Breaking

Saturday, August 10, 2024

General knowledge question answer part 70

General knowledge question answer part 70
General knowledge question answer part 70

সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 70 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব । সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 70 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।

General knowledge question answer part 70

01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ? A) লোকপাল B) নীতি আয়োগ C) অর্থ কমিশন D) লোকাযুক্ত সঠিক উত্তর: নীতি আয়োগ 02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ? A) FANUC B) COMAU C) MOTOMAN D) BRABO সঠিক উত্তর: BRABO 03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ? A) জাহাজ B) বুলেট ট্রেন C) চিতাবাঘ D) ম্যাগলেভ সঠিক উত্তর: জাহাজ 04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক— A) ভোল্ট B) নিউটন C) জুল D) ফ্লাক্স সঠিক উত্তর: জুল 05. ‘কাপড় কাচার সোডা’ A) সোডিয়াম কার্বনেট B) সোডিয়াম ক্লোরাইড C) ক্যালসিয়াম কার্বনেট D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট 06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ? A) আলু B) সূর্যমুখী C) মটরশুঁটি D) জোয়ার সঠিক উত্তর: মটরশুঁটি 07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত? A) হাইড্রোজেন যুক্ত যৌগ B) জল C) বংশ পরম্পরা D) মাটি ছাড়া গাছের প্রতিপালন সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন 08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? A) অ্যাসিটিক অ্যাসিড B) বেনজোয়িক অ্যাসিড C) সোডিয়াম বাই কার্বনেট D) টারটারিক অ্যাসিড সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড 09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ? A) PASCAL B) COBOL C) FOXPRO D) FORTRAN সঠিক উত্তর: FORTRAN 10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ? A) হেলসিঙ্কি B) তিরানা C) জাগ্ৰেব D) লা পাজ সঠিক উত্তর: জাগ্ৰেব 11. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হত ? A) সমুদ্রগুপ্ত B) প্রথম চন্দ্রগুপ্ত C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত D) স্কান্দগুপ্ত সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত 12. দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ? A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B) মাইকেল মধুসূদন দত্ত C) উমেশচন্দ্র দত্ত D) জন কেরি সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত 13. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীর করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করা হয়েছিল ? A) বিহার B) বাংলা C) গুজরাট D) দাক্ষিণাত্য সঠিক উত্তর: গুজরাট 14. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ? A) রাষ্ট্রকূট বংশ B) মৌর্য বংশ C) গুপ্ত বংশ D) পাল বংশ সঠিক উত্তর: গুপ্ত বংশ 15. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেহত্যাগ করেছিলেন ? A) 1941 B) 1943 C) 1940 D) 1942 সঠিক উত্তর: 1941 16. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ? A) রাজা রামমোহন রায় B) মতিলাল নেহেরু C) চিত্তরঞ্জন দাস D) দ্বারকানাথ ঠাকুর সঠিক উত্তর: রাজা রামমোহন রায় 17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ? A) নেপচুন B) বৃহস্পতি C) প্লুটো D) বুধ সঠিক উত্তর: প্লুটো 18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ? A) বাঁকুড়া B) কলকাতা C) হুগলি D) বারাসাত সঠিক উত্তর: হুগলি 19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ? A) 72% B) 50% C) 76% D) 75% সঠিক উত্তর: 76% 20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ? A) 105 B) 216 C) 432 D) 54 সঠিক উত্তর: 216 21. কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ হলো— A) 42% B) 46% C) 40% D) 44% সঠিক উত্তর: 44% 22. নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন— 1600,1700,1800,1900,2000,2100,2200,2300 এবং 2400 এদের মধ্যে কতগুলি লিপ-ইয়ার আছে ? A) 3 B) 6 C) 4 D) 9 সঠিক উত্তর: 3 23. একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংজ্ঞা লি তৃণমূল করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত ? A) 10 B) 12 C) 14 D) 8 সঠিক উত্তর: 8 24. 45 কিমি/ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন ? A) 225 মিটার B) 245 মিটার C) 250 মিটার D) 200 মিটার সঠিক উত্তর: 245 মিটার 25. একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। প্যান্টি অর্ধপূর্ণ হলে, এরকম আরো তিনটি নল খুলে দেওয়া হয়। ট্যাংকি পূর্ণ করতে মোট কত সময় লাগবে ? A) 3 ঘন্টা 45 মিনিট B) 4 ঘন্টা 15 মিনিট C) 3 ঘন্টা 15 মিনিট D) 4 ঘন্টা সঠিক উত্তর: 3 ঘন্টা 45 মিনিট

No comments:

Post a Comment