ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩ পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩
01. Khajuraho Dance Festival কোন রাজ্যে হয়?
A) রাজস্থানে
B) মধ্যপ্রদেশে
C) গুজরাটে
D) হরিয়ানায়
সঠিক উত্তর: মধ্যপ্রদেশে
02. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) পশ্চিমবঙ্গ
C) ঝাড়খণ্ড
D) বিহার
সঠিক উত্তর: পশ্চিমবঙ্গ
03. কোন রাজ্যে ভারতের প্রথম AI শহর তৈরি হবে?
A) হিমাচল প্রদেশ
B) উত্তরপ্রদেশ
C) পাঞ্জাব
D) রাজস্থান
সঠিক উত্তর: উত্তরপ্রদেশ
04. বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ঝাড়খন্ড
B) ছত্তিশগড়
C) বিহার
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: মধ্যপ্রদেশ
05. পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
A) অ্যানথ্রাসাইট
B) লিগনাইট
C) বিটুমিনাস
D) পিট
সঠিক উত্তর: বিটুমিনাস
06. মায়ানমারের মুদ্রার নাম কি?
A) দিনার
B) কিয়াত
C) রুপি
D) ইয়েন
সঠিক উত্তর: কিয়াত
07. ভারতের কোন রাজ্যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত?
A) কর্ণাটক
B) তেলেঙ্গানা
C) কেরালা
D) ঝাড়খন্ড
সঠিক উত্তর: কেরালা
08. পেডিমেন্ট কিসের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়?
A) বায়ু
B) নদী
C) হিমবাহ
D) কোনোটিই নয়
সঠিক উত্তর: বায়ু
09. Bandipur Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) হিমাচল প্রদেশ
B) কর্ণাটক
C) কেরালা
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তর: কর্ণাটক
10. সম্বলপুরী ভারতের কোন রাজ্যের নৃত্য?
A) তেলেঙ্গানা
B) ওড়িশা
C) ঝাড়খণ্ড
D) অন্ধ্রপ্রদেশ
সঠিক উত্তর: ওড়িশা
11. কোহিমা কোন রাজ্যের রাজধানী?
A) অরুণাচল প্রদেশ
B) মিজোরাম
C) নাগাল্যান্ড
D) গোয়া
সঠিক উত্তর: নাগাল্যান্ড
12. দাফাবুম কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
A) মিশমি
B) নাগা
C) বাবাবুদান
D) বিন্ধ্য
সঠিক উত্তর: মিশমি
13. বুদাপেস্ট কোন দেশের রাজধানী?
A) মেক্সিকো
B) রাশিয়া
C) হাঙ্গেরী
D) উরুগুয়ে
সঠিক উত্তর: হাঙ্গেরী
14. Gangaur festival ভারতের কোন রাজ্যে পালন করা হয়?
A) রাজস্থান
B) অরুণাচল প্রদেশ
C) তেলেঙ্গানা
D) ছত্তিশগড়
সঠিক উত্তর: রাজস্থান
15. কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও চিন
C) ভারত ও ভুটান
D) ভারত ও নেপাল
সঠিক উত্তর: ভারত ও চিন
16. গন্ডোয়ানা কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) ওড়িশা
B) বিহার
C) ছত্তিশগড়
D) ঝাড়খন্ড
সঠিক উত্তর: ঝাড়খন্ড
17. রবি শস্য কোন সময়ে রোপন করা হয়?
A) আগস্ট-সেপ্টেম্বর
B) সেপ্টেম্বর-অক্টোবর
C) অক্টোবর-নভেম্বর
D) নভেম্বর-ডিসেম্বর
সঠিক উত্তর: অক্টোবর-নভেম্বর
18. ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি?
A) মৌসিনরাম
B) শ্রীহরিকোটা
C) যোধপুর
D) কালিম্পং
সঠিক উত্তর: মৌসিনরাম
19. ভারতের হলুদ শহর কাকে বলা হয়?
A) আজমের
B) জয়সালমির
C) কোটা
D) বিকানের
সঠিক উত্তর: জয়সালমির
20. লাবনী ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) ছত্তিশগড়
D) বিহার
সঠিক উত্তর: মহারাষ্ট্র
Read more :: ভারতীয় ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২
No comments:
Post a Comment