General knowledge question answer part 70 |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি General Knowledge Question Answer Part 70 ; এই পোস্টটির মধ্যে গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো তোমাদের আগত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগি । এই প্রশ্নও উত্তর পর্ব গুলি প্রতিদিন পেতে আমাদের ফলো করতে পারেন । আমরা প্রত্যেক দিন একটা করে প্রশ্নও উত্তর পর্ব শেয়ার করব ।
সুতরাং আর দেরী না করে আজকের General Knowledge Question Answer Part 70 পোস্টটি তাড়াতাড়ি দেখুন । এবং মনে রাখবার জন্য খাতায় লিখতে পারেন ।
General knowledge question answer part 70
01. ‘যোজনা কমিশনের’ পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) নীতি আয়োগ
C) অর্থ কমিশন
D) লোকাযুক্ত
সঠিক উত্তর: নীতি আয়োগ
02. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ?
A) FANUC
B) COMAU
C) MOTOMAN
D) BRABO
সঠিক উত্তর: BRABO
03. কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
A) জাহাজ
B) বুলেট ট্রেন
C) চিতাবাঘ
D) ম্যাগলেভ
সঠিক উত্তর: জাহাজ
04. নিম্নের কোন “তাপ” পরিমাপের একক—
A) ভোল্ট
B) নিউটন
C) জুল
D) ফ্লাক্স
সঠিক উত্তর: জুল
05. ‘কাপড় কাচার সোডা’
A) সোডিয়াম কার্বনেট
B) সোডিয়াম ক্লোরাইড
C) ক্যালসিয়াম কার্বনেট
D) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
সঠিক উত্তর: সোডিয়াম কার্বনেট
06. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
A) আলু
B) সূর্যমুখী
C) মটরশুঁটি
D) জোয়ার
সঠিক উত্তর: মটরশুঁটি
07. 'হাইড্রোপনিক্স' কথাটি কিসের সাথে যুক্ত?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) জল
C) বংশ পরম্পরা
D) মাটি ছাড়া গাছের প্রতিপালন
সঠিক উত্তর: মাটি ছাড়া গাছের প্রতিপালন
08. খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড
C) সোডিয়াম বাই কার্বনেট
D) টারটারিক অ্যাসিড
সঠিক উত্তর: বেনজোয়িক অ্যাসিড
09. কম্পিউটারের প্রথম ভাষা ছিল ?
A) PASCAL
B) COBOL
C) FOXPRO
D) FORTRAN
সঠিক উত্তর: FORTRAN
10. ‘ক্রোয়েশিয়া’র রাজধানী কী ?
A) হেলসিঙ্কি
B) তিরানা
C) জাগ্ৰেব
D) লা পাজ
সঠিক উত্তর: জাগ্ৰেব
11. ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হত ?
A) সমুদ্রগুপ্ত
B) প্রথম চন্দ্রগুপ্ত
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) স্কান্দগুপ্ত
সঠিক উত্তর: সমুদ্রগুপ্ত
12. দীনবন্ধু মিত্রের “নীলদর্পণ” গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ?
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B) মাইকেল মধুসূদন দত্ত
C) উমেশচন্দ্র দত্ত
D) জন কেরি
সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
13. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীর করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা’ নির্মাণ করা হয়েছিল ?
A) বিহার
B) বাংলা
C) গুজরাট
D) দাক্ষিণাত্য
সঠিক উত্তর: গুজরাট
14. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ?
A) রাষ্ট্রকূট বংশ
B) মৌর্য বংশ
C) গুপ্ত বংশ
D) পাল বংশ
সঠিক উত্তর: গুপ্ত বংশ
15. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেহত্যাগ করেছিলেন ?
A) 1941
B) 1943
C) 1940
D) 1942
সঠিক উত্তর: 1941
16. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা কে ?
A) রাজা রামমোহন রায়
B) মতিলাল নেহেরু
C) চিত্তরঞ্জন দাস
D) দ্বারকানাথ ঠাকুর
সঠিক উত্তর: রাজা রামমোহন রায়
17. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
A) নেপচুন
B) বৃহস্পতি
C) প্লুটো
D) বুধ
সঠিক উত্তর: প্লুটো
18. বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল ?
A) বাঁকুড়া
B) কলকাতা
C) হুগলি
D) বারাসাত
সঠিক উত্তর: হুগলি
19. কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্র-ছাত্রী কলারসিপ পায়নি ?
A) 72%
B) 50%
C) 76%
D) 75%
সঠিক উত্তর: 76%
20. 8,24,36 এবং 54-র ল.সা.গু কত ?
A) 105
B) 216
C) 432
D) 54
সঠিক উত্তর: 216
21. কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ হলো—
A) 42%
B) 46%
C) 40%
D) 44%
সঠিক উত্তর: 44%
22. নিম্নলিখিত বছরগুলি বিবেচনা করুন—
1600,1700,1800,1900,2000,2100,2200,2300 এবং 2400 এদের মধ্যে কতগুলি লিপ-ইয়ার আছে ?
A) 3
B) 6
C) 4
D) 9
সঠিক উত্তর: 3
23. একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংজ্ঞা লি তৃণমূল করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত ?
A) 10
B) 12
C) 14
D) 8
সঠিক উত্তর: 8
24. 45 কিমি/ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন ?
A) 225 মিটার
B) 245 মিটার
C) 250 মিটার
D) 200 মিটার
সঠিক উত্তর: 245 মিটার
25. একটি নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। প্যান্টি অর্ধপূর্ণ হলে, এরকম আরো তিনটি নল খুলে দেওয়া হয়। ট্যাংকি পূর্ণ করতে মোট কত সময় লাগবে ?
A) 3 ঘন্টা 45 মিনিট
B) 4 ঘন্টা 15 মিনিট
C) 3 ঘন্টা 15 মিনিট
D) 4 ঘন্টা
সঠিক উত্তর: 3 ঘন্টা 45 মিনিট
Read more :: General knowledge question answer part 69
No comments:
Post a Comment