General knowledge question answer part 69 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 69 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 69 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 69
1. অভিজ্ঞান শকুন্তলা নাটকের রচয়িতা কে ?
a) শম্ভু মিত্র
b) গৌরিশঙ্কর
c) মুন্সী প্রেমচাঁদ
d) কালিদাস
উত্তরঃ কালিদাস
2. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন C
d) ভিটামিন K
উত্তরঃ ভিটামিন K
3. আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি ?
a) ১০টি
b) ১২টি
c) ১৩টি
d) ১৫টি
উত্তরঃ ১৩টি
4. ভারতের পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ কোথায় দেখা যায় ?
a) গোদাবরী নদীতে
b) কৃষ্ণা নদীতে
c) কাবেরী নদীতে
d) সিন্ধু নদীতে
উত্তরঃ কৃষ্ণা নদীতে
5. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে ?
a) কাবেরী
b) গোদাবরী
c) মহানদী
d) কৃষ্ণা
উত্তরঃ কৃষ্ণা
6. বৈশাখী উৎসব পালিত হয় কোন রাজ্যে ?
a) পাঞ্জাবে
b) বিহারে
c) হরিয়ানায়
d) মহারাষ্ট্রে
উত্তরঃ পাঞ্জাবে
7. নীলনদ কোথায় পতিত হয়েছে ?
a) আরব সাগরে
b) ভূমধ্যসাগর
c) লোহিত সাগরে
d) ভারত মহাসাগরে
উত্তরঃ ভূমধ্যসাগর
8. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি ?
a) হিমালয়
b) আল্পস
c) আন্দিজ
d) রকি
উত্তরঃ আন্দিজ
9. কৃত্রিম জিন কে আবিষ্কার করেন ?
a) আইজ্যাক নিউটন
b) আলেকজান্ডার গ্রাহামবেল
c) হরগোবিন্দ খোরানা
d) শীলে
উত্তরঃ হরগোবিন্দ খোরানা
10. ভাইয়া দুজ পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত ?
a) রাখীবন্ধন
b) ভাইফোঁটা
c) হলি
d) এদের কোনটাই নয়
উত্তরঃ ভাইফোঁটা
11. ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?
a) অষ্ট্রেলিয়া
b) কানাডা
c) মেক্সিকো
d) চিলি
উত্তরঃ অষ্ট্রেলিয়া
12. শ্রীলঙ্কাকে ভারত থেকে আলদা করেছে-
a) বেরিং প্রণালী
b) জিব্রাল্টর প্রণালী
c) মালাক্কা প্রণালী
d) পক্ প্রণালী
উত্তরঃ পক্ প্রণালী
13. বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় ?
a) ১৪ই জুন
b) ১৮ই জুন
c) ১২ই জুলাই
d) ১৪ই জুলাই
উত্তরঃ ১৪ই জুন
14. তেমুজিন কার প্রকৃত নাম ?
a) মহম্মদ ঘুরি
b) ইব্রাহিম লোদী
c) চেঙ্গিজ খান
d) জাহিদ উদ্দিন বাবর
উত্তরঃ চেঙ্গিজ খান
15. লংমার্চ কোন দেশের ঘটনা ?
a) চিন
b) জাপান
c) উত্তর কোরিয়া
d) জার্মানি
উত্তরঃ চিন
16. বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ?
a) জগদীশ চন্দ্র বসু
b) প্রফুল্ল চন্দ্র রায়
c) জ্ঞান চন্দ্র ঘোষ
d) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র রায়
17. মহাবীরের জন্ম কোথায় হয়েছিল ?
a) বিহারের বৈশালীতে
b) উত্তরপ্রদেশের সারনাথে
c) পাঞ্জাবের অমৃতস্বরে
d) আগ্রাতে
উত্তরঃ বিহারের বৈশালীতে
18. চর্যাপদের পুঁথি গুলো কে আবিষ্কার করেন ?
a) হরপ্রসাদ শাস্ত্রী
b) বড়ু চন্ডীদাস
c) বিজয় গুপ্ত
d) ঘনরাম চক্রবর্তী
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
19. কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় ?
a) মতিলাল নেহেরু
b) পন্ডিত জহরলাল নেহেরু
c) মহাত্মা গান্ধী
d) আবুল কালাম আজাদ
উত্তরঃ পন্ডিত জহরলাল নেহেরু
20. বুদ্ধের বাণী কোন ভাষায় লেখা ?
a) সংস্কৃত
b) মাগধী
c) পালি
d) প্রাকৃত
উত্তরঃ পালি
Read more :: General knowledge question answer part 68
No comments:
Post a Comment