল সঠিক উত্তর: মায়ানমার 14. 'দ্রোণাচার্য' পুরস্কার দেওয়া হয়— A) ক্রীড়া সম্পাদকদের B) আম্পায়ারদের C) প্রশিক্ষকদের D) ক্রীড়াবিদদের সঠিক উত্তর: প্রশিক্ষকদের 15. 'লীলাবতী' লিখেছিলেন— A) ভাস্করচার্য B) মহাবীরচার্য C) কল্পাচার্য D) হেমচন্দ্র আচার্য সঠিক উত্তর: ভাস্করচার্য 16. ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতে ছিলেন ? A) তিনটি B) চারটি C) আটটি D) দুইটি সঠিক উত্তর: চারটি 17. কিছু পরিমাণ মূলধন সরল সুদে ৪ বছরে দ্বিগুণ হয়। কত বছরে তা সুদে-মূলে ৮ গুণ হবে ? A) ৪ বছর B) ১২ বছর C) ২৮ বছর D) ২৪ বছর সঠিক উত্তর: ২৮ বছর 18. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন— A) ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে B) এশিয়াটিক সোসাইটির সাথে C) ভারতের জাতীয় কংগ্রেসের সাথে D) থিওসোফিক্যাল সোসাইটির সাথে সঠিক উত্তর: ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে 19. কুকুরের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ হল ? A) লোম B) ত্বক C) জিভ D) কোনদিনই নয় সঠিক উত্তর: কোনদিনই নয় 20. সর্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ? A) O B) A C) B D) AB সঠিক উত্তর: AB 21. সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত কে বলা হয় ? A) O B) B C) AB D) A সঠিক উত্তর: O 22. জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে ? A) অগ্নাশয় B) প্লিহা C) যকৃৎ D) প্রিওথলি সঠিক উত্তর: যকৃৎ 23. ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ঔষধটি বহুল প্রচলিত ? A) মরফিন B) ডাটুরিন C) অ্যাসপিরিন D) কোনোটিই নয় সঠিক উত্তর: অ্যাসপিরিন 24. আয়োডিনের অভাবে কী রোগ হয় ? A) রাতকানা B) বেরিবেরি C) গলগন্ড D) কোনোটিই নয় সঠিক উত্তর: গলগন্ড 25. নিচের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় ? A) যকৃৎ B) অগ্নাশয় C) পাকস্থলী D) বৃক্ক সঠিক উত্তর: বৃক্ক

No comments:

Post a Comment