Breaking

Monday, August 5, 2024

General knowledge question answer part 69

General knowledge question answer part 69
General knowledge question answer part 69

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 69 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 69 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 69

1. অভিজ্ঞান শকুন্তলা নাটকের রচয়িতা কে ?
a) শম্ভু মিত্র
b) গৌরিশঙ্কর
c) মুন্সী প্রেমচাঁদ
d) কালিদাস 
উত্তরঃ কালিদাস

2. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন C
d) ভিটামিন K  
উত্তরঃ ভিটামিন K

3. আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি ?
a) ১০টি
b) ১২টি
c) ১৩টি 
d) ১৫টি
উত্তরঃ ১৩টি 

4. ভারতের পাখির পায়ের ন‍্যায় ব-দ্বীপ কোথায় দেখা যায় ?
a) গোদাবরী নদীতে
b) কৃষ্ণা নদীতে  
c) কাবেরী নদীতে
d) সিন্ধু নদীতে
উত্তরঃ কৃষ্ণা নদীতে 

5. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে ?
a) কাবেরী
b) গোদাবরী
c) মহানদী
d) কৃষ্ণা 
উত্তরঃ কৃষ্ণা 

6. বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ‍্যে ?
a) পাঞ্জাবে  
b) বিহারে
c) হরিয়ানায়
d) মহারাষ্ট্রে
উত্তরঃ পাঞ্জাবে 

7. নীলনদ কোথায় পতিত হয়েছে ?
a) আরব সাগরে
b) ভূমধ্যসাগর 
c) লোহিত সাগরে
d) ভারত মহাসাগরে
উত্তরঃ ভূমধ্যসাগর 

8. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি ?
a) হিমালয়
b) আল্পস
c) আন্দিজ 
d) রকি
উত্তরঃ আন্দিজ 

9. কৃত্রিম জিন কে আবিষ্কার করেন ?
a) আইজ‍্যাক নিউটন
b) আলেকজান্ডার গ্রাহামবেল
c) হরগোবিন্দ খোরানা  
d) শীলে
উত্তরঃ হরগোবিন্দ খোরানা

10. ভাইয়া দুজ পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত ?
a) রাখীবন্ধন
b) ভাইফোঁটা 
c) হলি
d) এদের কোনটাই নয়
উত্তরঃ ভাইফোঁটা 

11. ক‍্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?
a) অষ্ট্রেলিয়া 
b) কানাডা
c) মেক্সিকো
d) চিলি
উত্তরঃ অষ্ট্রেলিয়া 

12. শ্রীলঙ্কাকে ভারত থেকে আলদা করেছে-
a) বেরিং প্রণালী
b) জিব্রাল্টর প্রণালী
c) মালাক্কা প্রণালী
d) পক্ প্রণালী  
উত্তরঃ পক্ প্রণালী

13. বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় ?
a) ১৪ই জুন 
b) ১৮ই জুন
c) ১২ই জুলাই
d) ১৪ই জুলাই
উত্তরঃ ১৪ই জুন 

14. তেমুজিন কার প্রকৃত নাম ?
a) মহম্মদ ঘুরি
b) ইব্রাহিম লোদী
c) চেঙ্গিজ খান 
d) জাহিদ উদ্দিন বাবর
উত্তরঃ চেঙ্গিজ খান 

15. লংমার্চ কোন দেশের ঘটনা ?
a) চিন 
b) জাপান
c) উত্তর কোরিয়া
d) জার্মানি
উত্তরঃ চিন 

16. বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ?
a) জগদীশ চন্দ্র বসু
b) প্রফুল্ল চন্দ্র রায় 
c) জ্ঞান চন্দ্র ঘোষ
d) সত‍্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র রায় 

17. মহাবীরের জন্ম কোথায় হয়েছিল ?
a) বিহারের বৈশালীতে 
b) উত্তরপ্রদেশের সারনাথে
c) পাঞ্জাবের অমৃতস্বরে
d) আগ্রাতে
উত্তরঃ বিহারের বৈশালীতে

18. চর্যাপদের পুঁথি গুলো কে আবিষ্কার করেন ?
a) হরপ্রসাদ শাস্ত্রী 
b) বড়ু চন্ডীদাস
c) বিজয় গুপ্ত
d) ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

19. কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় ?
a) মতিলাল নেহেরু
b) পন্ডিত জহরলাল নেহেরু 
c) মহাত্মা গান্ধী
d) আবুল কালাম আজাদ
উত্তরঃ পন্ডিত জহরলাল নেহেরু

20. বুদ্ধের বাণী কোন ভাষায় লেখা ?
a) সংস্কৃত
b) মাগধী
c) পালি 
d) প্রাকৃত
উত্তরঃ পালি 



No comments:

Post a Comment